রূপগঞ্জ ট্র্যাজেডি: মৃত্যু বেড়ে ৫৩, পুড়ে কয়লা হয়ে গেছে সব লাশ!
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৯ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের শিরোনাম :
- নিয়ন্ত্রণে আসেনি সেজান জুস ফ্যাক্টরির আগুন, নিহত বেড়ে ৫৩-ইত্তেফাক
- রুপগঞ্জ ট্র্যাজেডি‘আমার মায়ের হাড্ডিগুলা খুইজ্জা দেন স্যার’-প্রথম আলো
- করোনায় ২১২ জনের মৃত্যুতে নতুন রেকর্ড, প্রাণহানি ১৬ হাজার ছাড়ালো - মানবজমিন
- 'বিএনপির প্রস্তাব চর্বিতচর্বণ, সংকট উত্তরণে নতুন কিছু নেই'-ওবায়দুল কাদের-কালের কণ্ঠ- কালের কণ্ঠ
- সেই তরুণীকে গণধর্ষণের ঘটনায় বেঙ্গালুরুতে ১১ বাংলাদেশি গ্রেফতার -দৈনিক যুগান্তর
ভারতের শিরোনাম:
- ১,৫০০ অক্সিজেন প্ল্যান্ট, ৪ লক্ষ শয্যা, তৃতীয় ঢেউ মোকাবিলায় জরুরি বৈঠক মোদীর -আনন্দবাজার পত্রিকা
- ‘আগে তেলেঙ্গানা বাঁচান, পরে উত্তরপ্রদেশ নিয়ে স্বপ্ন দেখবেন’, ওয়াইসিকে খোঁচা যোগীর মন্ত্রীর -দৈনিক সংবাদ প্রতিদিন
- চাপে শুভেন্দু! কর্মরত অবস্থায় কীভাবে লাগল গুলি? প্রশ্ন শুভেন্দুর নিরাপত্তারক্ষীর স্ত্রীর–আজকাল
বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
করোনা মহামারিতে গোটা দেশে মৃত্যু এবং সংক্রমণ হার ঝুঁকিপূর্ণ অবস্থায়। চিকিৎসা ব্যবস্থা, অক্সিজেন ও আইসিইউএর অভাব, স্বাস্থ্যবিধি মেনে না চলাসহ নানাখবরে ভরা থাকলেও এসব খবরকেও আজ ছাপিয়ে গেছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ট্র্যাজেডির খবরটি। বাংলাদেশ ও ভারতের প্রায় সব জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালের প্রধান খবর এটি। ইত্তেফাকসহ প্রায় সব দৈনিকে লেখা হয়েছে, নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনার ১৯ ঘণ্টা পর পর দুপুর দেড়টার দিকেও কারখানার ভেতর থেকে এক এক করে মরদেহ বের করে আনা হচ্ছে। এরইমধ্যে ৫৩ টি পোড়া মরদেহ বের করা হয়েছে । আহত হয়েছেন অন্তত ৫০ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ভেতরে মোট কতজনের মরদেহ রয়েছে এ ব্যাপারে দায়িত্বরত কেউ কোনো কথা বলেননি। আর কালের কণ্ঠের শিরোনাম- একটি লাশও শনাক্ত করা যায়নি, পুড়ে কয়লা হয়ে গেছে।অপর এক খবরে লেখা হয়েছে, নিজের সিঁড়িতে আগুন জ্বলছিল আর ছাদের সিঁড়ি ছিল তালাবদ্ধ।
প্রথম আলোর খবরে লেখা হয়েছে,প্রচুর দাহ্য পদার্থ থাকায় ভয়াবহ হয়ে ওঠে আগুন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দৈনিকটি লিখেছে-ঢাকা মেডিকেলের মর্গে লাশের সারি। লাশ দেখে চেনার উপায় নেই। সন্তান হারিয়ে পাগলপ্রায় ফিরোজা বেগম কাঁদছে আর বলছে, আমার মায়ের হাড্ডিগুলা খুঁইজা দ্যান স্যার! এদিকে খোঁজ মেলেনি বহু শ্রমিকের ।স্বজনের আহাজারি চলছে পুরো এলাকাজুড়ে।
আরেকটি খবর এরকম-রূপগঞ্জে অগ্নিকাণ্ড : শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, অস্ত্র লুট। এ খবরে বলা হয়েছে, আজ অগ্নিকাণ্ডের ঘটনায় আজ সকাল ১১টার দিকে বিক্ষুব্ধ শ্রমিকরা আনসার ক্যাম্পে ভাঙচুর ও লুটপাট চালায়। তারা আনসার ক্যাম্পের সংরক্ষণাগার থেকে তিনটি শটগান লুট করে নিয়ে যায়। নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শামীম ব্যাপারী সাংবাদিকদের বলেন, তাঁকে প্রধান করে সাত সদস্যের কমিটি আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে। এদিকে নারায়ণগঞ্জের অগ্নিকাণ্ডে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট শোক জানিয়েছেন। নারায়ণগঞ্জের রুপগঞ্জে হাসেম ফুডস কারাখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এমন দুর্ঘটনার দায় সরকার এড়াতে পারে না।
