জুন ০৩, ২০২১ ১৫:৪৯ Asia/Dhaka
  • একনজরে ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর

শ্রোতা/পাঠক! ৩ জুন বৃহস্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের শিরোনাম :

  • দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট উত্থাপন শুরু_ কালের কণ্ঠ
  • ভ্যাকসিন নিলেই পাবেন বিয়ার: বাইডেন-ইত্তেফাক
  • ইউরেশিয়া রিভিউয়ের প্রতিবেদন-যুক্তরাষ্ট্র-চীন বিরোধ: বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য মাথাব্যথা-মানবজমিন

  • বেসরকারি কলেজ–বিশ্ববিদ্যালয়কে কর দিতে হবে-প্রথম আলো
  • বাজেটে দরিদ্রদের সহায়তায় সরকার কিছুই করছে না: মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর
  • করোনা মোকাবেলায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ-বাংলাদেশ প্রতিদিন

ভারতের শিরোনাম:

  • ফের গোদুগ্ধে প্লাবিত দিলীপের ফেসবুক, সোনার খনি খুঁড়ে দিয়েছেন ‘ঘোষ’ নিজেই-দৈনিক আনন্দবাজার পত্রিকা
  • অফিসারদের বিরুদ্ধে হত্যার চার্জ আনা উচিত:‌ টিকাকরণে গড়িমসি নিয়ে কেন্দ্রকে একহাত কোর্টের–আজকাল
  • টিকা নিয়ে ক্ষতি হলে দায় সংস্থার নয়! কেন্দ্রের কাছে ‘রক্ষাকবচ’ চাইল সেরাম-দৈনিক সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার প্রশ্ন
১. ইউরোশিয়া রিভিউয়ের প্রতিবেদন: 
যুক্তরাষ্ট্র-চীন বিরোধ: বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য মাথাব্যথা। দৈনিক মানবজমিনের এই শিরোনাম সম্পর্কে আপনি কি বলবেন?
২.ইরানের পরমাণু কর্মসূচি প্রতিহত করা অব্যাহত থাকবে। এ কথা বলেছেন ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের নতুন প্রধান। আপনার মন্তব্য কি?

বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট উত্থাপন শুরু_ কালের কণ্ঠ

২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার জাতীয় বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করছেন তিনি। এর আগে অনুষ্ঠিত হয় মন্ত্রিসভার বিশেষ বৈঠক। জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে বিশেষ বৈঠকে আগামী অর্থবছরের নতুন বাজেট অনুমোদন করা হয়। এরপর মন্ত্রিসভায় অনুমোদিত বাজেট সংসদে উপস্থাপনের অনুমতি দিয়ে তাতে সম্মতিসূচক স্বাক্ষর করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

এবারের অর্থবছরের বাজেটের আকার বা ব্যয় ধরা হচ্ছে ছয় লাখ তিন হাজার ৬৮১ কোটি টাকা। চলতি অর্থবছরের বাজেটের আকার পাঁচ লাখ ৬৮ হাজার কোটি টাকা। সে হিসাবে বাজেটের আকার বাড়ছে ৩৫ হাজার ৬৮১ কোটি টাকা।

বেসরকারি কলেজ–বিশ্ববিদ্যালয়কে কর দিতে হবে-প্রথম আলো

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতীয় সংসদে বেলা তিনটায় বাজেট উত্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। প্রস্তাবিত বাজেটে বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ২০১০ সাল থেকে এসব প্রতিষ্ঠানের ওপর কর আরোপ করা হয়েছিল। তবে মামলার কারণে আদায় হয়নি। মামলা নিষ্পত্তি হওয়ায় এখন নতুন করে কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বাজেট প্রস্তাবে বলা হয়েছে, ‘প্রজ্ঞাপনের মাধ্যমে প্রযোজ্য সাধারণ করহার হ্রাস করে বেসরকারি বিশ্ববিদ্যালয়, বেসরকারি মেডিকেল কলেজ, বেসরকারি ডেন্টাল কলেজ, বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ বা কেবল তথ্যপ্রযুক্তি বিষয়ে শিক্ষাদানে নিয়োজিত বেসরকারি কলেজ থেকে উদ্ভূত আয়ের ১৫ শতাংশ হারে কর নির্ধারণ করা হয়েছিল। মহান এ সংসদে আমি এ করহার অর্থ আইনের মাধ্যমে ১৫ শতাংশ করার প্রস্তাব করছি।’

