জানুয়ারি ০৩, ২০২১ ১৭:২৪ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ৩ জানুয়ারি রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি

বাংলাদেশের শিরোনাম:

  • পুলিশকে আরো শক্তিশালী ও কার্যকর করার কাজ চলছে' -প্রথম কালের কণ্ঠ
  • টিকা এনে বেক্সিমকো কত কমিশন পাচ্ছে, জানতে চান ফখরুল-দৈনিক প্রথম আলো
  • দেশে আরও ২৭ প্রাণহানি, শনাক্ত ৮৩৫-দৈনিক যুগান্তর
  • ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি ইরানের - দৈনিক ইত্তেফাক
  • প্রত্যাবাসন-ই আমাদের অগ্রাধিকার, চ্যালেঞ্জও’-দৈনিক মানবজমিন
  • তুরস্কে ১৫ জন আক্রান্ত-বিশ্বের ৩৩ দেশে ছড়িয়েছে করোনার নতুন ধরন-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:    

  • তৃণমূল ফের ক্ষমতায় আসবে, সেদিন বাড়িতে বসে থেকো’, শুভেন্দুর নাম করে হুঙ্কার মদন মিত্রের-দৈনিক সংবাদ প্রতিদিন
  • আব্বাসের নেতৃত্বেই বাংলায় লড়ব, ফুরফুরা শরিফ থেকে ঘোষণা ওয়াইসির -দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • চার ধরনের করোনাভাইরাস ঘুরে বেড়াচ্ছে’‌, বলছে -দৈনিক আজকাল

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। 

পুলিশকে আরো শক্তিশালী ও কার্যকর করার কাজ চলছে' -প্রথম কালের কণ্ঠ

'পুলিশ বাহিনী অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। নানা ধরনের অপরাধ দমনে পুলিশকে আরো শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে কার্যক্রম চলছে; আধুনিক অস্ত্র, পোশাক, ঝুঁকিভাতা, টিফিন ভাতা প্রদানসহ বিভিন্ন সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হচ্ছে।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ শনিবার (৩ জানুয়ারি) সকালে ৩৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমিতে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, 'আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ পুলিশ প্রশংসনীয় ভূমিকা পালন করছে। জাতিসংঘ মিশনেও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছে। মহিলা পুলিশদেরও ভূয়সী প্রশংসা শুনতে পাই।' তিনি বলেন, 'পুলিশ বাহিনী অত্যন্ত সাহসিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। নানা ধরনের অপরাধ দমনে পুলিশকে আরো শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে কার্যক্রম চলছে।'

টিকা এনে বেক্সিমকো কত কমিশন পাচ্ছে, জানতে চান ফখরুল-দৈনিক প্রথম আলো

ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা মানুষ কীভাবে পাবে, কারা পাবে এবং এর সংরক্ষণ ও বিতরণ করার বিষয়টি স্পষ্ট নয় বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ বিষয়ে সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কোনো কথা বলেননি। এর একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বা রোডম্যাপ জনগণের সামনে প্রকাশ করা উচিত।

মির্জা ফখরুল বলেন, ‘টিকার জন্য সরকার নিজে সিরাম ইনস্টিটিউটকে টাকা না দিয়ে বেক্সিমকোর মাধ্যমে কেন দিচ্ছ? বেক্সিমকোর এখানে কত কমিশন আছে, সেটাও জানতে চাই।’

আজ রোববার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এসব কথা বলেন। গতকাল শনিবার বিকেলে একই জায়গায় অনুষ্ঠিত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সারমর্ম তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা বেশির ভাগ ক্ষেত্রে দেখছি, এই বিষয়টা সরকারের সঙ্গে সরকার ডিল করছে অথবা সরকার সরাসরি সেই কোম্পানির সঙ্গে ডিল করছে।

দেশে আরও ২৭ প্রাণহানি, শনাক্ত ৮৩৫-দৈনিক যুগান্তর

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৮৩৫ জন। রোববার বিকালে স্বাস্থ্য অধিদফতর এক বুলেটিনে দেশে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানিয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৮৩৫ জনকে নিয়ে দেশে আক্রান্তে সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ১৬ হাজার ১৯ জন। আরও ২৭ জনের মৃত্যুতে মৃতের সংখ্যা বেড়ে ৭ হাজার ৬২৬ জন হয়েছে।

গত একদিনে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ৯৭৮ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৪ লাখ ৬০ হাজার ৫৯৮ জন হয়েছে। দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের উপদ্রব শুরু হয়। এটি বর্তমানে বিশ্বের ২১৩ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। ১১ মার্চ কোভিড ১৯-কে বৈশ্বিক মহামারী ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ট্রাম্পকে কঠোর হুঁশিয়ারি ইরানের - দৈনিক ইত্তেফাক