মহামারি করোনার খবর: মানবজমিন, কালের কণ্ঠ, জনকণ্ঠসহ বেশ কয়েকটি দৈনিকে লেখা হয়েছে, করোনায় ২১২ জনের মৃত্যুতে নতুন রেকর্ড, প্রাণহানি ১৬ হাজার ছাড়ালো। মানবজমিনের খবরে লেখা হয়েছে, এর আগে এত মৃত্যু দেখেনি খুলনা। করোনায় ২৪ ঘন্টায় ৭১ জনের মৃত্যু হয়েছে। ফেনীতে আইসিইউএর জন্য হাহাকার। ছটফট করে রোগীর মৃত্যু হয়েছে। প্রথম আলোর খবর-পুলিশের বিরুদ্ধে আটক রাখার অভিযোগ। সাতক্ষীরায় অক্সিজেন সিলিন্ডার আনতে না পারায় বাবার মৃত্যু। এ খবরে বলা হয়েছে, বাড়িতে করোনা আক্রান্ত বাবার জন্য অক্সিজেন সিলিন্ডার কিনে মোটরসাইকেলযোগে আসার পথে ছেলেকে আটক করে পুলিশ। বসিয়ে রাখা হয় দীর্ঘ দুই ঘণ্টা। পরে অবশ্য ২০০ টাকা দিলে ছেলে ওলিউল ইসলামকে ছেড়ে দেয় পুলিশ। যতক্ষণে তিনি বাড়িতে পৌঁছান ততক্ষণে অক্সিজেন না পেয়ে শ্বাসকষ্টে মারা যান বাবা রজব আলী। এ ঘটনায় শুরু হয় তোলপাড়। প্রাথমিক তদন্তে মেলে ঘটনার সত্যতা। আজ শুক্রবার সকালে অভিযুক্ত এএসআই সুভাস বিশ্বাসকে ক্লোজ করে সাতক্ষীরা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। বিষয়টি স্বীকার করেছেন এএসআই সুভাষ বিশ্বাস।
'বিএনপির প্রস্তাব চর্বিতচর্বণ, সংকট উত্তরণে নতুন কিছু নেই'-ওবায়দুল কাদের-কালের কণ্ঠ
'করোনা সংকট মোকাবেলায় বিএনপির প্রস্তাব চর্বিতচর্বণ। সংকট উত্তরণের জন্য এতে নতুন কিছু নেই ৷ তাঁদের প্রস্তাবের অধিকাংশই ইতিমধ্যেই বাস্তবায়ন করা হয়েছে এবং কিছু বাস্তবায়নাধীন আছে।'
আজ শুক্রবার (৯ জুলাই) নিজের সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চলমান করোনা পরিস্থিতি মোকাবেলায় বিএনপির দেওয়া পাঁচ প্রস্তাব প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, 'বিএনপি এর পরে একদিন বলতে শুরু করবে সরকার বিএনপির পাঁচ দফা প্রস্তাব মানলে পরিস্থিতির আরো উন্নতি ঘটত। তাঁদের এসব প্রস্তাবের অধিকাংশ ইতিমধ্যেই বাস্তবায়ন হয়েছে এবং কিছু বাস্তবায়নাধীন আছে।' তিনি বলেন, বিএনপির প্রস্তাব চর্বিতচর্বণ, সংকট উত্তরণের জন্য এতে নতুন কিছু নেই ৷ সরকারকে পরামর্শ দিলেও দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে বিএনপি নিজেদের দায়িত্ব কী তা নিয়ে একটি কথাও বলেনি। যেকোনো দুর্যোগ ও সংকটে নিরাপদ দূরত্বে অবস্থান করে মিডিয়ায় ঝড় তোলাই বিএনপির স্বভাব। করোনাকালেও এর ব্যতিক্রম ঘটেনি।শেখ হাসিনা সরকার যখন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে জনগণের জীবন-জীবিকার সুরক্ষায় অবিরাম কাজ করে যাচ্ছেন, তখন বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে ঘরে বসে পাঁচ দফা প্রস্তাব দিয়েই তাঁদের দায়িত্ব শেষ করেছেন বলে মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির অপপ্রচার ও মিথ্যাচারের জবাব অনিচ্ছা সত্ত্বেও দিতে হয়, তা না হলে জনগণ তাঁদের মিথ্যাচারকেই সত্য বলে ধরে নেবে। শেখ হাসিনা সরকার দিন-রাত জনকল্যাণে কাজ করছে আর বিএনপি দেশ ও জাতির দুর্যোগকালে তাদের দায়িত্বশীলতা ভুলে গিয়ে প্রতিনিয়ত মিথ্যাচার করছে।
‘স্বাস্থ্যসেবা নিয়ে গণমাধ্যমকে কোনো তথ্য দেওয়া যাবে না’-ইত্তেফাক