বাজেটে দরিদ্রদের সহায়তায় সরকার কিছুই করছে না: মির্জা ফখরুল-দৈনিক যুগান্তর

আসন্ন বাজেটে দরিদ্র জনগোষ্ঠীর সহায়তায় সরকার কিছুই করছে না বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশের আগের দিন বুধবার দুপুরে এক আলোচনাসভায় তিনি এ অভিযোগ করেন। পুরান ঢাকার জজকোর্টে ঢাকা আইনজীবী সমিতির মিলনায়তনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদতবার্ষিকী উপলক্ষ্যে আলোচনাসভায় আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ঢাকা বার ইউনিট। মির্জা ফখরুল বলেন, করোনার এ দুঃসময়ে অর্থনীতিকে সচল রাখতে হলে যে বিষয়টি সবচেয়ে বেশি দরকার তা হলো- ‘দিন আনে দিন খায়’ মানুষের জন্য সহায়তা। পত্র-পত্রিকায় বেরিয়েছে, করোনা মহামারির ফলে দারিদ্র্যসীমার নিচে এসেছে আড়াই কোটি মানুষ। আগের দরিদ্র তিন কোটি। তার মানে প্রায় ৬ কোটি মানুষ এখন দারিদ্র্যসীমার নিচে। এ মানুষগুলোকে বাঁচিয়ে রাখতে হলে, অর্থনীতিকে সচল রাখতে হলে অবশ্যই এ মানুষগুলোর ক্রয়ক্ষমতা বাড়াতে হবে। তাদের কাছে টাকা পাঠাতে হবে। কিন্তু সরকার সেটা করছে না। এখনও তারা তেলে মাথায় তেল দিচ্ছে। অর্থাৎ যাদের শিল্প কলকারখানা আছে তাদের আবারও প্রণোদনা দিচ্ছে। এই যে দিন আনে দিন খায় মানুষ তাদের কিছুই দিচ্ছে না।

ভ্যাকসিন নিলেই পাবেন বিয়ার: বাইডেন-ইত্তেফাক

যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস আগামী ৪ জুলাই। বিশেষ এই দিবসের আগেই ৭০ শতাংশ প্রাপ্ত বয়স্ক মার্কিনিকে অন্তত করোনা টিকার একটি ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর সেই লক্ষ্য পূরণে এবার নতুন চমক আনলো মার্কিন প্রশাসন। টিকা নিলেই প্রাপ্তবয়স্করা বিনামূল্যে এক বোতল করে বিয়ার পাবেন। এক ঘোষণায় এ কথা বলেছেন বাইডেন। তিনি বলেন, ‘করোনার টিকা গ্রহণ করুন এবং বিনামূল্যে বিয়ার নিয়ে যান। মহামারি থেকে মুক্তির উদযাপনে ২১ বছরের উপর সকল ভ্যাকসিন গ্রহিতাদের বিনামূল্যে বিয়ার দেওয়া হবে।’ বাইডেন আরও বলেন, ‘আপনাদের আমার প্রয়োজন। আপনারা আপনাদের পরিবার, বন্ধু, প্রতিবেশি ও সহকর্মীদের ভ্যাকসিন গ্রহণ করতে আগ্রহী করুন। ভ্যাকসিন সেন্টারে নিয়ে আসতে সাহায্য করুন। এর সুবিধাগুলো নিয়ে তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করুন। অনেক মার্কিনি এসব সামাজিক কার্যক্রমে নেমেছেন। আপনারাও নামুন।’

ইউরেশিয়া রিভিউয়ের প্রতিবেদন-যুক্তরাষ্ট্র-চীন বিরোধ: বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য মাথাব্যথা-মানবজমিন

