জুন ১০, ২০২০ ১৬:৪২ Asia/Dhaka
  • কথাবার্তা: করোনার মতো আরও মহামারি আসবে, টিকা পাওয়া যাবে কবে?

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১০ জুন বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • করোনায় বাংলাদেশে মৃত্যুর সংখ্যা হাজার পেরলো-দৈনিক ইত্তেফাক
  • করোনাভাইরাসের মতো আরও মহামারি দেখা দেবে–যুগান্তর 
  • কবে পাওয়া যাবে করোনার টিকা?-দৈনিক সমকাল
  • করোনায় অ্যান্টি প্যারাসাইট ড্রাগে মিলল সাফল্য-দৈনিক কালের কণ্ঠ
  • বিশ্বসেরা এক হাজার বিশ্ববিদ্যালয়ের তালিকায় ঢাবি ও বুয়েট-দৈনিক প্রথম আলো
  • বাজেট হবে গণমুখী ও কল্যাণকর- ওবায়দুল কাদের- দৈনিক যুগান্তর
  • ৩০ জুনের মধ্যে দিতে গ্যাস ও বিদ্যুৎ বিল-দৈনিক মানবজমিন

ভারতের শিরোনাম:    

  • ভারতে মোট করোনা আক্রান্ত ২ লাখ ৭৬ হাজার, উহানকে ছাপিয়ে গেল মুম্বাই- দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • চীন ভারতের ভূখণ্ড দখল করে নিল, অথচ প্রধানমন্ত্রী নিরব, লাদাখ ইস্যুতে তোপ রাহুলের-সংবাদ প্রতিদিন
  • মধ্যপ্রদেশে কমলনাথের সরকার পতনে’হাত’ বিজেপির, ভাইরাল অডিও ক্লিপ নিয়ে নয়া বিতর্ক-আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। মহামারি করোনাভাইরাসের সর্বশেষ আপডেট খবর বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়ছে বিশ্ব মিডিয়ায়। তো সে খবরসহ অন্যান্য খবর দেখে নেয়া যাক।

বিশ্ব করোনা পরিস্থিতি: ওয়ার্ল্ডোমিটারের আজকের পরিসংখ্যান অনুযায়ী করোনা মৃত্যু হয়েছে ৪ লাখ ১৪ হাজার ১০৪ জন, আক্রান্ত ৭৩ লাখ ৪০ হাজার ৮৬০। করোনায় এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৩৬ লাখ মানুষ। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। করোনায় সেখানে আরও ৮১৯ জনের মৃত্যু হয়েছে। সেখানে মোট মারা গেছেন ১লাখ ১৪ হাজার ১৫১ জন।

কবে পাওয়া যাবে করোনার টিকা?

কবে পাওয়া যাবে করোনার টিকা? এ শিরোনামের খবরে দৈনিক সমকাল লিখেছে, নতুন করোনা ভাইরাসের টিকা পেতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্বের সাতশ কোটি মানুষ। কিন্তু কবে করোনার টিকা পাওয়া যাবে তা নিশ্চিত নয়। টিকা নিয়ে কাজ করছেন এমন বিশেষজ্ঞদের দাবি, আগামী বছরের আগে টিকা পাওয়া কঠিন হবে। তবে পরাশক্তির দেশগুলোর মধ্যে কে আগে বাজারে টিকা নিয়ে আসবে তা নিয়ে রীতিমতো মর্যাদার লড়াই শুরু হয়েছে। 

দৈনিক যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, বন ও প্রকৃতি ধ্বংসের কারণে মানবজাতির জন্য সামনে আরও খারাপ সময় অপেক্ষা করছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। করোনাভাইরাসের মতো এমন আরও অনেক মহামারি দেখা দিতে পারে বলে হুঁশিয়ার করেছেন বিশেষজ্ঞরা। যুক্তরাজ্যের লিভারপুল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ঐ গবেষণার নেতৃত্ব দিচ্ছেন। তারা বলছেন, বন ধ্বংস এবং বন্যপ্রাণীর আবাসভূমিতে মানুষের ঢুকে পড়ার ফলে এখন ঘন ঘন এবং সহজেই প্রাণী থেকে মানুষে রোগ ছড়িয়ে পড়ছে।

বাংলাদেশে করোনা আক্রান্তের রেকর্ড

বাংলাদেশের করোনা আপডেট: বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ১ হাজার ১২ জন। আর নতুন করে রেকর্ড আক্রান্ত ৩১৯০ জন। মোট আক্রান্তের সংখ্যা ৭৪ হাজার ৮৬৫ জন। দৈনিক ইত্তেফাকের এ খবরে আরও লেখা হয়েছে, করোনা উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন স্থানে আরও অন্তত ১৯ জনের মৃত্যুর হয়েছে। এদিকে করোনা রোগীদের হাসপাতালে ভর্তি,ভেন্টিলেশন না পাওয়াসহ নানা অভিযোগ মিডিয়াতে আসছে। এ সম্পর্কে দৈনিক মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, ঢাকা মেডিকেল কলেজে ৬ দিন ধরে অক্সিজেন সিলিন্ডার পান নি করোনা রোগী।

