আল-জাজিরার তথ্যচিত্র দ্রুত সরানোর নির্দেশ দিল হাইকোর্ট
শ্রোতা/পাঠক!১৭ ফেব্রুয়ারি বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:
- শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ১০ জঙ্গির মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল-ইত্তেফাক
- আল-জাজিরার তথ্যচিত্র দ্রুত সরানোর নির্দেশ হাইকোর্টের–প্রথম আলো
- চকচকে চাল খাওয়া বন্ধ করতে হবে, মিনিকেট নামে কোনো ধান নেই'-খাদ্যমন্ত্রী-কালের কণ্ঠ
- ৪৭ বারের মতো পেছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন-যুগান্তর
- সিলেটে দফায় দফায় সংঘর্ষ, ২০ গাড়ি ভাঙচুর, পুলিশসহ আহত ১০– মানবজমিন
- ভাষার দাবি শুধু রাজনৈতিক নয় বাঁচার দাবি-পররাষ্ট্রমন্ত্রী-বাংলাদেশ প্রতিদিন
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- জম্মু-কাশ্মীরে দু’দিনের সফরে ইউরোপীয় ইউনিয়ন-এর প্রতিনিধিরা, খতিয়ে দেখবেন পরিস্থিতি-আনন্দবাজার পত্রিকা
- ভোটের আগে বাংলাতেও হবে কিষান মহাপঞ্চায়েত, বললেন রাকেশ টিকাইত -আজকাল
- সরগরম বঙ্গ রাজনীতি, ৪৮ ঘণ্টার ব্যবধানে হুগলিতে মোদির পালটা সভা করবেন মমতা -সংবাদ প্রতিদিন
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব।
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১.পরিবহন শ্রমিকদের হামলার ঘটনাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে উঠেছে। সেখানে তিন দফা দাবিতে বরিশাল- কুয়াকাটা মহাসড়ক অবরোধ করা হচ্ছে।শ্রমিকদের এই হামলার ঘটনার কে আপনি কিভাবে দেখছেন?
২. ইরানের পক্ষ থেকে পরমাণুর সমঝোতার বাড়তি প্রটোকল বাতিল করা হচ্ছে। পরিস্থিতি নিরসনের জন্য আইএইএ প্রধান ইরান সফরের আগ্রহ প্রকাশ করেছেন। ইরানের এ পদক্ষেপকে আপনি কিভাবে দেখেন?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর
আল জাজিরার প্রতিবেদনটি অনলাইন থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের-প্রথম আলো/মানবজমিন/ইত্তেফাক

আল জাজিরায় প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক প্রতিবেদন সামাজিক যোগাযোগ্য মাধ্যমসহ সবধরেনর অনলাইন মাধ্যম থেকে সরানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বুধবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বিটিআরসিকে এই আদেশ দেন। আজ আদালতে রাষ্ট্রপক্ষে মতামত দেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। আদেশের সময় উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী ও বিটিআরসির পক্ষে ছিলেন ব্যারিস্টার রেজা-ই রাকিব। রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার এনামুল কবীর ইমন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার ফারজানা শায়লা।

আল জাজিরায় গত ১লা ফেব্রুয়ারি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শীর্ষক তথ্য চিত্রটি প্রচারিত হয়। বাংলাদেশ সরকার তাৎক্ষণিকভাবে রিপোর্টটি প্রত্যাখ্যান করে। পরে সরকারের একাধিক মন্ত্রীও এ নিয়ে কথা বলেন।
সেনাসদর থেকেও রিপোর্টটির প্রতিবাদ জানানো হয়। বলা হয়, এটি মিথ্যা ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত।
