ফেব্রুয়ারি ০৬, ২০২১ ১৬:৫৫ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা! ৬ ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম:

  • আল-জাজিরার বিরুদ্ধে মামলা করব: পররাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • আল জাজিরার রিপোর্ট-সৌদি ক্রাউন প্রিন্সের বিরুদ্ধে নতুন অভিযোগ-মানবজমিন
  • বিএনপি নির্বাচনের কফিনে গণতন্ত্রের লাশ উপহার দিয়েছে: কাদের-দৈনিক প্রথম আলো
  • উত্তরায় সেই পার্টির আয়োজক নেহা পাঁচ দিনের রিমান্ডে-দৈনিক ইত্তেফাক
  • আল-জাজিরা নিয়ে কথা বলে জেলে যেতে চাই না : জাফরউল্লাহ-কালের কণ্ঠ
  • মার্কিন কংগ্রেস থেকে মুসলিম বিদ্বেষী সেই নারী বহিষ্কার -বিডি প্রতিদিন
  • টিকা নেওয়ার আগের দিন এসএমএস পাবেন গ্রহীতারা-সমকাল

ভারতের শিরোনাম:

  • দিল্লি উপকণ্ঠে ৫০ হাজার পুলিশ, ‘চাক্কা জ্যাম’ ঘিরে হিংসা রুখতে সতর্ক কৃষকরাও-আনন্দবাজার পত্রিকা 
  • ঘরে-বাইরের বাজেট বিগড়ে দিয়েছে কেন্দ্র,’ টুইটে ফের মোদি সরকারকে আক্রমণ রাহুলের-সংবাদ প্রতিদিন
  • ভোট এসে গেছে, এখন আর আফশোস করে লাভ নেই:‌ নাড্ডা-আজকাল

শিরোনামের পর এবার দুটি খবরের বিশ্লেষণে যাচ্ছি- 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১.মোবাইল ইন্টারনেটের গতিতে বিশ্বে সবচেয়ে বাজে অবস্থানের পঞ্চমে বাংলাদেশ। বাংলাদেশে যে উন্নয়নের কথা বলা হয় তার সাথে মোবাইল ইন্টারনেটের এই গতির সঙ্গতি আছে বলে কি আপনার মনে হয়?

২.পরমাণু সমঝোতা ইস্যু নিয়ে ইউরোপীয়দের সঙ্গে আলোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিঙ্কেন। এই ইস্যুতে জো বাইডেন প্রশাসনের অবস্থানকে আপনি কিভাবে দেখছেন?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:

আল জাজিরার রিপোর্ট -জাতিসংঘ তদন্ত করতে চাইলে বাংলাদেশের আপত্তি নেই-মানবজমিন

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন

মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ‘অল দ্য প্রাইম মিনিসটারস মেন’ শিরোনামে প্রতিবেদন প্রচারের অভিযোগে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল–জাজিরার বিরুদ্ধে সরকার মামলা করার কথা ভাবছে। আজ শনিবার রাজধানীর বনানী আর্মি স্টেডিয়ামে এক অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

আল-জাজিরার প্রকাশিত প্রতিবেদনের কারণে টিভি চ্যানেলটির সম্প্রচার বন্ধ ও মামলা করার কথা সরকার ভাবছে কি না, তা জানতে চাইলে আব্দুল মোমেন বলেন, ‘পাবলিক বুঝেছে যে এটা মিথ্যা তথ্য। সেটা আমরা দেখব। যেখানে তথ্যগত ভুল আছে, সেগুলো আমরা তুলে ধরব। আর আমরা মামলা করব। আমরা সেটার জন্য কাজ করছি।’

Image Caption

আল জাজিরার রিপোর্ট সম্পর্কে জাতিসংঘ যদি তদন্ত করতে চায় তাহলে বাংলাদেশের কোন আপত্তি নেই। বনানী আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে ‘অল দ্য প্রাইম মিনিসটারস ম্যান’ শিরোনামে প্রতিবেদন প্রচারের অভিযোগে কাতারভিত্তিক টেলিভিশন চ্যানেল আল–জাজিরার বিরুদ্ধে মামলার কথাও ভাবছে সরকার। ভুল তথ্যে ভরা প্রতিবেদনের ফলে আল জাজিরা তাদের গ্রহণযোগ্যও হারিয়েছে।  

