কথাবার্তা: ফের পূর্ব লাদাখে ভারত-চীন উত্তেজনা তুঙ্গে!
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৩১ আগস্ট সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- স্বাস্থ্যগত বিষয় ও আবেদন দেখে খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত: আইনমন্ত্রী-দৈনিক প্রথম আলো
- সিনহা হত্যায় ওসি প্রদীপ ঘনিষ্টভাবে জড়িত: তদন্ত টিম প্রধান-ইত্তেফাক
- করোনায় প্রাণ গেল আরো ৩৩ জনের-দৈনিক যুগান্তর
- বিএনপি আন্দোলন ও নির্বাচন দু;টিতেই পরাজিত- ওবায়দুল কাদের-কালের কণ্ঠ
- জামিনে মুক্ত বালিশ কাণ্ডের ঠিকাদার শাহাদাত-মানবজমিন
- বিশ্বে করোনায় আক্রান্ত আড়াই কোটি ছাড়াল-দৈনিক সমকাল
- সেই আয়েশাকে এবার স্বাস্থ্য অধিদপ্তরের বাইরে বদলি!-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- প্যাংগংয়ে ফের ঢোকার চেষ্টা চীনের-আটকে দিল ভারতীয় সেনা-আনন্দবাজার পত্রিকা
- লাগামহীন করোনা সংক্রমণ- একদিনে আক্রান্ত প্রায় ৮০ হাজার-সংবাদ প্রতিদিন
- বেআইনি আটক, যোগীর রাজ্যে পুলিশ হেজাফতেই মৃত-যুবক-আজকাল
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. দেশে প্রতি তিনজন শিক্ষিত যুবকের একজন বেকার, যুবসমাজের জন্য ভাতার ব্যবস্থা করতে হবে। দৈনিক মানবজমিনের টকশো অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য। আপনি কি বলবেন এ সম্পর্কে?
২. আরো অনেক আরব নেতার সঙ্গে ইসরাইলের গোপন আলোচনা চলছে বলে দাবি করেছেন ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এ দাবি সম্পর্কে আপনার পর্যবেক্ষণ কি?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
স্বাস্থ্যগত বিষয় ও আবেদন দেখে খালেদা জিয়ার বিষয়ে সিদ্ধান্ত: আইনমন্ত্রী-দৈনিক প্রথম আলো
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা ও তাঁর করা আবেদনে কী আছে তা দেখে তাঁর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আজ স্মরণ করিয়ে দেন, খালেদা জিয়া জামিনে নয়, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী মানবিক কারণে তাঁকে ছয় মাসের জন্য মুক্তি দিয়েছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক বলেন, তাঁকে জানানো হয়েছে যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি আবেদন করা হয়েছে। সেটি তাদের কাছে (আইন মন্ত্রণালয়ে) এখনো আসেনি।
খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো এবং দেশে-বিদেশে চিকিৎসার সুযোগ দিতে আবেদন করেছেন তাঁর পরিবারের সদস্যরা। গত মঙ্গলবার এ সংক্রান্ত আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবারের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে। আবেদনে সই করেছেন খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার।
দুর্নীতির মামলায় সাজার রায়ের পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাবন্দী হন। চলতি বছরের ২৫ মার্চ তিনি সরকারের নির্বাহী আদেশে ছয় মাসের জন্য মুক্তি পান। এই সময় তাঁর সাজা স্থগিত রেখেছে সরকার। আগামী ২৪ সেপ্টেম্বর খালেদা জিয়ার মুক্তির ছয় মাস শেষ হবে।
গুম হওয়া মানুষেরা কোথায়?-দৈনিক মানবজমিন
