জুলাই ০১, ২০২০ ১৫:৫৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১ জুলাই বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • বাংলাদেশে করোনায় আরো ৪১ জনের মৃত্যু, শনাক্ত ৩৭৭৫ –প্রথম আলো
  • বাজেট ২০২০-২১, রাজস্ব আদায়, বিনিয়োগ, কর্মসৃজনসহ ৬ চ্যালেঞ্জ-দৈনিক যুগান্তর
  • যুক্তরাষ্ট্রে প্রতিদিন ১ লাখ করে করোনা আক্রান্তের আশঙ্কা-দৈনিক সমকাল
  • করোনা মোকাবেলায় নিষেধাজ্ঞার মেয়ার বাড়াল সরকার-দৈনিক ইত্তেফাক
  • চীনকে মোকাবেলায় সার্ককে পুনর্জীবিত করতে হবে ভারতকে-দৈনিক মানবজমিন
  • করোনাকালে জঙ্গিরা বসে নেই, চলছে অনলাইনে সদস্য সংগ্রহ-দৈনিক প্রথম আলো
  • বালিশ কাণ্ড মামলায় ঠিকাদেরর জামিন স্থগিত-দৈনিক কালের কণ্ঠ
  • কোরবানির পশুর হাট স্বাস্থ্যঝুঁকি ভয়ানক মাত্রায় নিয়ে যেতে পারে- কাদের-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:    

  • করোনায় মৃত্যু পেরল ১৭ হাজার, মোট আক্রান্ত ৫ লাখ ৮৫ হাজার-আনন্দবাজার পত্রিকা
  • লাদাখ: সাঁড়াশি আ্রকমণের ছক! এবার উত্তর লাদাখে বাড়তি সেনা মোতায়েন করেছে পাকিস্তান-দৈনিক সংবাদ প্রতিদিন // ভারত বিশেষ কমান্ডো পাঠাচ্ছে
  • ফের উত্তপ্ত কাশ্মীর! সোপোরে টহলদার জওয়ানদের উপর হামলা জঙ্গিদের, শহিদ ১ জওয়ান-দৈনিক আজকাল 

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১) ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকদের গ্রেফ্তারে সম্পাদক পরিষদের তীব্র নিন্দা। আপনি কিভাবে দেখছেন বিষয়টিকে। 

২) সিরয়া ইস্যুতে র্ভাচুয়াল বৈঠকের আয়োজন করেছে ইরান। বৈঠকে যোগ দিচ্ছে ইরানের পাশাপাশি তুরুস্ক ও রাশিয়া। বর্তমান প্রেক্ষাপটে এ বৈঠকের গুরুত্ব কি? 

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

বাংলাদেশের করোনা পরিস্থিতি:

Image Caption

বাংলাদেশে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘন্টায় ৪১   জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ১ হাজার ৮৮৮   জন। নতুন আক্রান্ত ৩৭৭৫  জন। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৯ হাজার২৫৮ জন। দৈনিক যুগান্তর ও সমকালসহ প্রায় সব দৈনিকে খবরটি পরিবেশিত হয়েছে। 

করোনা বিশ্ব: ওয়ার্ল্ডোমিটারের আজকের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত বিশ্বে মোট করোনায় মারা গেছেন ৫ লাখ ১৪ হাজার ২৯৮ জন। মোট আক্রান্ত ১ কোটি ৫ লাখ ৯৯ হাজার ৫১৯ জন। মোট সুস্থ হয়েছেন ৫৮ লাখ ১২ হাজার ১২ জন। দৈনিক যুগান্তরের খবর ফাউসি বলেছেন, ভ্যাকসিনের কোনোর গ্যারন্টি  নেই। অন্যদিকে মানবজমিনের খবরে লেখা হয়েছে, ভ্যাকসিন আবিষ্কারে আরেক মার্কিন কোম্পানির স্পষ্ট সফলতা দাবি।

অন্যান্য খবর: 

পুরুষকে প্রধান্য দেওয়ায় ‘নিখোঁজ ১৪ কোটি নারী’ দৈনিক বাংলাদেশে প্রতিদিনের প্রতিবেদন

জন্মের সময় ছেলে শিশুকে প্রাধান্য দেওয়ায় গত ৫০ বছরে পৃথিবী থেকে ১৪ কোটি নারী নিখোঁজ হয়েছেন। জাতিসংঘের দ্য স্টেট অফ ওয়ার্ল্ড পপুলেশন রিপোর্ট এই তথ্য জানিয়েছে। ১৯৭০ সালে বিশ্বে 'নিখোঁজ' নারীর মোট সংখ্যা ছিল প্রায় ৬ কোটি ১০ লাখ। সেখান থেকে ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১৪ কোটি ২৬ লাখে।

