কথাবার্তা:
নিম্ন আয়ের পরিবারে সরাসরি অর্থ পাঠানো হবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রিয় পাঠক/শ্রোতা! সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ৩০ এপ্রিল শুক্রবারের কথাবার্তার আসরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি বাংলাদেশ ও ভারতের কয়েকটি পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম। তারপর যাবো বিস্তারিত খবরে। প্রথমেই বাংলাদেশের পত্রিকার শিরোনাম।
- গণপরিবহন চালুর দাবিতে রোববার বিক্ষোভ: প্রথম আলো
- পত্রিকাটির আরেকটি শিরোনাম: করোনা নিয়ে সরকার ব্যবসা করছে: ফখরুল
- পাশে দাঁড়ানোয় বাংলাদেশকে ধন্যবাদ জানাল ভারত: ইত্তেফাক
- নিম্ন আয়ের পরিবারে সরাসরি অর্থ পাঠানো হবে রবিবার থেকে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: এটিও ইত্তেফাকের আরেকটি শিরোনাম
- মিয়ানমারের জেল-মুক্ত রোহিঙ্গাদের অনুপ্রবেশ: মানব জমিন
- এক বছর পিছিয়ে গেল নতুন শিক্ষাক্রম: নয়াদিগন্ত
এবারে কোলকাতার পত্রিকার শিরোনাম:
- দেশে লাগামছাড়া সংক্রমণ, ২৪ ঘণ্টায় করোনার বলি প্রায় সাড়ে তিন হাজার: সংবাদ প্রতিদিন
- বাংলা নিয়ে স্পষ্ট দিশা নেই বুথফেরত সমীক্ষায়, বাকিটা প্রত্যাশিত: আনন্দবাজার পত্রিকা
শিরোনাম সংবাদের পর এবারে যাওয়া যাক বিস্তারিত খবরে।
গণপরিবহন চালুর দাবিতে রোববার বিক্ষোভ: এই খবরটি প্রায় সকল পত্রিকাতেই এসেছে। প্রথম আলো জানিয়েছে, গণপরিবহন চালুর দাবিতে রোববার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এ ছাড়া আগামী মঙ্গলবার সারা দেশে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি করবেন বলেও ঘোষণা দেন পরিবহনশ্রমিকেরা।

আজ (শুক্রবার) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে গণপরিবহন চালুর দাবি জানায় সংগঠনটি। তাঁরা বলছেন, সবকিছু চালু রেখে গণপরিবহন বন্ধ রাখায় ৫০ শতাংশ পরিবহন শ্রমিক কর্মহীন হয়েছেন। অর্ধাহারে-অনাহারে থাকা শ্রমিকদের মধ্যে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সংগঠনটির সাধারণ সম্পাদক ওসমান আলী সংবাদ সম্মেলনে বলেন, দেশের সড়কপথের পরিবহনগুলোতে প্রতিদিন ৫০ লাখ পরিবহনশ্রমিক কাজ করেন।
পত্রিকাটির আরেকটি শিরোনাম: করোনা নিয়ে সরকার ব্যবসা করছে: ফখরুল বিস্তারিত খবরে পত্রিকাটি লিখেছে: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, সরকারের কারও কাছে জবাবদিহি নেই। জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক নেই। তাই আজকে করোনাভাইরাস নিয়ে সরকার ব্যবসা করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে ‘গুম-খুন-নির্যাতিত’ পরিবারকে ঈদের শুভেচ্ছা বিতরণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সরকারের উদ্দেশে বিএনপির মহাসচিব বলেন, সরকার ঘোলা করে পানি খায়। এদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। এদের হাত থেকে পরিত্রাণ পেতেই হবে।
পাশে দাঁড়ানোয় বাংলাদেশকে ধন্যবাদ জানাল ভারত:

ইত্তেফাক এই শিরোনামে লিখেছে: করোনা পরিস্থিতি মোকাবিলায় ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। এজন্য বৃহস্পতিবার ধন্যবাদ জানিয়েছে টুইট করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি শেয়ার করে হাইকমিশনের টুইটে লেখা হয়েছে, সংহতি প্রকাশ এবং সহযোগিতা সম্প্রসারিত করার জন্য ধন্যবাদ। আমরা আত্মবিশ্বাসী যে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কোভিড-১৯ জয় করতে পারবে। অন্যদিকে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতকে করোনাভাইরাস মোকাবিলায় জরুরি ওষুধ এবং চিকিৎসা সামগ্রী দিতে চায় বাংলাদেশ।
নিম্ন আয়ের পরিবারে সরাসরি অর্থ পাঠানো হবে রবিবার থেকে, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী:

