ফেব্রুয়ারি ০২, ২০২১ ১৫:৪৫ Asia/Dhaka

প্রিয় পাঠক/শ্রোতা! ২ ফেব্রুয়ারি মঙ্গলবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

প্রথমে বাংলাদেশের শিরোনাম:

  • করোনা আরেকটু নিয়ন্ত্রণে এলে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী-প্রথম আলো
  • দেশে-বিদেশে অপপ্রচার চললেও এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী-ইত্তেফাক
  • বগুড়ায় ‘বিষাক্ত মদপানে’ মৃত্যু বেড়ে ১০ -ইত্তেফাক
  • এখন থেকে সব ঋণের কিস্তি পরিশোধ করতে হবে: বাংলাদেশ ব্যাংক-দৈনিক যুগান্তর
  • আল জাজিরার রিপোর্ট সরকারের প্রত্যাখ্যান -মানবজমিন
  • পদোন্নতি পেয়েও আগের পদে ৭৪ কর্মকর্তা -দৈনিক সমকাল
  • সেই গৃহকর্মী রেখার দায় স্বীকার -দৈনিক কালের কণ্ঠ
  • সুনামগঞ্জ সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন -বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • ‘দেওয়াল না তুলে সেতু বানান' দিল্লির সীমানার নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের -আনন্দবাজার পত্রিকা
  • সীমান্তে ফের থাবা বাড়াচ্ছে ‘ড্রাগন’LAC’র কাছে ওঁত পেতে চিনের সাঁজোয়া বাহিনী -সংবাদ প্রতিদিন
  • সীমান্তে ফের থাবা বাড়াচ্ছে ‘ড্রাগন’LAC’র কাছে ওঁত পেতে চিনের সাঁজোয়া বাহিনী -দৈনিক আজকাল

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

আল জাজিরার প্রতিবেদন ভিত্তিহীন: মিথ্যা ও মানহানিকার- পররাষ্ট্র মন্ত্রণালয়-দৈনিক মানবজমিন/ইত্তেফাক/যুগান্তর

আল জাজিরার প্রতিবেদন ভিত্তিহীন: মিথ্যা ও মানহানিকার- পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশ সরকার ‘অল দ্যা প্রাইম মিনিস্টার’স ম্যান’ শিরোনামে কাতারভিত্তিক গণমাধ্যম আল-জাজিরায় প্রকাশিত রিপোর্টকে মিথ্যা এবং অবমাননাকর  আখ্যা দিয়ে প্রত্যাখ্যান করেছে। এ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি বিবৃতি দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, উগ্রবাদী দল জামাত-ই-ইসলামি ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের প্রগতিশীল এবং ধর্মনিরপেক্ষ নীতির বিরোধিতা করছে এবং তাদের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিরাই রাজনৈতিক স্বার্থে এই রিপোর্ট তৈরি করেছে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে জামাতের অপরাধীচক্র কয়েক মিলিয়ন বেসামরিক বাঙালিকে হত্যা এবং দুই লাখের বেশি নারীকে ধর্ষণ করেছে। কিন্তু এই ঐতিহাসিক সত্য প্রকাশ না করা আল-জাজিরা ও গণমাধ্যমটির ভাষ্যকার ডেভিড বার্গম্যানের রাজনৈতিক পক্ষপাতের প্রতিফলন। বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে চ্যালেঞ্জ করায় বার্গম্যান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দ্বারা দোষী সাব্যস্ত হওয়া ব্যক্তি। বিবৃতিতে বলা হয়, আল-জাজিরার রিপোর্টের সোর্স বা সূত্র একজন অভিযুক্ত আন্তর্জাতিক অপরাধী। গণমাধ্যমটিও তাদের রিপোর্টে ওই ব্যক্তিকে সাইকোপ্যাথ বা মানসিক বিকারগ্রস্থ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করেছে।

