অক্টোবর ০৩, ২০২০ ১৬:৫৭ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা! ৩ অক্টোবর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • ১২৮ দিনে করোনায় সবচেয়ে কম মৃত্যু-প্রথম আলো
  • করোনাকালীন আওয়ামী লীগই শুধু মানুষের পাশে আছে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • মানুষের নিরাপত্তার জন্য আ.লীগকে সরাতেই হবে-কালের কণ্ঠ
  • বিদেশে শিক্ষার্থী পাঠানোর নামে জালিয়াতি: ১০ বছরে প্রতারিত ৭ হাজার-যুগান্তর
  • এমসি কলেজে ধর্ষণ: আরও দুই ছাত্রলীগ কর্মীর ডিএনএ সংগ্রহ-বাংলাদেশ প্রতিদিন
  • করোনার ধারা পরিবর্তন করার সময় এখনও চলে যায়নি: ডব্লিউএইচও প্রধান-সমকাল
  • সরকারি নির্দেশনার পরও কমেনি চালের দাম-মানবজমিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • লকডাউনে স্থগিত ইএমআইয়ের উপর সুদ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, উপকৃত হবে মধ্যবিত্তরা -সংবাদ প্রতিদিন
  • আজ ফের হাথরস যাচ্ছেন রাহুল-প্রিয়ঙ্কা, গৃহবন্দি প্রদেশ সভাপতি-আনন্দবাজার পত্রিকা
  • ৪৮ ঘণ্টা পর খুলে দেওয়া হল গ্রামের সীমান্ত, হাথরসে ঢোকার অনুমতি সংবাদমাধ্যমকে -আজকাল

শিরোনামের পর এবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. পাঁচ আসনে উপনির্বাচন: আ'লীগের টার্গেট বিজয়- এ শিরোনাম হচ্ছে দৈনিক নয়াগিন্ত পত্রিকার। বিএনপিও এ নির্বাচনে অংশ নিচ্ছে। আপনার কী মনে হয় নির্বাচনে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে?

২. ইরান মধ্যপ্রাচ্যে ধ্বংসাত্মক তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। এ অভিযোগ সম্পর্কে কী বলবেন আপনি?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

করোনাকালীন আওয়ামী লীগই শুধু মানুষের পাশে আছে: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

করোনার এই মহামারিতে আওয়ামী লীগই শুধু মানুষের পাশে আছে কারণ আওয়ামী লীগ জনগণের সংগঠন তাই আওয়ামী লীগ জনগণের স্বার্থে কাজ করে। এই বাংলাদেশের জনগণের আর্থ সামাজিক উন্নতির জন্যই জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন। সেই স্বাধীনতার সুফলটা যেন প্রত্যেক মানুষের ঘরে ঘরে পৌঁছায়, আমরা যেন দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে পারি, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করতে পারি, সেটাই আমাদের লক্ষ্য।

শনিবার (৩ অক্টোবর) গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনা মহামারি মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের জন্য আত্মত্যাগ করলেও অন্য কোনো দল মানুষের পাশে না দাঁড়িয়ে শুধু সমালোচনা করছে।’

এ সময় আওয়ামী লীগ সভানেত্রী আরো বলেন, ‘মানুষের পাশে দাঁড়ানোর জন্য মরণঘাতি করোনা ভাইরাসে আমার প্রায় ৫২২ জন নেতাকর্মী মৃত্যুবরণ করেছে। এই যে এত বড় স্যাকরিফাইস (ত্যাগ) আর কোনো দল তো বোধহয় করেনি। তারা লিপ সার্ভিস দিয়েছে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশেতো এখন ভালো ভালো মিডিয়া আছে। আমি তো প্রাইভেটে টেলিভিশন দিয়েছি, প্রাইভেটে রেডিও দিয়েছি, অনেক পত্রিকা। যে যার মতো আপন মনের মাধুরী মিশিয়ে বলেই যাচ্ছে। তাদেরকে কিন্তু মাঠে মানুষের পাশে দেখা যায়নি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘এই সঙ্কটকালে সাংগঠনিক কার্যক্রমও চালিয়ে যেতে হবে। আমি মনে করি খুব বেশি যাতায়াত না করলেও সাংগঠনিক কার্যক্রমগুলো আমাদের একটু অব্যাহত রাখতে হবে। বিভিন্ন জায়গায় আমাদের হয়ত সম্মেলন হয়েছে, কিন্তু করোনার কারণে আর আমরা কমিটিও করতে পারিনি বা কারও খোঁজও নিতে পারিনি। আমার মনে হয় এখন আস্তে আস্তে আমরা এগুলো করতে পারব।’