ইত্তেফাক এই শিরোনামে আরও জানিয়েছে: করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত ৩৫ লাখ নিম্ন আয়ের পরিবারগুলোতে রবিবার থেকে সরাসরি নগদ অর্থ প্রেরণ শুরু হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করবেন। বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জীবন রক্ষার্থে দেশের সব জনগণকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হচ্ছে। এর ফলে নিম্ন আয়ের শ্রমজীবী এবং অপ্রাতিষ্ঠানিক কাজে নিয়োজিত বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। করোনা ভাইরাসজনিত কারণে কর্মহীনতা ও আয়ের সুযোগ হ্রাসের কবল থেকে দেশের অতিদরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
মিয়ানমারের জেল-মুক্ত রোহিঙ্গাদের অনুপ্রবেশ: মানব জমিনের শিরোনাম। এবার মিয়ানমারের জেল থেকে মুক্তি পাওয়া রোহিঙ্গারা এদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আত্মীয় স্বজনদের সাথে বসবাস শুরু করেছে। খবর পেয়ে ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা কয়েকজনকে আটক করে। জানা যায়, ২০১৭ সনে মিয়ানমারে সহিংসতা চলাকালে সে দেশের পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলহাজতে ছিল ওই ছয় জন রোহিঙ্গা।

এক বছর পিছিয়ে গেল নতুন শিক্ষাক্রম: নয়াদিগন্ত বিস্তারিত খবরে লিখেছে: প্রাক-প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক পর্যন্ত নতুন শিক্ষাক্রম প্রণয়নের কাজ আরো এক বছর পিছিয়ে গেল। এর ফলে আগামী বছরো নতুন শিক্ষাক্রমে বই পাবে না শিক্ষার্থীরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রস্তাবিত নতুন শিক্ষাক্রমে ২০২২ সালে মাধ্যমিক স্তরের ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে পরীক্ষামূলকভাবে নতুন শিক্ষাক্রমের কাজ হবে। এরপর ২০২৩ সালে গিয়ে এই দু’টি শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন শিক্ষাক্রমের বই দেয়া হবে। বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

এবারে কোলকাতার কটি খবর বিস্তারিত:
দেশে লাগামছাড়া সংক্রমণ, ২৪ ঘণ্টায় করোনার বলি প্রায় সাড়ে তিন হাজার: সংবাদ প্রতিদিন
রূপ বদলে আরও প্রাণঘাতী হয়ে উঠেছে নোভেল করোনা ভাইরাস। মাত্র মাস খানেকের ব্যবধানেই দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ থেকে বেড়ে ৪ লক্ষের দোরগোড়ায় এসে হাজির। তারই মধ্যে ভ্যাকসিন, ওষুধ, অক্সিজেনের ঘাটতি মেটাতে নাজেহাল অবস্থা কেন্দ্রর। সব মিলিয়ে গত বছরের থেকেও ভয়ংকর অবস্থার সাক্ষী দেশবাসী। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৮৬ হাজার ৪৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। এদিকে একদিনে এই মারণ ভাইরাসে প্রাণ হারালেন ৩,৪৯৮ জন। দেশে এখনও পর্যন্ত করোনার বলি ২ লক্ষ ০৮ হাজার ৩৩০ জন।

বাংলা নিয়ে স্পষ্ট দিশা নেই বুথফেরত সমীক্ষায়, বাকিটা প্রত্যাশিত: আনন্দবাজার পত্রিকা বিস্তারিত খবরে লিখেছে: আট দফা ভোটের শেষে বুথফেরত সমীক্ষায় বাংলার ফলাফল নিয়ে কোনও স্পষ্ট দিশা পাওয়া গেল না। অধিকাংশ মূলস্রোতের সমীক্ষাতেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে। তাতে শাসক তৃণমূলকে সামান্য এগিয়ে রাখা হয়েছে। কিন্তু কোনও পক্ষই ২৯৪ আসনের বিধানসভায় দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার কাছকাছি পৌঁছতে পারেনি। ফলে ঠিকঠাক ফলাফল জানতে আগামী রবিবার পর্যন্ত অপেক্ষা করা ছাড়া উপায় নেই। বুথফেরত সমীক্ষার ইঙ্গিত মিলে গেলে সেখানেও প্রচুর সাসপেন্স থাকার অবকাশ রয়েছে।

তো শ্রোতাবন্ধুরা! কথাবার্তার আসর আজ এখানেই গুটিয়ে নিচ্ছি। কথা হবে আবারও পরবর্তী আসরে।
পার্সটুডে/এনএম/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন