ফেব্রুয়ারি ১৮, ২০২১ ১৭:৪২ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • অসত্য তথ্য দিয়ে জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট- দৈনিক প্রথম আলো
  • সামিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আদেশ ২৩ ফেব্রুয়ারি- দৈনিক কালেরকণ্ঠ
  • সরকারের অবস্থা ‘দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ’-দৈনিক যুগান্তর
  • খাদ্যে ভেজাল বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর- দৈনিক ইত্তেফাক
  • কেন্দ্রীয় শহীদ মিনারে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না: ডিএমপি কমিশনার দৈনিক ইত্তেফাক-বাংলাদেশ প্রতিদিন
  • ড. মুহাম্মদ ইউনূসকে হাইকোর্টে তলব: দৈনিক মানবজমিন-মানবজমিন

ভারতের শিরোনাম:

  • দুর্নীতি থেকে রক্ষা পাবেন না আপনার ছেলেও, সে-ও আমার ভাইপো, শাহকে আক্রমণ মমতার -আনন্দবাজার পত্রিকা    
  • ক্ষমতায় এলে বাংলায় সপ্তম বেতন কমিশন, সাগরে দাঁড়িয়ে প্রতিশ্রুতি অমিত শাহর -দৈনিক আজকাল
  • বঙ্গ দখলের নয়া রণকৌশল, ১১০ ‘কঠিন’ আসনের দায়িত্বে বিজেপির ২২ কেন্দ্রীয় নেতা -দৈনিক সংবাদ প্রতিদিন

পাঠক/শ্রোতা ! এবারে চলুন, বাছাইকৃত কয়েকটি খবরের বিস্তারিত জেনে নেয়া যাক।

প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

নিজেদের নামের পাশাপাশি মা-বাবার নামও বদল করেছেন বহুল আলোচিত তিন সহোদরের দুজন; হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ। নিজেদের ছবি দিয়ে নতুন নাম আর ভিন্ন ঠিকানা ব্যবহার করে তাঁরা জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট সংগ্রহ করেছেন। নিয়ম অনুযায়ী, জাতীয় পরিচয়পত্র ও পাসপোর্ট করার সময় ব্যক্তিকে সশরীর হাজির থেকে ছবি তুলতে হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, হারিছ আহমেদ জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্ট নিয়েছেন মোহাম্মদ হাসান নামে। আর জোসেফ নিয়েছেন তানভীর আহমেদ তানজীল নামে। এ ধরনের কাজ জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন ও পাসপোর্ট অধ্যাদেশ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। তাঁদের আরেক ভাই আনিস আহমেদও একই রকম কাজ করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

হারিছ ও জোসেফ দুটি খুনের মামলায় যথাক্রমে যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তাঁদের আরেক ভাই আনিস আহমেদ একটি খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন। ২০১৯ সালের ২৮ মার্চ হারিছ ও আনিসের সাজা মওকুফ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে মা রেনুজা বেগমের আবেদনের পরিপ্রেক্ষিতে জোসেফের সাজা মাফ করেছিলেন রাষ্ট্রপতি। জোসেফ তখন কারাগারে ছিলেন।

সামিসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আদেশ ২৩ ফেব্রুয়ারি- দৈনিক কালেরকণ্ঠ

কাতার ভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরায় তথ্যচিত্র প্রচার করার দায়ে শায়ের জুলকার নাইন সামি ও ডেভিড বার্গম্যানসহ চারজনের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহ মামলাটি আমলে নেওয়ার বিষয়ে আদেশের জন্য আগামী ২৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর হাকিম আশেক ইমাম এ দিন ধার্য করেন। মামলার বাদী মশিউর মালেক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে এ মামলার আবেদন করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি আবদুল মালেক ওরফে মশিউর মালেক।

মামলার অপর আসামিরা হলেন- আলজাজিরার এডিটর জেনারেল মোস্তেফা স্যোউগ, তাসনিম খলিল ও ডেভিড বার্গম্যান।

এজাহারে বলা হয়, সরকার ও সেনাবাহিনীক হেয় প্রতিপন্ন করতেই, উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য প্রকাশ করা হয়েছে। যাতে সহযোগিতা করেছেন সামি, সাংবাদিক ডেভিড বার্গম্যান, তাসনিম খলিল ও চ্যানেলটির ডিরেক্টর জেনারেল মোস্তফা স্যোউগ।

সরকারের অবস্থা ‘দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ’-দৈনিক যুগান্তর

মিডনাইট সরকারের মাফিয়াতন্ত্র দেশে-বিদেশে উন্মোচিত হয়ে যাওয়ার পর তারা ঘরে-বাইরে মুখ দেখাতে না পেরে নতুন চক্রান্তে মেতে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এখন সরকারের অবস্থা ‘দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ।’ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন রিজভী। 