আল জাজিরার সম্প্রচার বন্ধের নির্দেশনা চেয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী এনামুল কবির ৮ই ফেব্রুয়ারি রিট আবেদন দায়ের করেন। এতে বিটিআরসির চেয়ারম্যানসহ আটজনকে বিবাদী করা হয়। ১০ই ফেব্রুয়ারি আদালত রিটের গ্রহণযোগ্যতাসহ কয়েকটি বিষয়ে মতামত দিতে অ্যামিকাস কিউরি হিসেবে ছয় আইনজীবীর নাম ঘোষণা করেন। গত সোমবার তারা মতামত জানান।
রিট আবেদনটি গ্রহণযোগ্য নয় বলে গত সোমবার শুনানিতে মত দেন পাঁচ অ্যামিকাস কিউরি। এই পাঁচ অ্যামিকাস কিউরি হলেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী, ফিদা এম কামাল, কামাল উল আলম, প্রবীর নিয়োগী ও শাহদীন মালিক। অপর অ্যামিকাস কিউরি আবদুল মতিন খসরু বলেন, রিট আবেদনকারী ব্যক্তিগত ও জাতীয়ভাবে সংক্ষুব্ধ। আদালত ওই তথ্যচিত্র অপসারণের নির্দেশনা দিতে পারেন।
আজ শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। তিনি বলেন, রিট আবেদনকারীর মামলা করার অধিকার আছে। দেশের সীমানায় কনটেন্ট আটকানোর কর্তৃত্ব বিটিআরসির রয়েছে। বিটিআরসির তরফ থেকে ইউটিউব, ফেসবুক, টুইটারসহ অন্যান্য মাধ্যমের সঙ্গে এ বিষয়ে যোগযোগ করা হচ্ছে। আদালতের আদেশ হলে বিষয়টি সহজ হয়। শুনানিতে অংশ নিয়ে বিটিআরসির আইনজীবী খন্দকার রেজা-ই-রাকিব বলেন, আদালতের নির্দেশনা পেলে দ্রুত ওই ভিডিও বিভিন্ন মাধ্যম থেকে ব্লক বা অপসারণ করা যাবে। ভিডিওটি দ্রুত অপসারণ করা উচিত।
শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ১০ জঙ্গির মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল -ইত্তেফাক
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বোমা পুঁতে রেখে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টার মামলায় ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চ্যুয়াল হাইকোর্ট বেঞ্চ দণ্ডিত আসামিদের আপিল খারিজ করে এ রায় দিয়েছেন।
আদালত বলেছেন, হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ অপর আসামিরা ষড়যন্ত্র করে প্রধানমন্ত্রীর শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে জনসমবেশের পাশের দুটি শক্তিশালী বোমা পুঁতে রাখে। যা আসামিদের দোষ স্বীকারোক্তি ও সাক্ষীদের সাক্ষে উঠে এসেছে। এ জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালের রায় মৃত্যুদণ্ড বহাল রাখা হলো।
৪৭ বারের মতো পেছাল রিজার্ভ চুরির তদন্ত প্রতিবেদন-যুগান্তর
কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৪৭ বারের মতো পিছিয়েছে। প্রতিবেদনটি জমা দেওয়ার জন্য আগামী ৩১ মার্চ দিন ধার্য করেছেন আদালত।
বুধবার এ মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত কর্মকর্তা আদালতে প্রতিবেদন জমা না দেওয়ায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী নতুন দিন ধার্য করেন।
আদালতের সংশ্লিষ্ট থানার জিআর শাখা থেকে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত ২০১৬ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে জালিয়াতি করে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের আট কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। এ ঘটনা দেশব্যাপী তোলপাড় সৃষ্টি করে। ওই বছরের ১৫ মার্চ এ বিষয়ে মতিঝিল থানায় মামলা করেন বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের যুগ্ম পরিচালক জুবায়ের বিন হুদা।
