নভেম্বর ১৪, ২০২০ ১৮:০১ Asia/Dhaka
  • কথাবার্তা: কোন প্রশাসন ক্ষমতায় আসবে, সময়ই তা বলবে’, শঙ্কা বাড়াচ্ছে ট্রাম্পের মন্তব্য

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৪ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • নারী উদ্যোক্তাদের ব্যবসায় প্রতারকের চোখ-দৈনিক প্রথম আলো
  • ফলাফল আগেই তৈরি থাকে বলে ইসি ৪-৫ মিনিটে ঘোষণা দেয়'-দৈনিক কালেরকণ্ঠ
  • বিএনপি আবার আগুন সন্ত্রাস শুরু করেছে: কাদের- দৈনিক যুগান্তর
  • অর্থনৈতিক কূটনীতির সুফল পাচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী’- দৈনিক ইত্তেফাক
  • ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৪ জনের মৃত্যু, শনাক্ত ১৫৩১-দৈনিক মানবজমিন

  • যুক্তরাষ্ট্রকে অত্যাধুনিক আয়রন ডোম রাডার দিল ইসরায়েল-দৈনিক বাংলাদেশ প্রতিদিন
  • কোন প্রশাসন ক্ষমতায় আসবে, সময়ই তা বলবে’, শঙ্কা বাড়াচ্ছে ট্রাম্পের মন্তব্য-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:   

  • বঙ্গের নীলবাড়ি দখলের যুদ্ধে ‘অমিত-শস্ত্র’ প্রয়োগ করলেন শাহ অমিত-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • কেউ লড়তে এলে যোগ্য জবাব দেব’‌, নাম না করে চীনকে হুঁশিয়ারি মোদির –দৈনিক আজকাল
  • ভারতের পালটা মারে সীমান্তের ওপারে বাড়ছে হতাহত, এখনও পর্যন্ত ১১ পাক সেনার মৃত্যু!-দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা! এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার প্রশ্ন:
১. কোলকাতায় কালীপুজোর উদ্বোধন করেছেন সাকিব। এ নিয়ে বাংলাদেশ ও ভারতে নানামুখী আলোচনা চলছে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
২. ইরান সফর করছেন ইরাকের প্রতিরক্ষামন্ত্রী। এ সফরে দু দেশের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনার কথা রয়েছে। কতটা গুরুত্ব রয়েছে এ সফরের?

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারো ধন্যবাদ

নারী উদ্যোক্তাদের ব্যবসায় প্রতারকের চোখ-দৈনিক প্রথম আলো

কেশোয়ারা সুলতানা সাথীর বুটিক পরিডটকমের বয়স চার বছর। মিরপুরে দোকান আছে, অনলাইনেও ভালো চলে তাঁর পণ্য। হঠাৎ সন্ত্রাসী শাহাদত পরিচয়ে ফোন ভড়কে দিয়েছে তাঁকে। পরে খোঁজখবর নিয়ে জেনেছেন, এমন পরিস্থিতির মুখোমুখি তাঁর মতো আরও বেশ কিছু নারী উদ্যোক্তা।

কেশোয়ারা প্রথম আলোকে বলেন, ‘আমার ব্যক্তিগত নম্বরেই ২৬ অক্টোবর এসেছিল ফোন। নিজেকে শাহাদত বলে পরিচয় দিয়ে একজন জানতে চাইলেন, তাঁর পাঠানো “আর্মড” লোকটা দোকানের সামনে আছে কি না।’ কেশোয়ারা কিছু বুঝে উঠতে পারছিলেন না। এরপর তিনি জানতে চান সশস্ত্র লোক তাঁর দোকানে আসতে যাবে কেন? জবাবে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তি বলেন, টাকাপয়সা চায়। কেশোয়ারা জবাবে বলেন, করোনার কারণে তাঁর ব্যবসাই ক্ষতিতে পড়েছে। তিনি কী করে চাঁদা দেবেন। সন্ত্রাসী শাহাদত পরিচয়ে ফোন করা ব্যক্তি তখন করোনার আগের রোজগার কোথায় গেল জানতে চান। ওই ব্যক্তি নিজের বিভিন্ন কীর্তির কথাও বলতে থাকেন। একপর্যায়ে ফোন ছেড়ে দেন কেশোয়ারা।