গত ১৩ বছরে বাংলাদেশে ৬০৪ জন গুমের শিকার হয়েছেন৷ তাদের বড় একটি অংশই আর ফিরে আসেননি৷ তারা আদৌ আর কখনো ফিরে আসবেন কিনা তারও কোনো নিশ্চয়তা নেই৷মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের (আসক) হিসাব অনুয়ায়ী ৬০৪ জনের মধ্যে ৭৮ জনের লাশ উদ্ধার হয়েছে৷ ৮৯ জনকে গ্রেফতার দেখানো হয়েছে এবং ৫৭ জন কোনো না কোনোভাবে ফিরে এসেছেন৷ অন্যরা কোথায় আছেন, কেমন আছেন তার কোনো তথ্য নাই পরিবারের কাছে৷ আইন-শৃঙ্খলা বাহিনীও কোনো তথ্য দিতে পারছে না৷
আসক বলছে, র্যাব, ডিবি, পুলিশ ও গোয়েন্দা বিভাগের পরিচয়ে সাদা পোশাকে বিভিন্ন সময়ে ওইসব ব্যক্তিদের তুলে নিয়ে যাওয়া হয়েছে৷ অধিকাংশ ক্ষেত্রেই সংশ্লিষ্ট বাহিনী তাদের গ্রেফতার বা আটকের বিষয়টি অস্বীকার করে৷ পরিচিত কিংবা প্রভাবশালী ব্যক্তিবর্গ অথবা আলোচনা বা আলোড়ন সৃষ্টি না হলে খুব কমই উদ্ধারের তৎপরতা লক্ষ্য করা যায়৷
কিছু কিছু ক্ষেত্রে গুম হওয়ার কিছুদিন পর হঠাৎ করেই তাদের কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয় বা ‘ক্রসফায়ারে’ তাদের মৃত্যুর সংবাদ পাওয়া যায়৷ যারা ফিরে আসতে পেরেছেন তাদের ক্ষেত্রে নিখোঁজ থাকার সময় কী ঘটেছে তাও জানা যায় না৷
অপেক্ষা শেষ হয় না
সূত্রাপুর থানা ছাত্রদলের সভাপতি সেলিম রেজা পিন্টুকে পল্লবী এলাকায় তার ভাইয়ের বাসা থেকে অপরহণ করা হয় ২০১৩ সালের ১১ ডিসেম্বর মধ্যরাতে৷তার বোন রেহনা বানু মুন্নি জানান, ‘‘তাকে সাদা পোশাকে অস্ত্রধারীরা সরকারি লোক পরিচয়ে ধরে নিয়ে যায়৷ এরপর সে আর ফিরে আসেনি৷ আমরা তখন থানায় জিডি করেছি৷ থানা মামলা নেয়নি৷ পরে আদালতে মামলা করেছি৷ মামলার তদন্ত শেষে পল্লবী থানা চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে৷ তারা বলেছে ওই নামে একজন নিখোঁজ হয়েছেন সত্য, কিন্তু এর বেশি আর কোনো তথ্য তদন্তে পাওয়া যায়নি৷’’
পিন্টুর বাবা এবছরই মারা গেছেন৷ মাও অসুস্থ৷ পুরো পরিবারটি এখন সব দিক দিয়েই বিপর্যস্ত৷ মুন্নি বলেন, ‘‘আমাদের এখন আমার ভাইয়ের ফিরে আসার অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নাই৷ আমার ধারণা, রাজনীতি করার কারণেই পিন্টুকে অপহরণ করা হয়েছে৷ যতদিন বেঁচে থাকব আমার ভাইকে আমি ফেরত চাইব৷’’
ক্যানাডার ম্যাগগিল ইউনিভার্সিটির ছাত্র ইশরাক আহমেদ ২০১৭ সালের ২৮ আগস্ট রাত সাড়ে ৮ টার দিকে ধানমন্ডির স্টার কাবাবের সামনে থেকে নিখোঁজ হন৷ তিনি কোরবানির ঈদ করতে ঢাকায় এসেছিলেন৷ ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ থেকে তাকে অপহরণের বিষয়টি নিশ্চত হওয়া যায়৷ কিন্তু এত দিনেও তার কোনো খোঁজ দিতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী৷ ইশরাকের বাবা গার্মেন্টস মালিক জামাল আহমেদ জানান,‘‘পুলিশ প্রথম দিকে আন্তরিক হলেও পরে আর তারা ইশরাককে উদ্ধারে তৎপরতা দেখায়নি৷ র্যাব এসে ইশরাকের ল্যাপটপসহ অন্যান্য ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে গেছে৷’’
জামাল আহমেদ জানান, তার ছেলে রাজনীতির সঙ্গে যুক্ত ছিল না৷ কোনো অপরাধের ঘটনার সঙ্গেও জড়িত ছিল না৷ ম্যাগগিল ইউনিভার্সিটিতে মাত্র প্রথম সেমিস্টার শেষ করেছিলেন তিনি৷ তারপরই দেশে এসে নিখোঁজ হয়ে যান৷ ‘‘আমি বাবা হয়েও তার জন্য অপেক্ষা ছাড়া আর কিছুই করতে পারছি না৷’’ নিখোঁজ হওয়ার পর কেউ মুক্তিপন চায় নি৷ জামাল আহমেদ এখনও জানেন না তার ছেলেকে কারা নিয়ে গেল৷ ‘‘মুক্তিপনের জন্য অপহরণ করলে আমার কাছে তো অপহরণকারীরা মুক্তিপণ চাইতো৷ তাও তো চায়নি৷ তাহলে আমার ছেলেকে অপহরণ করল কারা?’’ প্রশ্ন এই হতভাগ্য বাবার৷
