আগস্ট ১৮, ২০২০ ১৭:১১ Asia/Dhaka

শ্রোতা ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। প্রত্যেক আসরের মতো আজও অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমরা তিনজন। আমি নাসির মাহমুদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: আজকের আসরের শুরুতেই আমি একটি হাদিস শোনাতে চাই। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তি সুন্দর আচরণ করে, তার ঈমান অধিকতর পূর্ণ। তোমাদের মধ্যে সেই ব্যক্তিই শ্রেষ্ঠ যে তার নিজ পরিবারের সাথে সুন্দর আচরণ করে। 

আকতার জাহান: পরিবারিক বন্ধন দৃঢ় করতে আমরা সবাই পরস্পরের প্রতি সুন্দর আচরণ করব- এ আহ্বান রেখে চলে যাচ্ছি চিঠিপত্রের দিকে। আমাদের ইমেইলের ইনবক্সে আমি কয়েকজন শ্রোতার কাছ থেকে আসা পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বার্তা দেখতে পাচ্ছি।

নাসির মাহমুদ: যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন আমি বরং তাদের নামগুলো জানিয়ে দিচ্ছি।

  •  এ,টি,এম, আতাউর রহমান রঞ্জু, সভাপতি, ‘আলোকিত মানুষ চাই’ আন্তর্জাতিক বেতার শ্রোতা ক্লাব, রংপুর।
  •  চুয়াডাঙ্গার আলম ডাঙ্গা থেকে মোঃ নাজমুল ইসলাম।
  • ফরিদপুরের মধুখালী উপজেলার জগন্নাথদীর ইন্ডিপেন্ডেন্ট রেডিও লিসনার্স ক্লাব থেকে কামাল হোসাইন

আশরাফুর রহমান : আরও যারা ঈদ শুভেচ্ছা জানিয়েছেন তারা হলেন-

  • বগুড়া জেলার শিবগঞ্জ থানার আটমুল আউড়াপাড়া ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এম শামসুল ইসলাম
  •  বগুড়ার চাঁদনী বাজার থেকে সাইফুল ইসলাম।
  •  শাহাদত হোসেন, কিশোরগঞ্জে থেকে।

আশরাফুর রহমান: যারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন তাদেরসহ আমাদের সকল শ্রোতার প্রতি রইল ঈদ-উত্তর শুভেচ্ছা।

আসরের প্রথম মেইলটি পাঠিয়েছেন নাফিসা খাতুন, ভারতের মুর্শিদাবাদ জেলার বারুইপাড়া থেকে। তিনি লিখেছেন, রেডিও তেহরান হলো, ইসলামী প্রজাতন্ত্র ইরানকে জানার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম; তাই রেডিও তেহরানের মাধ্যমে ইরানকে নানাভাবে জানতে চেষ্টা করি। আপনাদের সাপ্তাহিক অনুষ্ঠান ‘পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব’ ও ‘ইরান ভ্রমণ’ আমাদের কাছে অত্যন্ত প্রিয়। এই অনুষ্ঠানে দুটির মাধ্যমে ইরানের নানা প্রতিভাবান দার্শনিক, কবি, সুফি, আউলিয়ার জীবন ও কর্ম সম্পর্কে যেমন জানতে পারি ঠিক তেমনই ইরানের নানা প্রদেশের চমৎকার সব ঐতিহ্য ও নিদর্শনের বর্ণনা শুনে মুগ্ধ হই।

নাসির মাহমুদ: রাজশাহীর দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর থেকে সাইফুল ইসলাম থান্দার পাঠিয়েছেন এবারের মেইলটি। তিনি লিখেছেন, প্রতিদিনের অনুষ্ঠান শুনছি ভালোও লেগেছে কিন্তু মন ভালো না থাকায় লিখতে পারছি না।

আশরাফুর রহমান: মন ভালো না থাকার কারণ সম্পর্কে কি থান্দার ভাই কিছু লিখেছেন?

নাসির মাহমুদ: হ্যাঁ, লিখেছেন। গত ২৩ মার্চ বার্ধক্যজনিতজনিত কারণে এ শ্রোতাবন্ধু বাবাকে এবং ১৪ জুলাই তার একমাত্র বোনের স্বামীকে হারিয়েছেন। এ কারণেই তিনি শোকাহত। এ চিঠিতে থান্দার ভাই রেডিও তেহরানের কলাকুশলীসহ শ্রোতাবন্ধুদের কাছে তার বাবা ও ভগ্নিপতির জন্য দোয়া চেয়েছেন।

আকতার জাহান: ভাই সাইফুল ইসলাম থান্দার, মহান আল্লাহ আপনার বাবা ও ভগ্নিপতিকে বেহেশতবাসী করুন এবং আপনাদেরকে শোক কাটিয়ে ওঠার তৌফিক দিন- আমরা এ দোয়াই করছি।

