এপ্রিল ০২, ২০২১ ১৭:৩৩ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

প্রিয় পাঠক/শ্রোতা! ২ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতেই ঢাকা ও কোলকাতা থেকে প্রকাশিত প্রধান প্রধান বাংলা দৈনিকের গুরুত্বপূর্ণ কিছু শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • মেডিকেল ভর্তি পরীক্ষা-কেন্দ্রের বাইরে ভিড়, স্বাস্থ্যবিধি উপেক্ষা–প্রথম আলো
  • সপরিবারে আগুন নেভানোর প্রশিক্ষণ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর
  • স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর -ইত্তেফাক
  • পাঁচ হাসপাতাল ঘুরে এম্বুলেন্সেই মারা গেলেন রোগী– মানবজমিন
  • করোনায় আক্রান্ত স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা -সমকাল
  • বন্দুক দিয়ে হেফাজতকে শান্ত করা যাবে না : মামুনুল হক -বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • প্রচারে তোপ: নন্দীগ্রামে ভোটের পর দিনই প্রচারে উত্তরবঙ্গে মমতা, দিনহাটায় সভা তৃণমূলনেত্রীর-আনন্দবাজার পত্রিকা
  • রাহুলও বিরোধী জোটের ডাক দিয়েছেন আগে’‌, মমতার চিঠিতে সাড়া কংগ্রেস ও পিডিপি–র -আজকাল
  • স্বামী করোনা আক্রান্ত হওয়ায় সেল্‌ফ-আইসোলেশনে প্রিয়াঙ্কা, সরলেন ভোট প্রচার থেকেও -সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! এবারে চলুন বাছাইকৃত কিছু খবরের বিস্তারিত জেনে নেয়া যাক। 

মেডিকেল ভর্তি পরীক্ষা-কেন্দ্রের বাইরে ভিড়, স্বাস্থ্যবিধি উপেক্ষা–প্রথম আলো

পরীক্ষার্থী ও অভিভাবকদের মুখে মাস্ক ছিল। তবে ছিল না সামাজিক দূরত্ব। মেডিকেল ভর্তি পরীক্ষা শুরুর আগে ও পরে পরীক্ষাকেন্দ্রের বাইরে পরীক্ষার্থী-অভিভাবকদের প্রচণ্ড ভিড় দেখা গেছে। করোনাভাইরাসের উচ্চ সংক্রমণের মধ্যে আজ শুক্রবার অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষার পাঁচটি কেন্দ্রে এ চিত্র দেখা গেছে।

রাজধানীসহ দেশের ১৯টি পরীক্ষাকেন্দ্রের ৫৫টি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মধুর ক্যানটিন-সংলগ্ন প্রধান গেটটি বন্ধ রেখে শুধু পকেট গেট খোলা রাখা হয়। পরীক্ষা শেষে পরীক্ষার্থী ও অভিভাবকদের সরু পকেট গেট দিয়ে ঠেলাঠেলি করে বের হতে দেখা গেছে। কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বললেও কোনো ব্যবস্থা নেয়নি। কোনো ধরনের স্বাস্থ্যসচেতনতামূলক পদক্ষেপ নেয়নি। প্রধান গেটটি খোলা থাকলেও বের হওয়ার সময় এতটা গাদাগাদি হতো না।

সপরিবারে আগুন নেভানোর প্রশিক্ষণ নিলেন স্বরাষ্ট্রমন্ত্রী-দৈনিক যুগান্তর

বাসায় আগুন লাগলে প্রাথমিক করণীয়গুলো জেনে নিতে পরিবারসহ মহড়ায় অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শুক্রবার সকালে ধানমণ্ডিতে নিজের বাসায় ফায়ার সার্ভিসের ওই মহড়ায় তারা অংশ নেন। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে ও ছেলের স্ত্রী, মেয়ে এবং বাসার কর্মকর্তা-কর্মচারী সবাই অংশ নেন মহড়ায়। 

ফায়ার সার্ভিসের ঢাকা অঞ্চলের একজন সহকারী পরিচালকের নেতৃত্বে ২৫ সদস্যের একটি দল এ মহড়া পরিচালনা করে।

২ ঘণ্টা সময়ের মহড়ায় বহনযোগ্য অগ্নিনির্বাপণ যন্ত্রের বাস্তব ব্যবহার, এলপি গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে আগুন নেভানোর পদ্ধতি, হাতেকলমে আগুন নেভানোর বিভিন্ন পদ্ধতিসহ ফায়ার সচেতনতা প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রত্যেকেরই ফায়ার সার্ভিসের প্রাথমিক জ্ঞান থাকা উচিত বলে এ সময় মন্তব্য করেন আসাদুজ্জামান খাঁন কামাল।

স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর -ইত্তেফাক

করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে খেলাধুলা চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসের উদ্বোধন করতে এসে তিনি এ আহ্বান জানান। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যোগ দেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের এই আয়োজনটা ছিল মুজিব শতবর্ষ উপলক্ষে ২০২০ সালে। করোনার কারণে হঠাৎ তখন স্থগিত করে এবার আয়োজন করছি। যদিও আবার নতুন করে করোনা দেখা দিয়েছি। আমি চাইবো সকলে স্বাস্থ্য সুরক্ষার দিকটা নজরে রেখে, সমস্ত খেলা নিশ্চিত করবেন।

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধু গেমসের মশাল প্রজ্জ্বালন হয়েছে টুঙ্গিপাড়া থেকে। যে মাটিতে জাতির জনক বঙ্গবন্ধু জন্মগ্রহণ করেছিলেন, সে মাটিতেই তিনি ঘুমিয়ে আছেন। সেখান থেকে গেমসের মশাল প্রজ্বালিত হয়, পরে তা ঢাকা নিয়ে আসে। এ জন্য সকলকে ধন্যবাদ জানাই।’

 

শ্বাসকষ্টের রোগী মায়ের অক্সিজেন সাপোর্টের জন্য ছেলে একের পর এক ঘুরেছেন পাঁচ হাসপাতাল। কোথাও পাননি অক্সিজেন সাপোর্ট। শেষ পর্যন্ত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সেই মৃত্যুর কোলে ঢলে পড়েন মা। মায়ের লাশ জড়িয়ে আজাহারি করছিলেন ছেলে রায়হান। আজ বেলা ১১টার দিকে মুগদা হাসপাতালের সামনে এ দৃশ্য চোখে পড়ে।  জানা গেছে, রাজধানীর উত্তরখানের বাসিন্দা মনোয়ারা বেগমকে (৫৫) নিয়ে তার ছেলে রায়হান একের পর এক রাজধানীর পাঁচটি হাসপাতালে যায়। কিন্তু, কোনো হাসপাতালই তাকে জরুরি অক্সিজেন সাপোর্ট দিতে পারেনি। পরে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্সেই ওই মায়ের মৃত্যু হলে কান্নায় ভেঙে পড়েন তার ছেলে।

করোনায় আক্রান্ত স্বাস্থ্যের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা -সমকাল

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। করোনার টিকা নিয়েও করোনায় আক্রান্ত হলেন তিনি।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানিয়েছে, নাসিমা সুলতানা বর্তমানে আইসোলেশনে আছেন। তিনি চিকিৎসকের পরামর্শ মেনে চলছেন। তবে তার বিশেষ কোনো শারীরিক সমস্যা দেখা দেয়নি। অধ্যাপক নাসিমা সুলতানা দেশের প্রথম পাঁচ টিকাগ্রহণকারীর একজন। গত ২৭ ও ২৮ জানুয়ারি দেশে পরীক্ষামূলকভাবে করোনার টিকা দেওয়া হয়। নাসিমা সুলতানা ২৭ জানুয়ারি টিকা নিয়েছিলেন।

তাকে নিয়ে গত ১৫ দিনে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা, কর্মচারী করোনায় সংক্রমিত হয়েছেন বলে স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়।

বন্দুক দিয়ে হেফাজতকে শান্ত করা যাবে না : মামুনুল হক -বাংলাদেশ প্রতিদিন

পূর্বঘোষিত কর্মসূচি হিসেবে রাজধানীর বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ চলছে। আজ শুক্রবার জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেটে এ বিক্ষোভ সমাবেশ কর্মসূচি শুরু হয়। সমাবেশে সংগঠনটির নেতা মাওলানা মামুনুল হক বলেন, ‘কেউ যদি চিন্তা করেন, বন্দুকের নল দিয়ে হেফাজত ইসলামকে শান্ত করে ফেলবেন তাদের বলব, আপনারা বোকার স্বর্গে বাস করছেন।’

তিনি আরও বলেন, ‘আমি বিশ্ব মানবাধিকার কর্মীদের কাছে বলতে চাই, গোয়েন্দা সংস্থাগুলোকে বলতে চাই- যথাযথ তদন্ত করুন। পুলিশি হেফাজতে থাকা আমার কর্মীদের ওপর হামলা করা হয়েছে। আমরা এসব হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানাই। যারা আমাদের ওপর হামলা করেছে তারা কীভাবে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে আমি তার জবাব চাই।’

প্রচারে তোপ: নন্দীগ্রামে ভোটের পর দিনই প্রচারে উত্তরবঙ্গে মমতা, দিনহাটায় সভা তৃণমূলনেত্রীর-আনন্দবাজার পত্রিকা

নন্দীগ্রামে ভোটের পরদিনই প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার উত্তরবঙ্গে প্রচার শুরু করলেন মমতা। কোচবিহারের দিনহাটায় প্রথম সভা। বললেন, ‘‘নন্দীগ্রামের মানুষকে অভিনন্দন। নন্দীগ্রামে ভোট দেখে বলতে পারি আপনারা জয়ের দিকে তাকিয়ে থাকুন। দু’দফায় ৬০টি কেন্দ্রে ভোট হয়েছে। এর মধ্যে ৫০টিতে আমিই জিতছি।’’

