ডিসেম্বর ১১, ২০২০ ০০:৩৭ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

প্রিয় পাঠক/শ্রোতা: ১০ ডিসেম্বর বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • ভাস্কর্য নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চায় হেফাজত-প্রথম আলো
  • খালেদা-তারেকসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ-কালের কণ্ঠ
  • করোনাভাইরাসে বাংলাদেশে আরও ৩৭ জনের মৃত্যু-যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি প্রাণহানি- দৈনিক যুগান্তর
  • জানুয়ারির শুরুতেই করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ’ -দৈনিক ইত্তেফাক
  • বাংলাদেশে মানবাধিকার রক্ষায় শক্ত অবস্থান নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ৭ সংগঠনের আহ্বান-দৈনিক মানবজমিন
  • বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি : কাদের-দৈনিক নয়াদিগন্ত

ভারতের শিরোনাম:

  • গুন্ডারাজ’ চলছে, মমতাকে ছুটি দিন, তোপ নড্ডার, পাল্টা তোপ তৃণমূলেরও-দৈনিক আনন্দবাজার পত্রিকা!
  • আত্মনির্ভর ভারতের সাক্ষী নতুন সংসদ’, ভিত্তি স্থাপনের পর ‘ইন্ডিয়া ফার্স্টে’র শপথ প্রধানমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন
  •  চীন, পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক করুন’‌, কৃষক বিক্ষোভ নিয়ে বিজেপি মন্ত্রীর মন্তব্যে খোঁচা সেনার-দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক

ভাস্কর্য নিয়ে সরকারের সঙ্গে আলোচনা চায় হেফাজত-প্রথম আলো

সরকারের সঙ্গে আলাপ-আলোচনা করে ভাস্কর্য নিয়ে উদ্ভূত সমস্যার সমাধান চায় হেফাজতে ইসলাম বাংলাদেশ। আলেমরা এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। আজ বৃহস্পতিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এ কথা জানানো হয়।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হেফাজতে ইসলামের নেতা ও বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক বলেন, ‘সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি। সরকারের সঙ্গে আলাপ–আলোচনার মধ্যে দিয়েই এই সমস্যার সমাধান যেন সুন্দরভাবে সমাপ্ত হয়।’

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের আগ্রহ প্রকাশের প্রেক্ষাপটে সাংবাদিকেরা জানতে চান, কবে এই বৈঠক হবে। জবাবে মাহফুজুল হক বলেন, সময় এখনো ঠিক হয়নি, যোগাযোগ চলছে। তাঁরা আশাবাদী, দ্রুত সময়ের বৈঠকের ব্যবস্থা হবে।

খালেদা-তারেকসহ ৬ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ-কালের কণ্ঠ

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর এবং ভাস্কর্যবিরোধী প্রচারে উসকানি দেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও তাঁর ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে এই আদেশ দেন।

মামলার আবেদনটিতে অন্য আসামিরা হলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, হেফাজতে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত আমির জুনায়েদ আহমেদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মুহাম্মদ মানুনুল হক ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সৈয়দ ফয়জুল করিম।

এর আগে গতকাল বুধবার (৯ ডিসেম্বর) বাংলাদেশ জননেত্রী পরিষদ সভাপতি এ বি সিদ্দিকী এ মামলার আবেদন করেন। এরপর বাদীর জবানবন্দি গ্রহণ করে বিচারক মামলাটি আদেশের জন্য আজ বৃহস্পতিবার দিন ধার্য করেন।

করোনাভাইরাসে বাংলাদেশে আরও ৩৭ জনের মৃত্যু-যুক্তরাষ্ট্রে ৩ হাজারের বেশি প্রাণহানি- দৈনিক যুগান্তর

করোনাভাইরাস মহামারীতে দেশে গত ২৪ ঘণ্টায়  আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে।  এই সময়ে প্রাণঘাতী ভাইরাসটিতে নতুন আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৮৬১ জন। বৃহস্পতির বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে। আর যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনায় বুধবার তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত এপ্রিল থেকে ২৪ ঘণ্টায় মৃত্যুর হিসাবে এটিই সর্বাধিক। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে। তবে আসছে দিনগুলোতে করোনায় দেশটিতে মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

জানুয়ারির শুরুতেই করোনা ভ্যাকসিন পাবে বাংলাদেশ’ -দৈনিক ইত্তেফাক

আগামী জানুয়ারির প্রথম দিকেই বাংলাদেশ করোনার ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস মিলনায়তনে ১২ ডিসেম্বর হতে দেশব্যাপী হাম-রুবেলা ক্যাপেইন-২০২০ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার কারণে অনেক দেশের অর্থনীতি খারাপ অবস্থা তৈরি হলেও বাংলাদেশের অর্থনীতি অনেক ভালো রয়েছে। যে কারণে দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।

বাংলাদেশে মানবাধিকার রক্ষায় শক্ত অবস্থান নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ৭ সংগঠনের আহ্বান-দৈনিক মানবজমিন

