জুলাই ০৪, ২০২০ ১৬:৩৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৪ জুলাই শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • গত ২৪ ঘণ্টায় আরও ২৯ জনের মৃত্যু, শনাক্ত ৩২৮৮ -ইত্তেফাক
  • বিএসএমএমইউতে শুরু হলো করোনা রোগী ভর্তি-কালের কণ্ঠ
  • শক্তি বাড়াতে অস্ত্র কিনছে ভারত-দৈনিক যুগান্তর
  • দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের দুই রণতরী-দৈনিক মানবজমিন
  • ১২ জেলায় বন্যায় ১৫ লাখ মানুষের ক্ষতি, দ্রত অবনতির শঙ্কা-দৈনিক প্রথম আলো
  • করোনায় ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
  • রাজধানীর ওয়ারীতে আজ থেকে ২১ দিনের লকডাউন শুরু-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:    

  • লাদাখবাসীরা সতর্কবার্তায় কান না দিলে ফল ভুগতে হবে –ভিডিও পোস্ট করে কটাক্ষ রাহুলের-সংবাদ প্রতিদিন
  • চিকিৎসকদের বদলে ফোটোগ্রাফার?’ লেহ্‌–তে মোদির সেনা হাসপাতাল পরিদর্শন নিয়ে কটাক্ষ কংগ্রেসের-দৈনিক আজকাল
  • ভারত তার ভূমিকা স্থির করে নিয়েছে, বিশ্বকে সেটাই বোঝালেন মোদী–দৈনিক আনন্দবাজার পত্রিকা

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “অনেকেই সঞ্চয় ভেঙে চলছে। অন্যদিকে, ঋণগ্রহীতাদের অনেকে ঋণের কিস্তি দিতে হিমশিম খাচ্ছে।” আপনার পর্যবেক্ষণ কী?

২. ২০৩৬ সাল পর্যন্ত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যাতে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করতে পারেন সে জন্য সংবিধানে যে পরিবর্তন আনা হয়েছে তা আজ ৪ জুলাই থেকে কার্যকর হবে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

আজও বাংলাদেশ ভারতসহ বিশ্ব মিডিয়ায় করোনা আপডেট, ভারতের লাদাখের বর্তমান পরিস্থিতি  আমেরিকা -চীনের মধ্যে মৃদু উত্তেজনার খবর বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে। 

প্রথমে বিশ্ব করোনার আপডেট খবর:  বিশ্বে করোনায় বেড়েই চলেছে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু ৫ লাখ  ২৯ হাজার ৩৮০ জন এবং আক্রান্তও ১ কোটি ১২ লাখ ৪ হাজার ৮৭৩ জন। ব্রাজিলে করোনা আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়াল। দৈনিক প্রথম আলোতে করোনা সম্পর্কিত খবরে লেখা হয়েছে. রুপ পাল্টানো করোনা দ্রুত ছড়াচ্ছে, তবে দুর্বল হয়েছে। 

বাংলাদেশে করোনার আপডেট খবর: গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু হয়েছে ২৯ জনের। আক্রান্ত ৩২৮৮ জন। সর্বমোট মৃত্যু ১ হাজার ৯৯৭ জন। দৈনিক প্রথম যুগান্তর/প্রথম আলোসহ প্রায় সব দৈনিকে এ পরিসংখ্যান এসেছে। সর্বমোট আক্রান্ত হলেন এক লাখ ৫৯ হাজার ৬৭৯ জন।

দৈনিক প্রথম আলোর অন্য একটি খবরে লেখা হয়েছে, করোনা নিয়ন্ত্রণে নেই, বন্যা ও ঈদে সংক্রমণের নতুন ঝুঁকি- বিস্তারিত খবরে লেখা হয়েছে, দেশে এখন করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে নেই। সংক্রমণ নিয়ন্ত্রণে বড় কর্মকাণ্ডও চোখে পড়ছে না। সাধারণভাবে মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা কম দেখা যাচ্ছে। সামাজিক দূরত্ব বজায় রেখে অনির্দিষ্টকালের জন্য দৈনন্দিন জীবনযাপন মানুষের কাছে অসহনীয় হয়ে উঠছে। এরই মধ্যে শুরু হয়েছে বন্যা। তিন সপ্তাহ পরে পবিত্র ঈদুল আজহা। বিশেষজ্ঞরা বলছেন, বন্যা ও ঈদকে ঘিরে সংক্রমণের ঝুঁকি বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের দুই রণতরী-দৈনিক মানবজমিন

দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্রের দুই রণতরী

বিস্তারিত খবরে লেখা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী বলেছে, বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগরে শনিবার সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্রের দুটি এয়ারক্রাফট ক্যারিয়ার বা রণতরী। চীন যখন ওই অঞ্চলে সামরিক কসরত করছে এবং তা নিয়ে সমালোচনা উঠেছে পেন্টাগন ও প্রতিবেশী দেশগুলোতে, তখন সেখানে ওই দুটি যুদ্ধজাহাজবাহী রণতরী পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, হংকংয়ের সঙ্গে বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বর্তমানে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। হংকং ইস্যুতে জাতীয় নিরাপত্তা আইন পাস করেছে চীন। এ নিয়ে উত্তপ্ত হোয়াইট হাউজ।

লাদাখে ভারতীয় সেনা বৃদ্ধি

লাদাখ ইস্যুতে বাংলাদেশের দৈনিকগুলোর খবর:  শক্তি বাড়াতে অস্ত্র কিনছে ভারত-এনডিটিভি ও আল জাজিরার বরাত দিয়ে দৈনিক যুগান্তর লিখেছে, ভারতের সঙ্গে চীনের সীমান্ত উত্তেজনা এখন চরমে। উত্তেজনাকর পরিস্থিতিতে চীনকে মোকাবেলায় সেনাশক্তি বাড়াতে প্রায় ৩৮ হাজার ৯০০ কোটি ডলারের অস্ত্র ক্রয়ের অনুমোদন দিয়েছে ভারত। এ অনুমোদনের আওতায় ৩৩টি রুশ যুদ্ধবিমান, ২১টি মিগ-২৯, ১২টি সুখোই বিমানসহ অন্যান্য সামরিক সরঞ্জাম কিনবে ভারত। এছাড়া বর্তমানে হাতে থাকা ৫৯টি মিগ-২৯ বিমানের উন্নয়ন ব্যয়ও অনুমোদন করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আর বাংলাদেশ প্রতিদিন লিখেছে, চীন সীমান্তে কী হচ্ছে, যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ফ্রান্সকে ব্যাখ্যা দিল ভারত।দৈনিকটি আরো লিখেছে, মোদির সফরের পরই লাদাখে আরও ১৫ হাজার সেনা মোতায়েন ভারতের, চরম উত্তেজনা।

প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনা সেনাদের সংখ্যা বাড়িয়ে ভারতের ওপর চাপ সৃষ্টি করার কৌশল নিয়েছে চীন। ভারতও পাল্লা দিয়ে সেনা মোতায়েন করে চলেছে। লাদাখে একসঙ্গে এত সেনা মোতায়েন অতীতে কখনও করেনি ভারত।

যুগান্তরের অন্য একটি খবরে লেখা হয়েছে, লাদাখের পর আন্দামান নিয়ে নড়েচড়ে বসল ভারত। খবরটিতে বলা হয়েছে, লাদাখের গলওয়ান উপত্যকায় চীনা সেনার সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষের পর এবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ নিয়ে নড়েচড়ে বসেছে ভারত। এরই মধ্যে অতিরিক্ত সেনা পাঠানোর কাজ শুরু করেছে দেশটি। চীনের মোকাবেলায় ভারত মহাসাগরের উপর আন্দামান নিকোবরের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে নয়াদিল্লী।  

