কথাবার্তা: পেঁয়াজ কাণ্ড-'ভারত অনুতপ্ত, হাহাকার করার কারণ নেই'
প্রিয় পাঠক/শ্রোতা! ১৭ সেপ্টেম্বর বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।
প্রথমে বাংলাদেশের শিরোনাম:
- করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় দক্ষতার পরিচয় দিয়েছে প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় ভারত অনুতপ্ত- পররাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো
- কয়লাখনি দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি ১৭ নভেম্বর-দৈনিক সমকাল
- ভারত নজর দিয়েছে- কীভাবে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করা যায়: জাফরুল্লাহ -মানবজমিন
- প্রতারক সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড দাবি রাষ্ট্রপক্ষের-দৈনিক যুগান্তর
- অনেকেই করোনাকে হেলাফেলা করছেন, এতে ঝুঁকি বাড়বে’-কাদের-কালের কণ্ঠ
- মানবসম্পদ সূচকে ৪৬ পয়েন্ট বাংলাদেশের-বাংলাদেশ প্রতিদিন
ভারতের শিরোনাম:
- চীনা নজরদারির তদন্ত-রিপোর্ট ৩০ দিনেই, জানালেন বিদেশমন্ত্রী-আনন্দবাজার পত্রিকা
- মোদির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পালিত হচ্ছে, জাতীয় বেরোজগার দিবস -দৈনিক আজকাল
- ভারতের ৩৮ হাজার বর্গ কিলোমিটার জমি জবরদখল করেছে চীন, সংসদে বললেন রাজনাথ-সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।শুরুতেই করোনা:

করোনার সর্বশেষ খবরে ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে করোনায় মোট মৃতের সংখ্যা-৯ লাখ ২৪ হাজার ছাড়াল। আক্রান্ত ২ কোটি ৮৯ লাখ পেরিয়ে গেছে। ভারতে করোনায় একদিনে প্রায় এক লাখ সংক্রমিত-দৈনিক করোনা শনাক্তে রেকর্ড। এ সময় মারা গেছেন জন ১১৩২ জন, মোট মৃত্যু-সাড়ে ৮৩ হাজার আর মোট আক্রান্ত প্রায় ৫১ লাখ ছাড়ালো। বাংলাদেশে করোনায় আরও ৩৬ জনের মৃত্যু। করোনা মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় যথেষ্ট দক্ষতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাই সমালোচনায় কান দিয়ে কর্মকর্তাদের আত্মবিশ্বাসের সঙ্গে দেশের জন্য কাজ করে যাওয়ার পরামর্শ দিয়েছেন।দৈনিক ইত্তেফাকে এ খবরটি পরিবেশিত হয়েছে।
টিকা সম্পর্কিত খবরে প্রথম আলো লিখেছে-রয়টার্স বলেছে বিশ্বে করোনা সক্রমণ শিগগিরিই ৩ কোটি ছাড়াবে। ইত্তেফাকের খবর ধনী দেশগুলোর দখলে অর্ধেক করোনা ভ্যাকসিন। আর করোনা ভ্যাকসিন ব্যবস্থাপনা নিয়ে অন্ধকারে অধিদপ্তর।
মহামারির কারণে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে উঠতে বিশ্বের ৫ বছর লাগবে'-দৈনিক মানবজমিনের এ খবরে লেখা হয়েছে,
করোনা ভাইরাস মহামারির কারণে বৈশ্বিক অর্থনীতির যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে ৫ বছর সময় লাগতে পারে বলে জানিয়েছেন বিশ্ব ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ কারমেন রেইনহার্ট। সম্প্রতি স্পেনের রাজধানী মাদ্রিদে একটি সম্মেলনের ফাঁকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন কারমেন। তার ভাষায়, বিশজুড়ে করোনার কারণে লকডাউন তুলে দেয়ার কারণে হয়ত দ্রুত অর্থনীতি ফিরতে শুরু করেছে। কিন্তু তারপরেও পুরোপুরি আগের জায়াগায় পৌঁছাতে ৫ বছর সময় লাগবে। এ খবর দিয়েছে আল-জাজিরা।
দৈনিক ইত্তেফাক ও যুগান্তরের রাজনীতির খবরে লেখা হয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের হুমকি না দিয়ে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিন। খবরটিতে লেখা হয়েছে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির জন্য দলটির নেতাদের নতুন করে আন্দোলনের হুমকি প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, গত ১০ বছর ধরে আন্দোলনের হাঁকডাক শুনছি, দেশের জনগণ তাদের আন্দোলনের সক্ষমতাও ইতিমধ্যে দেখে ফেলেছে। তিনি বলেন, বাস্তবে ৫০০ লোক নিয়ে রাজপথে একটি মিছিলও এ পর্যন্ত বেগম জিয়ার জন্য করতে পারেনি; বিএনপি এ ব্যর্থতা ঢাকবে কী করে?

