জুলাই ২৯, ২০২১ ১৭:৩৪ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৯ জুলাই বৃহষ্পতিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম :

  • করোনায় শুধু জুলাইয়ে মৃত্যু সাড়ে ৫ হাজারের অধিক-ইত্তেফাক
  • আইসিইউতে মায়ের শয্যায় ছেলে, পরে মায়ের মৃত্যু-প্রথম আলো
  • শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের দিন আমরা কি শুধু গণনাই করাব?- মানবজমিন
  • নিরপরাধ মিনুকে ফাঁসিয়ে দেয়া সেই কুলসুমী গ্রেপ্তার- কালের কণ্ঠ
  • চার জেলায় চার নারী ধর্ষণ-দৈনিক যুগান্তর

ভারতের শিরোনাম:

  • ফল কী হবে জানা, রাজ্যসভার নির্বাচনে প্রার্থী দেবে না বিজেপি, জানালেন শুভেন্দু-আনন্দবাজার পত্রিকা
  • কলকাতায় উড়ালপুল, রাজ্যে নতুন সড়ক! গড়করির কাছে একাধিক দাবি মুখ্যমন্ত্রীর-দৈনিক সংবাদ প্রতিদিন
  • জনপ্রিয়তার নয়া নজির, টুইটারে মোদির ফলোয়ারের সংখ্যা ৭ কোটি ছাড়াল–আজকাল

বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

করোনা মহামারিতে গোটা দেশে মৃত্যু এবং সংক্রমণ হার ঝুঁকিপূর্ণ অবস্থায়। চিকিৎসা ব্যবস্থা, অক্সিজেন ও আইসিইউএর অভাব, স্বাস্থ্যবিধি মেনে না চলাসহ নানাখবরে ভরা পত্রিকাগুলোর পাতা। তবে প্রথম আলোর একটি খবর মর্মান্তিক।  খবরটিতে লেখা হয়েছে, করোনাভাইরাস- আইসিইউতে মায়ের শয্যায় ছেলে, পরে মায়ের মৃত্যু-প্রথম আলো।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন করোনাভাইরাসে সংক্রমিত মা কানন প্রভা পাল (৬৫)। একই হাসপাতালে চিকিৎসাধীন করোনাভাইরাসে সংক্রমিত ছেলে শিমুল পালেরও আইসিইউয়ের দরকার হয়। শয্যা খালি না থাকায় পরিবারের সিদ্ধান্তে মায়ের আইসিইউ শয্যায় শিমুলকে চিকিৎসা দেওয়া হয়। কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় মা কানন প্রভার। ছেলে শিমুলের অবস্থা এখনো সংকটাপন্ন।

এদিকে করোনার টিকা নেওয়ার সর্বনিম্ন বয়স ২৫ নির্ধারণ করা হয়েছে।

জেল খেটেছিলেন নিরপরাধ মিনু, এবার প্রকৃত আসামী গ্রেপ্তার/মানবজমিন-প্রথম আলো

খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি কুলসুমা আক্তার। কিন্তু প্রতারণা করে মিনু আক্তার নামের আরেক নারীকে দিয়ে সাজা খাটান তিনি। সেই কুলসুমা আক্তারকে আজ বৃহস্পতিবার গ্রেপ্তার করেছে পুলিশ। বেলা ১১টার দিকে নগরের পতেঙ্গা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে কুলসুমা পুলিশকে জানিয়েছেন, মর্জিনা আক্তার নামে মিনুর এক প্রতিবেশীর মাধ্যমে মিনুকে কারাগারে পাঠান কুলসুমা।‘সাজা কুলসুমার, খাটছেন মিনু’ শিরোনামে গত ২৩ মার্চ প্রথম আলোয় একটি প্রতিবেদন প্রকাশিত হয়।পরে উচ্চ আদালতের নির্দেশে গত ১৬ জুন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান মিনু আক্তার (৩০)।