প্রতিবেদনে বলা হয়েছে, ছেলে শিশুকে বেশি প্রাধান্য দেওয়ায় মেয়ে শিশুরা জন্মের সময়েই অবহেলার শিকার হন। সমাজে ছেলেকে বেশি প্রাধান্য দেওয়ায় ছেলে সন্তান জন্ম দেওয়ার চাপ বেড়ে যায়। অনেক দম্পতি যাতে মেয়ে শিশুর জন্ম না হয় সে চেষ্টা করেন। কন্যা সন্তানের সুস্বাস্থ্য ও কল্যাণের জন্য তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেন না। জন্ম থেকে মেয়েরা বৈষম্যের শিকার হন, শারিরীক, মানসিকভাবে পরিবার, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সামনেই তারা নির্যাতনের শিকার হন। এসব কারণে হারিয়ে যাচ্ছে নারীরা। দুই মেয়ে শিশু আছে এমন দম্পতি চান না তাদের সংসারে আরও একটি মেয়ে শিশুর জন্ম হোক। ছেলে শিশুকে প্রাধান্য দেওয়ায় সমাজ ক্ষতিগ্রস্থ হচ্ছে, মেয়েরা সমাজে তাদের সামর্থ্য অনুযায়ী অবদান রাখতে পারছে না। নারী শিশুদের জন্ম দিতে অনীহা সমাজে লিঙ্গ সমতাকে ভারসাম্যহীন করে ফেলে। ফলে সমাজে বাল্যবিবাহ, ধর্ষণ, পাচার, যৌন নির্যাতনের মতো ঘটনা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি: প্রথমে  লাদাখ ইস্যু! লাদাখ নিয়ে সর্বশেষ কি হচ্ছে সেসব খবর।

লাদাখ উত্তেজনা: সাঁড়াশি আক্রমণের ছক চীনের, ভারত কমোন্ডো পাঠাচ্ছে

লাদাখ ইস্যু নিয়ে তৃতীয়  বৈঠক ফলশূন্য। সাঁড়াশি আক্রমণের ছক ! এবার উত্তর লাদাখে বাড়তি সেনা মোাতয়েন করেছে পাকিস্তান। দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, লাদাখে আরো বড় ষড়যন্ত্রের ছক চীনের। ভারতকে বেকায়দায় ফেলতে এবার একযোগে পাকিস্তান এবং জঙ্গিদের সাহায্য চাইছে ড্রাগন। আর বন্ধুর আবেদনে সাড়া দিয়ে লাদাখে বাড়তি সেনা মোতায়েন করেছে পাকিস্তান।

অন্যদিকে কাশ্মীর এবং লাদাখে ঢুকে ভারত অন্তর্ঘাত সৃষ্টির ছক কষকে প্রায় শ খানেক প্রশিক্ষতি পাক জঙ্গি। মোট কথা লাদাখে ভারতকে বেকায়দায় ফেলতে একেবারে ত্রিমুখী আক্রমণের ছক কষে ফেলেছে চীন।

লাদাখের উপর দিয়ে ভারতীয় ফাইটার চক্কর দিচ্ছে

ভারতের দৈনিকগুলো আরো লিখেছে, লাদাখে নতুন’সীমানা’ তৈরির দাবি চীনের। দুদেশের সেনা কর্মকর্তাদের তৃতীয় বৈঠকও ফলশূন্য হয়েছে। সংবাদ প্রতিদিন লিখেছে,  লাদাখের গালওয়ান এলাকা থেকে সেনা প্রত্যাহার এবং ভারত-চীনের মধ্যে উত্তেজনা কমানোর উদ্দেশ্যে এর আগে দুবার এবং গতকাল প্রায় ১২ ঘন্টাব্যাপী ক্রপ কমান্ডার পর্যায়ের বৈঠক হয়। কিন্তু সমাধান সূত্রে পৌঁছতে পারেনি বলে জানিয়েছে সর্বভারতীয় সংবাদমাধ্যম। তবে কোনো কোনো মিডিয়ায় লেখায় হয়েছে, এবার লাদাখে বিশেষ কমান্ডো পাঠাচ্ছে ভারত।

অন্যদিকে লাদাখের উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ফের উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর। সোপোরে টহলরত জওয়ানদের উপর জঙ্গি হামালায় ১ জওয়ান শহীদ হয়েছে বলে খবর দিয়েছে দৈনিক আজকাল। 

ভারতে উদ্বেগজনকভাবে বাড়ছে করোনা সংক্রমণ

ভারতে করোনায় মৃত্যু পেরল ১৭ হাজার। প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর  সংখ্যা বাড়ছে। এর আগে ১৫ থেকে ১৬ হাজার করে বাড়ছিল এখন ১৮ থেকে ১৯ হাজার করে আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১৮ হাজার ৬৫৩ জন। এসময়ে নতুন করে মৃত্যু হয়েছে আরো ৫০৭ জনের। সংক্রমণ বৃদ্ধির ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৮৫ হাজার। পরিসংখ্যানটা চিকিৎসক ও বিশেজ্ঞরা ভীষণভাবে উদ্বিগ্ন। লকডাউন উঠে গেছে। আর এভাবে বাড়তে থাকলে কোথায় গিয়ে থামবে সেটা বড় প্রশ্ন। তবে আক্রান্ত প্রতিদিন বাড়লেও  সুস্থ্ হয়ে ওঠার সংখ্যাটাও স্বস্তি দিচ্ছে ভারতকে। মোট আক্রান্তের প্রায়  অর্ধেক সুস্থ হচ্ছেন।আনন্দবাজার পত্রিকাসহ প্রায় সব দৈনিকে  এ খবর পরিবেশিত হয়েছে।#

 পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১
 

ট্যাগ