তার সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রীয় অন্য কোনো প্রতিষ্ঠানের জড়িত থাকার এক বিন্দু প্রমাণও নেই। একজন মানসিক বিকারগ্রস্থ মানুষের কথার ওপর ভিত্তি করে আল-জাজিরা যেভাবে সিদ্ধান্তে উপনীত হয়েছে তা একটি আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে পুরোপুরি দায়িত্বজ্ঞানহীন আচরণ। জামাত-ই-ইসলামির কিছু পলাতক ও ঘৃণিত অপরাধিরা যে বাংলাদেশবিরোধী প্রোপাগান্ডা চালায় এই রিপোর্ট যে তারই অংশ তা বিস্ময়কর কিছু নয়। তারা আন্তর্জাতিক উগ্রবাদী গোষ্ঠীগুলো এবং আল-জাজিরার মতো গণমাধ্যমের সঙ্গে মিলে ষড়যন্ত্র করে থাকে। এসব উগ্রবাদী গোষ্ঠী এবং লন্ডনসহ বিশ্বের বিভিন্ন স্থানে তাদের সক্রিয় মিত্রদের এমন বেপরোয়া বানোয়াট প্রচারণাকে প্রত্যাখ্যান করছে বাংলাদেশ সরকার। বাংলাদেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক সরকারকে অস্থিতিশীল করতে আল-জাজিরা যেভাবে অস্ত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে তা নিয়ে হতাশা প্রকাশ করা হয় বিবৃতিতে। ওদিকে, আল জাজিরায় প্রকাশিত রিপোর্টে ইসরাইলের কাছ থেকে বাংলাদেশের নজরদারি সরঞ্জাম ক্রয়ের যে কথা বলা হয়েছে তা সরাসরি নাকচ করে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। বিবিসি বাংলাকে তিনি বলেন,  ইসরাইল থেকে আমরা কিছু ক্রয় করিনি এবং আমাদের সঙ্গে ইসরাইলের কোন সম্পর্কও নেই।

দেশে-বিদেশে অপপ্রচার চললেও এগিয়ে যাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী-দৈনিক ইত্তেফাক

সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বর্তমান সরকারের বিরুদ্ধে দেশে-বিদেশে নানা অপপ্রচার চলছে। কিন্তু এসব অপপ্রচার বাংলাদেশের উন্নয়নে বাধাগ্রস্তকে করতে পারবে না। শক্রর মুখে ছাই দিয়ে ঠিকই এগিয়ে যাবে বাংলাদেশ।’

আজ মঙ্গলবার দুপুরে একাদশ জাতীয় সংসদের একাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘মুজিবের বাংলায় কেউ গৃহহীন থাকবে না। ইতোমধ্যে ৭০ হাজার গৃহহীনকে ঘর দেওয়া হয়েছে। আরও এক লাখ ঘর নির্মাণের কাজ চলছে। মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই ঘরগুলো হস্তান্তর করা হবে।’

সুনামগঞ্জ সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন-দৈনিক বাংলাদেশ প্রতিদিন

সুনামগঞ্জে সাংবাদিককে নির্যাতনের দায়ে ৪ জনকে আটক

সুনামগঞ্জের তাহিরপুরে বালুখেকোদের দ্বারা পেশাগত দায়িত্ব পালনের সময় এক সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমকালের খবরে লেখা হয়েছে, সাংবাদিককে গাছে বেঁধে মারধরের ঘটনায় আটক ৪।খবরটিতে লেখা হয়েছে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সাংবাদিক কামাল হোসেনকে গাছে বেঁধে মারধরের ঘটনায় চার বালু ও পাথর খেকোকে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তাদের আটক করা হয়।

বিষাক্ত মদে মরছে মানুষ-বগুড়ায় ৮ ঢাকায় ৫ জনের মৃত্যু –যুগান্তর/ইত্তেফাক/ বিডি প্রতিদিন

বিষাক্ত মদ খেয়ে দুই দিনে ১৩ জনের মৃত্যু

গত দুই দিনে বিষাক্ত মদপানে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। ঢাকা ও ঢাকার বাইরের এসব ঘটনা ভাবিয়ে তুলেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থাকে। কয়েকটি ঘটনায় তারা ইতিমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। গত বছর ২৮ মে দিনাজপুরের বিরামপুর ও রংপুরের শ্যামপুর এলাকায় বিষাক্ত মদপানে ১১ জনের মৃত্যু হয়। এদের মধ্যে আটজনই ছিলেন দিনাজপুরের।