মোমেন বলেন, ‘পাবলিক বুঝেছে যে এটা মিথ্যা তথ্য। সেটা আমরা দেখব। যেখানে তথ্যগত ভুল আছে, সেগুলো আমরা তুলে ধরব। আর আমরা মামলা করব।’

আল জাজিরা 

আল জাজিরায় প্রচারিত প্রতিবেদনের সমালোচনা করে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এই যে আল–জাজিরায় যেটা বের হয়েছে, আমরা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিনি। এখন এসএসএফ গার্ড দেয়।

ওনার ৪৫ বছরের রাজনৈতিক জীবনে কোনো দিন কোনো বডিগার্ড ছিল না। ওনার বডিগার্ড ওনারই সব নেতা-কর্মী। মায়া ভাই, সাবের হোসেন চৌধুরী, তোফায়েল আহমেদ, আমু ভাই, এরাই বডিগার্ড। কোনো দিন আমরা দেখিনি পয়সা দিয়ে বডিগার্ড রাখতে। ওখানে লিখেছে ওনার দুই বডিগার্ড!

পররাষ্ট্রমন্ত্রী তার চারপাশে উপস্থিত লোকজনকে ইঙ্গিত করে বলেন, ‘এখন ধরেন আমার পেছনে অনেকেই দাঁড়িয়েছেন। আমরা তাঁদের সবাইকে চিনি না। নেত্রী যখন বক্তৃতা দেন, তখন পেছনে অনেকেই দাঁড়ান। আমরা গণতান্ত্রিক দেশ। আমিও যখন বক্তৃতা দিই, আমার পেছনেও অনেকেই দাঁড়ান। আমি তার খুব কম লোককেই চিনি। কিন্তু ওখানে একজনের ছবি দিয়ে বলছে কী, ওটা ওনার বডিগার্ড। এ রকমের মিথ্যা তথ্য দিয়ে ওরা বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলেছে। আল– জাজিরা এ ধরনের বানোয়াট, টেকনিক্যালি জোড়াতালি দিয়ে যা করেছে, তাতে বাংলাদেশে তাদের গ্রহণযোগ্যতা হারিয়েছে।’

উল্লেখ্য, আল জাজিরা ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন পয়লা ফেব্রুয়ারি তাদের চ্যানেলে প্রচার করে। পরে তাদের প্রিন্ট সংস্করণেরও এটি প্রকাশিত হয়। রিপোর্টটি নিয়ে ইতিমধ্যেই সর্বত্র ব্যাপক আলোচনা ও সমালোচনা চলছে এবং বাংলাদেশ ইতিমধ্যেই প্রতিবেদনটি প্রত্যাখ্যান করেছে।   

আল জাজিরার প্রতিবেদনটি প্রকাশের পর গত মঙ্গলবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে আল– জাজিরার প্রতিবেদনের তীব্র নিন্দা করা হয়েছে। আইএসপিআরের তরফে বলা হয়েছে, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তৈরি করা এ প্রতিবেদন কিছু স্বার্থান্বেষী মহলের দেশকে অস্থিতিশীল করার ধারাবাহিক প্রচেষ্টার অপপ্রয়াস মাত্র।

অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া অপর বিবৃতিতে আল– জাজিরার প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে একে লন্ডন ও অন্যান্য জায়গায় সক্রিয় উগ্রপন্থী ও তাদের সহযোগীদের উসকানিতে বেপরোয়া ও নোংরা অপপ্রচার বলে উল্লেখ করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, এতে অবাক হওয়ার কিছু নেই যে জামায়াতে ইসলামীর মদদপুষ্ট কিছু সাজাপ্রাপ্ত পলাতক অপরাধী এবং কুখ্যাত ব্যক্তি তাদের চিরাচরিত ছকে যে ধরনের বাংলাদেশবিরোধী অপপ্রচার চালায়, এ রিপোর্টও সেই শ্রেণির। এরা বিভিন্ন উগ্রপন্থী আন্তর্জাতিক গোষ্ঠী ও সংবাদমাধ্যম, বিশেষ করে আল জাজিরার সঙ্গে হাত মিলিয়ে বিভিন্ন সময় ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