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ শনিবার 'ফাঁদে না পড়তে' মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন। জাভেদ অভিযোগ করেছেন, ইরাকে মার্কিন সেনাদের ওপর হামলার মাধ্যমে যুদ্ধের উস্কানি দিচ্ছে ইসরায়েল।

এরই মধ্যে ইরান কাশেম সোলাইমানি হত্যার প্রথম বর্ষপূর্তির প্রাক্কালে তার প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি বার্তা দিয়েছে।এদিকে যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ইরান সমর্থিত মিলিশিয়া বাহিনী ইরাকে মার্কিন স্থাপনায় প্রায় হামলা চালাচ্ছে। এর মধ্যে সম্প্রতি মার্কিন দূতাবাসের কাছে হামলার কথাও উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র।

তবে ইরাকে মার্কিন স্থাপনায় হামলার জন্য ইরান সমর্থিত কোন গোষ্ঠী এখন পর্যন্ত দায় স্বীকার করেনি। এক টুইট বার্তায় জাভেদ জারিফ বলেছেন, ইরাক থেকে পাওয়া গোয়েন্দা তথ্য ইঙ্গিত দিচ্ছে যে, ইসরায়েল ইরাকে মার্কিন অবস্থানে এমনভাবে হামলা চালানোর ষড়যন্ত্র করছে যাতে তার দোষ ইরানের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিদায়ের ক্ষণে ট্রাম্পকে একটি বানোয়াট যুদ্ধে জড়ানো যায়।জাভেদ আরো বলেন, ফাঁদে না পড়তে সতর্ক থাকুন ট্রাম্প। সেইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেন, আগুন নিয়ে খেলার কঠোর জবাব দেয়া হবে।

প্রত্যাবাসন-ই আমাদের অগ্রাধিকার, চ্যালেঞ্জও’-দৈনিক মানবজমিন

পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন জানিয়েছেন, নতুন বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার। ১লা জানুয়ারি মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সূচির দপ্তরের মন্ত্রী থিন সুয়েসহ দুনিয়ার বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী বরাবর পাঠানো ‘নিউ ইয়ার গ্রিটিংস’ সংক্রান্ত পত্রে তিনি প্রত্যাবাসনের আবশ্যকতার বিষয়টি তুলে ধরেছেন। তিনি বলেন, প্রত্যাবাসন-ই আমাদের অগ্রাধিকার, একইসঙ্গে এটি চ্যালেঞ্জও। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনক্লজ সভাকক্ষে সংবাদিকদের মন্ত্রী এসব কথা জানান।    

আবদুল মোমেন জানান, চীনের মধ্যস্থতায় খুব দ্রুত মিয়ানমারের সঙ্গে একটি বৈঠক হবে বেইজিংয়ে। তিনি আশা করছেন, ওই বৈঠকে প্রত্যাবাসন শুরুর দিনক্ষণ ঠিক হবে।তিনি আরও জানান, চীনের মতো জাপানও রোহিঙ্গা প্রত্যবাসনে সহযোগিতায় মধ্যস্থতা করতে আগ্রহ দেখিয়েছে। মিয়ানমারে তাদের অনেক বিনিয়োগ রয়েছে। আমরা যে কারো সহযোগিতায় প্রত্যাবাসন নিশ্চিত করতে চাই।

তুরস্কে ১৫ জন আক্রান্ত-বিশ্বের ৩৩ দেশে ছড়িয়েছে করোনার নতুন ধরন-বাংলাদেশ প্রতিদিন

যুক্তরাজ্যে পাওয়া করোনাভাইরাসের নতুন স্ট্রেন (ধরন) বিশ্বের মোট ৩৩টি দেশে ছড়িয়ে পড়েছে। স্থানীয় সময় শুক্রবার এই নতুন ধরনের সন্ধান তুরস্কেও পাওয়া যায়। দেশটিতে নতুন ধরনের করোনায় ১৫ জন আক্রান্ত হয়েছেন বলে শনাক্ত করা হয়েছে। 

এই নিয়ে ১ মাসেরও কম সময়ে ৩৩টি দেশে নতুন স্ট্রেনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এরই মধ্যে বেশ কিছু দেশে ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে অন্যান্য দেশের ভ্রমণ বন্ধ রাখা হয়েছে। যুক্তরাজ্যের কলোরাডো অঙ্গরাজ্যে প্রথম এ ভাইরাসের দেখা পাওয়া যায়। তুরস্কেরর স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ওই ১৫ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। তাদের সংস্পর্শে যারা ছিল, তাদের কোয়ারান্টাইনে রাখা হয়েছে।

তৃণমূল ফের ক্ষমতায় আসবে, সেদিন বাড়িতে বসে থেকো’, শুভেন্দুর নাম করে হুঙ্কার মদন মিত্রের-দৈনিক সংবাদ প্রতিদিন