ফলাফল আগেই তৈরি থাকে বলে ইসি ৪-৫ মিনিটে ঘোষণা দেয়'-দৈনিক কালেরকণ্ঠ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কোনো সন্ত্রাসে নয়, গণতন্ত্রকে বিশ্বাস করে বলে এখনও প্রতিটা নির্বাচনে অংশ নিচ্ছে। কিন্তু এই সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। শুধু নির্বাচন ব্যাবস্থা নয়, তারা পুরো গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। নির্বাচন কমিশন সরকারের অযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সেই কারণেই ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচন ২৯ তারিখে হয়েছে এবং রাতের অন্ধকারে জনগণের সমস্ত অধিকার তারা লুট করে নিয়ে গেছে। আজ শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ উপ-নির্বাচনের ফলাফল বাতিল এবং পুনঃনির্বাচনের দাবিতে এ প্রতিবাদ সভা আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

বিএনপি আবার আগুন সন্ত্রাস শুরু করেছে: কাদের- দৈনিক যুগান্তর

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন ও আন্দোলনে জণগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে বিএনপি আবার আগুন সন্ত্রাস শুরু করেছে। তারা মানুষ পুড়িয়ে প্রতিশোধ নিতে চাচ্ছে। 

শুক্রবার সকালে রাজশাহী জেলার বাগমারা উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এদিন ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।

বিএনপির অতীত ষড়যন্ত্রের, তাদের রাজনৈতিক সংস্কৃতি হত্যা ও সন্ত্রাসের উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, নিকট অতীতেও তারা পেট্রোল বোমা এবং আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ হত্যার মহোৎসব করেছিল। ‘২০১৩ সালে যাত্রীবেশে বাসে উঠে গান পাউডার দিয়ে যেভাবে আগুন দিয়েছে, এবারও তারা সেভাবেই আগুন দিয়েছে।

অর্থনৈতিক কূটনীতির সুফল পাচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী’- দৈনিক ইত্তেফাক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশ অর্থনৈতিক কূটনীতির সুফল পাচ্ছে। বিগত ১১ বছর ধরে দেশ গড়ে ৭ শতাংশ প্রবৃদ্ধি নিয়ে বিশ্বের শীর্ষ প্রবৃদ্ধির দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। অর্থনৈতিক কূটনীতির সফলতার কারণেই এই অর্জন সম্ভব হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আজ শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে নাটোরের উত্তরা গণভবন ও রাণী ভবানী রাজবাড়ি পরিদর্শন শেষে সার্কিট হাউসে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।

নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ মতবিনিময় সভা প্রধানের দায়িত্ব পালন করেন। এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম ও নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা। মতবিনিময় সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন, অতিরিক্ত সচিব মো. শামসুল হক, মো. সাব্বির আহমদ চৌধুরী ও সৈয়দ মাসুদ মাহমুদ খন্দকার, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক এফ এম বোরহান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রকে অত্যাধুনিক আয়রন ডোম রাডার দিল ইসরায়েল-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

যুক্তরাষ্ট্রকে প্রথমবারে মতো সর্বাধুনিক প্রযুক্তির দু’টি আয়রন ডোম মিসাইল ডিফেন্স রাডার দিল ইসরায়েল। সামরিক এ অস্ত্রের পরবর্তী চালান আগামী বছরের ফেরুয়ারিতে যুক্তরাষ্ট্রকে সরবরাহ করবে ইসরায়েল।

গত ২০১৯ সালের আগস্টে পেন্টাগনের সঙ্গে করা চুক্তি অনুসারে সম্প্রতি এ দুটি মাল্টি-মিশন রাডার (এমএমআর) যুক্তরাষ্টের সেনাবাহিনীকে হস্তান্তর করেছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা ইলটিএ অত্যাধুনিক ওই এমএমআরগুলো তৈরি করেছে। ইলটিএন সিইও ইয়োয়াভ টরজেমেন বলেন, আমরা আমাদের ঘনিষ্ট মিত্র যুক্তরাষ্ট্রকে সর্বাধুনিক প্রযুক্তির এ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছি।