আলজাজিরা নিয়ে কথা বলে জেলে যেতে চাই না : জাফরউল্লাহ-কালের কণ্ঠ

গণস্থাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ডা. জাফরউল্লাহ চৌধুরী- আল জাজিরা নিয়ে কথা বলে জেলে যেতে চাই না

আলজাজিরা নিয়ে কথা বলে জেলে যেতে চাই না বলে মন্তব্য করেছেন গণস্থাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ডা. জাফরউল্লাহ চৌধুরী। তিনি বলেছেন, আলজাজিরা নিয়ে কিছু বলতে চাই না। এ বিষয়ে কথা বলে জেলখানায় যাওয়ার ইচ্ছা আমার নেই। আমি বিলেতে দীর্ঘদিন ছিলাম। তাই কমোড ছাড়া টয়লেট করতে পারি না। একটা আয়েসী জীবন আমার আছে। তাছাড়া আমার দুটো কিডনি নষ্ট।

আজ শনিবার সাম্প্রতিক কাশ্মির পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতা শীর্ষক গোলটেবিল বৈঠক আলোচনায় তিনি একথা বলেন।

তিনি বলেন, আল-জাজিরার বিরুদ্ধে বক্তব্য না নিয়ে এখন ইরান পাকিস্তান ও ইন্দোনেশিয়ার সঙ্গে নতুন করে সম্পর্ক স্থাপন করা দরকার। তা না হলে ভারতীয় আগ্রাসন বন্ধ হবে না। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ভারতের তাবেদারি না করে এগিয়ে যেতে হবে।

বিএনপি নির্বাচনের কফিনে গণতন্ত্রের লাশ উপহার দিয়েছে: কাদের-প্রথম আলো -মানবজমিন/ ইত্তেফাক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি অহেতুক রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির অপচেষ্টা করছে। তাদের কর্মসূচি মানেই সন্ত্রাস ও সহিংসতা ছড়ানো। তিনি বলেন, জনমানুষের সমর্থন আদায়ে ব্যর্থ হয়ে বিএনপি আবার সহিংস হয়ে ওঠার অপচেষ্টা করছে, কিন্তু জনগণ সচেতন রয়েছে। কর্মসূচিতে সহিংসতার উপাদান যুক্ত হলে তা কঠোর হাতে দমন করা হবে।  শনিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। সেতুমন্ত্রী বলেন, বিএনপির কাছে নিরপেক্ষ নির্বাচনের অর্থই হচ্ছে তাদেরকে নির্বাচনে জয়যুক্ত করে দেয়ার গ্যারান্টি। বিএনপি ক্ষমতায় থাকতে বারবার নির্বাচনের কফিনে গণতন্ত্রের লাশ উপহার দিয়েছে। রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারের নানামুখী উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, মিয়ানমারের সাম্প্রতিক পটপরিবর্তন এবং এর পরবর্তী পরিস্থিতির ওপর সরকার দৃষ্টি রাখছে। আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির গভীরতা অনুভব করে বাংলাদেশ থেকে মিয়ানমারের নাগরিকদের ফিরিয়ে নিতে চলমান তৎপরতা আরও বেগবান করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সেতুমন্ত্রী।।

মার্কিন কংগ্রেস থেকে মুসলিম বিদ্বেষী সেই নারী বহিষ্কার-বাংলাদেশ প্রতিদিন

মার্জরি টেইলর গ্রেইন

প্রেসিডেন্ট হওয়ার পর থেকে কোনও ধরনের সাম্প্রদায়িক বিদ্বেষকে মেনে না নেওয়ার পথে এগোচ্ছেন জো বাইডেন। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভায় মার্জরি টেইলর গ্রেইন নামে এক নারী কংগ্রেস সদস্যকে দু’টি কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে, যিনি মুসলিম বিদ্বেষী বলে পরিচিত ছিলেন।

