জানুয়ারি ২১, ২০২১ ১৭:২৮ Asia/Dhaka
  •  কথাবার্তা: প্রথম টিকা প্রধানমন্ত্রীর নেয়া উচিত: ডা. জাফরুল্লাহ

প্রিয় পাঠক/শ্রোতা! ২১ জানুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • কাজে ঝাঁপিয়ে পড়েছেন বাইডেন-প্রথম আলো
  • উপহারের টিকা বাংলাদেশের হাতে তুলে দিল ভারত-প্রথম আলো
  • টিকা আসার আগেই লুটপাটের মিথ্যা কলের গান বাজিয়ে যাচ্ছে বিএনপি’ -দৈনিক যুগান্তর
  • আর্থিক প্রতিষ্ঠানে লুটপাট-বাংলাদেশ ব্যাংকের ব্যর্থ কর্মকর্তাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট -দৈনিক ইত্তেফাক

  • বাংলাদেশি ২০ জেলেকে ধরে নিয়ে নির্যাতনের পর ছেড়ে দিল মিয়ানমারের নৌবাহিনী-দৈনিক মানবজমিন
  • প্রথম টিকা প্রধানমন্ত্রীর নেয়া উচিত: ডা. জাফরুল্লাহ-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • পুণেতে কোভিশিল্ডের কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন -আনন্দবাজার পত্রিকা
  • শুরু জনসংযোগ!‌ আজ থেকে বাড়ি বাড়ি ঘুরবেন তৃণমূল কর্মীরা - দৈনিক আজকাল 
  • দ্বিতীয় দফায় কোভিড টিকা নিতে পারেন প্রধানমন্ত্রী, ভ্যাকসিন পেতে পারেন মুখ্যমন্ত্রীরাও- সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। বাংলাদেশ, ভারতসহ বিশ্ব মিডিয়ায় আমেরিকার বিশেষ গুরুত্বসহ পরিবেশিত হয়েছে। এ সম্পর্কে দৈনিক মানবজমিনসহ কয়েকটি দৈনিকে প্রকাশিত বিভিন্ন শিরোনামের খবর তুলে ধরছি।

কাজে ঝাঁপিয়ে পড়েছেন বাইডেন-প্রথম আলো

নতুন বাসিন্দা হিসেবে হোয়াইট হাউসে ঢুকেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফার্স্ট লেডি জিল বাইডেন ও পরিবারের সদস্যদের নিয়ে সেখানে প্রথম রাত কাটাচ্ছেন তিনি।

গতকাল বুধবার রাতে হোয়াইট হাউসের প্রথম রাতের বাসিন্দা হিসেবে ফার্স্ট লেডি জিল বাইডেন টুইটবার্তায় হোয়াইট হাউসের একটি ভিডিওচিত্র প্রচার করেছেন। সঙ্গে দেওয়া বার্তায় তিনি বলেছেন, ‘আমাদের সবার চেয়ে বড় এমন কিছুর প্রতি আপনাদের বিশ্বাস স্থাপনের জন্য ধন্যবাদ। আমরা একত্রে একটি সুন্দর বিশ্ব নির্মাণ করব।’

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে গতকাল দুপুরে শপথ গ্রহণ করার পর বাইডেন দিনভর নানা আনুষ্ঠানিকতায় কাটান। পূর্বসূরি তিন প্রেসিডেন্ট বারাক ওবামা, জর্জ ডব্লিউ বুশ ও বিল ক্লিনটন এবং তাঁদের পরিবারের সদস্যদের নিয়ে আর্লিংটন জাতীয় সমাধিস্থানে সস্ত্রীক যান বাইডেন। যুক্তরাষ্ট্রের ঐক্যের ক্ষেত্রে অন্যতম এই স্থাপনায় দাঁড়িয়ে সামরিক বাহিনীর দেওয়া স্যালুট গ্রহণ করা ছাড়াও ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

উপহারের টিকা বাংলাদেশের হাতে তুলে দিল ভারত-যুগান্তর

উপহার হিসেবে ২০ লাখ করোনার টিকা আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের হাতে তুলে দিল ভারত। আজ বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশের হাতে উপহারের টিকা তুলে দেয় ভারত। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে পৃথকভাবে করোনার টিকার দুটি বক্স তুলে দেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের হাতে করোনার টিকার বক্স তুলে দিচ্ছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী 

ভারত উপহার হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত ও দেশটির সেরাম ইনস্টিটিউট প্রস্তুতকৃত ২০ লাখ করোনার টিকা বাংলাদেশকে দিয়েছে। উপহারের এই টিকা আজই বাংলাদেশে আসে। টিকা নিয়ে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ আজ বেলা ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। উপহারের টিকার বাইরে বাংলাদেশ সরকারের সঙ্গে ভারতের সেরাম ইনস্টিটিউট ও বেক্সিমকো ফার্মার চুক্তি রয়েছে।

টিকা আসার আগেই লুটপাটের মিথ্যা কলের গান বাজিয়ে যাচ্ছে বিএনপি’ -দৈনিক যুগান্তর

করোনার টিকা দেশে আসার আগেই বিএনপি লুটপাটের মিথ্যা অভিযোগের কলের গান অবিরাম বাজিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যুক্ত হন। তিনি বলেন, করোনার টিকা নিয়ে বিএনপি আবারও অপপ্রচার শুরু করেছে। জনকল্যাণে নিবেদিত সরকারের যেকোনো প্রশংসনীয় উদ্যোগকে বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ করা তাদের অপরাজনীতির অংশ। তারা টিকা আসার আগেই লুটপাটের মিথ্যা অভিযোগের কলের গান অবিরাম বাজিয়ে যাচ্ছে।  তিনি বলেন, আমরা বলতে চাই, বিএনপি নামক গুজব পার্টির অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। শেখ হাসিনার নেতৃত্বে টিকা সংগ্রহ ও টিকা প্রদান কাজ স্বচ্ছতা এবং সফলতার সঙ্গে শেষ হবে ইনশাআল্লাহ।

আর্থিক প্রতিষ্ঠানে লুটপাট-বাংলাদেশ ব্যাংকের ব্যর্থ কর্মকর্তাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট -দৈনিক ইত্তেফাক 

পিকে হালদার কাণ্ডে আর্থিক প্রতিষ্ঠান লুটপাট ও অর্থ পাচারের বিষয়টি উদঘাটনে ব্যর্থ বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের নামের তালিকা চেয়েছেন হাইকোর্ট। বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে এ তালিকা দাখিল করতে বলা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের ডিভিশন বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। আদালত বলেছেন, ২০০৮ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের তিনটি বিভাগের কর্মকর্তার কেন আর্থিক প্রতিষ্ঠান লুটপাট ও অর্থ পাচারের বিষয়টি উদঘাটনে ব্যর্থ হলো সেটা আমাদের জানতে হবে। দায়িত্বে থেকে কাজ করবে না সেটা করার সুযোগ নাই। পিকে হালদার সংক্রান্ত মামলার শুনানিতে হাইকোর্ট এ আদেশ দেন।

বাংলাদেশি ২০ জেলেকে ধরে নিয়ে নির্যাতনের পর ছেড়ে দিল মিয়ানমারের নৌবাহিনী-দৈনিক মানবজমিন

বঙ্গোপসাগর থেকে বাংলাদেশি ২০ জেলেকে তুলে নিয়ে যাওয়ার পর তাদের নির্যাতন করে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপের কাছে চারটি বোটে করে মাছ ধরার সময় এসব জেলেকে তুলে নিয়ে যায় তারা । বুধবার সকাল ১১টার দিকে বঙ্গোপসাগরের সীতাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটে। এসব জেলের সবার বসতি শাহপরীর দ্বীপে।টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন পরিষদ সদস্য মোহাম্মদ নূরুল আমিন বলেছেন, যে চারটি বোটে করে জেলেরা মাছ ধরছিলেন তার একটির মালিক কবির মাঝির ছেলে আমির হোসেন। একটির মালিক মোহাম্মদ হোসেনের ছেলে আবুল বাশার ওরফে বাইলিয়া। আরেকটি বোটের মালিক মকবুল আহমেদের ছেলে অলি আহমেদ। অন্য একটির মালিক আমির হোসেনের ছেলে আমিরুল ইসলাম।

প্রথম টিকা প্রধানমন্ত্রীর নেয়া উচিত: ডা. জাফরুল্লাহ-বাংলাদেশ প্রতিদিন

করোনাভাইরাসের প্রথম টিকা জনসমক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেয়া উচিত বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বুধবার বিকালে গণমাধ্যমকে এসব কথা বলেন তিনি।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, টিকার ক্ষেত্রে সরকার সবচেয়ে বড় ভুলটা হচ্ছে, পয়লা টিকাটা নেয়া উচিত প্রধানমন্ত্রীর। পাবলিকলি টেলিভিশনের সামনে টিকা উনি নিলে লোকের আস্থা জন্মাবে। পাশাপাশি প্রত্যেক মন্ত্রীর জেলা শহরে গিয়ে সবার আগে টিকা নেয়া উচিত। তাহলে লোকের আস্থা জন্মাবে এবং তাদের বুঝিয়ে বলা যাবে। টিকাগ্রহণের ক্ষেত্রে যে অগ্রাধিকার জনগোষ্ঠী ঠিক করা হয়েছে, তা ঠিকই আছে বলেও মনে করেন ডা. জাফরুল্লাহ।

উল্লেখ্য, ভারতের উপহার দেয়া ২০ লাখ ডোজ করোনার টিকার প্রথম চালান ঢাকায় পৌঁছেছে। আজ বেলা ১১টা ২০ মিনিটে এয়ার ইন্ডিয়ার বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় টিকার প্রথম চালান। চিকিৎসক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাংবাদিকদের মধ্য থেকে ২০ থেকে ২৫ জনকে প্রথমে টিকা দেয়া হবে।

পুণেতে কোভিশিল্ডের কারখানায় আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন -আনন্দবাজার পত্রিকা

করোনার টিকা কোভিশিল্ড  তৈরির কারখানায় আগুন। বৃহস্পতিবার দুপুরে  সেরাম ইনস্টিটিউটের ১ নম্বর টার্মিনালের গেটের লাগোয়া ভবনে আগুন লাগে। কালো ধোঁওয়া ছড়িয়ে পড়ে এলাকায়। দ্রুত অগ্নিনির্বাপণ বাহিনী পৌঁছে যায় ঘটনাস্থলে। পুণের সেরাম ইনস্টিটিউটের সামনের ভিডিয়োতে দেখা যাচ্ছে দমকলের অন্তত ১০টি ইঞ্জিন পৌঁছে গিয়েছে এলাকায়। আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন তারা। দুপুর তিনটে নাগাদ এই অগ্নিকাণ্ড ঘটে। পুণের মঞ্জরি এলাকায় সেরামের টিকা তৈরির এই কারখানা। সেখানেই আগুন লাগে। ১ নম্বর টার্মিনালের লাগোয়া এস ই জেড ২৩ ভবনে চতুর্থ ও পঞ্চম তলে দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। প্রচুর পরিমাণে করোনার টিকা মজুত থাকার কথা সেরামে। অগ্নিকাণ্ডের ঘটনায় তা নিয়ে উদ্বেগ ছড়িয়েছে গোটা দেশে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যলয় ও ওষুধ প্রস্তুতকারী সংস্থা অ্যাস্ট্রাজেনেকার তত্ত্বাবধানে করোনার টিকা কোভিশিল্ড তৈরি করছে সেরাম। এই মুহূর্তে গোটা দেশে যেহেতু বিপুল পরিমাণে কোভিশিল্ড টিকা সরবরাহের প্রক্রিয়া শুরু হয়েছে।  এরই মধ্যে কোভিশিল্ড প্রস্তুতকারী সেরামের কারখানায় আগুন লাগায় আতঙ্ক বেড়েছিল। যদিও  একটি সংবাদ সংস্থা সূত্রে জানানো হয়েছে, টিকা তৈরির ইউনিট এই আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি। 