কারামুক্তির ১৩ দিনের মাথায় দুর্ঘটনায় নিহত হন তিনি।মুক্তির পর মিনু প্রথম আলোকে বলেছিলেন, মর্জিনা আক্তার নামের পূর্বপরিচিত এক নারী তাঁকে টাকা দেওয়ার কথা বলে কারাগারে যেতে বলেন। তিনি কুলসুমাকে চিনতেন না। কিন্তু ভয়ে কাউকে কিছু বলেননি।মিনুর বড় ভাই মো. রুবেল হোসেন জানান, তাঁর বোন মানসিক প্রতিবন্ধী ছিলেন। তাঁর বোনের স্বামী ছিল না। তিন সন্তানকে মানুষ করতে মিনু কখনো ভিক্ষা করতেন, আবার কখনো মানুষের বাসায় কাজ করতেন। সন্তানদের লালন–পালন ও জাকাতের টাকা দেওয়ার কথা বলে তাঁর বোনকে কারাগারে পাঠানো হয়। শেষ পর্যন্ত তাঁর বোন দুনিয়া থেকে চলে যান। যারা তাঁর বোনের জীবনটা ধ্বংস করে দিয়েছে, তাদের আইনের আওতায় এনে বিচারের দাবি রুবেলের।

মিথ্যাচারই বিএনপির এখন একমাত্র অবলম্বন: ওবায়দুল কাদের-কালের কণ্ঠ

ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সংকটে দায়িত্বশীল রাজনৈতিক দলের ভূমিকা পালনের চরম ব্যর্থতা আড়াল করতে মিথ্যাচারই বিএনপির এখন একমাত্র অবলম্বন।তিনি বলেন বিএনপি নেতারা জনগণের পাশে দাঁড়ানোর অক্ষমতা ঢাকতেই সরকারের বিরুদ্ধে  মিথ্যাচার করছে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আজ সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির উদ্যোগে বিভিন্ন প্রতিনিধিদের মাঝে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে একথা বলেন।বাংলাদেশে এতোগুলা রাজনৈতিক দল অথচ কেবল মাত্র আওয়ামী লীগই এখন সরেজমিনে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন একটি দল ঘরে বসে লিপসার্ভিস দিয়ে যাচ্ছে কিন্তু জনগণ এখন লিপসার্ভিস চায় না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

যুগান্তরের খবরে লেখা হয়েছে,করোনার টিকা নিয়েও সরকার জনগণকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সরকারের উদাসীনতা, ব্যর্থতা জনগণের জীবন-জীবিকাকে বিপন্ন করে ফেলেছে। এখন আবার মানুষকে মিথ্যা কথা বলে প্রতারণা করছে। টিকাই এখন পর্যন্ত পুরো সংগ্রহ হয়নি।

আমরা কি শুধু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের দিন গণনাই করলাম?-মানবজমিন

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে২০২০ সালের ১৭ মার্চ থেকে বন্ধ রয়েছে বাংলাদেশের সবধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। স্বল্প পরিসরে বিশ্ববিদ্যালয়ের কিছু পরীক্ষা নেয়া হলেও কার্যত তালা ঝুলতে শিক্ষা ব্যবস্থায়। আজ বন্ধের ৫০০ দিন পূর্ণ হলো। দেশে আঘাত হেনেছে করোনার দ্বিতীয় ঢেউ। কিন্তু প্রথম এবং দ্বিতীয় ঢেউয়ের মাঝখানে অনেকটাই স্বাভাবিক হয়েছিল দেশের পরিস্থিতি। তবুও খোলেনি শিক্ষার তালা।ফলে ওলট পালট হয়ে গেছে শিক্ষার ক্যালেন্ডার। সমস্যার তালিকাটাও নেহায়েত কম না।শিক্ষার্থীদের মাঝে আত্মহত্যার প্রবণতা বাড়ছে, জড়িয়ে পড়ছে মাদকে। অনলাইন গেমিং গ্রাস করেছে, আর তীর্যকমুখী কিশোর গ্যাং।গ্রামাঞ্চলে বাড়ছে বাল্য বিবাহ।বাড়ছে সেশনজট ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে হতাশা। আমরা সবকিছু খোলা রেখে বন্ধ রাখলাম শিক্ষাপ্রতিষ্ঠান। এই দীর্ঘ গণনার ইতি চাই।

