নভেম্বর ১২, ২০২০ ১৭:২১ Asia/Dhaka
  • কথাবার্তা: ফাইজারের করোনা ভ্যাকসিনে বিশ্বের সব মানুষের সমান অধিকার থাকতে হবে

সুপ্রিয় পাঠক/শ্রোতা! আজ ১২ নভেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করি সবাই ভালো আছেন। শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরবো।

প্রথমে বাংলাদেশ:

  • প্রথম আলোর সম্পাদকসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন- দৈনিক প্রথমআলো
  • সিরাজগঞ্জ-১ আসনে ভোটগ্রহণআ.লীগ প্রার্থী বলছেন শান্তিপূর্ণ, বিএনপির অভিযোগ এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে-দৈনিক কালেরকণ্ঠ

  • করোনা নিয়ে টিআইবির প্রতিবেদন রাজনৈতিক: ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর
  • রাজধানীর নয়াপল্টনসহ কয়েকটি স্থানে বাসে আগুন : দৈনিক ইত্তেফাক
  • অবশেষে বাইডেনকে দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার অভিনন্দন- দৈনিক মানবজমিন
  • ফাইজারের করোনা ভ্যাকসিনে বিশ্বের সব মানুষের সমান অধিকার থাকতে হবে- দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • করোনায় দেশে আরো ১৩ জনের মৃত্যু-দৈনিক নয়াদিগন্ত

কোলকাতার দৈনিকগুলোর কিছু শিরোনাম:

  • আত্মনির্ভর ভারত অভিযান-৩ ঘোষণা নির্মলার, জোর কর্মসংস্থান তৈরিতে- দৈনিক আানন্দ বাজার
  • দলের খারাপ ফল, ‘‌অনিচ্ছুক’‌ নীতীশকে মুখ্যমন্ত্রী হতে রাজি করাল বিজেপি- দৈনিক আজকাল
  • মানুষ মহাজোটকে চেয়েছে, কমিশন এনডিএকে জিতিয়েছে’, ভোট পুনর্গণনার দাবি তেজস্বীর -দৈনিক সংবাদ প্রতিদিন

এবার বাছাইকৃত কিছু খবরের বিস্তারিত তুলে ধরছি

প্রথম আলোর সম্পাদকসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন- দৈনিক প্রথমআলো

ঢাকার রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাইমুল আবরারের মৃত্যুর ঘটনায় করা মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ এই আদেশ দেন। কিশোর আলোর সম্পাদক আনিসুল হককে মামলা থেকে অব্যাহতি দেন আদালত। আগামী ১৪ ডিসেম্বর মামলার সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা হয়েছে।

অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত  প্রথম আলোর সম্পাদকসহ বিবাদীরা আদালতের কাছে নিজেদের নির্দোষ দাবি করেন। আদালতে প্রথম আলোর সম্পাদকের পক্ষে ছিলেন আইনজীবী এহসানুল হক সমাজী ও প্রশান্ত কুমার কর্মকার।

বাদীপক্ষে ছিলেন আইনজীবী ওমর ফারুক।অভিযোগ গঠনের আদেশের ব্যাপারে প্রথম আলোর সম্পাদকের আইনজীবী এহসানুল হক সমাজী সাংবাদিকদের বলেন, ‘আমরা মতিউর রহমানসহ অপরাপর আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন করেছিলাম। যেদিনকার ঘটনায় এই মামলা, সেদিন প্রথম আলোর সম্পাদক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। তাই আমরা প্রত্যাশা করেছিলাম তিনি অব্যাহতি পাবেন।’ তিনি বলেন, অভিযোগ গঠনের এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে।

সিরাজগঞ্জ-১ আসনে ভোটগ্রহণআ.লীগ প্রার্থী বলছেন শান্তিপূর্ণ, বিএনপির অভিযোগ এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে-দৈনিক কালেরকণ্ঠ

সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাররা তাঁদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন বলে দাবি করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর শাকিল জয়।

অন্যদিকে, আসনটিতে প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সেলিম রেজার অভিযোগ, ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার অভিযোগে এক ভোটারকে মারধর করা হয়েছে। এছাড়া বিভিন্ন ভোট কেন্দ্র থেকে তাঁদের দলীয় এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে। 

সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ এবং একটি পৌরসভা নিয়ে গঠিত) আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ  চলছে। এই আসনে আওয়ামী লীগ থেকে নৌকাপ্রতীক নিয়ে নাসিমপুত্র তানভীর শাকিল জয় এবং বিএনপি থেকে ধানের শীষ প্রতীক নিয়ে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