মালিবাগে বৃদ্ধাকে নির্যাতন-সেই গৃহকর্মী রেখার দায় স্বীকার-কালের কণ্ঠ

গৃহকর্মী রেখার জবানবন্দি: দুজনকে কারাগারে প্রেরণ

রাজধানীর মালিবাগের একটি ফাঁকা বাসায় সত্তরোর্ধ্ব এক বৃদ্ধাকে নির্যাতনের ঘটনায় করা মামলায় রেখা আক্তার নামের সেই গৃহকর্মী আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। গত রবিবার ঢাকা মহানগর হাকিম মাহমুদা আক্তারের আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করেন। গতকাল সোমবার আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।পরে আদালত তাঁদের দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সত্তরোর্ধ্ব বৃদ্ধাকে নির্যাতনের ঘটনায় গত ১৯ জানুয়ারি রাতে শাহজাহানপুর থানায় গৃহকর্মী রেখার বিরুদ্ধে মামলা হয়। এরপর অভিযান চালিয়ে গত ২১ জানুয়ারি ভোরে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কাশীপুর গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গৃহকর্মীর স্বামী এরশাদকে রাজধানীর উত্তর বাসাবো এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর-পদোন্নতি পেয়েও আগের পদে ৭৪ কর্মকর্তা-দৈনিক সমকাল

উপপরিচালক পদে দায়িত্ব পালন করছেন জুনিয়ররা ক্ষোভ বাড়ছে-দৈনিক সমকালের এ শিরোনামের খবরে লেখা হয়েছে-কর্মক্ষেত্রে পদোন্নতি মানে উপরের পদে আসীন হওয়া। বেতন-ভাতা বৃদ্ধির পাশাপাশি দায়িত্ব পালনের পরিধিও বৃদ্ধি পাওয়া। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের আওতাভুক্ত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ৭৪ কর্মকর্তার ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনা। পদোন্নতি পেয়েও তারা আগের পদে বহাল আছেন। তাদের পদগুলোতে আগে থেকেই দায়িত্ব পালন করে আসছেন জুনিয়র কর্মকর্তারা। এ কারণে পদোন্নতি পেয়েও তারা নিজ পদে যোগদান করতে পারছেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে নিশ্চুপ রয়েছে। পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হওয়ায় তাদের মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। এ অবস্থায় এই কর্মকর্তাদের কেউ কেউ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির কথাও ভাবছেন।

এখন থেকে সব ঋণের কিস্তি পরিশোধ করতে হবে: বাংলাদেশ ব্যাংক-দৈনিক যুগান্তর

খেলাপি ঋণে আর কোনো ছাড় দেয়া হবে না। এখন থেকে সব ঋণের বিপরীতে নিয়মিত কিস্তি পরিশোধ করতে হবে। কেবলমাত্র মেয়াদী ঋণের ক্ষেত্রে ব্যাংক-গ্রাহক সম্পর্কেরভিত্তিতে চলমান মেয়াদ শেষের দিন থেকে ৫০ শতাংশ বাড়ানো যাবে। এব এই সীমা কোন ক্রমেই দুই বছরের বেশি বাড়ানো যাবে না। সূত্র জানায়, করোনাভাইরাসের কারণে দেশের ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্থ হওয়ায় গ্রাহকদের ঋণ পরিশোধের সক্ষমতা কমে গিয়েছিল। এ কারণে গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই এক বছর সব ধরনের ঋণের কিস্তি পরিশোধ স্থগিত করা হয়েছিল। একই সঙ্গে কিস্তি পরিশোধে ব্যর্থতার কারণে কোন ঋণকে নতুন করে খেলাপি হিসাবে চিহ্নিত করতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ফলে ২০২০ সালের কোন গ্রাহককে ঋণের কিস্তি পরিশোধে বাধ্য করা হয়নি। একই সঙ্গে ঋণ পরিশোধে ব্যর্থতার কারণে কোন গ্রাহককে নতুন করে ঋণ খেলাপি হিসাবেও চিহ্নিত করা হয়নি। 

