আগস্ট ০৪, ২০২১ ১৬:৫৬ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ৪ আগস্ট বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু-ইত্তেফাক
  • টিকা নেওয়া ছাড়া বাইরে বের হওয়া–সংক্রান্ত বক্তব্য প্রত্যাহার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর-প্রথম আলো
  • ভারসাম্যের চেষ্টা, ইরানে জরুরি প্রতিনিধি দল পাঠালো ঢাকা- মানবজমিন
  • মন্ত্রীদের বক্তব্যে দেশবাসী বিভ্রান্ত হচ্ছে: জি এম কাদের -কালের কণ্ঠ
  • ছিনতাইকারী থেকে হাজার কোটি টাকার মালিক পিয়াসার সহযোগী মিশু! -যুগান্তর
  • গণটিকা দান সফল করতে প্রচারণা চালাবে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের-দৈনিক নয়াদিগন্ত

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • ম্যান মেড বন্যা!’ মোদীকে বললেন মমতা, ফোন পেয়েই জানালেন ডিভিসি নিয়ে অভিযোগ-আনন্দবাজার
  • ক্ষমতার সিংহভাগ চায় Taliban, উদ্বেগ উসকে জানালেন আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বিশেষ দূত -সংবাদ প্রতিদিন
  • তৃণমূলের নেতৃত্বে নতুন ত্রিপুরা হবে', আগরতলায় পা রেখেই মন্তব্য কুণালের-আজকাল

টিকা নেওয়া ছাড়া বাইরে বের হওয়া–সংক্রান্ত বক্তব্য প্রত্যাহার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর-প্রথম আলো

টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ ১০ আগস্টের পর থেকে বাইরে বের হতে পারবেন না’ বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক যে বক্তব্য দিয়েছিলেন, তা তিনি প্রত্যাহার করেছেন। আজ বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এর মানে ১৮ বছরের বেশি বয়সীদের টিকা ছাড়া বাইরে চলাচলে কোনো বাধা থাকবে না। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৮ বছরের ঊর্ধ্বে সব নাগরিককেই পর্যায়ক্রমে টিকার আওতায় নিয়ে আসা হবে।

গতকাল মঙ্গলবার সচিবালয়ে করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে এক সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছিলেন, ১০ আগস্টের পর থেকে ১৮ বছরের বেশি বয়সীদের টিকা ছাড়া চলাচল শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু-ইত্তেফাক

চাঁপাইনবাবগঞ্জে বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে পাঁচজন নারীসহ ১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আহতের সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। আজ বুধবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তিনি জানান, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের ২০/২৫জন মানুষ নৌকাযোগে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের দক্ষিণপাঁকা তেররশিয়া গ্রামের মো. হোসেন আলীর মেয়ের বৌভাতের অনুষ্ঠানে আসছিলেন। পথে বৃষ্টি শুরু হলে দক্ষিণপাঁকা ঘাট এলাকায় নৌকা থেকে নেমে ঘাটের ঘরে আশ্রয় নেন।

এসময় বজ্রপাত ঘটলে ঘাটের ঘরের মধ্যে থাকা দক্ষিণপাঁকা তেররশিয়া গ্রামের মফিজ উদ্দিনের ছেলে রফিক উদ্দিন (৪২) ও সুন্দরপুর ইউনিয়নের নারায়নপুর গ্রামের নাম না জানা ১৬জনসহ ১৭ জন মারা যান।

মন্ত্রীদের বক্তব্যে দেশবাসী বিভ্রান্ত হচ্ছে: জি এম কাদের -কালের কণ্ঠ

মন্ত্রীদের বক্তব্যে দেশবাসী বিভ্রান্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের) এমপি।

Image Caption

আজ বুধবার (৪ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি। বিবৃতিতে জি এম কাদের বলেন, আগামী ১১ আগস্ট থেকে ১৮ বছরের উর্ধ্বে বয়স অথচ টিকা নেয়নি এমন কেউ বাইরে বের হলেই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে- সরকারের এমন সিদ্ধান্ত শুধু অযৌক্তিক, অবাস্তব ও অগ্রহণযোগ্য নয়, এটি পুরোপুরি হাস্যকর। আন্ত মন্ত্রণালয়ের সভা শেষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক কীভাবে এমন সিদ্ধান্ত গণমাধ্যমকে জানান, তা সাধারণ মানুষ বুঝতে পারছে না।

চিত্রনায়িকা পরীমনির বাসায় র‌্যাবের অভিযান-কালের কণ্ঠ

চিত্রনায়িকা পরীমনির বাসায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অভিযান চলছে।আজ বুধবার চারটার দিকে র‌্যাব এ অভিযান শুরু করে। পরীমনির বাসায় অভিযানের বিষয়টি র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন নিশ্চিত করেছেন। তিনি বলেন, সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে নায়িকা পরিমনির বাসায় অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

