জুলাই ২৩, ২০২১ ১৪:৫৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৩ জুলাই শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • দেশজুড়ে ১৪ দিনের ‘কঠোর বিধিনিষেধ’ শুরু -ইত্তেফাক
  • প্রথম ঘন্টায় ছাড়, দ্বিতীয় ঘন্টায় রাজপথে সরব পুলিশ,২৩ নিদের্শশনা মানতে হবে-কালের কণ্ঠ
  • করোনার উৎস তদন্তে চীনের বাধা দায়িত্বজ্ঞানহীন: যুক্তরাষ্ট্র-প্রথম আলো
  • মুনিয়ার আত্মহত্যা: আনভীরের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ -মানবজমিন
  • মুনিয়ার মৃত্যু, নুসরাতের অভিযোগ অসত্য প্রমাণিত-কালের কণ্ঠ
  • অস্ত্র ঠেকিয়ে গরু ব্যবসায়ীর ১৩ লাখ টাকা লুট-যুগান্তর
  • বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৪১ লাখ ৫০ হাজার-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • বাম সখ্যে ইতি? কংগ্রেস আর মমতা কাছাকাছি আসায় রাজ্যে বিরোধী জোট নিয়ে জল্পনা -আনন্দবাজার
  • জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহৃত প্রযুক্তি কেন বিরোধীদের উপর প্রয়োগ? সুর চড়িয়ে প্রশ্ন রাহুলের -সংবাদ প্রতিদিন
  • ১ সেপ্টম্বর থেকে মহিলাদের হাতখরচ, ১৬ আগস্ট থেকে ফের ‘দুয়ারে সরকার’, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

বাংলাদেশের সব জাতীয় দৈনিকে প্রধান খবর কঠোর বিধিনিষেধ শুরু। এ সম্পর্কে ইত্তেফাকের শিরোনাম-দেশজুড়ে আজ থেকে ১৪ দিনের ‘কঠোর বিধিনিষেধ’ শুরু। এ বিধিনিষেধ চলবে আগামী ৫ আগস্ট দিবাগত রাত ১২ টা পর্যন্ত।কঠোর বিধিনিষেধেও রাজধানীতে মানুষের চলাচল দেখে গেছে বলে দৈনিকটি লিখেছে।গন্তব্যে যেতে মানুষ রাস্তায় বের হয়েছেন। তবে গণপরিবহন না থাকায় মানুষ পায়ে হেঁটে চলছেন। বিভিন্ন মোড়ে আইনশঙ্খলারক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে। রাজধানীতে ফিরতে ভোগান্তি। কঠোর বিধিনিষেধের মধ্যেও শিমুলিয়া-বাংলাবাজার ঘাটে মানুষের ভিড়।

কঠোর বিধিনিষেধ চলাকালে কি করা যাবে না, আর কি খোলা ও কি বন্ধ থাকবে সে সম্পর্কে মানবজিমনের খবরে বলা হয়েছে-গার্মেন্টস বন্ধ থাকবে। ব্যাংক চলবে দেড়টা পর্যন্ত। অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনওভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, গতবারের চেয়ে কঠিন হবে এই বিধিনিষেধ। এটি বাস্তবায়ন করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে। এ সময় অফিস-আদালত, গার্মেন্টস-কলকারখানা ও রফতানিমুখী সবকিছুই বন্ধ থাকবে। তিনি বলেন, বিধিনিষেধ শিথিল হবে না। গতবারের চেয়েও এবার কঠোর থাকবে প্রশাসন। বিধিনিষেধ নিশ্চিত করতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী মাঠে থাকবে।

করোনার চিত্র: মানবজমিনের খবর তিনজেলায় ২৪ ঘন্টায় ৫৯ জনের মৃত্যু। করোনায় আরও ১৮৭ জনের মৃত্যু। খুলনা বিভাগে আরও ৩০ জনের মৃত্যু সর্বোচ্চ শনাক্তের হার ২২.১৯। ফ্রান্সে কোভিডের ফোর্থ ওয়েভ শুরু।ইউরোপের অর্ধেক মানুষকে টিকা দিলেও আতঙ্ক। তবে মানবজমিনের একটি খবরে লেখা হয়েছে, করোনার বিরুদ্ধে ভুটান মডেল, শিক্ষা নিতে পারে বাংলাদেশসহ সারা বিশ্ব।এদিকে, বিশ্বে করোনায় মৃত্যু ছাড়াল ৪১ লাখ ৫০ হাজার। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ কোটি ৩৩ লাখ ৭০ হাজার ১৮৩ জনে।

 মুনিয়ার আত্মহত্যা: আনভীরের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ-মানবজমিন

