জুন ২১, ২০২১ ১৭:১০ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২১ জুন সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ-ইত্তেফাক
  • হাসপাতালে সিট নেই, রাজশাহী-খুলনায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা- মানবজমিন
  • মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ৩০৯ অভিবাসী আটক-প্রথম আলো
  • বিএনপি উন্নয়নবিমুখ কথা সর্বস্ব রাজনৈতিক দল- কালের কণ্ঠ
  • নতুন করে আরও ৭ জেলায় কঠোর লকডাউন, চলবে না গণপরিবহন-দৈনিক যুগান্তর
  • আঙ্কটাডের রিপোর্ট-বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে ১১ শতাংশ-দৈনিক সমকাল

ভারতের শিরোনাম:

  • ভোট পরবর্তী এমন হিংসা দেশে নজিরবিহীন, আক্রান্ত তফসিলিরা, অভিযোগ রাজ্যপালের-আনন্দবাজার পত্রিকা
  • 'করোনা কাটিয়ে উঠবই', আন্তর্জাতিক যোগ দিবসে শেখ হাসিনাকে চিঠি আশাবাদী মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন
  • বিজেপিতে ভাঙন ধরালেন মুকুল রায়!‌ বিজেপি থেকে তৃণমূলে গঙ্গাপ্রসাদ শর্মা –আজকাল 

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির চাঞ্চল্যকর তথ্য প্রকাশ-ইত্তেফাক

বাংলাদেশ ব্যাংকের ১ বিলিয়ন ডলার ২০১৬ সালে চুরির পরিকল্পনা করে উত্তর কোরিয়ার হ্যাকাররা। যদিও তারা মাত্র ৮১ মিলিয়ন ডলার সরাতে সক্ষম হয়। কিন্তু বিশ্বের অন্যতম দরিদ্র এবং বিচ্ছিন্ন দেশটি কীভাবে এলিট সাইবার ক্রিমিনাল টিম তৈরি করল সেটিই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কীভাবে হয়েছিল এ ঘটনা, এ নিয়ে তদন্তে নানা বিষয় উঠে আসে। হ্যাকারদের পরিচয় এবং কোথা থেকে তারা এসেছিলো, সেই বিস্তারিত বিবিসির এক প্রতিবেদনে বিস্তারিতভাবে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনাটি তুলে ধরা হয়েছে। ১০ পর্বের নতুন প্রতিবেদন রয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির কাহিনি। প্রতিবেদনে জানা যায়, কীভাবে বিপুল অর্থ সরানোর জন্য একদল হ্যাকার ভয়াবহ পরিকল্পনা করে। চুরির যে আলামত এখন পর্যন্ত পাওয়া গেছে তাতে উত্তর কোরিয়া এ ঘটনায় জড়িত বলে ইঙ্গিত পাওয়া গেছে।

হাসপাতালে সিট নেই, রাজশাহী-খুলনায় হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা- মানবজমিন

দেশের পশ্চিমাঞ্চলের ভারত সীমান্তঘেঁষা কয়েকটি জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। গতকাল খুলনা বিভাগে একদিনেই মারা গেছেন ৩২ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ১৩ জন। হাসপাতালগুলোতে সংকুলান হচ্ছে না করোনা রোগীর। পরিস্থিতি সামাল দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকিৎসকরা। অনেক করোনা রোগীকে মেঝেতে রেখে চিকিৎসা দিতে হচ্ছে। রোগী বাড়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ড বাড়ানোর কথা গণমাধ্যমকে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

মালয়েশিয়ায় ১০২ বাংলাদেশিসহ ৩০৯ অভিবাসী আটক-প্রথম আলো

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে আজ সোমবার ভোরে ৩০৯ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১০২ জন বাংলাদেশি। এ নিয়ে এই মাসে দুই দফায় মালয়েশিয়ায় ১৬৪ জন বাংলাদেশিকে আটক করা হলো। মালয়েশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা বারনামার বরাত দিয়ে সে দেশের ইংরেজি দৈনিক দি স্টার পত্রিকা আজ এ খবর জানিয়েছে। ভোরে মালয়েশিয়ার অভিবাসন দপ্তরের কর্মকর্তারা সেলাঙ্গার প্রদেশের ডেঙ্গকিল শহরের একটি নির্মাণাধীন অবকাঠামোর কাছে অভিবাসী অধ্যুষিত আবাসিক এলাকায় অভিযান চালায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত ওই অভিযানের সময় ৭১৫ জনকে জেরা করা হয়। এর মধ্যে মালয়েশিয়ায় বৈধভাবে অবস্থানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩০৯ জনকে আটক করা হয়। তাঁদের মধ্যে ১০২ জন বাংলাদেশি, ১৯৩ জন ইন্দোনেশিয়ার, মিয়ানমারের ৮ জন, ভিয়েতনামের ৪ জনকে আটক করা হয়েছে। বাকি দুজনের পরিচয় জানা যায়নি।