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি: লাদাখ ইস্যু

আপনি চিনকে চিন বলতে পারলেন না?-দৈনিক আনন্দবাজার পত্রিকা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে সুবোধ সরকার তার এ কলামে লিখেছে, আপনাকে সবিনয়ে একটা প্রশ্ন করি। আপনি লাদাখ গেলেন, সেনা ছাউনিতে নিজে হাতে করে বীর জওয়ানদের মুখে লাড্ডু তুলে দিলেন, চিনের দিকে মাথা উঁচু করে তাকালেন , বললেন ‘সম্প্রসারণবাদ’ বরদাস্ত করবেন না। এ পর্যন্ত আপনি একশোতে একশো। মাথায় ক্যাপ পরে, জ্যাকেট পরে খুব সুন্দর দেখাচ্ছিল আপনাকে। সিন্ধু নদের তীরে আপনার জমজমাট উপস্থিতি, সেখানেও আপনি একাই একশো। রাজনাথ সিংহের যাওয়ার কথা ছিল, কেউ জানত না আপনি যাবেন, হোয়াট আ সারপ্রাইজ, আপনি চমকে দিতে ভালবাসেন আগেও দেখেছি। কিন্তু আমার প্রশ্নটা হল এই যে, আপনি সব করলেন, আসল কথাটাই বললেন না—  চিন লাদাখের জমি দখল করে আছে।

সেটা লাদাখের মানুষ বলছে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, সামাজিক মাধ্যমে  ভিডিয়ো ঘুরছে। আপনি এক বারও চিনের নাম মুখে নিলেন না? চিনকে যদি  চিন বলতে না পারেন তা হলে কোদালকে কোদাল বলতেও পারবেন না।ভারত তার নিজের ভূখণ্ডে রাস্তা বানাবে চিন সেটা চায় না। ইয়ার্কি নাকি। আমরা কোথায় রাস্তা বানাব সেটা আমাদের দস্তুর, চিন  ঠিক করে দিতে পারে না। টিকটক-সহ আমরা ৫৯ খানা অ্যাপ ব্যান করেছি। তাতে ধোয়া তুলসীতলা হয়ে যায়নি আমাদের মন। যখন বীর জওয়ানদের লাশ কফিনে চড়ে গ্রামের উঠোনে এসে নামে, তখন সারা গ্রামের মানুষ হাতে রাইফেল তুলে নিতে চায়। সেই অদৃশ্য রাইফেলগুলো আপনি দেখতে পেলেন না? দেখতে পেলেন না, গ্রামের মানুষগুলোর ব্যথা ও বহ্নি ?

আপনি এক এক করে সমস্ত বীর জওয়ানদের মুখে লাড্ডু  তুলে দিচ্ছেন, তাঁরা মনোবল ফিরে পাচ্ছেন, মনের জোর ফিরে পাচ্ছেন, কিন্তু একটা করে লাড্ডু তুলে দিচ্ছেন আর একটা করে মা ভাবছেন এ বার কি তাঁর ছেলে? এ বার কি তাঁর ছেলে ফিরে আসবে রাজকীয় মর্যাদায়?আপনি আমাদের প্রধানমন্ত্রী, আপনি লাদাখে দাঁড়িয়ে  বললেন,  কৃষ্ণের বাঁশি এবং সুদর্শনচক্র  আমাদের দুই আছে।

আশা করি, আপনি বাঁশি বাজাতে সিন্ধু নদের তীরে যাননি। সুদর্শন চক্র ছুড়তেও যাননি। আমরা চাই, লাদাখ চায়, তার জমি ফেরত দিক চিন। আপনি সেটা বলুন

দৈনিকটির অন্য একটি নিবন্ধে লেখা হয়েছে  ভারত তার ভূমিকা স্থির করে নিয়েছে, বিশ্বকে সেটাই বোঝালেন মোদী।

ভারতের করোনা পরিস্থিতি: আক্রান্ত বেড়ে সাড়ে ছয় লক্ষ ছুঁইছুঁই, ক্রমশ বাড়ছে সুস্থ হয়ে ওঠার সংখ্যাও। দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ২২ হাজার ৭৭১ জন। গোটা বিশ্বে সংক্রমণের নিরিখে তৃতীয় স্থানে থাকা রাশিয়ার থেকে এখন সামান্যই পিছিয়ে ভারত। তবে দেশ জুড়ে করোনা রোগীদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাও ক্রমশ বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৪৪২ জনের। তার জেরে সারা দেশে মৃতের সংখ্যা এখন ১৮ হাজার ৬৫৫। সারা দেশে মোট আক্রাম্তের সংখ্যা এখন ৬ লক্ষ ৪৮ হাজার ৩১৫ জন।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৪
 

ট্যাগ