মুনিয়া-আনভীর

কলেজছাত্রী মোসারাত জাহান মুনিয়ার আত্মহত্যায় বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পায়নি পুলিশ। এ মামলায় আনভীরকে অব্যাহতি দিয়ে তদন্তের চূড়ান্ত প্রতিবেদন আদালতে দাখিল করেছে গুলশান থানা পুলিশ। বৃহস্পতিবার ডিএমপির গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কলেজছাত্রী মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই মামলার তদন্তের চূড়ান্ত প্রতিবেদনে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। ১৯ জুলাই আদালতে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

বাম সখ্যে ইতি? কংগ্রেস আর মমতা কাছাকাছি আসায় রাজ্যে বিরোধী জোট নিয়ে জল্পনা- আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে,নতুন একটি জোটির সূচনা এবং সেই সঙ্গেই কি চলতি অন্য জোটের সমাপ্তি! মমতা বন্দোপাধ্যায়ের একুশে জুলাইয়ের  ভার্চুয়াল সমাবেশের বার্তার পরে এই জোড়া সম্ভাবনা নিয়েই চর্চা শুরু রাজ্যের রাজনৈতিক শিবিরে। আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার লক্ষ্য মাথায় রেখে কংগ্রেসকে সঙ্গে নিয়েই বৃহত্তর জোটের ডাক দিয়েছেন মমতা বন্দোপাধ্যায়। কোভিড নিয়ন্ত্রেণে থাকলে শীতকালে কলকাতায় মহাসমাবেশে কংগ্রেস সভানেত্রী সনিয়ে গান্ধীকে আমন্ত্রণ জানানোর  কথাও বলেছেন।

১ সেপ্টম্বর থেকে মহিলাদের হাতখরচ, ১৬ আগস্ট থেকে ফের ‘দুয়ারে সরকার’, ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার-আজকাল

বিস্তারিত খবরে লেখা হয়েছে,ভোটের প্রতিশ্রুতি ছিল। আর ক্ষমতায় আসার কয়েকমাসের মধ্যেই সে প্রতিশ্রুতি পূরণ করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। ১ সেপ্টম্বর থেকে শুরু হতে যাচ্ছে-লক্ষ্ণীর ভান্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে সরকারি অনুদান পাবেন পরিবারের মহিলারা। ৫০০ টাকা করে হাতখবর পাবেন সাধারণ পরিবারের মহিলারা।  অন্যদিকে তফশিলি জাতি-উপজাতি মহিলারা  পাবেন মাসে ১০০০ টাকা। পাশাপাশি ১৬ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত  ফের দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। নবান্নে সাংবাদিক বৈঠকে তিনি এসব কথা বলেন।

জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহৃত প্রযুক্তি কেন বিরোধীদের উপর প্রয়োগ? সুর চড়িয়ে প্রশ্ন রাহুলের-সংবাদ প্রতিদিন

ফোনে আড়ি পাতা কাণ্ডে তৃণমূলের (TMC) পর কেন্দ্রের উপর চাপ বাড়াতে এবার আসরে কংগ্রেসও। শুক্রবার সংসদ ভবনের বাইরে গান্ধীমূর্তির পাদদেশে ধর্না দেন কংগ্রেস (Congress) সাংসদরা। রাহুল গান্ধী, অধীর চৌধুরীর নেতৃ্ত্বে প্রতিবাদে শামিল হন সব সাংসদ। সেখান থেকেই প্রতিবাদে সুর চড়ান রাহুল গান্ধী। ইজরায়েলী স্পাইওয়্যারের মাধ্যমে তাঁর ফোনও হ্যাক করা হয়েছিল, এই বিস্ফোরক অভিযোগ তুলে রাহুলের বক্তব্য, যে স্পাইওয়্যার ইজরায়েলের জঙ্গিদের বিরুদ্ধে ব্যবহার করা হয়, তা ভারতে বিরোধীদের উপর প্রয়োগ করা হচ্ছে। এটা দুর্ভাগ্যজনক।সংসদের বাদল অধিবেশনে ঝড় তুলছেই পেগাসাস (Pegasus) কাণ্ড। তৃণমূলের পর শুক্রবার কেন্দ্রের উপর চাপ বাড়াল কংগ্রেস। আর তাতে অগ্রণী ভূমিকায় দেখা গেল রাহুল গান্ধীকে (Rahul Gandhi)। পেগাসাস নিয়ে নিজের যুক্তি সাজিয়ে মোদি-শাহ জুটিকে কাঠগড়ায় তুললেন তিনি।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৩

ট্যাগ