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাসিম: ডা. জাফরুল্লাহ চৌধুরী কিছুটা ভালো

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নাসিম, ডিপ কোমায় –দৈনিক কালের কণ্ঠের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, প্রবীণ নেতা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম যখন হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছেন, পুরো জাতি জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা এই বর্ষীয়ান নেতার জন্য উদ্বেগ-উৎকণ্ঠায়, কঠিন এই বাস্তবতায় তাঁর পুরো পরিবার পার করছে ততোধিক সর্বগ্রাসী এক বিপন্ন সময়। বাঁচার জন্য নাসিমের স্ত্রী লায়লা নাসিম ও পুত্রবধূ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাবরিনা সুলতানা চৌধুরীও হাসপাতালের বিছানায় লড়ছেন। বাড়ির বিশ্বস্ত কাজের লোক মোহাম্মদ মিল্টনও করোনা আক্রান্ত হয়ে বেঁচে থাকার লড়াইয়ে। পরিবারের এমন বিপন্ন সময়ে মোহাম্মদ নাসিমের তিন ছেলের মধ্যে দুই ছেলে লকডাউনে আটকা যুক্তরাষ্ট্রে। বড় ছেলে একবার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা বাবার কাছে, আরেকবার অসুস্থ মা কিংবা স্ত্রীর কাছে ছুটতে ছুটতে কঠিন এক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। এদিকে তাঁর পরিবার নাসিমকে সিঙ্গাপুরে নিতে চায় বলে খবর দিয়েছে দৈনিক যুগান্তর। 

এদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের  প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী কিছুটা ভালো বোধ করছেন বলে খবর দিয়েছে প্রথম আলো। তিনি নিজে থেকে খাবার গ্রহণ করছেন। তাঁর  চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ। জাফরুল্লাহ চৌধুরীর নিয়মিত ডায়ালইসিস এবং চেস্ট ফিজিওথেরাপি চলছে বলে জানানো হয়েছে।

ভারতে করোনায় আক্রান্ত ২ লাখ ৭৬ হাজার ছাড়াল

এবার ভারতের করোনা পরিস্থিতিসহ কয়েকটি খবর তুলে ধরছি: ভারতে করোনা সংক্রমণের গ্রাফ কিছুতেই নামছে না। গত ২৪ ঘন্টায়  ফের আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। দৈনিক আনন্দবাজার পত্রিকাসহ প্রায় সব দৈনিকের এ  খবরে লেখা হয়েছে, ভারতে ফের একদিনে ৯৯৮৫ জন আক্রান্ত, মৃত্যু ২৭৯ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে  হয়েছে ২ লাখ ৭৬ হাজার ৫৮৩ জন। করোনায় আক্রান্তের দিকে থেকে চীনের উহানকে ছাপিয়ে গেল মুম্বাই।বুধবার সকালে স্বাস্থ্যমন্ত্রণালয় থেকে দেয়া পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে। আনলক ওয়ান পর্যায়ে যেন আরও ভয়াবহ হয়ে উঠছে দেশের করোনা পরিস্থিতি। অভিবাসী শ্রমিকদের মধ্যেই এই মুহূর্তে করোনা সংক্রমণের হার বেশি বলে বিভিন্ন সমীক্ষার প্রতিবদনে উল্লেখ করা হয়েছে।এখবরে আরও লেখা হয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নতুন পর্যবেক্ষণে বলা হয়েছে, এখন গোটা বিশ্বেই উপসর্গহীন করোনা আক্রান্তের সংখ্যা বেশি। তবে তাদের মাধ্যমে করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কা খুবই কম।

প্রধানমন্ত্রী মোদিকে বিঁধলেন  সাবেক কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী

দৈনিক সংবাদ প্রতিদিনের একটি রাজনৈতিক খবরের শিরোনাম এরকম, চীন ভারতের ভূখণ্ড দখল করে নিল, অথচ প্রধানমন্ত্রী নিরব, লাদাখ ইস্যুতে তোপ রাহুলের। বিস্তারিত খবরে লেখা হয়েছে,স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের পর এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করে প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর দাবি, চীনা সেনা অনায়াসে ভারতের সীমান্তে ঢুকে ভারতীয় ভূখণ্ড দখল করে নিয়েছে। অথচ, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ মোদি নিরব। তিনি আজ এক টুইটবার্তায় মোদিকে এভাবে বিধেঁছেন। চীন সীমান্তে প্রায় মাসখানেক ধরে ভারত ও চীনের মধ্যে টানাপড়েন চলছে। অশান্তির আবহে দুই দেশই সীমান্তে বহু সেনা মোতায়েন করেছে।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১০