এপ্রিল ২৮, ২০২০ ১৫:৪২ Asia/Dhaka

ক. বন্ধুরা,আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। প্রতি আসরের মতো আজও প্রিয়জন শুরু করব একটি হাদিস শুনিয়ে।

ইমাম বাকির (আ.) বলেন: যে ব্যক্তির অন্তরে তার জন্য মহান আল্লাহ পাক কোন নসিহতকারী বা উপদেশদাতা স্থাপন করেননি অন্য মানুষের হিতোপদেশ তার  কোন উপকারে আসে না।

খ.মূল্যবান বাণী শুনলাম। আমরা সবাই সুন্দর বাণী শুনব এবং তাকে কাজের মাধ্যমে জীবনে বাস্তবায়ন করব আজ এটাই হবে আমাদের সবার ইচ্ছা এবং লক্ষ্য।

ক. হ্যাঁ,বন্ধুরা আজকের আসরের প্রথমেই হাতে তুলে নিয়েছি যে ইমেইল তা এসেছে বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের মহিষপুর থেকে। সূচনা সমাজকল্যাণ সংঘ থেকে ইমেইলটি পাঠিয়েছেন রেডিও তেহরানের পুরনো শ্রোতা ভাই মোঃ.মিজানুর রহমান।

বহলুল: হ্যাঁ এটা কিন্তু চিঠি না মনে হয় শ্রবণমান প্রতিবেদন। আমি এক নজর দেখেছিলাম কিনা!

খ. ঠিকই দেখেছিলেন। হ্যাঁ এ ভাই কষ্ট করে রেডিও তেহরানের শ্রবণ মান সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন। আর এটি ফেব্রুয়ারি মাসের ১ তারিখের রেডিও অনুষ্ঠান শ্রবণের ভিত্তিতে পাঠানো হয়েছে।  ভাই মিজানুর রহমান কষ্ট করে শ্রবণমানের রিপোর্ট পাঠানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে আরও ইমেইল করবেন এবং রেডিও তেহরানের অনুষ্ঠান মালা নিয়েও মতামত জানাবেন বলে আশা করছি।

বহলুল: দেখুন আমার মন খুব উসখুস করছে। মরণোত্তর চোখ দান করতে যেয়ে তিতা অভিজ্ঞতা হওয়ার কথা গত আসরে শুনেছি। কিন্তু মানুষের কল্যাণের এমন কাজ করতে যেয়ে কি কারো ভালো অভিজ্ঞতা হয় নি?

ক. অবশ্যই হয়েছে সে কথাও আজ শুনবো আমরা। আর এ অভিজ্ঞতা শোনাচ্ছেন, বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত সন্ধানী ইন্টারন্যাশনাল আই ব্যাংকের সমন্বয়কারী বা কোঅরডিনেটর মোঃ.সাইফুল ইসলাম চৌধুরী। হ্যাঁ তিনি বলেন,

বহলুল: হ্যাঁ পৃথিবীতে এখনও অনেক ভালো মানুষ আছেন,আছেন সমাজের কল্যাণকামী মানুষ। মানুষ মানুষের জন্য এ কথায় বিশ্বাস রাখতে সহায়তা করছেন তারাই।

খ. ধন্যবাদ মোঃ.সাইফুল ইসলাম চৌধুরী। ভবিষ্যতে আবারও কথা হবে। আর পাশাপাশি সবার প্রতি আহ্বান জানাবো আসুন আমরা মানুষের সেবায় নিবেদিত হই। চোখ দানের কাজে সবাইকে উৎসাহিত করি। এভাবে অর্জিত সদকায়ে জারিয়ার মাধ্যমে ইহলৌকিক এবং পারলৌকিক পাথেয় সংগ্রহ করি।

ক. বহলুল ভাই আজ আমিই প্রথমেই শুরু করছি। হ্যাঁ  চীনে ৩০ লাখ মাস্ক পাঠাল ইরান: কৃতজ্ঞতা জানাল বেইজিং শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৮ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে,করোনাভাইরাস নিয়ন্ত্রণের জন্য চীনে প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম পাঠানোয় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বেইজিং-এ এক সংবাদ সম্মেলনে তার দেশের পক্ষ থেকে এ কৃতজ্ঞতা জানান। রেডিও তেহরানের ফেসবুক গ্রুপে এ খবরে অন্যতম মন্তব্যকারী ভাই শফিকুল ইসলাম। তিনি লিখেছেন,সিঙ্গাপুরেও মাস্ক এর ঘটতি রয়েছে। কিছু মাস্ক পাঠানো হোক।

বহলুল: ভাই শফিকুল ইসলাম মনে হয় সিঙ্গাপুরে রয়েছেন! যাই হোক,ভালো প্রস্তাব দিয়েছেন তিনি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

খ. এদিকে  সব মুসলিম দেশই আমেরিকার টার্গেট শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৮ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে,ইরাকের সুন্নি ওলামা পরিষদের প্রধান শেখ মুহাম্মাদ আল-মোল্লা বলেছেন,মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল মুসলিম দেশগুলোকে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছে।

ক. এ খবরে অন্যতম মন্তব্যকারী ভাই শহিদুল ইসলাম। তিনি লিখেছেন সহমত।

বহলুল: এ কথা সঙ্গে শতভাগ সহমত হবেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। সত্যিই চমৎকার একটি বক্তব্য।

খ. এদিকে সৌদি গোপন আদালত নিপীড়নের হাতিয়ার শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ৭ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সৌদি আরবকে অভিযুক্ত করে বলেছে,দেশটি গোপন আদালতকে মূলত বিরোধীমত দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটি আদালতের বিভিন্ন নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা করে এক রিপোর্টে এসব কথা বলেছে।

বহলুল: বিশ্বজুড়ে সবাই এ কথা আগেই জানে। মানে নতুন করে পুরানো ঘোষণা আর কি!

ক. তা বটে। তবে এ খবরে অন্যতম মন্তব্যকারী হলেন ভাই শফিকুল ইসলাম। তিনি লিখেছেন,কবে এরা মানে সৌদিরা ধ্বংস হবে।

বহলুল: হবে। হবে। যার শুরু আছে তার শেষও আছে সে কথা ভুলে যাওয়া মোটেও উচিত হবে না।  আরো বলার ইচ্ছা ছিল কিন্তু আজ এটুকুই। না আজ আর কোনো দিকে নজর দেয়া ঠিক হবে না।

খ. সত্যি বলেছেন,আসরের সময় শেষ হয়ে এসেছে। এবারে বিদায় নিতে হবে। হ্যাঁ বন্ধুরা,এতোক্ষণ আমাদের সঙ্গ দেয়ার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সবার সুন্দর জীবন ও সুন্দর স্বাস্থ্য কামনা করছি। #

ট্যাগ