ইরানের পণ্যসামগ্রী: হেল্থ ট্যুরিজম
গত আসরে আমরা বলেছিলাম ডেন্টাল ট্যুরিজমে পর্যটকরা সাশ্রয়ী অথচ উন্নতমানের দন্ত্য চিকিৎসার লক্ষ্যে সফর করে থাকেন। ইরানে বিশ্বমানের চিকিৎসাটা খুব স্বল্প খরচে পাবার কারণে দন্ত্য পর্যটকরা খুবই উৎসাহিত বোধ করেন। আজকাল সারা বিশ্বেই বিশেষ করে উন্নত দেশগুলোতে দন্ত্যচিকিৎসা পর্যটনের বিষয়টি ব্যাপকভাবে প্রচলিত।
তবে কোনো কোনো উন্নয়নশীল দেশেও চিকিৎসার গুণগত মান নিশ্চিত করার কারণে সেসব দেশেও ডেন্টাল ট্যুরিজম বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। দাঁতের রোগীরা কেন যায় অন্যদেশ ভ্রমণে? জবাব হলো নিজ দেশের চিকিৎসা ব্যয়ের তুলনায় স্বল্প খরচে চিকিৎসার সুযোগ নিতে। সুতরাং যেসব দেশে চিকিৎসার গুণগত মান ভালো এবং চিকিৎসা ব্যয়ও কম সেসব দেশের মধ্যে ইরান অন্যতম। এ কারণেই ইরানে দন্ত্য পর্যটকের আনাগোণা চোখে পড়ার মতো। দন্ত্য চিকিৎসার লক্ষ্যে কোনো একটি দেশে কেউ যদি সফর করে তাহলে অবশ্যই তারা যাবার আগে হিসেব করবে যে ওই দেশে যাওয়া, থাকা, খাওয়া এবং ভ্রমণ খরচ বাদ দিয়ে চিকিৎসার খরচটা যা হবে তা নিজ দেশের চিকিৎসা খরচের তুলনায় কম কিনা।কম না হলে তো কেউই যাবে না। সে কারণেই ইরানকে অনেকেই বেছে নিচ্ছে কেননা এখানে চিকিৎসা ব্যয় সাশ্রয়ী হবার পাশাপাশি উন্নত চিকিৎসাটাও নিশ্চিত করার চেষ্টা করা হয়।
বলছিলাম যে নিজ দেশে দন্ত্য চিকিৎসা ব্যয়ের তুলনায় অন্য দেশে সাশ্রয়ী বলেই মানুষ চিকিৎসা পর্যটনে যায়। উদাহরণস্বরূপ আমেরিকার অধিবাসীদের কথা উল্লেখ করা যেতে পারে। লক্ষ লক্ষ মার্কিন নাগরিক-যাদের দন্ত্য চিকিৎসা বীমা নেই-তারা দাঁতের বিভিন্ন রকমের চিকিত্সা গ্রহণ করার জন্য বিদেশ ভ্রমণ করে। এভাবে তারা দেশের বাইরে চিকিৎসা করিয়ে তাদের দন্ত্য চিকিৎসা ব্যয় সত্তর ভাগ পর্যন্ত হ্রাস করতে পারে। এ কারণেই লক্ষ লক্ষ আমেরিকান নাগরিক দাঁতের চিকিত্সা করানোর জন্য বিদেশ ভ্রমণ করে।একথা কারো অজানা নয় কিংবা কারো কাছেই প্রচ্ছন্ন নয় যে দাঁতের সৌন্দর্য ব্যক্তির জীবনমানের ওপর ব্যাপক প্রভাব ফেলে। একটি সুন্দর হাসি বিভিন্ন রকমের সামাজিক সাফল্য অর্জনের ক্ষেত্রে দারুন ভূমিকা রাখে। একজন ভাল ডেন্টিস্ট সেই ব্যক্তি যিনি দাঁতের চিকিৎসার সঙ্গে যুক্ত বৈজ্ঞানিক প্রযুক্তি ও সরঞ্জামাদির সঙ্গে সুপরিচিত। সুতরাং চিকিৎসার ক্ষেত্রে তিনি প্রযুক্তি সচেতন হওয়ায় নতুন উপকরণগুলোর সফল প্রয়োগে অভিজ্ঞতার পরিচিয় দিয়ে থাকেন। ইরানে রয়েছে ব্যাপক অভিজ্ঞতা সম্পন্ন সুদক্ষ দন্ত্য চিকিৎসক।

সেইসঙ্গে ইরানে রয়েছে দাঁতের চিকিৎসার উন্নত সকল প্রযুক্তি। দন্ত্য চিকিৎসার অসংখ্য ক্লিনিক এবং সর্বাধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত চিকিত্সা কেন্দ্রও রয়েছে প্রচুর। এইসব বৈশিষ্ট্যের কারণে দাঁতের চিকিৎসাকামী দন্ত্য পর্যটকদের জন্য যথার্থ একটি গন্তব্য হতে পারে ইরান। বলাবাহুল্য এসব কারণে এখন ইরান এখন এ অঞ্চলে দাঁতের চিকিত্সা ও স্বাস্থ্য পর্যটনের জন্য অন্যতম আকর্ষণীয় একটি দেশে পরিণত হয়েছে। একবিংশ শতাব্দীতে দাঁত ও মুখের হারিয়ে যাওয়া টিস্যু প্রতিস্থাপনের জন্য নতুন উপায় - উপকরণ আবিষ্কারের মাধ্যমে মানুষের জীবনমানের যে উন্নয়ন ঘটেছে তা নিয়ে ব্যাপক আলাপ আলোচনা অহরহ চলছে। ইরান দাঁতের চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম ও উপকরণের পাশাপাশি দাঁতের চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রেও ব্যাপক উন্নতি করেছে।