করোনা নিয়ে টিআইবির প্রতিবেদন রাজনৈতিক: ওবায়দুল কাদের-দৈনিক যুগান্তর

করোনা মোকাবেলায় টিআইবির সুশাসনবিষয়ক প্রতিবেদনটি যতটা গবেষণাধর্মী, তার চেয়ে বেশি রাজনৈতিক বলে মনে করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি গবেষণাটি পক্ষপাতদুষ্ট বলেও মনে করেন। ওবায়দুল কাদের বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

প্রতিবেদনটি তীব্র নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে গবেষণা পরিচালনা করা হয়েছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, করোনায় করণীয় বিষয়ক গবেষণার সুপারিশে ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বলা হয়েছে এবং আরও একধাপ এগিয়ে হয়রানিমূলক সব মামলা তুলে নেয়ার কথাও বলা হয়েছে।  গবেষকরা টিআইবির এ প্রতিবেদনকে গবেষণা না বলে রাজনৈতিক প্রতিবেদন হিসেবেই আখ্যা দিয়েছেন ওবায়দুল কাদের।

রাজধানীর নয়াপল্টনসহ কয়েকটি স্থানে বাসে আগুন : দৈনিক ইত্তেফাক

রাজধানীতে নয়াপল্টনসহ ১০টি স্থানে বাসে আগুন দেয়ার তথ্য জানা গেছে। এখন পর্যন্ত নয়াপল্টন, গুলিস্তান, প্রেসক্লাব ও শাহবাগে বাসে আগুন দেয়ার তথ্য নিশ্চিত হওয়া গেছে। ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে চলমান নির্বাচন পরিস্থিতিকে অস্থিতিশীল করতে একটি মহল বাসে আগুন দিচ্ছে।

রাজধানীর নয়াপল্টনে বাসে আগুন

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনে বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। দুটি আসনেই ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হচ্ছে। আসন দুটির উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ ও বিএনপিসহ ছয়টি রাজনৈতিক দলের আটজন প্রার্থী। ঢাকা-১৮ আসনে প্রার্থী দিয়েছে প্রধান তিন রাজনৈতিক দল আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি-জাপা। আর সিরাজগঞ্জ-১ আসনে প্রতিদ্বন্দ্বিতায় আছেন শুধু আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থী।

ফাইজারের করোনা ভ্যাকসিনে বিশ্বের সব মানুষের সমান অধিকার থাকতে হবে- দৈনিক বাংলাদেশ প্রতিদিন

মার্কিন ওষুধ প্রস্তুতকারক সংস্থা ফাইজার এবং জার্মান সংস্থা বায়োএনটেক যৌথভাবে করোনার ভ্যাকসিন তৈরি করেছে- সোমবার এমন তথ্য প্রকাশ পেয়েছে। যা নিয়ে সারা বিশ্বে বইছে আনন্দের বন্যা। কিন্তু সারা বিশ্বের বিশেষ করে বাংলাদেশসহ দরিদ্র দেশগুলোর সব অসহায় মানুষ করোনাভ্যাকসিন পাবে কিনা তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, করোনার ভ্যাকসিন আবিষ্কার হলে তাকে 'গ্লোবাল কমন গুড' ঘোষণার জন্য শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের উদ্যোগে একটি আবেদনে অনেক নোবেলবিজয়ী, রাষ্ট্রপ্রধান, রাজনৈতিক নেতা, শিল্পী, এনজিওসহ বহু প্রখ্যাত ব্যক্তি ও প্রতিষ্ঠান ইতিমধ্যেই স্বাক্ষর করেছেন। গ্লোবাল কমন গুডের অর্থ করোনার ভ্যাকসিনের উপর বিশ্বের সব মানুষের সমান অধিকার থাকতে হবে, যেমন আলো-বাতাসের উপর সবার সম অধিকার রয়েছে।

অবশেষে বাইডেনকে দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার অভিনন্দন- দৈনিক মানবজমিন

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জো বাইডেন। ৩রা নভেম্বরের ওই নির্বাচনের পর প্রথমবারের মতো বৃহস্পতিবার তার সঙ্গে ফোনে কথা বলেছেন দক্ষিণ কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার নেতারা। এ সময়ে তারা জলবায়ু পরিবর্তন, আঞ্চলিক নিরাপত্তা সহ বিভিন্ন ইস্যু মোকাবিলার জন্য প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের সঙ্গে ঘনিষ্ঠতার নিশ্চয়তা দেন।

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জো বাইডেন

এর মধ্য দিয়ে এশিয়ায় যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ তিন নেতা জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা, দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বিশ্ব নেতাদের কাতারে যুক্ত হলেন, যারা বাইডেনকে স্বীকৃতি দিয়েছেন। ৩রা নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন নির্বাচিত হওয়ার পর তাকে বিশ্বের নানা প্রান্তের নেতারা বিজয়ী অভিনন্দন জানিয়ে তাকে স্বীকৃতি দিয়েছেন। সর্বশেষ তার সঙ্গে যুক্ত হলেন এসব নেতা। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