তিনি বলেন, চারদিকে নানা কথাবার্তা, ফিসফাস শুনতে পাচ্ছে জনগণ। সরকারের অবস্থা ভালো না। তাই পরিস্থিতি সামাল দিতে নানা নাটক, রঙ্গ করছে। আবার নতুন করে গ্রেফতার, মামলা, হামলা, নিপীড়ন, নিষ্ঠুর দমননীতি শুরু করেছে। জনগণের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতে নতুন নতুন ইস্যু তৈরি করছে।

খাদ্যে ভেজাল বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর- দৈনিক ইত্তেফাক

খাদ্যে ভেজাল বন্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২১ এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

খাদ্যে ভেজাল প্রতিরোধে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দুই পয়সা বেশি কামানোর জন্য ভেজাল দিতেই থাকে। পচা-গন্ধ খাবার দিতে থাকে। খাবারের মানটা ঠিক রাখার জন্য দামটা হয়তো একটু বেশি পড়তে পারে, কিন্তু ভেজাল যাতে দিতে না পারে সেটা নজরদারি করতে হবে। কঠোর ব্যবস্থা নিতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আজকাল অনলাইনে অর্ডারের ভিত্তিতে বিভিন্ন জায়গায় খাবার যাচ্ছে। ফুড সাপ্লাই হচ্ছে। এটা সঠিকভাবে হচ্ছে কী না দেখা দরকার।’ প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের প্রতিটি পদক্ষেপই হচ্ছে বাংলাদেশের একেবারে প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করা। এবং সে পরিবর্তনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সবার আগে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।’

এর পাশাপাশি পুষ্টির নিশ্চয়তা বিধান করার প্রয়োজনীতার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘খাদ্যের সঙ্গে সঙ্গে পুষ্টির নিশ্চয়তাও একান্তভাবে প্রয়োজন।’

কেন্দ্রীয় শহীদ মিনারে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না: ডিএমপি কমিশনার দৈনিক ইত্তেফাক

২১শে ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। 

আজ বৃহস্পতিবার বিকালে এই কথা জানান তিনি। তিনি বলেন, প্রতিষ্ঠান বা সংগঠন থেকে সর্বোচ্চ ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে দুইজন করে প্রবেশ করতে পারবেন।

ড. মুহাম্মদ ইউনূসকে হাইকোর্টে তলব: দৈনিক মানবজমিন

আদালত অবমাননার অভিযোগে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাকে আগামী ১৬ই মার্চ আদালতে হাজির হয়ে আদালত অবমাননার ব্যাখ্যা দিতে বলা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।অ্যাডভোকেট ইউসুফ আলী ও ডেপুর্টি অ্যাটর্নী জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী এ তথ্য নিশ্চত করেন।

ড. মুহাম্মদ ইউনূস

পরে  অ্যাডভোকেট ইউসুফ আলী সাংবাদিকদের বলেন,  প্রতিষ্ঠানের শ্রমিকদের বিষয়ে আদালতের আদেশ পালন না করায় আদালত অবমাননার অভিযোগে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে তলব করেছেন আদালত। একইসঙ্গে গ্রামীণ ব্যাংকের একজন পরিচালককেও আদালতে তলব করা হয়েছে। আগামী ১৬ই মার্চ তাদের আদালতে উপস্থিত হয়ে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছেন হাইকোর্ট

এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি

দুর্নীতি থেকে রক্ষা পাবেন না আপনার ছেলেও, সে-ও আমার ভাইপো, শাহকে আক্রমণ মমতার -আনন্দবাজার পত্রিকা

সাহস থাকলে নাম নিয়ে কথা বলুন অমিত শাহ। ‘ভাইপো’ কটাক্ষ নিয়ে অমিত শাহের উদ্দেশে একাধিক বার এই বার্তা দিতে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এ বার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই আক্রমণের জবাব দিলেন। নিশানা করলেন অমিত-পুত্র জয় শাহকে। অল্প সময়ের মধ্যে কী ভাবে কোটি কোটি টাকার মালিক হলেন জয়, কোন যোগ্যতায় ক্রিকেট বোর্ডে জায়গা হল তাঁর, প্রশ্ন তুললেন তিনি। শুধু তাই নয় অমিত শাহের ছেলে তাঁরও ভাইপো হয় বলে বিজেপি-কে মনে করিয়ে দিলেন মমতা।

এ দিন পৈলানে দাঁড়িয়ে মমতা বলেন, ‘‘খালি পিসি-ভাইপো করছে। আগে ভাইপোর সঙ্গে লড়াই করে দেখাও। মনে রাখুন অমিত শাহ, দুর্নীতির অভিযোগ থেকে আপনার ছেলেও রক্ষা পাবে না। নিজের ছেলেকে আড়াল করবেন আর বাকিদের ভয় দেখাবেন। আপনার ছেলে কী করে ক্রিকেটের মাথায় বসল? কী করে কোটি কোটি টাকা করল? মনে রাখবেন সে-ও তো আমার ভাইপো।’