বাংলাদেশে মানবাধিকার রক্ষা করার জন্য শক্ত অবস্থানে দাঁড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়েছে সাতটি মানবাধিকার সংগঠন। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দেয়া এক যৌথ বিবৃতিতে ওই আহবান জানানো হয়। সংগঠনগুলো হচ্ছে, এশিয়ান ফেডারেশন অ্যাগেইনস্ট ইনভলানটারি ডিসঅ্যাপিয়ারেন্স, এশিয়ান হিউম্যান রাইটস কমিশন, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস, হিউম্যান রাইটস ওয়াচ, রবার্ট এফ কেনেডি হিউম্যান রাইটস এবং ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যাগেইনস্ট টর্চার। তাদের বিবৃতিতে দাবি করা হয়েছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ করোনাভাইরাস মহামারি পরিস্থিতিকে ব্যবহার করে সমালোচক এবং গণমাধ্যমের ওপর চাপ বৃদ্ধি করেছে। এরফলে দেশে কতৃত্ববাদী শাসন আরো জোরদার হয়েছে।

বাংলাদেশ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি : কাদের-দৈনিক নয়াদিগন্ত

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ ও বিচক্ষণ নেতৃত্বে শত বাধা অতিক্রম করে পদ্মা সেতু আজ দৃশ্যমান।

তিনি বলেন, ‘একজন মানবিক ও সাহসী নেতৃত্বের কারণেই সব অসম্ভবকে সম্ভব করে বাংলাদেশ আজ বিশ্বকে দেখিয়ে দিয়েছে আমরাও পারি।’সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আজ বৃহষ্পতিবার জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যের শেষে পদ্মাসেতু বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হন।

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

গুন্ডারাজ’ চলছে, মমতাকে ছুটি দিন, তোপ নড্ডার, পাল্টা তোপ তৃণমূলেরও-দৈনিক আনন্দবাজার পত্রিকা

ডায়মন্ড হারবারে যাওয়ার পথে কনভয়ে হামলা, একের পর এক গাড়িতে ইটবৃষ্টি। গাড়ি ভাঙচুর। সেই পরিস্থিতির মধ্যেই সভায় পৌঁছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপি সভাপতি জে পি নড্ডা। সরাসরি মমতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপি-র শীর্ষনেতা। তৃণমূলের বিরুদ্ধে কনভয়ে হামলার অভিযোগ তুলে ‘গুন্ডারাজ’ খতম করার ডাক দিয়েছেন। বলেছেন, ‘‘এই ঘটনা প্রমাণ করছে, এটা অসহিষ্ণুতার রাজ্য। আইনশৃঙ্খলাহীনতার রাজ্য। এই গুন্ডারাজ আর বেশিদিন চলবে না।’’ এদিকে বুধবার প্রচার পাননি, সভায় ভিড় হয়নি। তাই বৃহস্পতিবার গুন্ডাদের নিয়ে গিয়েছিলেন সভা করতে। নাটক করে নিজেরা ঘটনা ঘটিয়ে তৃণমূলকে দুষছেন। নাম না করে ডায়মন্ড হারবারে অশান্তির জন্য জেপি নাড্ডাকে (JP Nadda) এমনই কড়া ভাষায় কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

চীন, পাকিস্তানে সার্জিকাল স্ট্রাইক করুন’‌, কৃষক বিক্ষোভ নিয়ে বিজেপি মন্ত্রীর মন্তব্যে খোঁচা সেনার-দৈনিক আজকাল-দৈনিক আজকাল

কৃষক বিক্ষোভে ইন্ধন জোগাচ্ছে পাকিস্তান এবং চীন। বুধবার এ রকমই মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী রাওসাহেব দানভে। সেই নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছে কৃষক সংগঠনগুলো। এবার তোপ দাগল এনডিএএর প্রাক্তন শরিক শিবসেনা। মুখপাত্র সঞ্জয় রাউত বললেন, ‘এক্ষুণি পাকিস্তান এবং চীনে সার্জিক্যাল স্ট্রাইক করুন।

শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের খোঁচা, ‘কেন্দ্রীয় মন্ত্রীর কাছে যদি তথ্য থাকে, যে চীন এবং পাকিস্তানই কৃষক বিক্ষোভের নেপথ্যে রয়েছে, তাহলে প্রতিরক্ষামন্ত্রীর এখনই পাকিস্তান এবং চীনে সার্জিক্যাল স্ট্রাইক করা দরকার। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সেনাবাহিনীর কর্তাদের এখনই এই নিয়ে আলোচনায় বসা দরকার।’‌

আত্মনির্ভর ভারতের সাক্ষী নতুন সংসদ’, ভিত্তি স্থাপনের পর ‘ইন্ডিয়া ফার্স্টে’র শপথ প্রধানমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন

ঐতিহ্যশালী সংসদ ভবন ভেঙ্গে নতুন করে সংসদ ভবন তৈরির প্রয়োজনীয়তা কী ছিল? মোদি সরকার ৯৭১ কোটি টাকা খরচ নতুন সংসদ ভবন তৈরির পরিকল্পনার কথা ঘোষণা করতেই এই প্রশ্নে বিদ্ধ করছিল বিরোধীরা। এবার তাদের জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। দিল্লিতে নতুন সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের ভিত্তিপ্রস্তর স্থাপন করে প্রধানমন্ত্রী ঘোষণা করলেন, পুরাতন সংসদ ভবন ভারতের স্বাধীনতা সংগ্রামের এবং গণতগাতান্ত্রিক দেশ হিসেবে ভারতের আত্মপ্রকাশের সাক্ষী ছিল। আর এই নতুন সংসদ ভবন দেশের ‘আত্মনির্ভর’ হয়ে ওঠার সাক্ষী থাকবে।#

পার্সটুডে/ বাবুল আখতার / ১০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

 

 

ট্যাগ