কথাবার্তা: ট্রাম্পকে সরাতে রাজি নন ভাইস প্রেসিডেন্ট পেন্স
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১৩ জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- বেশি দামে টিকা কিনে লুটপাট উৎসবের প্রস্তুতি: মির্জা ফখরুল-দৈনিক প্রথম আলো
- করোনা সংকটে নারী শ্রম রপ্তানিতে ধস-দৈনিক ইত্তেফাক
- ১৮ জানুয়ারির পর এইচএসসি ফলের বিষয়ে সিদ্ধান্ত -শিক্ষামন্ত্রী-দৈনিক ইত্তেফাক
- চীনের সিনোভ্যাকের টিকা নিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট-দৈনিক যুগান্তর
- ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী-কালের কণ্ঠ
- ২৪ ঘণ্টায় করোনায় আরো ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৯০-মানবজমিন
- ট্রাম্পকে সরাতে রাজি নন ভাইস প্রেসিডেন্ট পেন্স-দৈনিক সমকাল
ভারতের শিরোনাম:
- টিকা সরবরাহের কাজ শুরু করল ভারত বায়োটেক-আনন্দবাজার পত্রিকা
- হরিয়ানার বহু গ্রামে প্রবেশ নিষেধ বিজেপি নেতাদের! কৃষি আইনের প্রতিলিপি পোড়ালেন বিক্ষোভকারীর-সংবাদ প্রতিদিন
- মুখে রামের নাম, কাজ নাথুরামের মতো,’ বিজেপিকে আক্রমণ অভিষেকের -আজকাল
শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
কথাবার্তার প্রশ্ন
১. পিকে হালদারের বান্ধবীকে গ্রেপ্তার করেছে দুদক। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
২. ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করে কূটনীতিকে সুযোগ দিন- ইরানের প্রতি এই আহ্বান ইউরোপের। কী বলবেন আপনি?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
বেশি দামে টিকা কিনে লুটপাট উৎসবের প্রস্তুতি: মির্জা ফখরুল-দৈনিক প্রথম আলো
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, দেশে ডাকাতির রাজত্ব প্রতিষ্ঠা করা হয়েছে। যার সবশেষ নজির অতিরিক্ত দাম দিয়ে করোনার টিকা আমদানি। এই আমদানির মধ্য দিয়ে লুটপাটের আরেক উৎসব চালানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরের দিকে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে এই অভিযোগ করেন মির্জা ফখরুল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। বেলা সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে ভারত সরকার প্রতি ডোজ করোনার টিকা কিনছে ২০০ রুপি বা ২ দশমিক ৭২ ডলার দরে। বাংলাদেশি মুদ্রায় এটি ২৩১ টাকার মতো। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, সেরামের টিকা কোভিশিল্ডের প্রতি ডোজ কিনতে বাংলাদেশকে খরচ করতে হচ্ছে ৪ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় এর দাম পড়ে প্রায় ৩৪০ টাকা (১ ডলার= ৮৪.৯৬ টাকা)। এই হিসাবে বাংলাদেশকে টিকার প্রতি ডোজ কিনতে ভারতের চেয়ে প্রায় ৪৭ শতাংশ বেশি ব্যয় করতে হচ্ছে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকা ভারতে উৎপাদন করছে ভারতের সেরাম ইনস্টিটিউট। সেরামের কাছ থেকে তিন কোটি টিকা কিনছে বাংলাদেশ।
বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, ১২ বছর ধরে দেশের গণতন্ত্রকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে নির্যাতন-অত্যাচার চালানো হচ্ছে। মির্জা ফখরুল বলেন, দেশে বর্তমানে কোনো আইনের শাসন নেই। সরকার বিচার বিভাগকে শেষ করে দিয়েছে।
জনগণকে উদ্দেশ করে মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ-লড়াই করার সময় এসেছে। তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদ জানান বিএনপির মহাসচিব। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা তুলে নিতে হবে। প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুন নবী খান সোহেল।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, এ জেড এম জাহিদ হোসেন, শামসুজ্জামান, রুহুল কবীর রিজভী, আমানুল্লাহ আমান প্রমুখ।
ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনী-কালের কণ্ঠ
ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে (প্যারেড) অংশ নেবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যরা। ইতোমধ্যে বাংলাদেশের ১২২ জন গর্বিত সেনার দল বিশেষ আইএএফ সি-১৭ প্লেনে ভারতের উদ্দেশে রওনা হয়েছে। দলটি আগামী ২৬ জানুয়ারি নয়াদিল্লিতে ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেবে। বুধবার (১৩ জানুয়ারি) বেলা ১০টা ৫৩ মিনিটে ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এতে উল্লেখ করা হয়, ভারতের ইতিহাসে তৃতীয়বারের মতো কোনো বিদেশি সামরিক বাহিনীর দলকে মধ্য দিল্লির রাজপথে জাতীয় কুচকাওয়াজে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এটি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ২০২১ সালে মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্ণ হচ্ছে, যার মাধ্যমে বাংলাদেশ অত্যাচার ও নিপীড়নের কবল থেকে মুক্ত হয়ে একটি স্বাধীন জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল।
৫০ বছর আগে যে বাহিনী একসঙ্গে লড়াই করেছে, এখন তারা গর্বের সঙ্গে রাজপথে একসঙ্গে মার্চ করবে। বাংলাদেশ সেনাবাহিনী স্বাধীনতা, ন্যায়বিচার এবং তাদের জনগণের পক্ষে লড়াই করা সাহসী মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর দলটিতে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক, বাংলাদেশ নৌবাহিনীর নাবিক এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিমান সেনারা রয়েছেন।
বাংলাদেশ কন্টিনজেন্টের বেশিরভাগ সৈন্যই বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিক দক্ষ ইউনিট থেকে আগত, যার মধ্যে রয়েছে ১, ২, ৩, ৪, ৮, ৯, ১০ ও ১১ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ১, ২ ও ৩ ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট, যারা একাত্তরের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ ও বিজয় অর্জনের অনন্য সম্মানে ভূষিত।
এ কুচকাওয়াজ আগামী ২৬ জানুয়ারি বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হবে। কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে সশস্ত্র বাহিনীর সমন্বিত কন্টিনজেন্ট আগামী ৩০ জানুয়ারি দেশে ফিরে আসবেন। এই কুচকাওয়াজে অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয় বৃদ্ধি পাবে বলে সকলে আশাবাদী।
চীনের সিনোভ্যাকের টিকা নিলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট-দৈনিক যুগান্তর
ইন্দোনেশিয়ায় করোনাভাইরাসের প্রথম টিকা নিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো। এর মধ্য দিয়ে ২৭ কোটি জনসংখ্যার দ্বীপপুঞ্জটিতে বুধবার গণটিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রাজধানী জাকার্তায় রাষ্ট্রীয় প্রাসাদে ৫৯ বছর বয়সী এই নেতা টিকা গ্রহণ করেন। এই সময় তার পাশে স্বাস্থ্যমন্ত্রীসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও ধর্মীয় নেতৃবৃন্দ ছিলেন। তার টিকা নেয়ার পুরো সময়টা টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। ইনজেকশন নেয়ার সময় হাসতে হাসতে উইদোদো বলেন, আমি আসলে তেমন কিছু অনুভব করছি না। দেশের প্রথম ব্যক্তি হিসেবে টিকা নেয়ার পর পরবর্তীতে তাকে দ্বিতীয় ডোজ নিতে হবে
চলতি সপ্তাহে দেশটির নিয়ন্ত্রক সংস্থা চীনের উদ্ভাবিত সিনোভ্যাক টিকার অনুমোদন দিয়েছে। টিকাটির কার্যকারিতা ৬৫.৩ শতাংশ বলে পরীক্ষায় দেখা গেছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটির শীর্ষ ধর্মীয় নেতারা এই টিকাকে হালাল বলে সায় দিয়েছেন। তাদের মতে, ইসলাম অনুসারে এই টিকার অনুমোদন দেয়া যায়।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জোকো বলেন, করোনার সংক্রমণ প্রবাহ বন্ধ করতে এই টিকাদান কর্মসূচি গুরুত্বপূর্ণ। ইন্দোনেশিয়ার সবার নিরাপত্তা ও সুস্থতার জন্য এমন একটি টিকা অপরিহার্য।
দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে এ পর্যন্ত সাড়ে আট লাখ মানুষ অতিসংক্রাক করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যুর সংখ্যা প্রায় ২৫ হাজার। কিন্তু পরীক্ষার হার কম থাকায় আসল সংক্রমণ সংখ্যা প্রত্যাশার চেয়েও বেশি বলে ধারনা করা হচ্ছে।
করোনা সংকটে নারী শ্রম রপ্তানিতে ধস-দৈনিক ইত্তেফাক
করোনা মহামারির কারণে নারী অভিবাসী শ্রমিকদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে রীতিমতো ধস নেমেছে। যেখানে প্রতি বছর গড়ে ১ লাখের বেশি নারী শ্রমিক বিদেশে যান, সেখানে ২০২০ সালে গেছেন মাত্র ১৯ হাজার। জানুয়ারি থেকে মার্চ এই তিন মাসেই এই সংখ্যক নারী শ্রমিক বিদেশে গেছেন। বছরের বাকি ৯ মাসে কোনো নারী শ্রমিক বিদেশে যাননি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শরণার্থী ও অভিবাসনবিষয়ক গবেষণা সংস্থা রামরুর সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। বামরুর জানিয়েছে, গত বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত যে হারে জনশক্তি বিদেশে গেছে, তা অব্যাহত থাকলে গত বছর ৮ লাখের মতো নারী-পুরুষ শ্রমিক বিদেশে যেতেন। কিন্তু করোনা সংকটের কারণে সেটা সম্ভব হয়নি।
প্রকাশিত গবেষণা প্রতিবেদনে দেখা যায়, ২০১৯ সালে বাংলাদেশ থেকে ১ লাখ ৪ হাজার ৭৮৬ নারী শ্রমিক বিদেশে যান। আর ২০১৮ সালে তা ছিল ১ লাখ ২০ হাজার। তবে এ সময় রেমিট্যান্স অন্য বছরগুলোর তুলনায় বৃদ্ধি পেয়েছে। যেখানে বিশ্ব ব্যাংক বলেছিল রেমিট্যান্স ২২ শতাংশ কমতে পারে। কিন্তু এ সময় প্রায় ১৭ শতাংশ রেমিট্যান্স বেড়ে যায়।
এ সম্পর্কে গবেষণা সংস্থা রামরুর প্রধান অধ্যাপক ড. তাসনিম সিদ্দিকী ইত্তেফাককে বলেন, আমাদের পর্যবেক্ষণ জানাচ্ছে, করোনাকালে ৩ লাখ ৮০ হাজার কর্মী দেশে ফিরে আসেন। তখন তারা তাদের পুরো সঞ্চয় নিয়ে আসেন। দেশের বাইরে থেকে রেমিট্যান্স এলে সরকারের প্রণোদনা থেকে ২ শতাংশ বেশি দেওয়া হবে। যার ফলে এইভাবে টাকা পাঠানো বৃদ্ধি পায়। আবার ভিসা কিনতে যে টাকা খরচ হওয়ার কথা থাকে তাও খরচ হয়নি। অধ্যাপক তাসনিমের মতে এ বছর অভিবাসন কম হওয়ার প্রভাবে রেমিট্যান্স আগামী বছরগুলোতে কমতে পারে। কার্যত প্রভাবটা এই বছর (২০২১) পড়বে।
২৪ ঘণ্টায় করোনায় আরো ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৯০-মানবজমিন
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৮৩৩ জনে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৮৯০ জন। মোট শনাক্ত ৫ লাখ ২৪ হাজার ৯১০ জনে দাঁড়িয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ৮৪১ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন সুস্থ হয়ে উঠেছেন। আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।এতে আরো জানানো হয়, ১৯৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩৩৮টি নমুনা সংগ্রহ এবং ১৫ হাজার ৭২৭ টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৪ লাখ ১ হাজার ৫০৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
ট্রাম্পকে সরাতে রাজি নন ভাইস প্রেসিডেন্ট পেন্স-দৈনিক সমকাল
ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট পদ থেকে সরাবেন না বলে এক চিঠিতে জানিয়েছেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকর করে পেন্স যদি ট্রাম্পকে সরিয়ে দিতেন তাহলে ট্রাম্পকে অভিশংসনের জন্য কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ভোটাভুটির দরকার ছিল না।
ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স স্পিকার ন্যান্সি পেলোসিকে এক চিঠিতে জানিয়েছেন, তিনি সংবিধানের ২৫তম সংশোধনী কার্যকর করে ট্রাম্পকে অপসারণ করবেন না। যুক্তরাষ্ট্রের স্বার্থে এমন পদক্ষেপ ভালো হবে না বলে পেন্স জানিয়েছেন। খবর গার্ডিয়ানের।পেন্সের এমন চিঠির ফলে ক্যাপিটল হিলে হামলায় মদদ দেওয়ায় ট্রাম্পের শাস্তি নিশ্চিত করতে ডেমোক্র্যাটদের হাতে অভিশংসন ছাড়া আর কোনো পথ নেই।