এপ্রিলে চার শতাধিক ইউপিতে নির্বাচন-শেষ ধাপে আরও ৯টি পৌরসভায় ভোট, সিদ্ধান্ত আজ-ইত্তেফাক
আগামী এপ্রিলের প্রথমার্ধে চার শতাধিক ইউনিয়ন পরিষদের ভোট করার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। মার্চের প্রথমেই তপশিল হতে পারে। আজ বুধবার কমিশন সভায় এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। একই সঙ্গে শেষধাপের আরও ৯টি পৌরসভার ভোটের ব্যাপারে সিদ্ধান্ত নিতে যাচ্ছে কমিশন (ইসি)। ইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
গত ১১ ফেব্রুয়ারি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা জানিয়েছিলেন, আগামী এপ্রিলের ৭ তারিখে আরেকটি পৌরসভা নির্বাচন হবে। একই সঙ্গে কিছু ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। এ জন্য ১৭ ফেব্রুয়ারি কমিশন সভায় বিষয়টি চূড়ান্ত হবে, কয়টি পৌরসভা ও ইউপিতে ভোট করা যায় তা পর্যালোচনা করা হবে।
ইসি সূত্রে জানা গেছে, প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে আজ বিকাল ৩টায় কমিশন সভা অনুষ্ঠিত হবে। ঐ সভায় পৌরসভা এবং ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত হবে। সেক্ষেত্রে ষষ্ঠ ধাপে ৯টি পৌরসভার ভোটের জন্য বলা হয়েছে। এছাড়াও চার শতাধিক ইউনিয়ন পরিষদের ভোট এপ্রিলে করার জন্য প্রস্তাবনা দেওয়া হচ্ছে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে কমিশন সভায়।
আইনানুযায়ী আগামী ২১ মার্চের মধ্যে ৭৫০ ইউপিতে ভোট হওয়ার কথা ছিল। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রস্তুত না থাকায় মার্চে ভোট হবে না। আগামী ২ মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ইউপি নির্বাচনের প্রথম ধাপের তপশিল ঘোষণা করবে ইসি।নির্বাচন কমিশন ২১ মার্চের পরবর্তী ৯০ দিনের মধ্যে ইউপির ভোট করতে হবে। এক্ষেত্রে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে লিখিতভাবে ইসিকে জানাতে হবে। এর মধ্যে আগামী ১৪ এপ্রিল থেকে পবিত্র রজমান শুরু হচ্ছে। ফলে রমজানের আগেই প্রথম ধাপের ভোট হচ্ছে।
ইসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা ইত্তেফাককে বলেন, কমিশন থেকে চূড়ান্ত ভোটার তালিকা হওয়ার পর প্রথম ধাপের ভোটের জন্য সিডি প্রস্তুত করার জন্য বলা হয়েছে। ২ মার্চের পর ভোটার তালিকার সিডি প্রস্তুত করেই প্রথম সপ্তাহে প্রথম ধাপের তপশিল ঘোষণা করা হতে পারে। আর ভোট হতে পারে রমজানের আগেই। পরবর্তী ধাপগুলোর ভোট হবে রজমানের পর।