বিএনপি উন্নয়নবিমুখ কথা সর্বস্ব রাজনৈতিক দল- কালের কণ্ঠ

বিএনপি উন্নয়নবিমুখ কথা সর্বস্ব রাজনৈতিক দল ৷ তারা নিজেদের সময় দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি, আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে।' আজ সোমবার (২১ জুন) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে ব্রিফিংকালে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বর্তমান সরকারের 'মেগা প্রকল্প নিয়ে বিএনপি মহাসচিবের অভিযোগ কাল্পনিক' উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, 'এটা তাঁর প্রতিহিংসাপরায়ণতা ও এক ব্যর্থ বিরোধীদলের ঈর্ষাকাতরতা ছাড়া কিছু নয়। এটা তাঁদের পরিকল্পিত অপচেষ্টা।'তিনি বলেন, 'বিএনপি নিজেদের সময় দেশে একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি। তারা আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে। বিএনপি সরকারের উন্নয়ন কার্যক্রম দেখে নিজেদের আমলের ব্যর্থতা ঢাকতে পরিকল্পিত মিথ্যাচার করছে। তাদের সময় বড় প্রকল্প নেওয়ার মানসিক সাহস ও সক্ষমতা তাদের ছিল না। বিএনপি উন্নয়ন বিমুখ কথা-সর্বস্ব রাজনৈতিক দল৷' 

নতুন করে আরও ৭ জেলায় কঠোর লকডাউন, চলবে না গণপরিবহন-দৈনিক যুগান্তর

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় নতুন করে আরও ছয় জেলায় কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। 

জেলাগুলো হলো- নারায়ণঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ী, মানিকগঞ্জ ও গোপালগঞ্জ। এসব জেলায় আগামীকাল ভোর ৬টা থেকে ৩০ জুন পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করা হয়েছে। এছাড়া সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে পণ্যবাহী ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহন চলাচল করতে পারবে। 

সোমবার মন্ত্রিপরিষদ বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। 

তিনি বলেন, অন্য কোনো জেলা প্রশাসন চাইলে লকডাউন দিতে পারবে।   

আঙ্কটাডের রিপোর্ট-বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে ১১ শতাংশ-দৈনিক সমকাল

অতিমারি করোনার কারণে বিশ্বে সরাসরি বিদেশি বিনিয়োগে (এফডিআই) বিপর্যয় হয়েছে। ২০২০ সালে এফডিআই কমেছে আগের বছরের চেয়ে ৩৫ শতাংশ। আর বাংলাদেশে কমেছে প্রায় ১১ শতাংশ। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা আঙ্কটাডের সর্বশেষ বিশ্ব বিনিয়োগ রিপোর্টে এ পরিসংখ্যান রয়েছে। রিপোর্টটি সোমবার বিশ্বব্যাপী প্রকাশিত হয়েছে।

আঙ্কটাডের তথ্য অনুযায়ী, বাংলাদেশে গত বছর বিনিয়োগ এসেছে ২৫৬ কোটি ৪০ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২১ হাজার ৮০০ কোটি টাকা। এর আগের বছর ২০১৯ সালে এফডিআই এসেছিল ২৮৭ কোটি ৪০ লাখ ডলার বা বর্তমান বিনিময় হার অনুযায়ী ২৪ হাজার ৪৩০ কোটি টাকা। বাংলাদেশে ২০২০ সাল শেষে মোট বিদেশি বিনিয়োগের স্থিতি ১ হাজার ৯৩৯ কোটি ডলার। যা এর আগের বছর শেষে ছিল ১ হাজার ৭৭৮ কোটি ডলার।

ভোট পরবর্তী এমন হিংসা দেশে নজিরবিহীন, আক্রান্ত তফসিলিরা, অভিযোগ রাজ্যপালের-আনন্দবাজার পত্রিকা