চার জেলায় ৪ নারী ধর্ষণের শিকার-যুগান্তর

ধর্ষণ: চার জেলায় চারটি (প্রতীকী ছবি)

দেশের চার জেলায় চার নারী ধর্ষণের শিকার হয়েছে। এর মধ্যে নোয়াখালীর চাটখিলে স্কুলছাত্রী, কুমিল্লার তিতাসে প্রতিবন্ধী, কুড়িগ্রামের উলিপুরে গৃহবধূ ও গাজীপুরের পূবাইলে শিশু রয়েছে।চাটখিলে নবম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে উঠেছে ফারাবী আহম্মেদ ফয়েজ নামে এক যুবকের বিরুদ্ধে। গাজীপুর মহানগরীর পূবাইল থানার বসুগাঁওয়ে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার বজলু মিয়ার ছেলে তুহিনের বিরুদ্ধে। তুহিন ধর্ষণের কথা স্বীকার করলেও পুলিশ মামলা নিয়েছে ধর্ষণের চেষ্টার।তিতাস উপজেলায় প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় এক মাস পর থানায় মামলা হয়েছে।উলিপুরে নববধূকে কয়েকদিন আটকে রেখে একাধিকবার ধর্ষণের অভিযোগে নববধূর মা বাদী হয়ে বুধবার উলিপুর থানায় অপহরণ ও ধর্ষণ মামলা করেছেন।

করোনাকালে মধ্যবিত্তের হালচাল-জীবনের গতি ‘লক’ করে দিয়েছে লকডাউন-যুগান্তর

লকডাউন(ফাইল ফটো)

সামাজিক নিরাপত্তার আওতা বাড়ানোর তাগিদ অর্থনীতিবিদদের-যুগান্তরের এ প্রতিবেদনে লেখা হয়েছে,‘করোনাভাইরাসের প্রথম দফার ধাক্কা সামলাতে ধারদেনা করে ব্যবসাটা আবার শুরু করেছিলাম। অনেকটা গুছিয়েও এনেছিলাম। কিন্তু কাজকর্ম বন্ধ হয়ে পড়ায় মাথায় হাত পড়েছে। কর্মচারীদের বেতন, দোকান ভাড়া-সব মিলিয়ে কঠিন এক সময়ের মধ্য দিয়ে দিন পার করছি। এমন অবস্থা-না পারি কাউকে বলতে, না পারি সইতে। লকডাউন জীবনের গতিটাকে একেবারে লক করে দিয়েছে’- কথাগুলো বলেন ক্ষুদ্র ব্যবসায়ী সানোয়ার হোসেন। তবে শুধু সানোয়ার হোসেনই নন, লকডাউনে মধ্যবিত্ত শ্রেণির মানুষের দুঃখ-কষ্টের ধরন অনেকটা একই রকম।

চলমান লকডাউনে সমাজের সব শ্রেণি-পেশার মানুষই কিছু না কিছু দুর্ভোগে পড়েছেন। তবে সবার সমস্যা একরকম নয়। করোনার কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় দেশে চলছে কঠোর লকডাউন। একরকম স্থবির হয়ে রয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড। আর এতে সবচেয়ে বেশি সংকটে পড়েছে মধ্যবিত্ত শ্রেণির মানুষ। তাদের অনেকে চাকরিচ্যুত হয়েছেন, নয়তো কমিয়ে দেওয়া হয়েছে বেতন। আবার কারও চাকরি আছে; কিন্তু বেতন নেই। স্বাভাবিক কাজকর্ম না থাকায় বড় একটি অংশের আয়ের পথ বন্ধ হয়ে গেছে। প্রতিষ্ঠানের অর্থনৈতিক দুরবস্থা, বেতন কর্তন, কর্মী ছাঁটাই- প্রভৃতি কারণে বর্তমানে অনেকেই আয় হারিয়ে দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন। পরিবারের আহারের পাশাপাশি বাড়িভাড়া নিয়েও রয়েছে দুশ্চিন্তা। সামাজিক মর্যাদার কারণে তারা কারও কাছে কিছু চাইতেও পারছেন না। ফলে নীরবেই কষ্ট সহ্য করছেন অনেকে।