গত বৃহস্পতিবার সিনেটরদের ভোটে বহিষ্কার হন তিনি। এর আগে, মার্জরি মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। বিবিসি জানায়, ওই নারী কংগ্রেস সদস্য নভেম্বরের নির্বাচনের আগে অসংখ্যা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। যা দেশেটির আইন-শৃঙ্খলার জন্য হুমকি তৈরি করে। 

অভিযোগ রয়েছে, কোনো বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত ছাড়াই ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র তত্ত্বের অভিযোগ তোলেন মার্জরি। এছাড়া নানা সময়ে মুসলিমদের নিয়ে বর্ণবাদমূলক মন্তব্যের অভিযোগও ছিলো তার বিরুদ্ধে।

মার্কিন কংগ্রেস থেকে মুসলিম বিদ্বেষী সেই নারী বহিষ্কার-বাংলাদেশ প্রতিদিন

প্রেসিডেন্ট হওয়ার পর থেকে কোনও ধরনের সাম্প্রদায়িক বিদ্বেষকে মেনে না নেওয়ার পথে এগোচ্ছেন জো বাইডেন। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি সভায় মার্জরি টেইলর গ্রেইন নামে এক নারী কংগ্রেস সদস্যকে দু’টি কমিটি থেকে বহিষ্কার করা হয়েছে, যিনি মুসলিম বিদ্বেষী বলে পরিচিত ছিলেন।

গত বৃহস্পতিবার সিনেটরদের ভোটে বহিষ্কার হন তিনি। এর আগে, মার্জরি মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। বিবিসি জানায়, ওই নারী কংগ্রেস সদস্য নভেম্বরের নির্বাচনের আগে অসংখ্যা উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। যা দেশেটির আইন-শৃঙ্খলার জন্য হুমকি তৈরি করে। 

অভিযোগ রয়েছে, কোনো বিশ্বাসযোগ্য তথ্য-উপাত্ত ছাড়াই ডেমোক্র্যাটদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র তত্ত্বের অভিযোগ তোলেন মার্জরি। এছাড়া নানা সময়ে মুসলিমদের নিয়ে বর্ণবাদমূলক মন্তব্যের অভিযোগও ছিলো তার বিরুদ্ধে।

এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:

কৃষক আন্দোলন নিয়ে নানামুখী খবর পরিবেশিত হয়েছে ভারতের বাংলা দৈনিকগুলো। দৈনিক আনন্দবাজার পত্রিকার কয়েকটি খবর তুলে ধরছি।

কৃষক আন্দোলন অব্যাহত

দিল্লি উপকণ্ঠে ৫০ হাজার পুলিশ, ‘চাক্কা জ্যাম’ ঘিরে হিংসা রুখতে সতর্ক কৃষকরাও- এ শিরোনামের খবরে দৈনিকটি লিখেছে, দিল্লি উপকণ্ঠে ৫০ হাজার পুলিশ, ‘চাক্কা জ্যাম’ ঘিরে হিংসা রুখতে সতর্ক কৃষকরাও।  বিস্তারিত খবরে লেখা হয়েছে, আজ দেশ জু়ড়ে বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত শান্তিপূর্ণভাবে সমস্ত জাতীয় এবং রাজ্য সড়কে এই অবরোধ কর্মসূচি পালন করেছে। খবরটিতে লেখা হয়েছে, প্রজাতন্ত্র দিবসে দিল্লিতে হিংসার পুনরাবৃত্তি হোক, তা কোনও পক্ষই চাইছে না।  তা সত্ত্বেও শনিবার আন্দোলনকারী কৃষকদের দেশজোড়া ‘চাক্কা জ্যাম’ কর্মসূচি ঘিরে উত্তেজনার পারদ ছিল আন্দোলনকারী এবং দিল্লি পুলিশ— দুই শিবিরেই। কৃষক ইউনিয়নের নেতাদের আশঙ্কা, করেছিলেন তাঁদের শান্তিপূর্ণ কর্মসূচি ভণ্ডুল করার জন্য হিংসা ছড়ানোর চেষ্টা করা হতে পারে। অন্য দিকে, বিশ্বের নজরে উঠে আসা এই কর্মসূচি ঘিরে যাতে কোনও রকমের হিংসা না ছড়ায়, সে দিকে লক্ষ্য রাখতে কসুর করেনি দিল্লি পুলিশ। আজকের কর্মসূচিকে ঘিরে দিল্লির উপকণ্ঠে ৫০ হাজার পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল। সাথে ছিল পর্যাপ্ত জলকামানও। 