লড়াই এবার শুভেন্দু অধিকারী বনাম মদন মিত্রর। উত্তর ২৪ পরগনার বারাকপুরে সপ্তাহের প্রথমে সভা করে গিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary)। আর তার পালটায় রবিবাসরীয় দুপুরে খড়দহ এলাকায় বড়সড় মিছিল, সভা করলেন এলাকার দাপুটে তৃণমূল নেতা মদন মিত্র (Madan Mitra)। সেখান থেকেই শুভেন্দুর নাম করে হুঙ্কার ছাড়লেন তিনি। বললেন, ”চমকে-ধমকে লাভ নেই। ফের তৃণমূল ক্ষমতায় আসবে। সেদিন শুভেন্দু, তুমি বাড়িতে বসে থেকো।” শুভেন্দু অধিকারী দলত্যাগ করায় যে কোনও ক্ষতিই হবে না, আত্মবিশ্বাসের সঙ্গে সে কথা বললেন তিনি। অনেকদিন পর রাজনৈতিক সভা করে মদন মিত্র বুঝিয়ে দিলেন, তাঁর বক্তব্যের ঝাঁজ কমেনি এতটুকুও।

আব্বাসের নেতৃত্বেই বাংলায় লড়ব, ফুরফুরা শরিফ থেকে ঘোষণা ওয়াইসির -দৈনিক আনন্দবাজার পত্রিকা 

নির্বাচন ঘিরে বাংলায় কাজ শুরু করে দিয়েছে দল। আসন্ন নির্বাচনে আব্বাস সিদ্দিকীর নেতৃত্বেই বাংলায় লড়বেন তাঁরা। ফুরফুরা শরিফে এসে জানিয়ে দিলেন আসাদউদ্দিন ওয়াইসি। তাঁর বক্তব্য, ‘‘বাংলায় আব্বাস সিদ্দিকির নেতৃত্বেই এগিয়ে যাব আমরা। ওঁর পাশে থাকব আমরা। উনি যে সিদ্ধান্ত নেবেন, তাকেই সমর্থন করব।’’ 

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিনের (মিম) প্রধান ওয়াইসির এই বাংলা সফরকে যদিও গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। দলের সাংসদ সৌগত রায় বলেন, ‘‘আসাদউদ্দিন তো আগেই বাংলায় আসবেন বলে জানিয়েছিলেন। আব্বাস সিদ্দিকির সঙ্গে এই বৈঠক নতুন ব্যাপার।  ওয়াইসি বুঝতে পেরেছেন,  বাংলায় তাঁর কোনও প্রভাব পড়বে না। কারণ বাংলায় উর্দুভাষী মুসলমানের সংখ্যা কম। তাই ফুরফুরায় আব্বাস সিদ্দিকির আত্মীয়দের কাছে গিয়েছেন।’’ বিজেপির ভোট কাটানোই মিমের লক্ষ্য, বাংলার মানুষ কখনও তাদের গ্রহণ করবেন না এবং মিমের আগমনে বাংলার রাজনীতিতে কোনও প্রভাব পড়বে না বলেও মন্তব্য করেন তিনি।

এবার ভারতেও টিকাকরণ!‌ অক্সফোর্ড আর বায়োটেকের টিকায় ছাড়পত্র কেন্দ্রের-দৈনিক আজকাল

অপেক্ষার অবসান। এবার ভারতেও শুরু হবে টিকাকরণ। অক্সফোর্ডের কোভিশিল্ড এবং ভারতে তৈরি বায়োটেক সংস্থার কোভ্যাক্সিন— দু’‌টিকেই জরুরিকালীন ব্যবহারের জন্য ছাড়পত্র দিল কেন্দ্র। সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (‌সিডিএসসিও)‌–র বিশেষজ্ঞ প্যানেল এই দু’‌টি টিকা জরুরীকালীন ব্যবহারের জন্য সুপারিশ করেছিল। তাতেই এবার সম্মতি দিল কেন্দ্রীয় নিয়ামক সংস্থা ডিসিজিআই। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিশিল্ড টিকা ব্যবহারের সুপারিশ করা হয় ১ জানুয়ারি। আর কোভ্যাক্সিন তৈরির সুপারিশ করা হয় ২ জানুয়ারি। এই কোভ্যাক্সিন তৈরির দায়িত্বে রয়েছে পুনের সেরাম ইনস্টিটিউট।এদিন ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (‌ডিসিজিআই)‌–এর ডিরেক্টর ভিজি সোমানি জানালেন, দু’‌টি সংস্থাই তাদের টিকার ট্রায়ালের নথি জমা দিয়েছে। সেই ভিত্তিতেই ‘‌সীমিত ব্যবহার’‌–এর অনুমতি দেওয়া হল।#

পার্সটুডে/ বাবুল আখতার/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