শুক্রবার সকাল সওয়া ৯টা নাগাদ নন্দীগ্রাম ছাড়েন তৃণমূলনেত্রী। সেখান থেকে আসেন কলকাতা বিমানবন্দর। তারপর বাগডোগরা হয়ে পৌঁছন দিনহাটায়। এখান থেকে নাটাবাড়িতে জনসভা করে যাবেন আলিপুরদুয়ারে। সেখানেও একটি জনসভা করে ফিরবেন শিলিগুড়ি।

রাহুলও বিরোধী জোটের ডাক দিয়েছেন আগে’‌, মমতার চিঠিতে সাড়া কংগ্রেস ও পিডিপি–র -আজকাল

সম্প্রতি বাংলায় বিধানসভা নির্বাচনের মাঝে ১৪টি ‘‌অবিজেপি’ দলকে চিঠি লিখে যে ‘‌বিকল্প’ ঐক্যবদ্ধ জোট গড়ার ডাক দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। রাহুল গান্ধীও বহু দিন ধরেই বিরোধী জোট গড়ার ডাক দিয়ে আসছেন। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জির চিঠির বক্তব্যে সহমত পোষণ করে দলের অবস্থান তুলে ধরল কংগ্রেস।মমতার চিঠি প্রসঙ্গে কংগ্রেসের মুখপাত্র রাজীব শুক্লাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান, ‘অনেকদিন ধরেই ‌বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছে কংগ্রেস। বিজেপির আক্রমণ থেকে সংবিধানকে রক্ষার কথা বহুদিন ধরেই বলে আসছেন রাহুল গান্ধী। রুখে দাঁড়াতে তিনিও জাতীয় স্তরে ঐক্যবদ্ধভাবে জোট বেঁধে লড়াইয়ের কথা বলেছেন।’‌ সংবিধানের উপর গেরুয়া আক্রমণের বিরুদ্ধে রাজঘাটেও একদিনের ধর্না দিয়েছিল কংগ্রেস, তাও মনে করিয়ে দেন তিনি। কিন্তু বাংলার বিধানসভা ভোটে তৃণমূলের প্রতিপক্ষ কংগ্রেস। বাম এবং আইএসএফ সঙ্গে জোট বেঁধে লড়াইয়ে নেমেছে তারা। এই পরিস্থিতিতে সোনিয়াকে মমতার চিঠি যথেষ্ঠই তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। সূত্রের খবর, সোনিয়া নিজেও ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং মমতার সঙ্গেও এবিষয়ে বৈঠক করেছেন। বাংলার মুখ্যমন্ত্রীর চিঠি প্রসঙ্গে পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও টুইটারে লেখেন, ‘‌আমি মমতার সঙ্গে সহমত। সংবিধানের ভিত্তি যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে ধ্বংস করতে চাইছে কেন্দ্র। এই পরিস্থিতিতে দেশের গণতন্ত্র বাঁচাতে বিরোধীদের একজোট হওয়া অবশ্যই জরুরি।’‌ 

স্বামী করোনা আক্রান্ত হওয়ায় সেল্‌ফ-আইসোলেশনে প্রিয়াঙ্কা, সরলেন ভোট প্রচার থেকেও -সংবাদ প্রতিদিন

দেশে বাড়তে থাকা করোনার (Coronavirus) থাবা এবার গান্ধী পরিবারে। করোনা আক্রান্ত রবার্ট বঢরা। যার জন্য শুক্রবার থেকে সেল্‌ফ-আইসোলেশনে চলে গেলেন স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা (Priyanka Gandhi Vadra)। তাঁর স্বামী  প্রিয়াঙ্কার করোনা পরীক্ষা হলেও রিপোর্ট নেগেটিভ এসেছে। কিন্তু চিকিৎসকদের পরামর্শ মেনে তিনি আইসোলেশনে। ফলে অসম, তামিলনাড়ু, কেরলের নির্বাচনী (assembly Polls) প্রচার থেকে আপাতত নিজেকে সরিয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা।

শুক্রবার একটি ভিডিও টুইট করেছেন প্রিয়াঙ্কা। সেখানে তিনি নিজের করোনা নেগেটিভ হওয়ার কথা জানিয়েছেন। ভোট প্রচারে থাকতে না পারার জন্য দুঃখ প্রকাশ করে কংগ্রেস প্রার্থীদের জয় কামনা করেছেন প্রিয়াঙ্কা। আগামী কয়েক দিন অসম, তামিলনাড়ু, কেরলে একের পর এক কর্মসূচি ছিল তাঁর। আপাতত সব বাতিল করা হয়েছে। এর আগে রবার্ট বঢরা নিজের ফেসবুক পেজ থেকে জানান, তিনি করোনা আক্রান্ত।#

পার্সটুডে/ বাবুল আখতার/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক য়ে অ্যাকটিভ থাকুন।

 

 

ট্যাগ