নারীর সম্ভ্রমহানিকে শিল্পে পরিণত করেছে ছাত্রলীগ-যুবলীগ: রিজভী-দৈনিক যুগান্তর

রুহুল কবির রিজভী

নারীর সম্ভ্রমহানিকে ছাত্রলীগ-যুবলীগ নেতাকর্মীরা শিল্পে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। ইতিহাস বিকৃত করে বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাটক বানানোর প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়। রিজভী বলেন, আজকে যুবলীগ-ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতারা নারীর সম্ভ্রমহানিকে শিল্পে পরিণত করেছে, এগুলোকে তারা শিল্প মনে করছে। এ সব ঘটনা ঢাকার জন্যই তারা তাদের অনুগত নাট্যকারকে দিয়ে চটি-বস্তাপচা নাটক রচনা করেছে। তিনি বলেন, চারিদিক থেকে ধিক্কার উঠেছে- যেখানে নারীর সম্ভ্রমহানি সেখানেই ছাত্রলীগ। যেখানে নারীর ওপর নির্যাতন সেখানে ছাত্রলীগ না হয় যুবলীগের নেতাকর্মী। আপনি এমসি কলেজ বলেন, আপনি পাহাড়ে দেখবেন, গত পরশু মিরপুরে এক গৃহকর্মীকে সম্ভ্রমহানি করা হয়েছে; কে করেছে? ছাত্রলীগ। বিএনপির মুখপাত্র বলেন, আমি বারবার বলছি এই সরকার আর বেশি দিন নেই। চারদিক থেকে কেন জানি এই সরকারের পতনের আওয়াজ পাওয়া যাচ্ছে। এ সময় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন, আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের প্রধানমন্ত্রী যা বলেন, করেন এবং প্রতিশ্রুতি দেন, সেটা মানুষ নাটক বলেই মনে করে।

জিয়াউর রহমানকে খাটো করে নাটক নির্মাণের নিন্দা জানিয়ে রিজভী বলেন, আমি আগেও বলেছি খালেদ, শামীম, সম্রাট, জেকেজি, সাবরিনা ও সাহেদ- এদের তো কোটি কোটি টাকা, তখন নাট্যকাররা মনে করেছে আমরাও এমন একটা কাজ করি প্রধানমন্ত্রী আমাদের বাহবা দেবে।

ইতিহাসের পটভূমি তুলে ধরে রিজভী বলেন, জিয়াউর রহমান যখন স্বাধীনতার ঘোষণা দিলেন কোথায় তার স্ত্রী কোথায় তার সন্তান তাদের কথা চিন্তা করেননি। কত বড় দেশপ্রেমিক হলে, কত বড় দেশপ্রেমের আগুন তার হৃদয়ের মধ্যে জ্বলে উঠলে সব স্বার্থকে জলাঞ্জলি দিয়ে শুধু দেশের কথা চিন্তা করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই বীরের বিরুদ্ধে কুৎসা রটনা করা হচ্ছে।

নাট্যকারদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপির এই নেতা বলেন, ওরা জানে না বাংলার মাটি চৈত্র মাসে কঠিন রূপ ধারণ করে। এই মাটি যখন আপনাদের দিকে নিক্ষিপ্ত করবে জনগণ, তখন আপনারা বাংলাদেশের কোনো জায়গায় আশ্রয় পাবেন না। এগুলো মাথায় রেখে অপকর্ম বন্ধ করুন।

সীমান্ত হত্যার প্রতিবাদ জানিয়ে রিজভী আরও বলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে রক্তাক্ত সীমান্ত হচ্ছে বাংলাদেশ-ভারত সীমান্ত। সীমান্তে বিএসএফের হাতে একটা দুইটা লাশ পড়ছে। আপনি (প্রধানমন্ত্রী) একটাও কথা বলতে পারেন না।তিনি বলেন, যখন বিএসএফ আমাদের লোক ধরে নিয়ে গিয়ে মারে, তখন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরা হল সন্ত্রাসী। বিজিবি বলে এরা গরু চোর। অর্থাৎ বিএসএফের রক্তপাতের এরা সাফাই গাইছেন।
 

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

৪৮ ঘণ্টা পর খুলে দেওয়া হল গ্রামের সীমান্ত, হাথরসে ঢোকার অনুমতি সংবাদমাধ্যমকে-দৈনিক আজকাল