নতুর করে এ বছর দেশের পেঁয়াজ কাণ্ড নিয়ে প্রায় সব দৈনিক নানা খবর লেখা হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ঘোষণা ছাড়াই পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় ভারত অনুতপ্ত হয়েছে। আগাম ঘোষণা না দিয়ে পিয়াজ রপ্তানি বন্ধ করায় অনুতপ্ত ভারত। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্র মন্ত্রী এ কে আব্দুল মোমেন এই তথ্য জানিয়েছেন। এ কে আব্দুল মোমেন বলেন, পিয়াজ রপ্তানি হঠাৎ বন্ধ হয়ে যাওয়ার পর ভারতের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। তবে ভারত আগাম ঘোষণা না দিয়ে পিয়াজ রপ্তানি বন্ধ করায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় অনুতপ্ত বলে আমাদের জানিয়েছে।
পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ করে ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করায় একদিকে যেমন দেশের পেঁয়াজের বাজারে অস্থিরতা ছড়িয়ে পড়েছে অন্যদিকে ভারতের সীমান্তে আটকা পড়েছে ব্যবসায়ীদের আমদানি করা শত শত ট্রাকভর্তি পেঁয়াজ। এসব পেঁয়াজ অতি দ্রুত খালাস করতে না পারলে তা পচে নষ্ট হয়ে যাবে।
রপ্তানি বন্ধের পর গত সোমবার থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর, যশোরের বেনাপোল স্থলবন্দর, সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ও দর্শনা আন্তর্জাতিক রেলবন্দর দিয়ে কোনো পেঁয়াজ দেশে ঢোকেনি। অথচ এসব সীমান্তের ভারতের অংশে আটকে আছে বাংলাদেশের ব্যবসায়ীদের আমদানি করা পেঁয়াজ। ব্যবসায়ীরা বলেছেন, এলসির মাধ্যমে আমদানি করা এসব পেঁয়াজ রপ্তানির বন্ধের আগেই কেনা হয়েছে। কিন্তু এখন রপ্তানি বন্ধের অজুহাতে এসব পেঁয়াজ ভারত বাংলাদেশে পাঠাচ্ছে না।
‘পিয়াজ নিয়ে হাহাকার করার কোনো কারণ নেই’
আমি মনে করি পিয়াজ নিয়ে অস্থিরতা আমাদের মনের। আমাদের দেশে যে পরিমাণ পিয়াজ উৎপাদন হয়েছে, সাম্প্রতিককালে যে পরিমাণ পিয়াজ আমদানি হয়েছে, যে পরিমাণ পিয়াজ আমাদের স্টকে আছে তা পর্যাপ্ত। তাই আমাদের পিয়াজ নিয়ে হাহাকার করার কোনো কারণ নেই। বৃহস্পতিবার দুপুড়ে স্থলবন্দরের পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের অপারেশন ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কে এম তারিকুল ইসলাম।
স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, আমরা যেসব পিয়াজের এলসি করেছি, সেটা আমরা পাবো। এটা আমাদের অধিকার। একইসঙ্গে ভারত আমাদের বন্ধু দেশ। আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু দেশ।

প্রতারক সাহেদের যাবজ্জীবন কারাদণ্ড দাবি রাষ্ট্রপক্ষের-দৈনিক যুগান্তরের খবরে লেখা হয়েছে,করোনাভাইরাস টেস্ট নিয়ে প্রতারণার হোতা রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের দাবি করেছে রাষ্ট্রপক্ষ। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েসের আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ করে এ দাবি করেন ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) আবদুল্লাহ আবু।
ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
ভারতের ৩৮ হাজার বর্গ কিলোমিটার জমি জবরদখল করেছে চিন, সংসদে বললেন রাজনাথ-দৈনিক সংবাদ প্রতিদিন

অবশেষে স্বীকারোক্তি! চীন যে ভারতের লাদাখ সীমানে প্রায় ৩৮ হাজার বর্গ কিলোমিটার জমি বেআইনিভাবে দখল করে রেখেছে, আজ রাজ্যসভায় সেটা সর্বসমক্ষে স্বীকার করলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং । তবে,সেটা কখন কীভাবে চীনের দখলে গিয়েছে,সেটা স্পষ্ট করেননি তিনি। সেই সঙ্গে পাকিস্তান তথাকথিত শিনো-পাকিস্তান এলাকা থেকে আরও ৫ হাজার ১৮০ বর্গ কিলোমিটার চিনের হাতে তুলে দিয়েছে। এসব ছাড়াও চিন ভারতের দখলে থাকা আরও ৯০ হাজার বর্গ কিলোমিটার জমিকে নিজেদের জমি বলে দাবি করে।” এদিকে যুদ্ধের আবহেও ‘চিনা’ ব্যাংক থেকে ৯ হাজার কোটির ঋণ নিয়েছে ভারত! সংসদে জানালে কেন্দ্র।
আর চীনা নজরদারির তদন্ত ৩০ দিনেই হবে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
অন্যদিকে, কালাপানির পর এবার উত্তরাখণ্ডের নৈনিতাল ও দেরাদুনকেও নিজেদের ভূখণ্ড বলে দাবি করল নেপাল (Nepal)। তাদের এই দাবির কথা প্রকাশ্যে আসার পরেই নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে।
বেকারত্ব ও খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির জের, করোনা আবহে জোড়া ধাক্কায় বিপর্যস্ত ‘দরিদ্র’ ভারত-দৈনিক সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে,
করোনা সংক্রমণের আতঙ্কে গত মার্চ থেকে টানা লকডাউনের পথে যেতে হয়েছিল ভারতকে। আর তারই ফলশ্রুতিতে এক ধাক্কায় কাজ হারিয়েছেন কোটি কোটি শ্রমিক, নিম্ন আয়ের দিন আনা দিন খাওয়া মানুষ। এক কথায় ভারতের গরিব শ্রেণি। লকডাউনের জেরে এদেশে যে পরিযায়ী শ্রমিকদের সংকট তৈরি হয়েছিল, আজও তার সমাধান হয়নি। ফের এক শহর, রাজ্য থেকে ভিন রাজ্যে ছুটে যাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা। তার সঙ্গেই যুক্ত হয়েছে খাদ্যপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধি। বিশেষত, যখন কয়েক মাসের কড়া লকডাউনে ভারতের কোটি কোটি দরিদ্র পরিবার আর্থিকভাবে আরও পঙ্গু হয়ে পড়েছে,খাদ্যের মুদ্রাস্ফীতি তাদের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়েছে। এই জোড়া ধাক্কা দেশের গরিব মানুষকে বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে।
এদিকে,বেকারদের প্রতিবাদ! মোদির জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় পালিত হচ্ছে, জাতীয় বেরোজগার দিবস-এ খবরটিও সংবাদপ্রতিদিনে পরিবেশিত হয়েছে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