মার্চ ০৩, ২০২১ ১৪:৪৬ Asia/Dhaka

শ্রোতা/পাঠক!৩ মার্চ বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • ভ্যাকসিন কিনতে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে: প্রধানমন্ত্রী -ইত্তেফাক
  • জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর –প্রথম আলো
  • কেমন আছেন খালেদা জিয়া-প্রথম আলো
  • সিইসির লজ্জা থাকলে মাহবুব তালুকদারের সমালোচনা করতেন না-রিজভী-কালের কণ্ঠ
  • স্বাধীনতাবিরোধীদের সঙ্গে মিলে বিএনপির স্বাধীনতা দিবস পালন তামাশা-কাদের-যুগান্তর
  • খালেদা জিয়ার দণ্ড স্থগিত চেয়ে আবেদন– মানবজমিন
  • রাজধানীতে ২৪ ঘন্টায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫২ জন-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • নন্দীগ্রাম থেকেই লড়বেন, শিবরাত্রির দিন মনোনয়ন জমা করবেন মমতা-আনন্দবাজার পত্রিকা
  • বুলন্দশহরে ১২ বছরের কিশোরীর দেহ উদ্ধার গর্তে!‌ যোগীরাজ্যে মেয়েদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন -আজকাল
  • ‘জরুরি অবস্থা ভুল সিদ্ধান্ত ছিল’, সাড়ে চার দশক পর ঠাকুমার ‘ভুল’ মানলেন রাহুল-সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১. অবশেষে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। বিষয়টিকে কিভাবে দেখছেন?

২. পরমাণু সমঝোতা নিয়ে আর কোনো আলোচনা নয়। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনকে একথা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি। তাহলে পরমাণু সমঝোতা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের পথ কি বন্ধ হয়ে গেল?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

ভ্যাকসিন কিনতে পর্যাপ্ত বরাদ্দ রাখতে হবে: প্রধানমন্ত্রী-ইত্তেফাক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে খাদ্য নিরাপত্তায়। কোনোভাবেই খাদ্য উৎপাদন ব্যাহত হতে দেওযা যাবে না। নিত্যপ্রয়োজনীয় পণ্যের যেন সংকট তৈরি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।

প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশ -মানবজমিন

জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশ

জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক সমাবেশ  হয়েছে।  আজ সকাল সাড়ে ১১টায় সমাবেশটি শুরু হয়। রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমেদসহ সকল হত্যার বিচার ও ভিন্নমত, সমালোচনা, গণমাধ্যম দমনের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এই নাগরিক সমাবেশের আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা, পুলিশের বাধা-২৬শে মার্চের মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি-মানবজমিন

প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধা

রাষ্ট্রীয় হেফাজতে লেখক মুশতাক আহমেদসহ সকল হত্যার বিচার ও ভিন্নমত, সমালোচনা, গণমাধ্যম দমনের ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করেছেন বিশিষ্ট নাগরিক ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। তবে পদযাত্রাটি জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শুরু হয়ে পরিবাগ মোড়ে এলে পুলিশের বাধার মুখে পড়ে। এসময় পুলিশ সড়কে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয়। তখন সমাবেশ করে আগামী ২৬শে মার্চের মধ্যে সরকারকে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের আল্টিমেটাম দেন তারা।

জামিন পেলেন কার্টুনিস্ট কিশোর-প্রথম আলো/ইত্তেফাক/ডেইলি স্টার

কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর

জামিন পেলেন ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাগারে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর। বুধবার (৩ মার্চ) তাকে ছয় মাসের জামিন দেন হাইকোর্ট।অসুস্থতা ও দীর্ঘদিন কারাগারে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। আদালতে কিশোরের পক্ষে জ্যের্তিময় বড়ুয়া শুনানি করেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডিএজি সারওয়ার হোসেন বাপ্পী।

কার্টুন আঁকার অপরাধে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার হয়ে ৩০০ দিন কারাবন্দি থাকার পর কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

আজ বুধবার বিচারপতি এম এনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের জন্যে কিশোরের জামিন মঞ্জুর করে আদেশ দেন। গত ১ মার্চ কিশোরের জামিন আবেদনের আদেশের জন্যে আজকের দিন নির্ধারণ করেন আদালত। এর আগে কিশোরের জামিন আবেদন ছয় বার আদালতে নাকচ হয়েছে।

আদালতে কিশোরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি কিশোর অসুস্থ। তাকে টর্চার করা হয়েছে। তার ডান কান অকেজো হয়ে গেছে। শুনতে পান না।’