সম্প্রতি সম্ভাব্য জোটের অংশীদার বাংলাদেশকে কোয়াডে যোগ না দেয়া নিয়ে সতর্ক করেছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং। তিনি বলেছেন, ওই জোটে যোগ দেয়ার মাধ্যমে চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হবে। কারণ, কোয়াড জোট গঠন করা হয়েছে দক্ষিণ এশিয় অঞ্চলে চীনের সম্প্রসারণকে কাউন্টার দিতে।চীনা রাষ্ট্রদূতের এই মন্তব্যের  কড়া সমালোচনা করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। এটাকে তিনি অহংকারী হিসেবে বর্ণনা করেছেন, কারণ, কোয়াড এখনও বাংলাদেশ সরকার পর্যন্ত অগ্রসর হয়নি। উপরন্তু তিনি বলেন, এতে যোগ দেয়া বা না দেয়া একেবারেই বাংলাদেশের সার্বভৌম বিষয়। চীনা রাষ্ট্রদূতের এমন ‘হস্তক্ষেপে’ চরম হতাশা প্রকাশ করেন মোমেন। তিনি ওই বিবৃতিতে আগ্রাসী এবং নিন্দনীয় বলে বর্ণনা করেন।মন্ত্রীর মতে, জোট নিরপেক্ষ নীতি মেনে চলে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এবং বাইরের প্রভাব বা চাপ থেকে সুষমভাবে তা মুক্ত।কোয়াড সম্পর্কে চীনের সতর্কতার জবাবে বাংলাদেশি পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য আমলে নিয়েছে ওয়াশিংটন। তাদের মতে, একটি দেশের পররাষ্ট্রনীতি নিয়ে তার নিজস্ব সিদ্ধান্ত নেয়ার সার্বভৌম অধিকার আছে বলে মনে করে যুক্তরাষ্ট্র। পক্ষান্তরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং হস্তক্ষেপের অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন, কোয়াডের ছদ্মবেশে একটি গ্রুপ আঞ্চলিক দেশগুলো ও চীনের মধ্যে বিভেদের বীজ বপন করছে। কোয়াডকে এমন একটি সংগঠন হিসেবে বর্ণনা করেন চুনিং, যা চীনের উত্থানের বিরুদ্ধে কাজ করছে এবং তারা আধিপত্যবাদী চর্চা করে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সঙ্গে পরবর্তী এক সাক্ষাতে রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, এক প্রশ্নের জবাবে তিনি ওই মন্তব্য করেছিলেন এবং ওই মন্তব্য ছিল একান্তই তার ব্যক্তিগত অভিমত। কিন্তু তা ভুলভাবে তুলে ধরেছে মিডিয়া। তার এই মত চীন সরকারের অবস্থান নয়।

করোনা মোকাবেলায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ-বাংলাদেশ প্রতিদিন

জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ-বছরের বাজেটে করোনা মোকাবেলায় ১০ হাজার কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে। আজ বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় সংসদে এ বাজেট উপস্থাপন করছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এবারের বাজেটের আকার প্রস্তাব করা হয়েছে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। এর মধ্যে ঘাটতি রয়েছে ২ লাখ ১৪ হাজার ৬৮১ কোটি টাকা।

ভারতের বিস্তারিত খবর:

ফের গোদুগ্ধে প্লাবিত দিলীপের ফেসবুক, সোনার খনি খুঁড়ে দিয়েছেন ‘ঘোষ’ নিজেই-দৈনিক আনন্দবাজার পত্রিকা

২০২১ সালের জুনে দিলীপ ঘোষের ফেসবুক পেজ এবং টুইটার হ্যান্ডলে ফিরে এল ২০১৯ সালের নভেম্বর। সেই সময় ‘গরুর দুধে সোনার ভাগ থাকে’ মন্তব্য করে বিদ্রুপের শিকার হয়েছিলেন দিলীপ। এ বার অবশ্য সেই রকম কোনও মন্তব্য করেননি দিলীপ। মঙ্গলবার ১ জুন ছিল বিশ্ব দুগ্ধ দিবস। সেই উপলক্ষ্যে একটি নির্দোষ পোস্ট করেন দিলীপ। লেখেন, ‘বিশ্ব দুগ্ধ দিবসে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যকে আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দেওয়াই হোক লক্ষ্য’। কিন্তু তাতেই ‘দুধ ও সোনা’ প্রসঙ্গে ভেসে যায় ফেসবুক ও টুইটার। কটাক্ষ আর বিদ্রুপ বিজেপি রাজ্য সভাপতিকে মনে করাল বছর দেড়েক আগের নেটমাধ্যমে কটাক্ষকে।