অর্থনীতিবিদদের মতে, বর্তমানে মধ্যবিত্ত যে পর্যায়ে আছে, তা হয়তো সহনীয়। কিন্তু অচলাবস্থা দীর্ঘায়িত হলে তারাই সবচেয়ে বিপদে পড়বেন। তাদের মতে, দেশে পর্যাপ্ত খাদ্য রয়েছে। তবে বণ্টন ব্যবস্থা খুবই খারাপ। এছাড়া মধ্যবিত্তের কোনো পরিসংখ্যান সরকারের কাছে নেই। ফলে তাদের কাছে খাবার পৌঁছানো খুব কঠিন। তাদের মতে, নিুবিত্তরা সরকারি-বেসরকারি বিভিন্ন সাহায্য-সহযোগিতা পেলেও মধ্যবিত্তদের বড় একটি অংশই অসহায়।

জানতে চাইলে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক অর্থ উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলাম যুগান্তরকে বলেন, দেশে পর্যাপ্ত খাদ্য রয়েছে। এ শ্রেণির মানুষকে সাপোর্ট দেওয়ার জন্য সামাজিক নিরাপত্তার আওতা বাড়াতে হবে। এজন্য সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন।

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত:

মমতা বন্দোপাধ্যায় ( ফাইল ফটো)

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে দেখা করে ইতিমধ্যেই রাজ্যের দাবিদাওয়া পেশ করেছেন। দিল্লি সফরের চতুর্থ দিনে সড়ক পরিবহণ মন্ত্রী নীতীন গড়করির সঙ্গে দেখা করে রাজ্যের সড়ক পরিবহণ ব্যবস্থা নিয়ে একাধিক দাবি পেশ করলেন মমতা (Mamata Banerjee)। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রকের আধিকারিকরা। 

এদিন গড়করির কাছে বেশ কয়েক দফা দাবি পেশ করেছেন মুখ্যমন্ত্রী। এরাজ্য যেহেতু উত্তরপূর্ব ভারতের সঙ্গে গোটা দেশের যোগাযোগের অন্যতম মাধ্যম, তাই রাজ্যে আরও বেশি বেশি রাস্তার প্রয়োজন বলে দাবি মুখ্যমন্ত্রীর।  বৈঠক শেষে মমতা জানিয়েছেন, গড়করির সঙ্গে তাঁর আলোচনা ইতিবাচক। রাজ্যের সমস্যা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। বাংলায় কী কী সমস্যা খতিয়ে দেখতে রাজ্যে আসবে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এছাড়াও রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে পরিবহণ মন্ত্রকের আধিকারিকদের বৈঠক হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ফল কী হবে জানা, রাজ্যসভার নির্বাচনে প্রার্থী দেবে না বিজেপি, জানালেন শুভেন্দু-আনন্দবাজার পত্রিকা

রাজ্যসভার নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বৃহস্পতিবার। আর এ দিনই টুইটার বার্তায় রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী জানিয়ে দিলেন, দীনেশ ত্রিবেদীর ছেড়ে যাওয়া আসনে কোনও প্রার্থী দেবে না গেরুয়া শিবির। নির্বাচনের ফলাফল কী হতে চলেছে, তা মোটামুটি পরিষ্কার হওয়ায় দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানালেন তিনি।