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সরওয়ার হোসেন বাপ্পী। দুই পক্ষের শুনানি শেষে আদালত বলেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে বিষয়টি দেখতে বলা হয়েছিল। আসামিপক্ষের আইনজীবীও দেখেছেন। আমরা এখন মেরিটের মধ্যে না গিয়ে, তিনি যেহেতু দীর্ঘ দিন ধরে বন্দি আছেন এবং পুনঃতদন্ত দেওয়া হয়েছে। আপাতত তাকে (কিশোর) ছয় মাসের জন্যে জামিন দেওয়া হলো।

কিশোরের আইনজীবী ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে কার্টুনিস্ট কিশোরকে আজ আদালত জামিন দিয়েছেন। অন্য কোনো মামলায় তিনি গ্রেপ্তার নেই। আজ আদালতের রায়ের পরে তার মুক্তিতে আর কোনো বাধা থাকলো না। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আমরা আইনি প্রক্রিয়া শেষ করার চেষ্টা করবো।’

গত বছরের মে মাসে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর ও লেখক মুশতাক আহমেদকে রাজধানীর কাকরাইল ও লালমাটিয়া থেকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। কিশোর ও মুশতাকসহ ১১ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রমনা থানায় মামলা দায়ের করা হয়।

চলতি বছরের ৪ ফেব্রুয়ারি পুলিশ কিশোর, মুশতাক ও রাষ্ট্রচিন্তার কর্মী দিদারুল ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয়। পুলিশ জানায়, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বাকি সাত আসামি— সাংবাদিক তাসনীম খলিল, সাংবাদিক সাহেদ আলম, ব্লগার আসিফ মহিউদ্দিন, জুলকারনাইন সায়ের খান, আশিক ইমরান, স্বপন ওয়াহিদ ও ফিলিপ শুমাখার বিদেশে থাকায় তাদের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা সম্ভব হয়নি।

সাইবার ট্রাইব্যুনাল গত ১০ ফেব্রুয়ারি এই মামলার পুনঃতদন্তের আদেশ দেন।

পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপপরিদর্শক ও মামলাটির নতুন তদন্তকারী কর্মকর্তা মো. আফছর আহমেদ গত ২৩ ফেব্রুয়ারি কিশোর ও লেখক মুশতাক আহমেদের তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন। এর এক দিন পরে ২৫ ফেব্রুয়ারি কারাবন্দি অবস্থায় মুশতাক আহমেদের মৃত্যুর হয়। গত ২৮ ফেব্রুয়ারি কিশোরের রিমান্ড আবেদন নামঞ্জুর করেন আদালত।

গত সোমবার (১ মার্চ) জামিন বিষয়ে আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন আদালত।

স্বাধীনতাবিরোধীদের সঙ্গে মিলে বিএনপির স্বাধীনতা দিবস পালন তামাশা: কাদের -যুগান্তর

স্বাধীনতাবিরোধীদের সঙ্গে মিলে বিএনপির স্বাধীনতা দিবস পালন তামাশা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বুধবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পরিচিতিসভায় তিনি এ কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বিএনপির সমাবেশের কারণে বাসমালিকরা জ্বালাও-পোড়াওয়ের ভয়ে বাস চালানো বন্ধ করে দেয়। এতে সরকারের কোনো হাত নেই। বিএনপি লাঠিসোটা দিয়ে পুলিশকে পেটাচ্ছে এটি জনগণ দেখছে। এটিই বিএনপির রাজনীতি। বিএনপি তাদের নেতিবাচক রাজনীতির ধারা থেকে বের হয়ে আসতে পারেনি। সাম্প্রতিক নির্বাচনে বিএনপি দেখেছে তাদের কোনো ভোট নেই, জনভিত্তি নেই। তাই তারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ না নেওয়ার পাঁয়তারা করছে।

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়াতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন-যুগান্তর

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।  করোনা পরিস্থিতিতে খালেদা জিয়ার চিকিৎসা ঠিকমতো করতে না পারায় তার পরিবারের পক্ষ থেকে সাজা স্থগিতের মেয়াদ আরও বাড়ানোর আবেদন করা হয়। 

মঙ্গলবার স্বরাষ্ট্রমন্ত্রণালয় বরাবর এ আবেদন করা হয়।  বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দফতর থেকে যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গত বছরর ২৫ মার্চ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতে পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়ার সাজা স্থগিত করে তাকে ছয় মাসের জন্য মুক্তি দেওয়া হয়।  এরপর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিতের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হয়। 