কোন প্রশাসন ক্ষমতায় আসবে, সময়ই তা বলবে’, শঙ্কা বাড়াচ্ছে ট্রাম্পের মন্তব্য-দৈনিক নয়াদিগন্ত

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পরাজয় মেনে নিতে পারছেন না কোনো মতে। হোয়াইট হাউস রোজ গার্ডেনে সাংবাদিক বৈঠকে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, ‘নির্বাচনে কখন নিজের পরাজয় স্বীকার করবেন?’ সে প্রশ্নের উত্তর দেননি তিনি।

তবে জো বাইডেনের কাছে নিজের পরাজয় স্বীকার করতে নারাজ তিনি, এদিন সেই ইঙ্গিত স্পষ্ট ছিল। ট্রাম্প সাংবাদিক বৈঠকে বলেন, ‘সময়ই সব বলবে।’ এই মুহূর্তে ট্রাম্প ও বেশ কয়েকজন রিপাবলিকান নেতার ক্ষমতালিপ্সা নিয়ে রাজনৈতিক মহলে দুশ্চিন্তা দেখা দিয়েছে।

শুক্রবার হোয়াইট হাউসের সাংবাদিক বৈঠকে জোর গলায় ট্রাম্প বলেন, ‘ হোয়াইট হাউস ছেড়ে আমি যাব না। নীতিগত ভাবে আমরা লকডাউনে যাব না। আমি তো কখনই যাব না। এই প্রশাসন লকডাউনে যাবে না।’

এরপর তিনি আরো বলেন, ‘আশা করি, ভবিষ্যতে যা-ই হোক না কেন, কে জানে কোন প্রশাসন ক্ষমতায় আসবে, সময়ই তা বলবে, তবে আমি আপনাদের বলতে পারি যে, এই প্রশাসন কখনো লকডাউনে যাবে না।’ এমন মন্তব্যের পর শঙ্কা আরও বেড়ে গিয়েছে।

বিদায়ী কোনো প্রেসিডেন্ট এমন মন্তব্য আগে কখনও করেননি। চোর চোট্টামি করে জয় ছিনিয়ে নেওয়া হয়েছে এমন কথাও শোনা যায়নি হেরে যাওয়া প্রেসিডেন্টের মুখে। মার্কিন নির্বাচনে এমন ধরনের সমস্যা আগে কখনো ঘটেনি বলে জানাচ্ছেন রাজনৈতিক বিশেষজ্ঞারা। ভোটের ফলাফল প্রকাশের ১ সপ্তাহের বেশি সময় হয়ে গিয়েছে।

এখনো, কোনো প্রতারণা বা কারচুপির সামান্যতম প্রমাণও মেলেনি। কাজেই, মার্কিন নির্বাচন নিয়ে আসলে কী ঘটতে যাচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে

বঙ্গের নীলবাড়ি দখলের যুদ্ধে ‘অমিত-শস্ত্র’ প্রয়োগ করলেন শাহ অমিত-দৈনিক আনন্দবাজার পত্রিকা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নীলবাড়ি দখলের লড়াইয়ে নিজের বিশ্বস্ত এবং ঘনিষ্ঠ অমিত মালব্যকে বাংলার ময়দানে নামিয়ে দিলেন অমিত শাহ

বিজেপি-র আইটি সেলের প্রধান অমিতকে বঙ্গ বিজেপি-র সহ-পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার রাতে দলীয় স্তরে ওই নির্দেশ এসে পৌঁছেছে। ওই নির্দেশ দিয়েছেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা। অমিতের নিয়োগের অর্থ, বাংলা দখলের লড়াইয়ে সোশ্যাল মিডিয়া এবং সামগ্রিক ভাবে সংবাদমাধ্যমে আরও আক্রমণাত্মক এবং আগ্রাসী ভঙ্গিতে নামবে বিজেপি। কারণ, মালব্য-অমিতের দায়িত্ব সেটাই। বস্তুত,  সারা ভারতেই তাঁর দায়িত্ব বিজেপি-র আইটি সেলকে চূড়ান্ত ‘সক্রিয়’ করে তোলা। বঙ্গ বিজেপি-র এক প্রথমসারির নেতার কথায়, ‘‘অমিতের অধীনে গোটা দেশের সমস্ত রাজ্যেই আমাদের আইটি সেল সমীহ-জাগানো শক্তি হয়ে উঠেছে।’’  

কেউ লড়তে এলে যোগ্য জবাব দেব’‌, নাম না করে চীনকে হুঁশিয়ারি মোদির –দৈনিক আজকাল

রাজস্থানের জয়সলমীরে ভারতীয় স্বশস্ত্র বাহিনীর জওয়ানদের দেওয়ালির শুভেচ্ছা জানাতে গিয়ে নাম না করে ফের চীনকে হুমকি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেউ যদি ভারতের ক্ষমতা পরীক্ষা করতে চায় তাকে যোগ্য জবাব দেওয়া হবে বলেও মন্তব্য করলেন।শনিবার জয়সলমীরের লোঙ্গেওয়ালায় ভারতীয় স্বশস্ত্র বাহিনীর জওয়ানদের দেওয়ালির শুভেচ্ছা জানাতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে গিয়ে দেশের নিরাপত্তার জন্য জওয়ানদের আত্মত্যাগের ভূয়সী প্রশংসা করে ১৩০ কোটি ভারতবাসী সবসময় তাঁদের সঙ্গে রয়েছেন বলেও উল্লেখ করেন। এপ্রসঙ্গে তিনি বলেন, ‘১৩০ কোটি ভারতীয় আপনাদের সঙ্গে রয়েছেন। প্রতিটি নাগরিক আমাদের জওয়ানদের শক্তি ও আত্মত্যাগের জন্য গর্বিত। তাঁরা গর্ব অনুভব করে আপনাদের অদ্যম মনোভাবের জন্য। আমাদের দেশের সীমান্ত রক্ষার কাজে নিয়োজিত বীর সৈনিকদের নিজেদের কর্তব্য করা থেকে পৃথিবীর কোনও শক্তিই আটকাতে পারবে না বলেও সাধারণ নাগরিকরা বিশ্বাস করেন। 

ভারতের পালটা মারে সীমান্তের ওপারে বাড়ছে হতাহত, এখনও পর্যন্ত ১১ পাক সেনার মৃত্যু!-দৈনিক সংবাদ প্রতিদিন

বিনা প্ররোচনায় যুদ্ধবিরতি লঙ্ঘন করার ফল হাড়ে হাড়ে টের পাচ্ছে পাকিস্তান (Pakistan)। ভারতীয় সেনার পালটা মারে সীমান্তের ওপারে বাড়ছে হতাহতের সংখ্যা। সেনা সূত্রের খবর, উরি (Uri) সেক্টরে পাক সেনার বিনা প্ররোচনায় গুলির যোগ্য জবাব দিয়েছে ভারত। যার জেরে এখনও পর্যন্ত ১১ জন পাক সেনার মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৬ জন পাক সেনা জওয়ান।

গতকাল দিনভর সীমান্তরেখা বরাবর উরি এবং গুরেজ সেক্টরে চলেছে দু’পক্ষের গোলাগুলি। যাতে ভারতের ৫ নিরাপত্তারক্ষী শহিদ হয়েছেন। এদের মধ্যে ৪ জন ভারতীয় সেনার জওয়ান এবং একজন বিএসএফের (BSF) সাব ইন্সপেক্টর। সেই সঙ্গে ভারতের ৩ সাধারণ নাগরিকেরও মৃত্যু হয়েছে। উরি সেক্টরে দুজন এবং গুরেজ সেক্টরে এক নাগরিকের প্রাণ গিয়েছে। সূত্রের খবর, দিওয়ালির আগে অশান্তি পাকানোর লক্ষ্যে এবং জঙ্গিদের অনুপ্রবেশের মদত দিতে শুক্রবার দিনভর সীমান্তের ওপার থেকে শেলিং করা হয়, মর্টার ছোঁড়া হয়। পাক সেনার এই উদ্ধত আচরণের যোগ্য জবাব দিয়েছে ভারত।

 পার্সটুডে/ বাবুল আখতার/১৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