এ দিকে ট্রাম্পকে অভিশংসনের জন্য কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে এখন ভোটাভুটির প্রস্তুতি শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যে ভোট শুরু হতে পারে।
টিকা সরবরাহের কাজ শুরু করল ভারত বায়োটেক- দৈনিক আনন্দবাজার পত্রিকা
সিরাম ইনস্টিটিউটের পর এ বার ভারত বায়োটেকও টিকা সরবরাহের কাজ শুরু করল। বুধবার সকালে হায়দরাবাদ থেকে বিশেষ বিমানে করে দিল্লি-সহ দেশের ১০টি শহরের উদ্দেশে পাঠানো হয়েছে কোভ্যাক্সিন টিকা। সংবাদ সংস্থা এএনআই ভারত বায়োটেকের এক আধিকারিকের বক্তব্যকে উদ্ধৃত করে জানিয়েছে, বুধবার সকাল ৬.৪০ মিনিটে হায়দরাবাদ থেকে এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানে টিকার প্রথম ব্যাচটি পাঠানো হয়েছে দিল্লিতে। কেরল এবং মধ্যপ্রদেশেও পৌঁছেছে কোভ্যাক্সিন টিকা।
ওই আধিকারিক আরও জানিয়েছেন, দিল্লি, তিরুঅনন্তপুরম, ভোপাল ছাড়াও টিকা পাঠানো হচ্ছে বেঙ্গালুরু, চেন্নাই, জয়পুর এবং লখনউয়ে। ১৪টি জায়গায় পাঠানোর কথা রয়েছে টিকা। মঙ্গলবারই পুণের সিরাম ইনস্টিটিউট কোভিশিল্ড টিকা সরবরাহ শুরু করেছে। প্রায় ৫৫ লক্ষ ডোজ নানা শহরে পাঠানো হয়েছে। সরকার এখনও পর্যন্ত ১.১ কোটি কোভিশিল্ড ও ৫৫ লক্ষ কোভ্যাক্সিন সংগ্রহ করেছে। বৃহস্পতিবারের মধ্যে গোটা দেশে প্রতিষেধক পাঠানোর কাজ সেরে ফেলার লক্ষ্য নিয়েছে কেন্দ্র। গণ-টিকাকরণের প্রথম দফার প্রথম পর্বে প্রায় ১ কোটি স্বাস্থ্যকর্মীকে প্রতিষেধক দেওয়া হবে।
মুখে রামের নাম, কাজ নাথুরামের মতো,’ বিজেপিকে আক্রমণ অভিষেকের -আজকাল
মঙ্গলবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী। রাজ্যের বিজেপি নেতারাও জন্মদিন উদযাপন করেছেন। স্বামীজিকে নিয়ে গেরুয়া শিবিরের এই সব কর্মসূচিকে প্রবল কটাক্ষ করলেন তৃণমূল সাংসদ তথা যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপির নেতারা বিবেকানন্দকে নিয়ে বড় বড় কথা বললেও তাঁর মূল আদর্শ থেকেই সরে গেছে।
এখন তাঁর বাণীগুলি বিকৃতভাবে পেশ করা হচ্ছে বলেও অভিযোগ অভিষেকের।মুখ্যমন্ত্রীর ভাইপোর কথায়, ‘বিজেপি নেতারা স্বামীজির নাম নেয়, এদিকে ধর্মের নামে মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করে।’ এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাম এবং নাথুরাম গডসের কথাও তুললেন অভিষেক। বললেন, ‘ওরা রামনাম উচ্চারণ করে, কিন্তু কাজ করে নাথুরামের মতো। ঠিক করে স্বামী বিবেকানন্দ নামটাই উচ্চারণ করতে পারে না, তাই তাঁকে নিয়ে কথা বলার অধিকার ওদের নেই।’
হরিয়ানার বহু গ্রামে প্রবেশ নিষেধ বিজেপি নেতাদের! কৃষি আইনের প্রতিলিপি পোড়ালেন বিক্ষোভকারীর-সংবাদ প্রতিদিন
সুপ্রিম কোর্ট কৃষি আইনে স্থগিতাদেশ দেওয়ার পর কৃষকদের বিক্ষোভ কমার বদলে যেন আরও তীব্রতর হল। বুধবার লোহরি উপলক্ষে দিল্লি সীমান্তে বিক্ষোভরত কৃষকরা বিতর্কিত তিন আইনের (Farm Laws) প্রতিলিপি পুড়িয়ে প্রতীকী বিক্ষোভ দেখালেন। উদ্দেশ্য সরকারের উপর চাপ বাড়ানো। কৃষক সংগঠগুলির নেতারা দাবি করছেন, এক-আধটা নয়। এদিন বিতর্কিত কৃষি আইনের লক্ষ লক্ষ প্রতিলিপি পুড়িয়ে দিয়েছেন কৃষকরা।
২৬ জানুয়ারি ট্রাক্টর র্যালির প্রস্তুতিও পুরোদমে চলছে। তাঁদের দাবি, এই প্রতীকী প্রতিবাদ শাসকদলের উপর চাপ আরও বাড়াবে।কেন্দ্রের শাসক দল তথা বিজেপির (BJP) জোট শরিকরা অবশ্য কৃষি আইন নিয়ে এমনিতেই বেশ চাপে। পাঞ্জাব তো বটেই হরিয়ানাতেও কৃষক আন্দোলনের তীব্রতা বাড়ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, হরিয়ানার ৬০টিরও বেশি গ্রামে নাকি বিজেপি এবং জেজেপি (JJP) নেতাদের প্রবেশই করতে দেওয়া হচ্ছে না।#
পার্সটুডে/বাবুল আখতার/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।