মে ২৬, ২০২০ ১৬:১৯ Asia/Dhaka

ক. বন্ধুরা, আপনাদের সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদেরই চিঠিপত্রের আসর প্রিয়জন। আশা করছি সবাই ভালো আছেন। শুরুতেই যথারীতি একটি হাদিস শোনাব।

ইমাম বাকির (আ.)  বলেন:  যে ব্যক্তির অন্তরে তার জন্য মহান আল্লাহ পাক কোন উপদেশদাতা বা  নসিহতকারী স্থাপন করেননি অন্য মানুষের হিতোপদেশ তার কোন উপকারে আসে না।

খ. সত্য ও সুন্দর বাণী অনুসরণ করবো এবং সত্য পথে চলার আপ্রাণ ও আন্তরিক চেষ্টা করবো – এ কামনার মধ্য দিয়ে শুরুতেই নজর দেবো ইমেইলে...।

বহলুল: না ইমেইল বা চিঠি নয়। আজ প্রথমেই নজর দেবো রেডিও তেহরানের ওয়েবসাইটের পাঠক বন্ধুরা যে সব মন্তব্য করেছেন সে দিকে।

ক. ঠিক আছে বহলুল ভাই। তাহলে আমিই শুরু করছি। হ্যা রাশিয়া নয়, নির্বাচনে হস্তক্ষেপ করছে ইসরাইল শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৫ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা এবং সন্ত্রাস বিরোধী লড়াইয়ের বিশেষজ্ঞ ফিলিপ জিরাল্ডি বলেছেন, ইসরাইল দীর্ঘদিন ধরে আমেরিকার রাজনীতি ও নির্বাচনী ব্যবস্থায় হস্তক্ষেপ করে আসছে। কিন্তু মার্কিন কর্মকর্তারা এ বিষয়টি নিয়ে নীরব থাকতে পছন্দ করেন এবং এর বিপরীতে তারা রাশিয়াকে দোষারোপ করে আসছেন।

খ. ওয়েবসাইটে প্রকাশিত এ খবরে অন্যতম মন্তব্যকারী ‘হাজি ফাইভ ফাইভ এজেএ’ নামের ছন্দনামী পাঠক ভাই। তিনি লিখেছেন সত্য খবর প্রকাশের জন্য ধন্যবাদ। আমার প্রশ্ন হলো, বিশ্বের কতোজন মুসলামান নেতা এ সত্য সম্পর্কে জানেন? তারা তো সবাই মদ এবং এসব নিয়েই ব্যস্ত।

বহলুল: দুঃখ জনক হলেও এ ভাইয়ের কথা সত্য। এ ভাবেই মুসলমানরা পতনের রাস্তা ধরে এগিয়ে চলেছে।

 

ক. সত্যিই বলেছেন। বিশ্বে যত সর্বনাশা কাজ আছে তার বেশিরভাগের পেছনে এই ইসরাইলের হাত আছে। আচ্ছা, এককালে অনেকের ডাকটিকেট সংগ্রহ করার যে শখ ছিল আজও কি তা আছে?

বহলুল: জ্বি আছে। আর এ নিয়ে কথা বলেছেন ভারত থেকে রেডিও তেহরানের একজন পুরান শ্রোতা ভাই। শুনুন তিনি কি বলছেন...

বহলুল: আমার তো আরও শুনতে ইচ্ছা হচ্ছে।

খ. না আজ আর নয় বহলুল ভাই। হ্যাঁ এতোক্ষণ ভারতের অসম রাজ্যের শ্রোতা বন্ধু পৃথ্বীরাজ পুরকায়স্থের কথা শুনছিলেন। ভবিষ্যতে তার কথা আরও আমরা শুনবো। ...

বহলুল: না এবারে ফেসবুকের দিকে নজর না দিলেই নয়।

ক. আমি ভাবছিলাম, আবারও তাকাবো ওয়েবসাইটের খবরে যে সব মন্তব্য হয়েছে সে দিকে। মানে ভুল করে এরই মধ্যে রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক গ্রুপের দিকে নজর দিয়েছিলাম। এবারে তাই কাজে লাগাই। হ্যা ডিল অব দ্যা সেঞ্চুরি’: আদিল আল-জুবায়েরের নিন্দা জানাল হামাস শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৭ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে কথিত ডিল অব দ্যা সেঞ্চুরিতে ইতিবাচক কিছু দিক রয়েছে বলে সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

খ. প্রতিটি মুসলিম দেশের উচিত এটার নিন্দা জানানো বলে মন্তব্য করেছেন বন্ধু মোহাম্মদ হজরত আলী। অন্যদিকে বন্ধু মো ইমতিয়াজ আলী লিখেছেন  মুসলিমরা কপাল পোড়া জাতি! সকল মুসলিম দেশেই মুসলিম নামের সরকার ক্ষমতায় থাকলেও তারাও মুসলিমদের নির্যাতন জুলুম করে! আর ইসলামের শত্রুরা তো তা করতে চায়-ই! আর এর জবাবে যথার্থ বলে মন্তব্য করেছেন অপর বন্ধু মোজ্জাফর আলী।

বহলুল: সত্যের ঢাক বাজে জনতার মুখে মুখে। সে কথাই প্রমাণ করছে এ সব মন্তব্য। তাই না!

ক. জ্বি একশ ভাগ ঠিক বহলুল ভাই। এদিকে প্রতিবেশীদের নিরাপত্তাকে তেহরান নিজের নিরাপত্তা বলে মনে করে শীর্ষক খবর প্রকাশিত হয়েছে ১৬ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তাকে তেহরান নিজের নিরাপত্তা বলে মনে করে এবং আমরা সবার সঙ্গে সংলাপে বসতে প্রস্তুত রয়েছি।

বহলুল: আসলে কথাটা তো ঠিকই। প্রতিবেশীর নিরাপত্তা নেই মানে নিজেরও নিরাপত্তা নেই।

খ. কথা ঠিকই তবে পাঠক বন্ধুরা কি বলেছেন সেদিকে একটু নজর দেই। হ্যা ‘নোবেল প্রাইজ’ ছদ্মনামের পাঠক বন্ধু লিখেছেন- এক্সসিলেন্ট।

বহলুল: ব্যস কর্মকাবার এক গোলাতেই লক্ষ্য হাসিল। সত্যি এ সবই দারুণ কথা। তবে আজও আসরের সময় শেষ হয়ে এসেছে। এবারে বিদায় নিতে হবে।

ক. হ্যাঁ শ্রোতাবন্ধুরা, প্রিয়জনের আসর থেকে এবার বিদায় নিতে হবে।  আপনারা সবাই ইমেইল করবেন, চিঠি লিখেবেন এবং নিয়মিত অনুষ্ঠান পড়ে ওয়েবসাইটে প্রকাশিত খবরে মন্তব্য করবেন এই কামনা করে আজ এখানেই বিদায় চাইছি। 

খ. আবার কথা হবে আগামী আসরে। #

ট্যাগ