কৃষক আন্দোলনে মেরুকরণ ঘটাতে চাইছে কেন্দ্র, অভিযোগ জানিয়ে চিঠি ৭৫ প্রাক্তন আমলার

নরেন্দ্র মোদী সরকারের নয়া ৩ কৃষি আইনের বিরোধিতায় সরব হলেন দেশের ৭৫ জন প্রাক্তন শীর্ষস্থানীয় সরকারি আধিকারিক। পাশাপাশি, কৃষি আইন প্রত্যাহারের দাবিতে আন্দোলনকারী কৃষকদের প্রতি কেন্দ্র যে মনোভাব দেখাচ্ছে, খোলা চিঠিতে তার কড়া সমালোচনা করেছেন অবসরপ্রাপ্ত ওই আইএএস-আইপিএস অফিসারেরা।

দীর্ঘ সময় ধরে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলানো ওই প্রাক্তন আধিকারিকদের অভিযোগ, গোড়া থেকেই আন্দোলনকারী কৃষকদের প্রতিপক্ষ ভেবে নিয়ে সঙ্ঘাতের পথে হেঁটেছে সরকার। অবিচার করা হচ্ছে কৃষকদের প্রতি।

ঘরে-বাইরের বাজেট বিগড়ে দিয়েছে কেন্দ্র,’ টুইটে ফের মোদি সরকারকে আক্রমণ রাহুলের-দৈনিক সংবাদ প্রতিদিন

ঘরে-বাইরের বাজেট বিগড়ে দিয়েছে কেন্দ্র,’ টুইটে ফের মোদি সরকারকে আক্রমণ রাহুলের

কৃষি আইন নিয়ে কেন্দ্রকে আক্রমণ রাহুল গান্ধীর

করোনা পরিস্থিতি থেকে হঠাৎ লকডাউন, দেশের অর্থনীতি থেকে চিনা আগ্রাসন, একের পর এক ইস্যুতে বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমালোচনায় বিদ্ধ করেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। চলতি মাসের শুরুতেই সংসদে বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। কিন্তু বাজেট পেশের পরেই দাম বেড়েছে রান্নার গ্যাসের দাম। প্রত্যাশামতোই উর্ধ্বমুখী পেট্রল-ডিজেলের দাম। আর এই নিয়েই ফের টুইটে কেন্দ্রকে নিশানা করলেন কংগ্রেসের ওয়ানাড় সাংসদ রাহুল গান্ধীর। এর পাশাপাশি আন্দোলনরত কৃষকদের সমর্থনেও টুইট করেন তিনি।এদিনই দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত দেশজুড়ে জাতীয় সড়কে পথ অবরোধ করছেন আন্দোলনকারী কৃষকরা। কৃষকদের সেই আন্দোলনের সমর্থনেও টুইট করেন রাহুল। স্পষ্ট জানান, এই আইন দেশের কৃষক বা শ্রমিক ছাড়াও প্রত্যেক জনগণের জন্যই বিপজ্জনক।

কৃষক আন্দোলনকে সমর্থনের জের, খুন ও ধর্ষণের হুমকি পাক বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেত্রীকে-সংবাদ প্রতিদিন