দাঁত ও মুখের চিকিত্সার পরিসর ব্যাপক বিস্তৃত। যেমন এন্ডোডোনটিক রুট ক্যানাল ট্রিটমেন্ট, পেডিয়াট্রিক ডেন্টিস্ট্রি, ওরাল, ম্যাক্সিলোফেসিয়াল রেডিওলজি, ডেন্টাল লেজার,ওরাল অ্যান্ড ডেন্টাল প্যাথলজি,ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি,জিঙ্গিভাল সার্জারি, মাড়ির অপারেশন ইত্যাদি প্রত্যেকটি। এই প্রত্যেকটি চিকিৎসাই আলাদা আলাদা বহু বিভাগে বিভক্ত এবং প্রত্যেকটির জন্যই রয়েছে নিজস্ব ব্যবস্থাপনা। উদাহরণস্বরূপ বিউটি ডেন্টিস্ট্রি বা প্রসাধনী দন্তচিকিত্সার কথা বলা যেতে পারে। এই বিউটি ডেন্টিস্ট্রির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ব্লিচিং বা দাঁত সাদা করা কিংবা দাঁতের রং পুনরুদ্ধার করা,দাঁতের রঙ এবং কাঠামো মেরামত করা যাকে ক্যাম্বোজিট বলে, দাঁত ও মাড়ির রোগের জন্য লেজার থেরাপি এবং অর্থোডোনটিক্স,আঁকাবাঁকা দাঁত সারিবদ্ধকরণ, দাঁতের মাঝখানের ফাঁক দূর করা এবং দাঁতের রং ও পরিমাণের উন্নয়ন সাধন করা এবং ব্রিজ ও ইমপ্লান্ট করা ইত্যাদি। একটি বিভাগের ভেতরেই এতগুলো শাখা রয়ে গেছে। এতো বিচিত্র ক্ষেত্রে এখন ইরানে ত্রিশ হাজারের মতো অভিজ্ঞ ও সুদক্ষ দন্ত্য চিকিৎসক কর্মরত আছেন।
চিকিৎসক এবং উন্নত প্রযুক্তিতে সুসজ্জিত ক্লিনিকের সকল সুযোগ সুবিধার কারণে সমগ্র মধ্যপ্রাচ্যের দন্ত্যরোগীরাই মোটামুটি ইরানে চিকিৎসা করানোর জন্য আসেন। ইরানের রাজধানী শহর তেহরান, ইস্ফাহান এবং মাশহাদ দন্ত্য চিকিৎসা সেবা দেওয়ার ক্ষেত্রে ইরানের অন্যান্য শহরের তুলনায় এগিয়ে রয়েছে। বিশেষজ্ঞ মহলের ধারনা ইরানে দন্ত্য চিকিৎসায় যে মানের সেবা দেওয়া হচ্ছে সেই মানের সেবা কেবল বিশ্বের উন্নত দেশগুলোর চিকিৎসা সেবার সঙ্গেই তুলনা করার মতো। দন্ত্য চিকিৎসার কোনো কোনো পর্যায়ে ইরান যে মানের সেবা দিচ্ছে সেটা এশিয়া এবং ইউরোপের কোনো কোনো দেশ যেমন ফ্রান্স, ইতালি, জার্মানি, স্ক্যান্ডিনেভিয়ান দেশসমূহ, দক্ষিণ কোরিয়া, মালেয়েশিয়াসহ আরও অনেক দেশের চেয়েও উন্নত মানের।
ইরানে দন্ত্য চিকিৎসার মান নিয়ে কথা বলছিলাম আমরা। এখন কথা হলো চিকিৎসার জন্য আপনি কীভাবে আসবেন ইরানে। এটা অনেকের কাছেই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন বৈ কি। এই সমস্যা সমাধানের জন্য বেশ কিছু সংস্থা ও কোম্পানি কাজ করে যাচ্ছে। তাদের ওয়েব সাইটেও আপনি এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য পেতে পারেন। তারা আপনাকে মেডিক্যাল সেন্টার নির্বাচন করা, ডাক্তার নির্বাচন করা,হোটেল বুকিং দেওয়াসহ প্রয়োজনীয় সব কাজেই সহযোগিতা করবে। এমনকি ডাক্তারের সিরিয়াল দেওয়াসহ উপযুক্ত ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়ার ব্যাপারেও সহযোগিতা করে থাকে।এরকম একটি ওয়েব অ্যাড্রেস হলো:medicaltourismusc.ir/en#
পার্সটুডে/নাসির মাহমুদ/ মো:আবু সাঈদ/ ২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।