জুলাই ১১, ২০২০ ২৩:০৫ Asia/Dhaka

প্রিয় শ্রোতা ভাই-বোনেরা, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর 'প্রিয়জন'। প্রত্যেক আসরের মতো আজও আপনাদের সঙ্গে আছি আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: আসরের শুরুতেই আমি একটি মূল্যবান বাণী শোনাতে চাই। ইমাম হাসান (আ.) বলেছেন, “আল্লাহকে ভয় করো তাকওয়ার মাধ্যমে আর আল্লাহর নৈকট্য লাভ করো আনুগত্যের মাধ্যমে। কেননা, তিনি নিকটেই আছেন এবং (আহ্বানে) সাড়া দানকারী।”

আকতার জাহান: আমরা যেন খোদাভীতি অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভ করতে পারি- এ প্রত্যাশা রেখে চিঠিপত্রের দিকে নজর দিচ্ছি। আসরের প্রথম চিঠিটি এসেছে বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারীর ‘শাপলা শর্টওয়েভ রেডিও লিসেনার্স ক্লাব’ থেকে আর লিখেছেন আব্দুল কুদ্দুস মাস্টার। তিনি লিখেছেন, গত ১২ জুন নতুন আঙ্গিকে ও বর্ধিত কলেবরে প্রিয়জন অনুষ্ঠান ভীষণ ভালো লেগেছে। অনুষ্ঠানে ইরান প্রবাসী শ্রোতাবোন রোকাইয়া সুলতানার অনুভূতি ও মূল্যায়ন ছিল চমৎকার ও অর্থবহ। এছাড়া, বিশ্ব মহামারী করোনার মধ্যেই বাংলাদেশের ২০২০-২১ অর্থবছরের বাজেট প্রসঙ্গে ড. মুহম্মদ আব্দুল মজিদ সাহেবের সাক্ষাৎকারটি আমার কাছে তাৎপর্যপূর্ণ মনে হয়েছে।

নাসির মাহমুদ: ভাই আব্দুল কুদ্দুস মাস্টার, অনুষ্ঠানে শুনে সাজিয়ে গুছিয়ে মতামত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি নিয়মিত চিঠি লিখবেন।

এবারে শিশু-কিশোরদের জন্য অনুষ্ঠান ‘রংধনু আসর’ সম্পর্কে কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. শাহাদাত হোসেনের একটি মন্তব্য আমি পড়ে শোনাচ্ছি। তিনি লিখেছেন, “২৬ জুন তারিখে রংধনু আসরে প্রচারিত ‘কাক ও কোকিলের ইতিকথা’ শীর্ষক গল্পটি আমাদের খুব ভালো লেগেছে। এ গল্পের বড় শিক্ষা হলো, অন্যকে ছোট ভাবা যাবে না। নিজেকে নিয়ে অহংকার করা যাবে না। সমাজে ছোট-বড় সবারই প্রয়োজন আছে। তাই সবাই মিলেমিশে থাকতে হবে। আর অনুষ্ঠানটি শিশু-কিশোরদের জন্যে হলেও এর শিক্ষা ছোট-বড় সকলের জন্যেই প্রয়োজন। তাই শুধু শিশু-কিশোর নয়, বড়রাও মনোযোগ দিয়ে এ অনুষ্ঠান শুনে থাকেন।”

আশরাফুর রহমান: ভাই মো. শাহাদাত হোসেন, রংধনু আসর সম্পর্কে আপনার মূল্যায়ন জেনে ভালো লাগল। আশা করি চিঠি লেখা অব্যাহত রাখবেন।

কুয়েত সিটি থেকে এই ইমেইলটি পাঠিয়েছেন আমাদের বহু পুরোনা শ্রোতা শাহজালাল হাজারী। তিনি লিখেছেন- নতুন আঙ্গিকে প্রিয়জন ঢেলে সাজানোর জন্য রেডিও তেহরান বাংলা বিভাগের সংশ্লিষ্ট সকল কলাকুশলীকে প্রীতিময় শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। সেইসাথে প্রিয়জন অনুষ্ঠানে আরো বেশি মেইল পড়ার অনুরোধ রাখছি এবং সময়সীমা ১৫/২০ মিনিট বৃদ্ধি করার প্রস্তাব রাখছি।

আকতার জাহান: নতুন আঙ্গিকে প্রিয়জন আপনার ভালো লাগছে জেনে আমাদেরও ভালো লাগছে। তবে অনুষ্ঠানের সময়সীমা বাড়ানো আপাতত সম্ভব হচ্ছে না। অবশ্য আমরা এরইমধ্যে শ্রোতাদের দাবির কথা কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি।

নাসির মাহমুদ: বেশকিছু চিঠিতে আমাদের অনুষ্ঠানে সম্পর্কে শ্রোতাদের লিখিত মতামত জানলাম। এবার আমরা বাংলাদেশের এক শ্রোতার কাছ থেকে সরাসরি মতামত শুনতে চাই। আজ আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দিয়েছেন বাংলাদেশের বগুড়ার বন্ধু সাইফুল ইসলাম।