অফিসারদের বিরুদ্ধে হত্যার চার্জ আনা উচিত:‌ টিকাকরণে গড়িমসি নিয়ে কেন্দ্রকে একহাত কোর্টের–আজকাল

কোভিড নিয়ন্ত্রণের অন্যতম উপায় হল টিকাকরণ। অথচ দেশে টিকার আকাল। মারা যাচ্ছেন বহু মানুষ। এই টিকা বণ্টনের দায়িত্বে রয়েছেন যেসব অফিসার, তাঁদের বিরুদ্ধে হত্যার চার্জ আনা উচিত। এই বলেই কেন্দ্রকে তীব্র ধমক দিল দিল্লি আদালত। বিচারপতিদের মতে, টিকা বণ্টন নিয়ে অব্যবস্থা, সরকারি নিয়মের ফাঁসেই দেশে বহু মানুষ টিকা পাচ্ছেন না। দেশে যথেষ্ট পরিকাঠামো থাকলেও তা ঠিকমতো ব্যবহারই হচ্ছে না।বিচারপতি মনমোহন এবং নাজমি ওয়াজিরির বেঞ্চে ছিল শুনানি। সেখানে বেঞ্চ জানিয়েছে, ‘‌গোটা দেশে টিকার ঘাটতি রয়েছে। মানুষ টিকা নিতে চেয়েও নিতে পারছেন না। এই পরিস্থিতিতে আপনাদের টিকার উৎপাদন থেকে জোগানের প্রক্রিয়ার ত্বরান্বিত করতে হবে। যে ভাবে হোক টিকার জোগান বাড়াতে হবে।’‌

টিকা নিয়ে ক্ষতি হলে দায় সংস্থার নয়! কেন্দ্রের কাছে ‘রক্ষাকবচ’ চাইল সেরাম-দৈনিক সংবাদ প্রতিদিন

করোনার টিকা (Corona Vaccine) নিয়ে কারও কোনও ক্ষতি হলে তা পূরণের দায় আর নিতে নারাজ সেরাম ইনস্টিটিউট। সংবাদ সংস্থা এএনআই সূত্রের খবর, কোভিশিল্ডের প্রস্তুতকারীরা কেন্দ্রের কাছে আবেদন করেছে, তাঁদেরও ক্ষতিপুরণের দায় থেকে মুক্ত করা হোক। আসলে গতকালই কেন্দ্রীয় সরকারি সূত্রে ইঙ্গিত দেওয়া হয়, ফাইজার (Pfizer) এবং মডার্নার (Moderna) মতো বিদেশি টিকা সংস্থাগুলি ভারতে ব্যবসা করলেও তাঁদের ক্ষতিপূরণ সংক্রান্ত নিয়ম মানতে হবে না। অর্থাৎ তাঁদের টিকা নেওয়ার পর কেউ অসুস্থ হলে দায় সংস্থাগুলিকে নিতে হবে না। বিদেশি টিকাগুলিকে এই বিশেষ ছাড় দেওয়া হতে পারে ইঙ্গিত পাওয়ামাত্রই আসরে নেমেছে সেরাম। তাঁদের বক্তব্য, “সবার জন্যই নিয়ম সমান হওয়া উচিত। বিদেশি সংস্থাগুলোকে ক্ষতিপূরণের দায় থেকে মুক্তি দিলে শুধু সেরাম নয়, সব দেশীয় সংস্থার সুবিধা পাওয়া উচিত।”#

 

পার্সটুডে/ বাবুল আখতার /৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

ট্যাগ