নতুন সার্কুলারে বলা হয়েছে, করোনার প্রভাব মোকাবেলায় আগের দেয়া সুবিধা আর না বাড়ানোর সিন্ধান্ত নেয়া হয়েছে।

  এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

‘দেওয়াল না তুলে সেতু বানান’, দিল্লির সীমানার নিরাপত্তা নিয়ে কেন্দ্রকে কটাক্ষ রাহুলের-দৈনিক আনন্দবাজার পত্রিকা

কৃষি আইন নিয়ে সরকারকে বিঁধলেন রাহুল গান্ধী

রাস্তায় দেওয়াল না তুলে সেতু তৈরি করুন। চলতি আন্দোলন ঘিরে সরকারের সঙ্গে কৃষকদের বেড়ে চলা দূরত্বের দিকে ইঙ্গিত করে রাহুল গাঁধী আজ এই মন্তব্য করেছেন। দিল্লির তিন সীমানার নিরাপত্তার কড়া বন্দোবস্তের ছবি টুইট করে কেন্দ্রকে খোঁচা দিলেন কংগ্রেস নেতা।

কৃষি আইন নিয়ে কৃষকদের পাশে দাঁড়িয়ে লাগাতার কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগেছেন রাহুল। মঙ্গলবারও তার অন্যথা হল না। এ বার কটাক্ষের সুরেই কেন্দ্রকে বিঁধলেন তিনি। গত সপ্তাহেই সাংবাদিক বৈঠকে কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে তাঁকে বলতে শোনা গিয়েছিল, সরকার কৃষকদের মারছে, হুমকি দিচ্ছে। এই আইন প্রত্যাহার করে নেওয়া উচিত সরকারের।

কৃষি আইন নিয়ে বুধবার বিরোধীদের জবাব দেবে সরকার, আজ ঘোষণা দিলেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নায়ডু। কৃষি আইন নিয়ে আজ রাজ্যসভা উত্তপ্ত হয়ে ওঠে। বিষয়টি নিয়ে আজই আলোচনার দাবি তুলেছিল বিরোধীরা্

আগামী ৬ ফেব্রুয়ারি দেশ জুড়ে তিন ঘণ্টার ‘চাক্কা জ্যাম’-এর ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলো।

সীমান্তে ফের থাবা বাড়াচ্ছে ‘ড্রাগন’, LAC’র কাছে ওঁত পেতে চিনের সাঁজোয়া বাহিনী-দৈনিক সংবাদ প্রতিদিন

প্রকৃত নিয়ন্ত্রণরেখায় আগ্রাসী লালফৌজ

ভারত ও চিনের মধ্যে কিছুতেই মিটছে না সীমান্ত সংঘাত। প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) বরাবর ক্রমে আগ্রাসী হয়ে উঠছে লালফৌজ। প্রতিরক্ষা মহলে উদ্বেগ বাড়িয়ে সম্প্রতি জানা গিয়েছে, আকসাই চিনের দেপসাং সমতল ও প্যাংগং হ্রদের উত্তর ও দক্ষিণে বিশাল সাঁজোয়া বাহিনী মোতায়েন করেছে চিন।

সদ্য প্রকাশ্যে আসা এক ভিডিও থেকে জানা গিয়েছে, ভারতকে নজরে রেখে সীমান্তে প্রায় ৩৫০টি অত্যাধুনিক ‘টাইপ-৯৯’ ট্যাংক মোতায়েন করেছে লালফৌজ। এছাড়া, ওই অঞ্চলে রয়েছে কয়েক হাজার চিনা সৈন্য ও সাঁজোয়া গাড়ি। সূত্রের খবর, প্যাংগং হ্রদের দক্ষিণ পাড় থেকে ভারতীয় ফৌজকে সরাতে এই পদক্ষেপ করেছে চিন। তবে গোটা পরিস্থিতির উপর কড়া নজর রেখেছেন ভারতীয় জওয়ানরা। যে কোনও হামলার উত্তর দিতে প্রস্তুত তাঁরা।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।
     

ট্যাগ