মুক্তির পর থেকেই গুলশানের বাসভবন ফিরোজায় আছেন খালেদা জিয়া। সেখানেই চলছে তার চিকিৎসা।  তবে কোভিড-১৯ পরিস্থিতির কারণে খালেদা জিয়ার চিকিৎসা ব্যহত হচ্ছে, এমনটা জানিয়ে তার পরিবার  সাজা স্থগিতের মেয়াদ বৃদ্ধির জন্য পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবারও আবেদন করেছে।  

এ বিষয়ে জানতে খালেদা জিয়ার বোনি সেলিমা ইসলামকে ফোন দিয়ে তার সাড়া পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে দুই বছরের বেশি সময় ধরে কারাগারে ছিলেন খালেদা জিয়া। এর মধ্যে ১১ মাস তিনি বিএসএমএমইউতে চিকিৎসাধীন ছিলেন। বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে ২০০৮ সালে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগ মামলা দায়ের হয়।জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট সর্ম্পকিত দুটি দুর্নীতির মামলায় ১৭ বছরের সাজা নিয়ে খালেদা জিয়া কারাভোগ করছিলেন।

কেমন আছেন খালেদা জিয়া

আর প্রথম আলো লিখেছে-স্বজনদের সঙ্গেই সময় কাটে বিএনপি চেয়ারসন বেগম খালেদা জিয়ার। তবে তাঁর শারীরিক অবস্থা গত এক বছরে অবনতি হয়েছে বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত  চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। তিনি কারও সাহায্য ছাড়া চলাফেরা বা নিজের কোনো কাজই করতে পারে না। গুলশানে ফিরোজা নামের বাড়িতে  তিনি এখন থাকেন। চিকিৎসার বলছেন ৭৬ বছর বয়সী খালেদা জিয়ার রিউমটয়েড আর্থ্রাইটিস, ডায়াবেটি, উচ্চ রক্তচাপ, চোখের প্রদাহ, হৃদরোগ সমস্যাসহ নানা রকম শারীরিক জটিলতা রয়েছে। দোতালা বাড়ি, মূল ফটক ও দেয়ালের ওপর কাঁটাতারের বেড়া। সেখানে মাঝেমধ্যে খালেদা জিয়ার ছোটোভাই, বোন কিংবা ভাইয়ের স্ত্রী আসেন দেখা করতে। এছাড়া আসেন চিকিৎসকরা। দলীয় নেতা-কর্মীদের দেখা যায় না এখানে বলে জানান নিরাপত্তা রক্ষীরা।

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

‘জরুরি অবস্থা ভুল সিদ্ধান্ত ছিল’, সাড়ে চার দশক পর ঠাকুমার ‘ভুল’ মানলেন রাহুল-সংবাদ প্রতিদিন

রাহুল গান্ধী

ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে কালো দাগ হয়ে থাকবে জরুরি অবস্থা। এতদিন একথা বলত বিজেপি। এবার খোদ কংগ্রেস নেতা রাহুল গান্ধীই (Rahul Gandhi) স্বীকার করলেন, তাঁর ঠাকুমার নেওয়া সেই সিদ্ধান্ত একেবারেই ঠিক ছিল না। তবে, রাহুলের অভিযোগ বর্তমান বিজেপি সরকারের আমলে দেশের অবস্থা কোনও কোনও ক্ষেত্রে সেসময়ের থেকেও খারাপ। এখন স্বশাসিত সংস্থাগুলির কাজে সরকার যেভাবে হস্তক্ষেপ করছে, সেটা জরুরি অবস্থাতেও হতো না বলে দাবি কংগ্রেস নেতার।

বুলন্দশহরে ১২ বছরের কিশোরীর দেহ উদ্ধার গর্তে!‌ যোগীরাজ্যে মেয়েদের সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন-আজকাল