উত্তরবঙ্গ সফরে গিয়ে ‘ভোট পরবর্তী হিংসা’ নিয়ে রাজ্য সরকারকে নিশানা করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। সোমবার বাগডোগরা বিমানবন্দরে তিনি বলেন, ‘‘ভোটের পর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় লাগামছাড়া সন্ত্রাস চলছে। নাগরিকদের মৌলিক অধিকার হরণ করা হচ্ছে। গণতন্ত্রের উপর আঘাত আসছে। দেশে স্বাধীনতার পর থেকে এমন অশান্তি দেখা যায়নি।’’

গত ২ মে ভোটের ফলপ্রকাশের পর ৭ সপ্তাহ কেটে গেলেও রাজ্য সরকার হিংসা ঠেকাতে কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ রাজ্যপালের। তিনি বলেন, ‘‘তফসিলি জাতি-উপজাতির মানুষ, সাধারণ নাগরিক আক্রান্ত হচ্ছেন। অথচ পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। ঘরছাড়াদের পাশে দাঁড়াচ্ছে না প্রশাসন।’’ তাঁর প্রশ্ন, ‘‘মুখ্যমন্ত্রী কেন চুপ করে আছেন?’’

বিজেপিতে ভাঙন ধরালেন মুকুল রায়!‌ বিজেপি থেকে তৃণমূলে গঙ্গাপ্রসাদ শর্মা –আজকাল

বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেই খেলা দেখাচ্ছেন মুকুল রায়। ভাঙন ধরালেন আলিপুরদুয়ার বিজেপিতে। আলিপুরদুয়ার বিজেপির সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা যোগ দিলেন তৃণমূলে। তৃণমূলে ভবনে এই মেগা যোগদান মঞ্চে আলিপুরদুয়ার বিজেপির আরও ৭ নেতাও তৃণমূলে যোগ দিলেন। অসংখ্য বিজেপি কর্মীও তৃণমূলে যোগ দিলেন। আজকের এই মেগা যোগদান মঞ্চে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভা সাংসদ সুখেন্দুশেখর রায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং মুকুল রায়। এই ৩ হেভিওয়েট নেতার হাত ধরেই তৃণমূলে যোগ দিলেন গঙ্গাপ্রসাদ শর্মা। তৃণমূলে যোগ দিয়ে গঙ্গাপ্রসাদ শর্মা জানান, মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ করতে তৃণমূলে যোগ দিলাম। বিজেপিতে কাজের পরিবেশ নেই। আর বিজেপিতে গুরুত্ব দেওয়া হয় না জেলা নেতৃত্বকে। আলিপুরদুয়ার জেলার বিজেপি সাংসদ কোনও কাজ করে না। আগামীদিনে আলিপুরদুয়ার জেলায় তৃণমূলকে সাফল্য এনে দেওয়ার কাজ করব।’‌ 

'করোনা কাটিয়ে উঠবই', আন্তর্জাতিক যোগ দিবসে শেখ হাসিনাকে চিঠি আশাবাদী মোদির-দৈনিক সংবাদ প্রতিদিন

করোনা জয় করার ব্যাপারে আশাবাদী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সোমবার আন্তর্জাতিক যোগ দিবসে একথা জানিয়ে বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনাক চিঠি দিলেন তিনি।চিঠিতে মোদি লিখেছেন, ”আমি এখনও আশাবাদী যে মানবতার সাহায্যে এই মহামারী শিগগিরই কাটিয়ে ওঠা যাবে। এ বছর আন্তর্জাতিক যোগ দিবসের প্রতিপাদ্য – সুস্থতার জন্য যোগ ব্যায়াম।” এই দিনটিকে সাফল্যমণ্ডিত করতে বাংলাদেশের অংশগ্রহণের জন্য গভীর কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন মোদি।

আগামী বছরগুলোতেও শেখ হাসিনা সরকার আন্তর্জাতিক যোগ দিবস (International Yoga Day) উদযাপন করবে বলে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে তিনি লিখেছেন, গত বছরের মতো এবারও করোনা মহামারীর (Coronavirus) মধ্যে দিনটি পালিত হচ্ছে। মহামারীর বিরুদ্ধে করোনা যোদ্ধারা অসাধারণ লড়াই করেছে বলে জানিয়েছেন মোদি। দেশবাসীকে মহামারীর হাত থেকে রক্ষা করতে বিনামূল্যে টিকা দেওয়া হচ্ছে বলেও চিঠিতে উল্লেখে করেছেন প্রধানমন্ত্রী।#

পার্সটুডে/ বাবুল আখতার/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন। 

 

ট্যাগ