ঢাকা জেলার হাসপাতালগুলোর ‘রোগীর সেবা ও স্বাস্থ্য বিষয়ক কর্মকাণ্ড’ সংশ্লিষ্ট কোনো তথ্য গণমাধ্যমকে না দেওয়ার অনুরোধ জানিয়েছেন ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান।গতকাল বৃহস্পতিবার (৮ জুলাই) মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এই অনুরোধ জানানো হয়। সেখানে এর ‘সূত্র’ হিসেবে ‘ভিডিও কনফারেন্সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা’ কথাটি উল্লেখ করা হয়েছে। এদিকে দৈনিকটির অন্য একটি খবরে লেখা হয়েছে, বিধিনিষেধ উপেক্ষা করে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল নেমেছে। কোনো কোনো দৈনিক লিখেছে, আগামী ৫/৭ দিনে সংক্রমণ কমতে পারে তবে ভয় মৃত্যু নিয়ে।
আম উপহারের প্রতিক্রিয়ায় মোদি-আপনার সৌজন্যতা আমাকে ছুঁয়ে গেছে-মানবজমিন
উপহার হিসেবে রসালো মৌসুমী ফল আম পাঠানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো এক চিঠিতে নরেন্দ্র মোদি শেখ হাসিনার উদ্দেশে লিখেন- বাংলাদেশ থেকে আম পাঠানোর সৌজন্যতা আমাকে ছুঁয়ে গেছে।চিঠিতে মোদি লিখেন- কোভিড-১৯ মহামারির প্রতিবন্ধকতা সত্ত্বেও দুই দেশের মধ্যকার সহযোগিতাপূর্ণ মনোভাব আমাদের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সমুন্নত করেছে। ৪ঠা জুলাই বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর জন্য উপহার হিসেবে ২৬০০ কেজি হাঁড়িভাঙা আম পাঠান প্রধানমন্ত্রী।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:
১,৫০০ অক্সিজেন প্ল্যান্ট, ৪ লক্ষ শয্যা, তৃতীয় ঢেউ মোকাবিলায় জরুরি বৈঠক মোদীর-আনন্দবাজার পত্রিকা/সংবাদ প্রতিদিন
করোনার তৃতীয় ধাক্কার ভয়াবহতা কমাতে দেশজুড়ে তৈরি হচ্ছে দেড় হাজার অক্সিজেন প্লান্ট। শুক্রবার অক্সিজেন সরবরাহ নিয়ে করা রিভিউ মিটিংয়ে এমনটাই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। প্রধানমন্ত্রী জানিয়েছেন, এই অক্সিজেন প্লান্টগুলি একসঙ্গে সক্রিয় হয়ে উঠলে দেশজুড়ে একসঙ্গে ৪ লক্ষ রোগীকে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হবে। আধিকারিকদের উদ্দেশে মোদির নির্দেশ, এই প্লান্টগুলি যাতে দ্রুত কার্যকর করা সম্ভব হয়, তা নিশ্চিত করতে হবে। করোনা দ্বিতীয়বার আঘাত হানার পর দেশজুড়ে অক্সিজেনের সংকট তৈরি হয়েছিল। অক্সিজেনের এই সংকট নিয়ে দ্বিতীয় ঢেউয়ের পর দেশজুড়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রকে। তৃতীয় ঢেউয়ের ক্ষেত্রে যাতে সেই ঘটনার পুনরাবৃত্তি না হয়, তা নিশ্চিত করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
‘আগে তেলেঙ্গানা বাঁচান, পরে উত্তরপ্রদেশ নিয়ে স্বপ্ন দেখবেন’, ওয়াইসিকে খোঁচা যোগীর মন্ত্রীর-সংবাদ প্রতিদিন
অল ইন্ডিয়া মজলিশে ইত্তেহাদুল মুসলেমিন বা মিম সুপ্রিমো আসাদউদ্দিন ওয়েইসি জানিয়ে দিয়েছেন তাঁর দল উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে লড়বে। তাঁর দাবি, ও জোটসঙ্গীরা মিলে কঠোর পরিশ্রম করবে যাতে বিজেপি উত্তরপ্রদেশে ক্ষমতায় প্রত্যাবর্তন করতে না পারে। এই পরিস্থিতিতে এবার ওয়েইসিকে পালটা দিলেন উত্তরপ্রদেশের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী মহসিন রেজা। বিজেপি নেতা মহসিন ওয়েইসিকে সরাসরি চ্যালেঞ্জ করে জানালেন, আগে তেলেঙ্গানা সামলান ওয়েইসি। তারপরে যোগীরাজ্যে ক্ষমতা দখলের ‘স্বপ্ন’ দেখবেন।২০২২ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ১০০টি আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে ওয়েইসির দলের।
রাজনীতির আরও খবর- আনন্দবাজার পত্রিকা লিখেছে, কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েই স্বাধীন উত্তরবঙ্গের দাবিতে সরব জন বার্লা। অন্যদিকে দিলীপ ঘোষ বলেছে, বার্লা-নিশীথরা বাংলা ভাগ করতে চাইলে কেন্দ্রে নালিশ জানাবে রাজ্য বিজেপি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৯