আশরাফুর রহমান: বাংলাদেশের রাজশাহীর দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর থেকে মো. সাইফুল ইসলাম থান্দার লিখেছেন এবারের চিঠিটি। তিনি ১৩ জুন তারিখে প্রচারিত ‘ইরান ভ্রমণ’ অনুষ্ঠান সম্পর্কে লিখেছেন, ইস্পাহানের খনসার শহর ভ্রমণের প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত তথ্য বহুল আলোচনাটি আমার ভীষণ ভালো লেগেছে। এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এটাকে বাগিচার শহরও বলা হয়। যা শুনে, ভীষণ লোভ হচ্ছে এ শহরকে স্বচক্ষে দেখার। আর সেখানে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে বাজত কবি নজরুল ইসলামের লেখা গান –‘বাগিচায় বুলবুলি তুই ফুল শাখাতে দিসনে আজি দোল... কি মজাই না হতো!

আকতার জাহান: আমরা বরং এ গানটি শুনতে শুনতে বাগিচার শহর খনসারের পরিবেশটা উপলব্ধি করার চেষ্টা করি?

নাসির মাহমুদ: হ্যাঁ, তা অবশ্য করা যায়। তবে পুরো গান শোনার মতো সময় আমাদের নেই। কাজী নজরুল ইসলামের বিখ্যাত এই গানটির কিছু অংশ শোনা যাক।

আশরাফুর রহমান: গান শুনতে শুনতে খনসার শহরে হারিয়ে গিয়েছিলাম। হঠাৎ নতুন একটি মেইলের নোটিফিকেশন পেলাম। এটি এসেছে পঞ্চগড়ের দশমাইল থেকে। আর লিখেছেন মো. জুয়েল। তিনি চিঠিটা শুরু করেছেন একটি কবিতা দিয়ে। কবিতাটা নাসির ভাই পড়ে শোনান না!!

নাসির মাহমুদ:

কদমে কদমে ভরে গেছে চারপাশ,

এলো বুঝি বর্ষার মাস,

নদী নালা থৈ থৈ,

বন্ধুরা সব আছো কই?

মাঝে মাঝে সূর্য দেয় উঁকি,

বন্ধু তোমরা দিওনা আমায় ফাঁকি।

আকতার জাহান: চমৎকার এ কবিতার পর এ শ্রোতাবন্ধু সবাইকে বৃষ্টিমাখা আষাঢ়ের শুভেচ্ছা জানিয়েছেন। তাকেও আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা।

নাসির মাহমুদ: চিঠি, সাক্ষাৎকার, গান, কবিতা অনেক কিছুই তো হলো। এবার আমরা আমাদের অনুষ্ঠানের শ্রবণমান রিপোর্ট জানিয়ে পাঠানো কিছু মেইলের দিকে নজর দিচ্ছি। ভারত থেকে যারা শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তারা হলেন:

  • পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মিতালী লিসেনার্স ক্লাব থেকে শিবেন্দু পাল।
  •  ত্রিপুরার আগরতলার ভট্টপুকুর নিবেদিতা সংঘ থেকে প্রদীপ চন্দ্র কুণ্ডু।
  •  পৃথ্বীরাজ পুরকায়স্থ লিখেছেন রেডিও অ্যান্ড হবি ফাউন্ডেশন জোরহাট, অসম থেকে।

আশরাফুর রহমান: বাংলাদেশ থেকেও কয়েকজন শ্রোতা রিসেপশন রিপোর্ট পাঠিয়েছেন। আমি তাদের নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি।

  • টাঙ্গাইল শহরের ইন্টারন্যাশনাল রেডিও ফ্যান ক্লাব থেকে আবু তাহের 
  • ঢাকার গুলশানের ভয়েজ অব ডিএক্সিং থেকে ইঞ্জিনিয়ার মো. মঞ্জুরুল আলম রিপন
  • কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজ থেকে মো. শাহাদত হোসেন
  • রাজশাহীর পুরান তাহিরপুর থেকে মো. সাইফুল ইসলাম থান্দার

আকতার জাহান: যারা শর্টওয়েভে কষ্ট করে অনুষ্ঠান শোনার পর শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

নাসির মাহমুদ: তো শ্রোতাবন্ধুরা, আমাদের আজকের আসরের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় আপনারা ভালো ও সুস্থ থাকুন এ কামনা করে গুটিয়ে নিচ্ছি চিঠিপত্রের আজকের আসর।

আশরাফুর রহমান: আপনারদের চিঠির ঝাঁপি নিয়ে আবারো হাজির হবো আগামী আসরে।

আকতার জাহান: সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকুন।#

পার্সটুডে/আশরাফুর রহমান/১১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