ক্ষমতায় এলে বাংলায় সপ্তম বেতন কমিশন, সাগরে দাঁড়িয়ে প্রতিশ্রুতি অমিত শাহর -দৈনিক আজকাল’

প্রায় প্রতি সপ্তাহেই রাজ্যে আসছেন তিনি। গত সপ্তাহে মতুয়াগড়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কোভিডের টিকাকরণ শেষ হলেই সংশোধিত নাগরিকত্ব আইন কার্যকর করা হবে। বৃহস্পতিবার সাগরে দাঁড়িয়ে ফের ঢালাও প্রতিশ্রুতি দিলেন বঙ্গবাসীকে। বললেন, বাংলায় ক্ষমতায় এলেই চালু হবে সপ্তম বেতন কমিশন।এখানেই শেষ নয়, কাকদ্বীপের সভায় দাঁড়িয়ে আরও বহু প্রতিশ্রুতি দিয়েছেন শাহ। সেই সঙ্গে আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

আরও একবার জোর গলায় বলেছেন, বাংলায় ডাবল ইঞ্জিন সরকারই গড়া হবে। এদিন সকাল ১০.‌১৫ মিনিট নাগাদ তিনি গেলেন বালিগঞ্জের ভারত সেবাশ্রম সঙ্ঘে। সেখানে স্বামী প্রণবানন্দজি মহারাজের ছবিতে আরতি করলেন। তাঁর জন্য একটি সভার আয়োজন করা হয়। সেখানে বক্তৃতা করলেন শাহ। বললেন, ‘‌শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে স্বামী প্রণবানন্দজির গভীর যোগ ছিল। তিনি যে দেশ তৈরির পরিকল্পনা করেছিলেন, বর্তমান ভারত সরকার সেই বার্তা দেশের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেবে।’‌ 

বঙ্গ দখলের নয়া রণকৌশল, ১১০ ‘কঠিন’ আসনের দায়িত্বে বিজেপির ২২ কেন্দ্রীয় নেতা -দৈনিক সংবাদ প্রতিদিন

বাংলা দখলে মরিয়া বিজেপি। সেই কারণে আটঘাঁট বেঁধে মাঠে নেমেছে গেরুয়া শিবির। রাজ্যের ভোটারদের সঙ্গে দলের যোগাযোগ বাড়াতে নিত্যনতুন রণকৌশল নিচ্ছে তারা। সেই নীলনক্সার অঙ্গ হিসেবে এবার এ রাজ্যের গুরুত্বপূর্ণ ১১০ বিধানসভা কেন্দ্রের দায়িত্ব দেওয়া হয়েছে ২২ সংগাঠনিক নেতাকে। যাঁদের মূল কাজ, বিধানসভা কেন্দ্রের কাছে দলের আদর্শকে পৌঁছে দেওয়া। ভোটারদের মন বোঝা।

গত কয়েক বছর ধরেই বাংলা নিজেদের সংগঠনকে শক্ত করছে গেরুয়া শিবির। সেই উদ্যোগের ফল মিলেছে গত লোকসভা নির্বাচনে। রাজ্যের শাসকদল তৃণমূলকে কড়া টক্কর দিয়ে ১৮টি লোকসভা আসন দখল করেছে নরেন্দ্র মোদির দল। তার পর থেকেই বিধানসভা নির্বাচনে এ রাজ্যে পালাবদল করতে মরিয়া গেরুয়া শিবির। সেই উদ্দেশ্যে ঘনঘন বাংলায় আসছেন বিজেপি নেতা-মন্ত্রীরা। রাজ্যের নেতা-কর্মীদের রীতিমতো হোমওয়ার্ক দিচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ও তাঁর পূর্বসূরী অমিত শাহ। তবে ১১০ টি আসনের জন্য নতুন পরিকল্পনা নিচ্ছে বিজেপি।

সূত্রের খবর, বাংলায় সরকার গড়তে বিজেপির পথের কাঁটা ১১০টি আসন। মূলত কলকাতা ও তার আশপাশের এলাকার কিছু বিধানসভা কেন্দ্র নিয়ে চিন্তিত গেরুয়া শিবির। সেই আসনগুলিতে পদ্মফুল ফোটাতে এবার নয়া রণকৌশল নিয়েছে বিজেপি। বিভিন্ন রাজ্যের ২২ জন পোড়খাওয়া সাংগঠনিক নেতাকে দায়িত্ব দেওয়া হচ্ছে এই ১১০ আসনের। সূত্রের খবর, ইতিমধ্যে ভারচুয়াল বৈঠকে ওই নেতাদের দায়িত্বে বন্টনের কথা জানিয়ে দিয়েছেন বিজেপির যুগ্ম সাধারণ সম্পাদক শিব প্রকাশ। আগামী ২৫-২৬ ফেব্রুয়ারি তাঁদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা।

 পার্সটুডে/এমবিএ/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