টুইটারে শুভেন্দু লেখেন, ‘বাংলায় রাজ্যসভার উপনির্বাচনে আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। ওই আসনে বিজেপি কোনও প্রার্থী দিচ্ছে না। নির্বাচন ফলাফল কী হতে চলেছে, তা সবাই জানেন। এই যুক্তিহীন সরকারের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে।’গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি-তে যোগদান করে রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দীনেশ ত্রিবেদী। তাঁর ছেড়ে যাওয়া আসনেই আগামী ৯ অগস্ট নির্বাচন। এই উপনির্বাচনে তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে প্রাক্তন আইএএস অফিসার তথা প্রসার ভারতীর প্রাক্তন অধিকর্তা জহর সরকারকে। বুধবার দুপুরেই বিধানসভায় গিয়ে মনোনয়নপত্র জমা দিয়ে আসেন তিনি। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাঁকে ফোন করে রাজ্যসভার প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। কয়েক দিন আগে বিজেপি-র তরফে রাজ্য সভাপতি দিলীপ ঘোষও বলেছিলেন, ওই আসনে বিজেপি-ও প্রার্থী দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এ বার শুভেন্দু জানালেন, রাজ্যসভার উপনির্বাচনে কোনও প্রার্থী দিচ্ছে না বিজেপি।

কবে রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মীর? সংসদে জানাল কেন্দ্র-সংবাদ প্রতিদিন

শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরলেই ‘সঠিক সময়ে’ জম্মু-কাশ্মীরকে (Jammu and Kashmir) পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া হবে। বুধবার সংসদে জানাল কেন্দ্র। বুধবার রাজ্যসভায় আলাদা আলাদাভাবে জম্মু-কাশ্মীর প্রসঙ্গ তোলেন দুই সাংসদ। উল্লেখযোগ্য দিক হল, এই দু’জনের মধ্যে একজন ‘বিরোধী’ শিব সেনা সাংসদ হলেও আরেক জন ওড়িশায় বিজেপির শরিকদল বিজেডির।প্রিয়াঙ্কা চতুর্বেদী ও ডা. সস্মিত পাত্রের প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী নিত্যানন্দ রাই (Nityananda Rai) জানিয়েছেন, সঠিক সময় এলেই জম্মু-কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরত দেওয়া হবে। এই ‘সঠিক সময়’-এর ব্যাখ্যা দিতে গিয়ে উল্লেখ করা হয়েছে উপত্যকার স্বাভাবিকত্ব প্রতিষ্ঠার বিষয়। এক প্রশ্নের জবাবে বলা হয়, ধীরে ধীরে জম্মু-কাশ্মীর স্বাভাবিক হচ্ছে। দোকানপাট, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, সরকারি অফিস-সহ বিভিন্ন ক্ষেত্র ধীরে ধীরে পুরনো অবস্থায় ফিরছে। ২০১৯ সালের তুলনায় গত বছর সন্ত্রাসবাদ কমেছে ৫৯ শতাংশ।

জনপ্রিয়তার নয়া নজির, টুইটারে মোদির ফলোয়ারের সংখ্যা ৭ কোটি ছাড়াল -আজকাল

নয়া নজির গড়ে ফেললেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটারে তাঁর ফলোয়ারের সংখ্যা হয়ে গেল ৭ কোটি। এই মুহূর্তে বিশ্বের আর কোনও রাজনৈতিক নেতা তাঁর ধারেকাছে নেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ফলোয়ার মোদির অর্ধেকেরও কম। বাকিরা অনেক পিছনে রয়েছেন। 

২০০৯ সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রথম টুইটার অ্যাকাউন্ট খোলেন মোদি। এরপর ২০১০ সালে তাঁর ফলোয়ার সংখ্যা ছিল ১ লক্ষ। কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার পর স্বাভাবিকভাবেই লাফিয়ে লাফিয়ে বেড়েছে সেই সংখ্যা। গত ৭ বছরে মোদি ছাপিয়ে গেলেন সকলকেই। তবে এখনও মোদির থেকে অনেক এগিয়ে আছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় ১৩ কোটি। তবে তিনি এখন আর রাষ্ট্রপ্রধান নন।#

 পার্সটুডে/গাজী আবদুর রশীদ/‌২৯

ট্যাগ