জুন ০৭, ২০২০ ১৬:২৫ Asia/Dhaka

ক. আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আজকের আসর। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। শুরুতেই যথারীতি একটি হাদিস শোনাবো।

ইমাম আলী (আ.) বলেছেন, অতিরিক্ত আত্মবিশ্বাস থেকে দূরে থাকবে, কারণ, এটি শয়তানের সবচেয়ে বড় ফাঁদগুলোর একটি (ফাঁদ)। অর্থাৎ অতিরিক্ত আত্মবিশ্বাস মানুষকে শয়তানের ফাঁদে ফেলে দিতে পারে।

খ. আসুন সবাই মিলে ভালো কথাকে জীবনে কাজে লাগানোর চেষ্টা করি। এ চেষ্টা করতে করতে একদিন তা বাস্তবায়িত হয়ে উঠবে। আর তাতে সফল হয়ে উঠবে ক্ষণস্থায়ী এ মানব জীবন।

ক. মানব জীবনকে সফল করার এ কামনা সফল হোক এ প্রত্যাশার মধ্য দিয়ে হাতে তুলে নিচ্ছি আসরের প্রথম চিঠি।  বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে এটি পাঠিয়েছেন রেডিও তেহরানের অনেক পুরনো শ্রোতা ভাই...

বহলুল: এইচ এম তারেক। এর আগে তার ছেলেও রেডিও তেহরানকে চিঠি লিখেছিলেন সে কথা এখনও আমাদের মনে আছে। 

খ. সত্যিই শ্রোতা ভাইদের  বিষয় পুরোই মনে রাখেন বহলুল ভাই। সাবাস। তা যাক, ভাই এইচ এম তারেক পোস্টকার্ডের এ চিঠি ডাকে দিয়েছেন জুলাই মাসের ২৪ তারিখে। অর্থাৎ গত বছরের ঈদ-উল-আজহার আগে।  তিনি এ চিঠিতে রেডিও তেহরানের বাংলা বিভাগের সবাইকে ঈদুল আজহার আনন্দঘন প্রীতি আর শুভেচ্ছা জানিয়েছেন।

বহলুল: দেরি হলেও আনন্দ তাতে কমে নি বরং আনন্দ আরও ঘন হয়েছে বলেই মনে হচ্ছে। ধন্যবাদ।

ক. ভবিষ্যতে আরও চিঠি দেবেন এবং অনুষ্ঠান সম্পর্কে  মতামত জানাবেন। সম্ভব হলে ইমেইলও করবেন। নারায়ণগঞ্জের মদনগঞ্জের উৎসব ডিএক্স কর্নারের সভাপতি ভাই এইচ এম তারেক আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

বহলুল: তাহলে এবারে পৃথ্বীরাজ পুরকায়স্থের সঙ্গে কথা বলি।

 খ. হঠাৎ করে পৃথ্বীরাজের আবির্ভাব কোত্থেকে বহলুল ভাই?

বহলুল: ভারতের অসম রাজ্যের শ্রোতাভাই পৃথ্বীরাজ পুরকায়স্থ গত এক আসরে বলেছিলেন যে তিনি শর্টওয়েভে রেডিও শোনার ভক্ত। অ্যাপের মাধ্যমে নয়।  হ্যাঁ সে প্রসঙ্গে কথা বলতে যেয়ে বলি দেখুন ভাই পৃথ্বীরাজ পুরকায়স্থ ....

ক. না ভাই, রেডিও তেহরানের শর্টওয়েভ থেকে পুরোপুরি সরে যাওয়ার আপাতত কোনও আশংকা নেই। ধন্যবাদ আপনাকে। এতক্ষণ ভারতের অসম রাজ্যের শ্রোতাভাই পৃথ্বীরাজ পুরকায়স্থের কথা শুনছিলেন। ভবিষ্যতে আরও শুনবো তার কথা।  ...

খ. বহলুল ভাই ঘুমিয়ে পড়লেন বলে মনে হচ্ছে! মানে এখন যে রেডিও তেহরানের অফিসিয়াল ফেসবুক গ্রুপে এবং রেডি তেহরানের ওয়েবসাইটের খবরে নিয়মিত যে সব মন্তব্য হয়ে সে দিকে নজর দেবো। এ ঘোষণা তো দিলেন না আপনি!

বহলুল: না না ঘুমাই নি। মানে কোথা থেকে শুরু হবে চোখ বন্ধ করে তাই ভাবছিলাম। তা আপনিই শুরু করুন।

ক. ঠিক আছে করছি। ইদলিব পরিস্থিতি স্বাভাবিক করুন: রাশিয়া ও তুরস্ককে জাতিসংঘের আহবান শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ২০ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে, সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তুরস্ক এবং রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের সিরিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি জেইর পেডারসেন।

খ. এ খবরে অন্যতম মন্তব্যকারী  হলেন পাঠক ভাই জহির ৩৩। তিনি লিখেছেন, এরদোগান হলেন পানির মতো। পাত্রের আকৃতি অনুযায়ী আকার বদলান। পাশাপাশি অবিরাম নিজ রংও পরিবর্তন করেন। বেশির ভাগ মানুষ মনে করেন তিনি বুড়ো হয়ে গেছেন এবং বেশি কথা বলেন।

 বহলুল: বড়ই কড়া মন্তব্য কিন্তু এর মধ্যে যে সত্যতা নেই সে কথা বলা যাবে না।

ক. বাংলাদেশে ক্যান্সারে আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছে, চিকিৎসা অপ্রতুল শীর্ষক খবরটি প্রকাশিত হয়েছে ১৯ ফেব্রুয়ারি। এ খবরে বলা হয়েছে, প্রতিবছর ক্যান্সার আক্রান্ত শিশুর সংখ্যা বাড়ছেই। বিশেষজ্ঞদের দাবি, বেশিরভাগ শিশুর ক্যান্সার নিরাময়যোগ্য। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে এবং উন্নত চিকিৎসা পেলে ৭০ শতাংশ রোগী সেরে ওঠেন। বিশ্ব শিশু ক্যান্সার দিবস পালন উপলক্ষে বিশেষজ্ঞ চিকিৎসকরা এ তথ্য জানিয়েছেন।

খ. এ খবরে মন্তব্য করেছেন পুরনো পাঠক ভাই রিপন। তিনি লিখেছেন, চিকিৎসা ব্যবস্থার চিকিৎসা দরকার। ক্যানসার হয়েছে ওটির।

বহলুল: ব্যাস আর দরকার নেই। অনেক সময়ই অল্প কথা বেশ ক্ষুরধার মন্তব্য হয়ে ওঠে। এখানেও তাই ঘটেছে। এদিকে মনে হয় আসরের সময় শেষ হয়ে এসেছে? তাই না?

ক.হ্যাঁ এবারে আসর গুটাতে হবে। হ্যাঁ ভাই বোনেরা চিঠি লেখা, ইমেইল করা এবং সর্বোপরি দীর্ঘ সময় ধরে অনুষ্ঠান শোনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।  এসব কাজ আপনারা নিয়মিত অব্যাহত রাখবেন বলে আশা রাখছি।

 খ. আজ তা হলে এখানেই বিদায় চাইছি। সবাই ভাল থাকবেন।  আবার কথা হবে আগামী আসরে। #

ট্যাগ