গত বারের মতো আসন্ন ইউপির ভোটও হবে দলীয় প্রতীকে। চেয়ারম্যান বা মেম্বার প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক নয়। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন জায়গায় চাউর হয়েছে যে, চেয়ারম্যান প্রার্থীর ক্ষেত্রে এইচএসসি এবং মেম্বার প্রার্থীর ক্ষেত্রে এসএসসি পাশ হতে হবে। এটিকে স্রেফ গুজব বলে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ। তিনি ইত্তেফাককে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এটি নিয়ে গুজব ছড়ানো হয়েছে। এ ধরনের কোনো উদ্যোগ বা প্রচেষ্টা গ্রহণ করা হয়নি। কোনো পরিকল্পনাও নেই। জাতীয় সংসদ নির্বাচন করার জন্য সংসদ সদস্যদের কোনো শিক্ষাগত যোগ্যতা লাগে না। সেখানে ইউপিতে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক করা সংবিধান বিরোধীও।
চকচকে চাল খাওয়া বন্ধ করতে হবে, মিনিকেট নামে কোনো ধান নেই'-খাদ্যমন্ত্রী-কালের কণ্ঠ
চকচকে চাল খাওয়া বন্ধ করতে হবে। মিনিকেট নামে কোনো ধান নেই, এটা ব্র্যান্ডের নাম। মিলাররা বিভিন্ন জাতের ধান ছাঁটাই করে এসব ব্র্যান্ডের চাল বাজারজাত করছে।'
আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর ইস্কাটনে প্রবাসীকল্যাণ ভবনের বিজয় একাত্তর হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আগামীকাল বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) চতুর্থ নিরাপদ খাদ্য দিবস-২০২১ উদযাপন উপলক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ চাল খেতে চাইলে লাল চাল খেতে হবে। চকচক করলেই সোনা হয় না, এটা বোধ হয় আমরা ভুলে গেছি। চকচক চাল খেতেই আমরা পছন্দ করি। আর ব্যবসায়ীরা এই সুযোগ নিয়ে কারসাজির আশ্রয় নেয়। তারা বিভিন্ন জাতের চাল কেটে-ছেঁটে এসব চাল প্রস্তুত করে। চাল যত বেশি পলিশ করা হয় দামও তত বেশি হয়, সেটা প্যাকেটজাত করলে দাম আরো বেশি হয়। চকচকে চাল খাওয়া বন্ধ করতে হবে। মিনিকেট নামে কোনো ধান নেই, এটা ব্র্যান্ডের নাম। মিলাররা বিভিন্ন জাতের ধান ছাঁটাই করে এসব ব্র্যান্ডের চাল বাজারজাত করছে।
খাদ্যমন্ত্রী আরো বলেন, মিনিকেট চালের বিষয়ে সার্ভে করতে আমাদের একটি কমিটি করে দেওয়া হয়েছিলো, সেই রিপোর্টটি আমরা হাতে পেয়েছি। মিনিকেট আসলে একটি ব্র্যান্ডের নাম। পলিশ, ফাইন পলিশ, মিডিয়াম পলিশের মাধ্যমে মিলাররা এই ব্র্যান্ডের চাল তৈরি করে বাজারজাত করে।
মন্ত্রী বলেন, এটি চাইলেই বন্ধ করা সম্ভব নয়। মিলাররা কৃষকদের কাছ থেকে একই জাতের ধান পায় না। কৃষকরা একই বস্তায় বিভিন্ন জাতের ধান পুরে মিলারদের সরবরাহ করেন। সেখানে জাতের স্বকীয়তা থাকে না। এরপর মিলাররা তারা পলিশ করে বিভিন্ন ব্র্যান্ডের নামে বাজারজাত করে। তাই এটি চাইলেই বন্ধ করা যাবে না, তবে ধাপে ধাপে অগ্রসর হতে হবে।
অপর এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, 'দেশে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ১৮টি মন্ত্রণালয় বা বিভাগ এবং মোট ৪৮৬টি সংস্থা কাজ করছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ তাদের সমন্বয়ের কাজ করছে।'
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে প্রতিনিয়ত নজরদারি করা হচ্ছে জানিয়ে খাদ্যমন্ত্রী বলেন, 'প্রতিদিন আমাদের তিনটি টিম বিভিন্ন এলাকায় মনিটরিংয়ে বের হয়, ২টি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এই পর্যন্ত নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ৯ হাজার ৪৭৫টি মোবাইল কোর্ট পরিচালনা করেছে। অভিযানে কারো ত্রুটি পাওয়া গেলে জরিমানাসহ বিভিন্ন শর্ত পূরণে নির্ধারিত সময় বেঁধে দেওয়া হচ্ছে।'