ছিনতাইকারী থেকে হাজার কোটি টাকার মালিক পিয়াসার সহযোগী মিশু! -যুগান্তর

বিতর্কিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসার সহযোগী ও বিজনেস পার্টনার মিশু হাসানকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশ ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার রাতে বিপুল পরিমাণ ইয়াবা ও অস্ত্রসহ তাকে  গ্রেফতার করা হয়। এ সময় মিশুর এক সহযোগীকেও গ্রেফতার করা হয়।

সূত্র জানা গেছে, পিয়াসা ও মিশু সিন্ডিকেটের বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আরও চাঞ্চল্যকর তথ্য রয়েছে। মিশু একসময় রাজধানীতে পেশাদার ছিনতাইকারী হিসাবে পুলিশের তালিকাভুক্ত ছিলেন। পিয়াসার চোরাচালান চক্রের প্রধান সহযোগী মিশু হাসান। চোরাচালানের সুবাদে তিনিও এখন হাজার কোটি টাকার মালিক। রাজধানীর উপকণ্ঠে সান ডেইরি নামের একটি গরুর ফার্মের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে মাদক ও অস্ত্রের কারবারে জড়িত। এছাড়া বিদেশ থেকে আমদানির সময় গরুর পেটে করে আনা হয় হীরা ও স্বর্ণের চালান। গত ৫ বছরে এভাবে হাজার কোটি টাকার চালান দেশে আনা হয়। 

ভারসাম্যের চেষ্টা, ইরানে জরুরি প্রতিনিধি দল পাঠালো ঢাকা- মানবজমিন

মধ্যপ্রাচ্যের ভ্রাতৃপ্রতিম অন্য রাষ্ট্রগুলোর মতো ইরানের সঙ্গে সম্পর্কের 'ভারসাম্য' আনতে চায় বাংলাদেশ। আর এ জন্য দেশটির নব নির্বাচিত প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসির শপথ অনুষ্ঠানে প্রথমবারের মতো প্রতিনিধি দল পাঠিয়েছে ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ৩ সদস্যের ওই প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। জরুরি ভিত্তিতে গতরাতে তারা তেহরানের উদ্দেশ্য রওনা করেছেন।

ইরানের নতুন নেতৃত্বের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ বার্তা নিয়ে গেছেন তারা। আগামীকাল (৫ই আগস্ট) তেহরানের পার্লামেন্টে বর্ণাঢ্য এক আয়োজনে শপথ নেবেন প্রেসিডেন্ট রাইসি। এতে রাষ্ট্র ও সরকার প্রধানসহ পঞ্চাশের অধিক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অতিথিরা স্বাস্থ্যবিধি মেনে সশরীরে অংশ নিচ্ছেন। ইরানী প্রশাসন ও স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, মঙ্গলবার সর্বোচ্চ নেতার কাছ থেকে দায়িত্ব পেলেও রেওয়াজ অনুযায়ী জাতীয় সংসদে প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন।

গণটিকা দান সফল করতে প্রচারণা চালাবে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের-দৈনিক নয়াদিগন্ত

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবিলায় সরকারের গণটিকা কার্যক্রম সফল করতে সারাদেশে মানুষের মঝে প্রচার চালাতে দলের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর ও দলের সহযোগি-ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের বিশেষ সভার সূচনা বক্তব্যে এ কথা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় ওবায়দুল কাদের সভাপতিত্ব করেন। টিকাগ্রহণে উদ্বুদ্ধ করতে প্রচারণা সফল ও শোকাবহ আগস্টে দলীয় কর্মসূচি সমন্বয় করতে এ সভার আয়োজন করা হয়।

ওবায়দুল কাদের বলেন, ‘সারাদেশের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আগামী ৭ থেকে ১৪ আগস্ট গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে। এই টিকা কার্যক্রম সফল করতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের দলের সভাপতি শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। দলের সকল পর্যায়ের নেতাকর্মী টিকা টিকা গ্রহণ করবেন। পাশাপাশি সবাইকে টিকা গ্রহণে উদ্বুদ্ধ করতে প্রচারণা চালাবেন।’

ম্যান মেড বন্যা!’ মোদীকে বললেন মমতা, ফোন পেয়েই জানালেন ডিভিসি নিয়ে অভিযোগ-আনন্দবাজার

রাজ্যে বন্যা পরিস্থিতির জন্য সরাসরি কেন্দ্রকে দায়ী করেছেন তাঁর মন্ত্রী। এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদীগুলির নাব্যতা কমে যাওয়াতেই জলধারণ ক্ষমতা কমেছে এবং তার জন্যই বার বার বাংলায় বন্যা পরিস্থিতি তৈরি হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। শুধু তাই নয়, রাজ্যের সঙ্গে পরামর্শ না করে ডিভিসি নিজেদের ইচ্ছেমতো জল ছাড়ছে, সময় মতো পলি পরিষ্কার করছে না বলেও মোদীর কাছে ক্ষোভ উগরে দেন তিনি।