করোনায় দেশে আরো ১৩ জনের মৃত্যু-দৈনিক নয়াদিগন্ত

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ১৪০ জন। এ ছাড়া করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরো ১ হাজার ৮৪৫ জনের দেহে। এ নিয়ে মোট শনাক্ত হলো ৪ লাখ ২৭ হাজার ১৯৮ জন করোনা রোগী। বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আত্মনির্ভর ভারত অভিযান-৩ ঘোষণা নির্মলার, জোর কর্মসংস্থান তৈরিতে- দৈনিক আানন্দ বাজার

মে মাসে ‘আত্মনির্ভর ভারত অভিযান’ ১.০। অক্টোবরে ২.০। আর বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ঘোষণা করলেন আত্মনির্ভর ভারত অভিযান ৩.০। করোনা অতিমারির মোকাবিলায় নতুন এই প্রকল্প ঘোষণা করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে অর্থনীতি। আগের দু’টি ধাপের আর্থিক প্যাকেজের জেরেই অর্থনীতির এই বৃদ্ধি বলে দাবি করেছেন নির্মলা। মোট ১২টি ক্ষেত্রে একাধিক প্যাকেজ ঘোষণা করেছেন নির্মলা।

তবে সেই ঘোষণার আগে নির্মলা দাবি করেন, ‘‘বিভিন্ন সূচক থেকে এটা স্পষ্ট যে, অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। রিজার্ভ ব্যাঙ্ক পূর্বাভাস দিয়েছে ২০২০-২১ অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধির হার অনেকটাই বাড়বে। 

দলের খারাপ ফল, ‘‌অনিচ্ছুক’‌ নীতীশকে মুখ্যমন্ত্রী হতে রাজি করাল বিজেপি- দৈনিক আজকাল

টানা তিন বার মুখ্যমন্ত্রী ছিলেন। কিন্তু চতুর্থবারে এসে নাকি বেঁকে বসলেন তিনি। আর মুখ্যমন্ত্রী হতে চাইছেন না নীতীশ কুমার। খবর এমনটাই। কারণ এবার বিহার ভোটে মাত্র ৪৩টি আসন পেয়েছে তাঁর দল। গত তিন বারের তুলনায় সবথেকে কম। হেরেছেন মন্ত্রীরাও। ব্যর্থতার দায় নিয়ে তাই সরতে চাইছেন নীতীশ।কিন্তু বিজেপি নাছোড়। তারা প্রচারে দেওয়া প্রতিশ্রুতি রাখতে বদ্ধপরিকর। বুঝিয়ে সুঝিয়ে রাজি করেছে নীতীশকে। স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগের মতোই ক্ষমতা ভোগ করবেন নীতীশ। তাঁর সিদ্ধান্তে নাক গলাবেন না বিজেপি–র মন্ত্রীরা। চাই শুধু স্বরাষ্ট্র, শিক্ষার মতো গুরুত্বপূর্ণ কিছু দপ্তর।

মানুষ মহাজোটকে চেয়েছে, কমিশন এনডিএকে জিতিয়েছে’, ভোট পুনর্গণনার দাবি তেজস্বীর -দৈনিক সংবাদ প্রতিদিন

ভোট গণনায় কারচুপির অভিযোগ আনলেন বিহারের মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব (Tejaswi Yadav)। যে সমস্ত আসনে তারা সামান্য ভোটের ব্যবধানে হেরেছেন, সেখানে ফের ভোট গণনার দাবি জানিয়েছেন তিনি। লালু-পুত্রের কথায়, “প্রধানমন্ত্রী ও নীতীশজি আমাকে হারাতে সমস্ত শক্তি প্রয়োগ করেছিলেন। কিন্ত আরজেডিকে একক বৃহত্তম দল হওয়া থেকে আটকাতে ব্যর্থ হয়েছেন তাঁরা।” 

বিহারে পোস্টাল ব্যালট গণনা শুরু হতেই এক ধাক্কায় অনেকটা এগিয়ে গিয়েছিল মহাজোট। মনে করা হচ্ছিল বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতা আসছেন তাঁরা। কিন্তু বেলা গড়াতেই ছবিটা বদলাতে শুরু করে। শেষপর্যন্ত ১১০ টি আসনে জয় হয় মহাজোটের। ১২৫টি আসন পায় এনডিএ। জয় পাওয়া অতিরিক্ত ১৫টি আসনে ভোটের ফারাক নামমাত্র। যা বিতর্ক তৈরি করেছে। লালু-পুত্রের অভিযোগ, “বিহারের মানুষ মহাজোটকে চেয়েছে কিন্তু কমিশন এনডিএকে জিতিয়ে দিয়েছে।”

পার্সটুডে/বাবুল আখতার/১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