শুরু জনসংযোগ!‌ আজ থেকে বাড়ি বাড়ি ঘুরবেন তৃণমূল কর্মীরা - দৈনিক আজকাল 

সরকার আগেই দুয়ারে দুয়ারে পৌঁছে গেছে। এবার পালা তৃণমূল কর্মীদের। তাঁরা এবার রাজ্যের প্রত্যেক বাড়িতে ঘুরবেন। শুনবেন তাঁদের সমস্যা, অভাব–অভিযোগ। জনসংযোগের এই কাজ শুরু আজ থেকেই। চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।তৃণমূলের তরফে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বলা হয়েছে, দলের পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে উন্নয়নের তালিকা তুলে ধরা হবে। পাশাপাশি সাধারণ মানুষের সমস্যার কথাও শোনা হবে। এই কর্মসূচিতে প্রত্যেক এলাকার প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ করবেন তৃণমূল কর্মীরা। তৃণমূল চাইছে সাধারণ মানুষের পাশাপাশি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে সংযোগ বাড়ানো। তাতে তাঁদের মতামতও জানা যাবে। পাশাপাশি প্রচারাভিসানের সময় সাধারণ মানুষের দাবিদাওয়াও পূরণ করতে হবে কর্মীদের।বিজেপি–ও চুপচাপ বসে নেই। তারা রাজ্যের বিভিন্ন বাড়িতে ঘুরে ঘুরে ভিক্ষা সংগ্রহ করছে। এভাবে আসলে গ্রামবাসীর মন পেতে চাইছে তারা বলে মত বিশেষজ্ঞদের। ফেব্রুয়ারি থেকে রথ বের করারও পরিকল্পনা রয়েছে বিজেপি–র।

দ্বিতীয় দফায় কোভিড টিকা নিতে পারেন প্রধানমন্ত্রী, ভ্যাকসিন পেতে পারেন মুখ্যমন্ত্রীরাও- সংবাদ প্রতিদিন 

দ্বিতীয় দফায় কোভিড টিকা নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। ভ্যাকসিন পেতে পারেন সব রাজ্যের মুখ্যমন্ত্রীরাও। বৃহস্পতিবার সরকারি সূত্রে অন্তত এমনটাই খবর। স্বদেশি কোভিড টিকার প্রতি আমজনতার আস্থা বৃদ্ধি করতে কেন্দ্র এই পথে হাঁটছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

১৬ জানুয়ারি দেশে করোনা টিকাকরণ (Covid Vaccine) প্রক্রিয়া শুরু হয়। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছিল, প্রথম দফায় স্বাস্থ্যকর্মী-সহ সকল কোভিডযোদ্ধা টিকা পাবেন। দ্বিতীয় দফায় ৫০ বছরের বেশি বয়সিদের টিকা পাওয়ার কথা। এবার অবশ্য অন্য খবর মিলছে। সরকারি সূত্রে দ্বিতীয় দফায় টিকা নিতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকা দেওয়া হতে পারে মুখ্যমন্ত্রীদেরও। যদিও প্রধানমন্ত্রী-সহ সব মুখ্যমন্ত্রীদের বয়স ৫০-এর বেশি। ফলে সরকারি নিয়ম অনুযায়ীও দ্বিতীয় দফায় টিকা পাওয়ার যোগ্য তাঁরা সকলে।

পার্সটুডে/এমবিএ/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।