যোগী আদিত্যনাথ মেয়েদের সুরক্ষা নিয়ে পশ্চিমবঙ্গকে জ্ঞান দিয়ে যাওয়ার পরদিনই ফের আইন–শৃঙ্খলা পরিস্থিতির দৈন্যদশা ফুটে উঠল উত্তরপ্রদেশে। ধর্ষণের ঘটনায় ফের একবার শিরোনামে উত্তরপ্রদেশ। নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বুলন্দশহরে। টানা ৬ দিন নিখোঁজ থাকার পর ১২ বছরের এক কিশোরীর দেহ উদ্ধার হল তাঁর বাড়ির নিকটে ১০০ মিটার দূরে অবস্থিত একটি গর্ত থেকে। মেয়েটির দেহে আঘাতের চিহ্ন মিলেছে। গত ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যার পর থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না কিশোরীটিকে। ২৮ ফেব্রুয়ারি তাঁর বাবা–মা থানায় নিখোঁজের ডায়েরি করেন। পুলিশের প্রাথমিক তদন্তে যে বিষয়টি উঠে এসেছে তা হল, মূল সন্দেহভাজন হিসেবে হরেন্দ্র নামে একজন ২২ বছর বয়সী যুবককে চিহ্নিত করা গেছে, সে দিল্লিতে শ্রমিক হিসাবে কাজ করেন। ঘটনার দিন সন্ধ্যায় মেয়েটি নিখোঁজ হওয়ার সময় সে বাড়িতে থাকলেও তারপর সেখান থেকে সে পালিয়ে গেছে বলেই অনুমান করা হচ্ছে। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। বুলন্দশহরের জেলাশাসক রবীন্দ্র কুমার বলেছেন,  মৃতদেহ দেখে অনুমান করা হচ্ছে মেয়েটিকে খুন করা হয়েছে। ধর্ষণ করেই মারা হয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট এলেই পরিষ্কার ভাবে বোঝা যাবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন।

এদিকে,ঘরে ঢুকে যুবতীর উপর ছুরি চালাল পরিচিত পুরুষ সঙ্গী!‌ সাইবারাবাদে নারী সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন।

নন্দীগ্রাম থেকেই লড়বেন, শিবরাত্রির দিন মনোনয়ন জমা করবেন মমতা-আনন্দবাজার পত্রিকা/আজকাল

নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে আগেই ঘোষণা করেছিলেন তিনি। অবশেষে কথা রাখলেন। নন্দীগ্রাম কেন্দ্র থেকেই এবার ভোটে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ১১ মার্চ, শিবরাত্রির দিন মনোনয়নপত্র জমা করবেন। 

আজ, বুধবার প্রার্থী তালিকা ঘোষণা করবে তৃণমূল। সেখানে নন্দীগ্রামের প্রার্থী হিসেবে থাকবে মমতার নাম। পশ্চিমবঙ্গে রাজনৈতিক পট পরিবর্তনের নেপথ্যে রয়েছে এই নন্দীগ্রাম। সিপিএম সরকারের পুলিশের গুলিতে নিহত হন ১৪ জন। সেই নিয়েই মমতার আন্দোলনের শুরু। গত বিধানসভা নির্বাচনে এই নন্দীগ্রাম থেকে ভোটে জিতে মন্ত্রী হয়েছিলেন শুভেন্দু অধিকারী। মাস কয়েক আগে মন্ত্রিত্ব ছেড়েছেন। তার পর তৃণমূল ছেড়ে বিজেপি–তে যোগ দিয়েছেন। 

যেদিন মমতা ঘোষণা করেন, তিনি নন্দীগ্রাম থেকে লড়বেন, তার পরেই শুভেন্দু হুঁশিয়ারি দেন, ‘নন্দীগ্রামে মাননীয়াকে আধ লাখ ভোটে হারাব।’‌ মমতা বলেন, তিনি শুধু নন্দীগ্রাম নয়, ভবানীপুরেও দাঁড়াবেন। সেই নিয়ে চ্যালেঞ্জ ছোঁড়েন শুভেন্দু। বলেন, ‘শুধু নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়ান।’‌ একই সঙ্গে বিজেপি–র তুরুপের তাস মেরুকরণও শুরু করেন। সংখ্যালঘু ভোটের কথা উল্লেখ করে বলেন, ‘৬২ হাজার ভোটের ভরসায় প্রার্থী হতে চাইছেন মাননীয়া। বাকি সব ভোট আমরা পাব।’

তৃণমূল জানে, এই মেরুকরণের চেষ্টা করে যাবে বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, তাই শিবরাত্রির দিনটিকেই মনোনয়ন পেশের জন্য বেছে নিচ্ছেন সুপ্রিমো। খবর, নন্দীগ্রামের ওই আসনে প্রার্থী হতে পারেন শুভেন্দু। অন্যদিকে বাম জোট সংখ্যালঘু ভোটারদের কথা মাথায় রেখে আসনটি ছেড়ে দিতে পারে আইএসএফ–কে। তাই কঠিন এই লড়াই জিততে সংখ্যালঘুদের পাশাপাশি হিন্দুদের মন পেতেও সচেষ্ট তৃণমূল।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।


 

ট্যাগ