স্ট্রিট ফুড প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার বলেন, 'স্ট্রিট ফুড এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। পৃথিবীর উন্নত দেশেও স্ট্রিটফুড রয়েছে। তবে, আমাদের দেশের স্ট্রিটফুড হাইজেনিক না। এটি নিশ্চিত করতে আমরা কাজ করছি, অনেককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, সচেতনতা বাড়াতে টিভিসি তৈরি করা হয়েছে রেস্তোঁরা প্রবিধানমালা তৈরি করা হয়েছে, আগামী ২-৩ মাসের মধ্যে এটি আইন হলে স্ট্রিট ফুডকেও আইনের আওতায় নিয়ে আসা সম্ভব হবে।
ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
জম্মু-কাশ্মীরে দু’দিনের সফরে ইউরোপীয় ইউনিয়ন-এর প্রতিনিধিরা, খতিয়ে দেখবেন পরিস্থিতি
৩৭০ অনুচ্ছেদ বিলোপের পর কোন অবস্থায় দাঁড়িয়ে জম্মু-কাশ্মীরের পরিস্থিতি তা সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার দু’দিনের সফরে এল ইউরোপীয় ইউনিয়নের ২০টি দেশের একটি প্রতিনিধি দল। সূত্রের খবর, এই কেন্দ্রশাসিত অঞ্চলের বর্তমান পরিস্থিতি নিয়ে সেখানকার প্রতিনিধিদের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করবেন তাঁরা।
৩৭০ অনুচ্ছেদ বিলোপের ঘটনাটি আগেই আন্তর্জাতিক স্তরে পৌঁছেছিল। তার পরেও জম্মু-কাশ্মীরের পরিস্থিতি নিয়ে বার বার সরব হয়েছে দেশের বিরোধী দলগুলি। মেহবুবা মুফতি, ফারুক এবং ওমর আবদুল্লার মতো শীর্ষ স্তরের নেতাদের ‘গৃহবন্দি’ করে রাখার অভিযোগ ওঠে। এই সুযোগে পাকিস্তানও বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে ভারতের বিরুদ্ধে সরব হয়। যদিও কেন্দ্র বার বারই দাবি করেছে, ৩৭০ বিলোপের পর জম্মু-কাশ্মীরের পরিস্থিতি শুধরেছে।
কিন্তু তার পরেও ক্রমে চাপ বাড়ছিল ভারতের উপর। বিশেষজ্ঞরা বলছেন, ভারত সরকার যা দাবি করছে, বাস্তবে আদৌ তার সঙ্গে কোনও মিল আছে কি না তা খতিয়ে দেখার জন্যই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের এই সফর। সূত্রের খবর, ওই প্রতিনিধি দলটি সেখানকার জেলা উন্নয়ন পর্ষদের নতুন সদস্যদের সঙ্গেও কথা বলবেন। বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি জম্মু-কাশ্মীরে জেলা উন্নয়ন পর্ষদের নির্বাচন হয়েছে। এই নির্বাচনের বিষয়টি সামনে রেখেই গণতন্ত্রের উপর সেখানকার মানুষের ভরসার বিষয়টি প্রতিনিধি দলের সামনে তুল ধরার চেষ্টা করা হবে বলে খবর। পাশাপাশি, এটাও বোঝানোর চেষ্টা হবে যে, অভ্যন্তরীণ বিষয়ে বাইরের কেউ হস্তক্ষেপ করুক এটা ভারত চাইছে না।
শুধু তাই নয়, আন্তর্জাতিক প্রতিনিধি দলের এই সফরে সীমান্ত সন্ত্রাসবাদের বিষয়টিও তুলে ধরার চেষ্টা করা হতে পারে বলে সূত্রের খবর। এর আগেও কাশ্মীরের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আগ্রহ প্রকাশ করেছিল আন্তর্জাতিক মহল। ২০১৯-এর অক্টোবরে দিল্লির আমন্ত্রণে ইউরোপীয় পার্লামেন্টের ২৭ জন সদস্য জম্মু-কাশ্মীর সফরে এসেছিলেন।
ভোটের আগে বাংলাতেও হবে কিষান মহাপঞ্চায়েত, বললেন রাকেশ টিকাইত-আজকাল
দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও কিষাণ মহাপঞ্চায়েতের আয়োজন করা হবে, জানিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাইত। হরিয়ানা, রাজস্থান, উত্তরপ্রদেশ এবং পাঞ্জাবের পাশাপাশি এরাজ্যেও কিষান মহাপঞ্চায়েতে আসবেন আন্দোলনরত কৃষকরা। রোহতকে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কৃষক নেতা রাকেশ টিকায়েত বলেন, ‘আন্দলনরত কৃষকরা সরকারের সঙ্গে সংঘর্ষের শেষ দেখে ছাড়বে৷ কৃষক আন্দোলন সংগঠিত করা হবে বাংলাতেও৷ কৃষকদের অধিকারের জন্য লড়ে যাব৷ বাংলার কৃষকরাও সমস্যার মধ্যে রয়েছেন৷ বাংলাতেও ফসলের সঠিক দাম মিলছে না।’ আরও একধাপ এগিয়ে কৃষক নেতা গুরনাম সিং চাড়ুনি সরাসরি জানিয়ে দিলেন, ‘বাংলায় বিজেপি হারলেই ওখানকার কৃষকরা জিতবে৷ তাই আমরা পশ্চিমবঙ্গে যাব৷ ওখানকার কৃষক ভাইদের বোঝাব, যারা কৃষকদের বিপক্ষে আইন তৈরি করেছে তাদের ভোট দেবেন না।’ রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একুশের ভোটের আগে রাকেশ টিকাইতদের হাত ধরে পশ্চিমবঙ্গে যদি কৃষক আন্দোলন মাথাচাড়া দেয় তাহলে অ্যাডভান্টেজ পাবে তৃণমূল আর বিপাকে পড়তে পারে বিজেপি।
দৈনিকটির অন্য এক খবরে লেখা হয়েছে, এবার পুলিশের জালে লালকেল্লা হিংসার অন্যতম মুখ ‘তরোয়ালধারী’ মনিন্দর সিং।
এবার পুলিশের জালে লালকেল্লা (Red Fort) হিংসার অন্যতম মুখ ‘তরোয়ালধারী’ মনিন্দর সিং। সাধারণতন্ত্র দিবসের দিন ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে আরও এক কালো অধ্যায়ের রচনা করে লালকেল্লায় ‘খান্ডা’ (এক ধরনের তরোয়াল) ঘুরিয়ে দেশের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন ওই ‘নিহাঙ্গ’ শিখ।
সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পশ্চিম দিল্লির পিতমপুরা এলাকা থেকে মনিন্দরকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল। স্বরূপনগরে ধৃতের বাড়ি থেকে দু’টি তরোয়াল বাজেয়াপ্ত করেছে পুলিশ। কৃষকদের ট্র্যাক্টর মিছিলের নামে ২৬ জানুয়ারির বেনজির হিংসায় গায়ক-অভিনেতা দীপ সিধুর গ্রেপ্তারির পর এটা বড় সাফল্য বলে মনে করা হচ্ছে।
সরগরম বঙ্গ রাজনীতি, ৪৮ ঘণ্টার ব্যবধানে হুগলিতে মোদির পালটা সভা করবেন মমতা-সংবাদ প্রতিদিন
একুশের নির্বাচনে নবান্ন দখলকে পাখির চোখ করে জনসংযোগ বাড়াতে মাঝেমধ্যেই বঙ্গ সফরে আসছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। জেপি নাড্ডা, অমিত শাহ, নরেন্দ্র মোদি বাংলায় পরিবর্তনের নাম দিয়েছেন। রাজ্যজুড়ে চলছে পরিবর্তন রথযাত্রা। নির্বাচনী আবহে আগামী ২২ ফেব্রুয়ারি ফের বাংলায় পা রাখবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। গত এক মাসে এই নিয়ে তৃতীয়বার এ রাজ্যে আসছেন তিনি। হুগলিতে (Hooghly) জনসভা রয়েছে তাঁর। তবে গেরুয়া শিবিরকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ শাসকদলও। আর তাই মোদির সভার ৪৮ ঘণ্টা পরই একই স্থানে পালটা সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। স্বাভাবিকভাবেই তিনদিনের মধ্যে জোড়া হাইভোল্টেজ সভা নিয়ে উত্তেজনার পারদ চড়ছে হুগলিতে।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।