মো. ওবায়েদ হুসাইন আল-সামি

আশরাফুর রহমান: বেশকিছু চিঠির জবাব দেওয়া হলো। এবার আমরা সরাসরি কথা বলব বাংলাদেশি শ্রোতাবন্ধু মো. ওবায়েদ হুসাইন আল-সামির সঙ্গে।

আশরাফুর রহমান: বাংলাদেশের রাজধানী ঢাকার এলিফ্যান্ট রোডের শপথ শ্রোতা সংঘের সভাপতি নুসরাত জাহান পাঠিয়েছেন এই মেইলটি। তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠান এমন একটি গণমাধ্যম- যারা শ্রোতা চাহিদার কথা জানে। যার ফলে শ্রোতারা চাওয়ার আগেই তাদের মনের মত অনুষ্ঠান পেয়ে থাকে। সোনালী নীড় অনুষ্ঠানটি রেডিও তেহরানের অনলাইন সংস্করণ পার্সটুডে ডটকমে আপলোড করায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

নাসির মাহমুদ: রাজবাড়ী জেলার খোশবাড়ী গ্রাম থেকে শাওন হোসাইন রেডিও তেহরানের প্রশংসা করে লিখেছেন, আপনাদের শুদ্ধ ও সুমিষ্ট উপস্থাপনা আমাকে মুগ্ধ করে ও অনুষ্ঠান শুনতে আগ্রহী করে তোলে। রংধনু আসর আমার ও আমার পরিবারের ক্ষুদে সদস্যদের নিকট ভীষণ প্রিয়। গত ১৬ জুলাই আমি ও আমার পরিবারের ছোট্ট সোনামনিরা একসাথে রংধনু আসর শুনছিলাম। সন্তানের প্রতি এক হরিণের ভালোবাসার গল্প শুনতে শুনতে রুপকথার রাজ্যে হারিয়ে গিয়েছিলাম। এছাড়া, ছোট্ট সোনামনিদের কণ্ঠে কবিতা ও গান বেশ ভালো লেগেছিল। সেদিনের সুন্দর অনুষ্ঠান উপহার দেবার জন্য রেডিও তেহরান বাংলা বিভাগের প্রতি আমি কৃতজ্ঞ।

আকতার জাহান: আসরের শেষ চিঠিটি পাঠিয়েছেন কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভুগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন। তিনি লিখেছেন, আমরা অনেক শ্রোতা মূলত ইরানকে জানার জন্যে রেডিও তেহরানের অনুষ্ঠান শুনে থাকি। এ বেতারের অনুষ্ঠান শোনার মাধ্যমে আমরা ইরান এবং ইরানের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি ও রাজনীতি সম্পর্কে জানতে পারি। এসব জানতে গিয়ে আমাদের মনে নতুন নতুন প্রশ্ন বা কৌতুহলের সৃষ্টি হয়। আর সে কৌতুহল থেকেই ইরান সম্পর্কে একটি প্রশ্ন করতে চাই। প্রশ্নটি হলো: ইরানের আয়তন কত বর্গ কিলোমিটার এবং আয়তন অনুযায়ী বিশ্বে ইরানের অবস্থান কততম? এছাড়া ইরানের সাথে মোট কতটি দেশের এবং কোন কোন দেশের সীমানা রয়েছে?

আশরাফুর রহমান: ইরানের আয়তন ১৬ লাখ ৪৮ হাজার ১৯৫ বর্গকিলোমিটার। আয়তনের দিক থেকে বিশ্বে ইরানের অবস্থান ১৮তম। ইরানের সঙ্গে সাতটি দেশের সীমানা আছে। দেশগুলো হচ্ছে- আফগানিস্তান, আর্মেনিয়া, আজারবাইজান, ইরাক, পাকিস্তান, তুরস্ক ও তুর্কমেনিস্তান।

নাসির মাহমুদ: আমাদের অনুষ্ঠানের শ্রবণমান রিপোর্ট জানিয়েছেন যেসব বন্ধু তাদের কয়েকজনের নাম আমি জানিয়ে দিচ্ছি।

  •  ভারতের ছত্তিশগড় থেকে আনন্দ মোহন বাইন
  •  পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে শিবেন্দু পাল
  •  উত্তর দিনাজপুর থেকে মুহাম্মদ নাজিমউদ্দিন
  •  বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানার সোনামনসা থেকে মো. আবদুল মান্নান
  •  চুয়াডাঙ্গার উথালি বাজার থেকে মো. আব্দুল্লাহ
  •  এবং টাঙ্গাইল থেকে আবু তাহের।

আকতার জাহান: তো যারা মতামত ও শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে গুটিয়ে নিচ্ছি চিঠিপত্রের আজকের আসর।

আশরাফুর রহমান: কথা হবে আবারো আগামী আসরে। সে পর্যন্ত ভালো, সুস্থ ও নিরাপদ থাকুক।

পার্সটুডে/আশরাফুর রহমান/১৮

ট্যাগ