বন্যা পরিস্থিতি নিয়ে দোষারোপ পাল্টা দোষারোপের পালা চলছেই। তারই মধ্যে বুধবার মমতাকে ফোন করে পরিস্থিতির খোঁজ নেন মোদী। কোন জেলার কী অবস্থা, ক্ষয়ক্ষতি কত, জনের প্রাণহানি হয়েছে, তা জানতে চান মোদী।

ক্ষমতার সিংহভাগ চায় Taliban, উদ্বেগ উসকে জানালেন আফগানিস্তানে নিযুক্ত মার্কিন বিশেষ দূত -সংবাদ প্রতিদিন

আফগানিস্তানে আরও ভয়ংকর আকার নিয়েছে গৃহযুদ্ধ। পাহাড়ি দেশটির প্রায় আশি শতাংশ দখল করে ফেলেছে তালিবান জঙ্গিগোষ্ঠী। তবে একইসঙ্গে আমেরিকার মধ্যস্থতায় শান্তি আলোচনা চালাচ্ছে জেহাদি সংগঠনটি। সেই প্রসঙ্গে আফগানিস্তানে নিযুক্ত বিশেষ মার্কিন দূত জালমে খলিলজাদ জানিয়েছেন যে আফগান প্রশাসনে ক্ষমতার সিংহভাগ দাবি করেছে তালিবান (Taliban)।

‘Aspen Security Forum’ভারচুয়াল আলোচনা সভায় খলিলজাদ বলেন, “এই মুহূর্তে সামরিক পরিস্থিতি খতিয়ে দেখে আফগানিস্তানে নতুন সরকার গঠিত হলে সেখানে ক্ষমতার সিংহভাগ চাইছে তালিবান। এটা হচ্ছে সংগঠনটির মধ্যে ক্ষমতা দখলের লড়াই।” বলে রাখা ভাল, ২০২০ সালে আমেরিকা ও তালিবানের মধ্যে শান্তিচুক্তির নেপথ্য নায়ক হচ্ছেন খলিলজাদ। তার কূটনৈতিক দৌত্যের ফলেই আফগানিস্তানে প্রায় দু’দশক ধরে চলা লড়াই থেকে কিছুটা হলেও মুখরক্ষা করে বেরিয়ে আসতে পেরেছে আমেরিকা। চলতি মাসের মধ্যেই সন্ত্রাস জর্জর দেশটি থেকে প্রায় ৯৮ শতাংশ মার্কিন ফৌজ সরে যাবে বলে খবর। আর সেপ্টেম্বরের মধ্যে পুরোপুরি প্রস্থান করবে আমেরিকার সেনাবাহিনী। শুধুমাত্র দূতাবাস ও কাবুল বিমানবন্দরের সুরক্ষায় কিছু সংখ্যক মার্কিন সেনা থাকবে ওই দেশে। 

তৃণমূলের নেতৃত্বে নতুন ত্রিপুরা হবে', আগরতলায় পা রেখেই মন্তব্য কুণালের-আজকাল

ত্রিপুরা দখলের লক্ষ্যে মরিয়া হয়ে উঠেছে তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তৃণমূলের একাধিক নেতা-‌মন্ত্রীকে ত্রিপুরায় পাঠিয়ে দেওয়া হচ্ছে সংগঠনের কাজে। আজ ত্রিপুরায় পৌঁছলেন কুণাল ঘোষ। আগরতলা বিমানবন্দরে কুণাল ঘোষকে স্বাগত জানান ত্রিপুরার তৃণমূল কংগ্রেস নেতা-‌কর্মীরা। টুইটে কুণাল ঘোষ লেখেন, ‘‌আগে বহুবার ত্রিপুরা গিয়েছি। বহু বছরের যোগাযোগ। আজ যাচ্ছি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে। অভিষেক ব্যানার্জির কথা মিলে যাবে। দেড় বছর পর ত্রিপুরায় উন্নয়ন হবে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন সরকারের নেতৃত্বে। অনেক সম্ভাবনাপূর্ণ রাজ্য। প্রতিকূল ভৌগোলিক অবস্থান সত্ত্বেও বহু সম্পদ। অথচ কয়েক দশক যথাযথ উন্নয়ন হল না। এবার তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে নতুন করে গড়ে উঠবে ত্রিপুরা। মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে ত্রিপুরার মানুষ "আসল বিপ্লব" ঘটাবেন।’‌

পার্সটুডে/বাবুল আখতার/৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