দিল্লি সীমানার কৃষক আন্দোলন (Farmers protest) ধীরে ধীরে নজর কাড়ছে আন্তর্জাতিক মহলের। গত কয়েক দিন ধরে রিহানা, গ্রেটা থুনবার্গের মতো সেলেবরা কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দেওয়ার পর থেকে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রতিক্রিয়া জানিয়েছেন অমিত শাহর মতো বিজেপির (BJP) শীর্ষ নেতারাও। এরই মধ্যে পাক (Pakistan) বংশোদ্ভূত ব্রিটিশ অভিনেত্রী জামিলা জামিল (Jameela Jamil) অভিযোগ করলেন, কৃষক আন্দোলনকে সমর্থন করায় তাঁকে সোশ্যাল মিডিয়ায় ধর্ষণ ও খুনের হুমকি দেওয়া হচ্ছে।

‘মীরজাফরদের জামানত বাজেয়াপ্ত হবে’, ভোটের আগে শুভেন্দুকে চ্যালেঞ্জ অভিষেকের-সংবাদ প্রতিদিন

শুভেন্দুকে কটাক্ষ অভিষেকের

বিধানসভা নির্বাচনের (Assembly Election 2011) আগে নানা টানাপোড়েনের পর দলবদল করেছেন শুভেন্দু অধিকারী। তৃণমূল ছেড়ে যোগ দিয়েছেন বিজেপিতে। শুভেন্দুর দলবদলের পর এই প্রথমবার কাঁথির দইসাইয়ের মাঠে সভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ওই সভা থেকে শুভেন্দুকে একাধিক ইস্যুতে খোঁচা দিলেন তিনি। ‘মীরজাফর’ বলে আরও একবার কটাক্ষ করেন। মেদিনীপুরের যেকোনও প্রান্তে ভোটে দাঁড়ালে জামানত বাজেয়াপ্ত করার হুঁশিয়ারি দিলেন অভিষেক।

ভোট এসে গেছে, এখন আর আফশোস করে লাভ নেই:‌ নাড্ডা-দৈনিক আজকাল

কৃষক তুমি কার? ভোটের মুখে এই প্রশ্নেই এখন তোলপাড় রাজ্য রাজনীতি। কৃষক ইস্যুতে মমতা বনাম মোদীর লড়াইটাই এখন বেঁধে দিয়েছে রাজ্যে ভোট প্রচারের সুর‌। রাজ্য সফরে এসে শনিবার মালদার সাহাপুরে কৃষক সুরক্ষা অভিযানে যোগ দিয়ে তাই মমতাকে কৃষি-‌তোপ দিলেন জে পি নাড্ডা। তৃণমূলনেত্রীকে সরাসরি আক্রমণ করে বিজেপি সভাপতি বলেন, মমতা রাজ্যের কৃষকদের সঙ্গে অন্যায় করেছেন। কৃষকদের জন্য মোদিজি সম্মাননিধি প্রকল্পে মাসে ৬ হাজার টাকা পাওয়ার ব্যবস্থা করে দিয়েছিলেন। কিন্তু মমতার সরকার তা হতে দেয়নি।

শোভন-‌বৈশাখীর বিরুদ্ধে এবার মানহানির মামলা করলেন বিধায়ক দেবশ্রী রায়। খবরটি আজকালে ছাপা হয়েছে। অন্যদিকে কোর্টেই জবাব দেবেন, বললেন শোভন-বান্ধবী- এ খবরটি আনন্দবাজারে লেখা হয়েছে।শনিবার তিনি ওই মানহানির মামলা দায়ের করেছেন। দল হিসাবে তৃণমূল তাঁর পাশেই রয়েছে বলে খবর।

সম্প্রতি বিজেপি-র হয়ে ময়দানে নেমে দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘিতে এক কর্মসূচিতে যান শোভন-বৈশাখী। সেখানেই রাজ্যের শাসকদলকে আক্রমণের পাশাপাশি রায়দিঘির দু’বারের বিধায়কের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে দেন তাঁরা।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৬

  • বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।


 

ট্যাগ