গল্পগুলো একই রকমনিখোঁজ আর গুমের ঘটনাগুলোর গল্প প্রায় একই রকম৷ প্রায় ক্ষেত্রেই আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে সাদা পোশাকে ধরে নিয়ে যাওয়া হয়৷ তাদের হাতে আধুনিক আগ্নেয়াস্ত্রও থাকে৷ যারা ফিরে আসতে পারেন তারা সাধারণত কোনো কথা বলেন না৷ তাদের মধ্যে সব সময় এক ধরনের ভয় কাজ করে৷ মানবাধিকার কর্মী এবং আসক-এর সাবেক নির্বাহী পরিচালক নূর খান বলেন, ‘‘যারা ফিরে এসেছেন তাদের কয়েকজনের সাথে আমি কথা বলতে পেরেছি৷ তাদের ভাষ্য মতে অপহরণের পর তাদের গোপন জায়গায় বন্দি রাখা হয়৷ পাহারায় যারা থাকেন তারা প্রশিক্ষিত৷ আর অপহরণ করা হয় আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে৷ অপহরণকারীরাও প্রশিক্ষিত৷ তাদের শারীরিক গঠনই বলে দেয় তারা পেশাদার৷’’
তিনি বলেন, এই নিখোঁজ হওয়াদের কাউকে কাউকে কয়েক মাস পরও গ্রেপ্তার দেখানোর নজির আছে৷ নিখোঁজ ও গুম নিয়ে যা একটি বড় প্রশ্নের জন্ম দেয়৷
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:
ফের পূর্ব লাদাখ সীমান্তে ভারত-চীন সংঘাত। সীমান্ত সঙ্ঘাত নিয়ে টানাপড়েন অব্যাহত এখনও। তার মধ্যেই লাদাখে ফের আগ্রাসী রূপ ধারণ করল চীনা বাহিনী। গত ২৯-৩০ অগস্ট রাতে সামরিক পদক্ষেপ নিয়ে সেখানে চীনা সেনারা স্থিতাবস্থা নষ্ট করে। ভারতীয় জওয়ানদের সঙ্ঘর্ষে লিপ্ত হতে উসকানি দেয় তারা। সোমবার কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এমনটাই জানানো হল। ভারতীয় সেনাবাহিনীর জনসংযোগ আধিকারিক কর্নেল আমন আনন্দ এ দিন বলেন, ‘‘সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে পূর্ব লাদাখে সঙ্ঘাত পরিস্থিতি কাটিয়ে উঠতে যে ঐকমত্যে পৌঁছনো গিয়েছিল, ২৯-৩০ অগস্ট রাতে চিনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তা লঙ্ঘন করেছে। চীনের তরফে ঠিক কী ধরনের সামরিক পদক্ষেপ করা হয়েছে, তা যদিও খোলসা করেননি কর্নেল আমন আনন্দ। তবে তিনি বলেন, ‘‘প্যাংগং হ্রদের দক্ষিণে চিনা বাহিনীর এই আগ্রাসন প্রতিহত করতে সক্ষম হয় ভারতীয় বাহিনী।
আর বাংলাদেশের দৈনিক ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, লাদাখের প্যাংগং লেকে সংঘাতের আগের দিন যুদ্ধ বিমান মোতায়েন করেছে চীন। ভারত সরকারের একটি সূত্র বার্তা সংস্থা এএনআই'কে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) তাদের জে-২০ ফাইভ জেনারেশন যুদ্ধবিমান মোতায়েন করেছে। লাদাখে নতুন করে সংঘর্ষের ঘটনায় ফের চরম উত্তেজনা বিরাজ করছে দেশ দুইটির সেনা বাহিনীর মধ্যে।
বেআইনি আটক, যোগীর রাজ্যে হেপাজতেই মৃত যুবক-দৈনিক আজকাল
ফের পুলিশ হেপাজতে মৃত্যু। আবারও উত্তরপ্রদেশে। মৃত ১৯ বছরের যুবক মোহিত। বাইক চুরির অভিযোগে তাঁকে বেআইনিভাবে আটক করে রায়বেরিলি থানার পুলিশ। পরিবারের অভিযোগ, থানায় বেপরোয়া মারধর করা হয়েছে অভিযুক্তকে। তাতেই মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে করোনার মতো উপসর্গ ছিল তাঁর। তবে স্বীকার করেছে, বেআইনিভাবে আটক করা হয়েছে। ঘটনায় বিক্ষোভ দেখিয়েছে মৃতের পরিবার।
ভারতের সর্বশেষ করোনা পরিস্থিতি: দৈনিক সংবাদপ্রতিদিনসহ সব পত্রিকার খবরে লেখা হয়েছে, লাগামহীন করোনা সংক্রমণ। ২৪ ঘন্টায় দেশে আক্রান্ত ৮০ হাজার ছাড়াল। এসময় মারা গেছেন ৯৭১ জন। মোট মৃত্যু ৬৪ হাজার ৪৬৯ জন। মোট আক্রান্ত ৩৬ লাখ ২১ হাজার পেরোলো। দৈনিকগুলোতে বলা হয়েছে, টানা দুদিন ভারতে সংক্রমণ বৃদ্ধি বিশ্বের মধ্যে সর্বোচ্চ।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৯