 লাগাতার সমালোচনা, বিক্ষোভের পরে অবশেষে খুলে দেওয়া হল হাথরসের সীমান্ত। উত্তরপ্রদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, গ্রামের ভিতরে যেতে পারবে সংবাদমাধ্যম। তবে এখনই কোনও রাজনৈতিক নেতাকে গ্রামের ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না বলেই জানানো হয়েছে প্রশাসনের তরফে।

হাথরসের জয়েন্ট ম্যাজিস্ট্রেট প্রেম প্রকাশ মীনা জানিয়েছেন, ‘‌আইনশৃঙ্খলা যাতে বজায় থাকে তার জন্যই এই নিষেধাজ্ঞা রয়েছে। আজ থেকে সংবাদমাধ্যমের প্রতিনিধিরা গ্রামের ভিতরে যেতে পারেন। তবে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি বা নেতাকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না।’‌

গত ১৪ সেপ্টেম্বর হাথরসের এক দলিত তরুণীকে গণধর্ষণের অভিযোগ ওঠে উচ্চবর্ণের চারজনের বিরুদ্ধে। গত সোমবার মৃত্যু হয় বছর ২০–র ওই তরুণীর। তারপরেই উত্তরপ্রদেশ পুলিশের তরফে দেহ পরিবারের হাতে তুলে না দিয়ে জোর করে তা পুড়িয়ে দেওয়া হয়। এই ঘটনা নিয়েই উত্তাল দেশ। অবশ্য অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নির্যাতিতার পরিবারের ন্যায় বিচারের দাবিতে বিক্ষোভে উত্তাল গোটা দেশ। গত বৃহস্পতিবার হাথরসে যাওয়ার পথে গ্রেপ্তার করা হয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী ও সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীকে। তাঁদের জোর করে দিল্লি ফিরিয়ে আনা হয়।

হাথরাসের ধর্ষণ ‘ছোট ঘটনা’, বিরোধীরা ইস্যু বানাচ্ছে! বিতর্ক উসকে দাবি যোগীর মন্ত্রীর-সংবাদ প্রতিদিন

হাথরাসে  ১৯ বছরের যুবতীর গণধর্ষণ ও তাঁর মৃত্যুর ঘটনা (Hathras Gang Rape) একটা ছোট ইস্যু। এমনটাই দাবি করলেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) যোগী সরকারের মন্ত্রী অজিত সিং পাল। এমনকী বিতর্ক উসকে ধর্ষণের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি। মন্ত্রীর দাবি, চিকিৎসকেরা পরিষ্কার করে দিয়েছেন ওই তরুণীকে ধর্ষণ করা হয়নি।

উত্তরপ্রদেশের ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তিমন্ত্রী বলেছেন, ‘‘বিরোধীদের আক্রমণ করা নিয়ে আমাদের কিছু বলার নেই। ওদের কোনও ইস্যু নেই। তাই মাঝে মাঝে এই ধরনের ছোট ইস্যুকে তুলে ধরে। ওরা মানুষের স্বার্থে কিছু করছে না। ইস্যু তোলাটাই ওদের উদ্দেশ্য।’’ তবে ঘটনাটিকে ‘ছোট’ আখ্যা দিয়েও তাঁর বক্তব্য, ‘‘বিষয়টি নিয়ে তদন্ত হওয়া দরকার। তদন্তে যা উঠে আসবে সেটা জনগণের সামনে তুলে ধরা হবে। যদিও চিকিৎসকরা জানিয়েছেন, ধর্ষণ হয়নি।’’

লকডাউনে স্থগিত ইএমআইয়ের উপর সুদ নিয়ে বড় সিদ্ধান্ত কেন্দ্রের, উপকৃত হবে মধ্যবিত্তরা-দৈনিক সংবাদ প্রতিদিন

মধ্যবিত্ত, ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র এবং কুটির শিল্পের উপর নির্ভরশীল নাগরিকদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল কেন্দ্র। লকডাউনের (Lock Down) সময়কার মোরাটরিয়াম পিরিয়ডে ২ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে ইএমআইয়ের উপর অতিরিক্ত কোনও সুদ গুণতে হবে না গ্রহীতাদের। ২ কোটি টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে এই অতিরিক্ত সুদের খরচ বহন করবে কেন্দ্র। শনিবার শীর্ষ আদালতে  (Supreme Court) এমনটাই জানানো হয়েছে কেন্দ্রের তরফে। আসলে, লকডাউনের সময় মধ্যবিত্তকে স্বস্তি দিয়ে ৬ মাসের জন্য মেয়াদি ঋণের ইএমআই স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩

 

ট্যাগ