আগস্ট ১১, ২০২১ ১৫:২১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১১ আগস্ট বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার পরিকল্পনা করেছিল ফোরকান-ইত্তেফাক
  • কঠোর বিধিনিষেধ শেষে চেনারূপে ঢাকা-প্রথম আলো
  • প্রথম দিন চার হাজারের বেশি রোহিঙ্গা শরণার্থী সিনোফার্মের টিকা পেয়েছেন-মানবজমিন
  • মানুষের চাপে তিল ধারণের ঠাঁই নেই লঞ্চ-ফেরিতে-যুগান্তর
  • 'জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় যা খুশি তাই করছে সরকার'-কালের কণ্ঠ
  • ছিতাইয়ের ঘটনায় শ্রমিক লীগ নেত্রীকে দল থেকে অব্যাহতি-বাংলাদেশ প্রতিদিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • ৫৭০ কোটির সম্পত্তি সিপিএমের, ধারেকাছে নেই তৃণমূল,বিজেপি ধরাছোঁয়ার বাইরে-আনন্দবাজার
  • কেমন কাজ করছে BJP সরকার? নির্বাচনের আগে জনতার মন বুঝতে সমীক্ষা NaMo App-সংবাদ প্রতিদিন
  • হিন্দি বুঝতে না পারায় শ্লীলতাহানি! পাকিস্তানি বলে কটূক্তি কলকাতায়-আজকাল

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় ড্রোন হামলার পরিকল্পনা করেছিল ফোরকান-ইত্তেফাক

নব্য জেএমবি সদস্য গ্রেপ্তার

নব্য জেএমবির সদস্য ও অনলাইনে বোমা তৈরির প্রশিক্ষক এবং কারিগর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ হাসান ওরফে বোমা জাহিদকে গ্রেফতারের পর চাঞ্চলকর তথ্য জানিয়েছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। সিটিটিসি জানিয়েছে, ফোরকানের নির্দেশনায় গত কয়েক বছরে ১০-১২টি পুলিশ বক্সে বোমা হামলার চেষ্টা চালায় নব্য জেএমবির সদস্যরা।সংবাদ সম্মেলনে মো. আসাদুজ্জামান জানান, অনলাইনে বিভিন্ন সিক্রেট অ্যাপ ব্যবহার করে বোমা তৈরির প্রশিক্ষণ দিতেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র জাহিদ হাসান ওরফে রাজু ওরফে ইসমাঈল হাসান ওরফে ফোরকান ভাই। তারই নির্দেশনায় গত কয়েক বছরে ১০-১২টি পুলিশ বক্সে বোমা হামলার চেষ্টা চালায় নব্য জেএমবির সদস্যরা।

সবশেষ এই ফোরকান ড্রোন বানানোর পরিকল্পনা করেছিলেন। ড্রোনের সঙ্গে বিস্ফোরক যুক্ত করে হামলার পরিকল্পনার পাশাপাশি নব্য জেএমবির সামরিক শাখার প্রধান নিযুক্ত হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, পুলিশ বক্সে হামলার পরিকল্পনার সঙ্গেও তিনি জড়িত ছিলেন। আর সংগঠনের আমিরের নির্দেশে যেসব হামলার ঘটনা ঘটেছে সেসব হামলায় সমন্বয়কের ভূমিকা পালন করেন তিনি।তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে নব্য জেএমবির সামরিক শাখার প্রধান প্রশিক্ষক ও বোমা প্রস্তুতকারকসহ তিন জনকে গ্রেফতার করে।

বুধবার রাতে রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- জাহিদ হাসান ওরফে রাজু ওরফে ইসমাঈল হাসান ওরফে ফোরকান ভাই, সাইফুল ইসলাম মারুফ ওরফে বাসিরা ও মো. রুম্মান হোসেন ফাহাদ ওরফে আব্দুল্লাহ। এ সময় তাদের কাছ থেকে বিস্ফোরক পদার্থ, জিআই পাইপ, রিমোট কন্ট্রোল ডিভাইস, লোহার বল, সাংগঠনিক কাজে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন ও একটি ট্যাব উদ্ধার করা হয়।

কঠোর বিধিনিষেধ শেষে চেনারূপে ঢাকা, যানজট শুরু-প্রথম আলো।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের জারি করা কঠোর বিধিনিষেধ শেষে আজ বুধবার অনেকটাই চিরচেনা রূপে ফিরেছে রাজধানী ঢাকা। সড়কে যানচলাচল অনেকটা বেড়েছে। বিভিন্ন স্থানে দেখা গেছে যানজট। তবে আজ গণপরিবহনে যাত্রীর সংখ্যা কিছুটা কম।করোনাভাইরাস সংক্রমণের নিয়ন্ত্রণে চলতি বছরের ৫ এপ্রিল থেকে ধাপে ধাপে বিধিনিষেধ চলছিল। ঈদের পর ২৩ জুলাই কঠোর বিধিনিষেধ শুরু হয়। যা প্রথমে ৫ আগস্ট পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। পরে এই বিধিনিষেধ ১০ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়। আজ থেকে শর্ত সাপেক্ষে অফিস, গণপরিবহনসহ সবকিছু খুলে দেওয়া হয়েছে। এ বিষয়ে ৮ আগস্ট আদেশ জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

জনস্রোত

আর যুগান্তর লিখেছে, মানুষের চাপে তিল ধারণের ঠাঁই নেই লঞ্চ-ফেরিতে। বাংলাবাজার ঘাটে ঢাকাগামী যাত্রীদের উপচেপড়া ভিড় শিরোনাম করেছে মানবজমিন।এসব খবরে লেখা হয়েছে,করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধ শিথিলে দৌলতদিয়ায় দূরপাল্লার গণপরিবহণ চলাচল করায় ফেরিঘাট, লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। সব কিছু খুলে দেওয়ায় অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপে তিল ধারণের ঠাঁই নেই রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। মানবজমিনের খবরে আরও লেখা হয়েছে, মৃত্যু ২৩ হাজার ছাড়িয়েছে-উচ্চ সংক্রমণের মধ্যেই স্বাভাবিক হলো সবকিছু। তাহলে করোনা এখন কোথায় গিয়ে দাঁড়াবে-এ প্রশ্ন ওঠা এখন খুবই সঙ্গত!

'জনগণের প্রতি দায়বদ্ধতা না থাকায় যা খুশি তাই করছে সরকার'-রিজভী-কালের কণ্ঠ

'জনগণের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতা না থাকায় সরকার যখন যা খুশি তাই করছে। সরকারের মন্ত্রীরা বড় বড় কথা বলছেন কিন্তু তাঁরা কাজের কাজ কিছুই করছেন না।' রিজভী বলেন, 'সরকারের মন্ত্রীরা বলছেন একে একে সব খুলে দিচ্ছি। শিল্প কলকারখানা, গণপরিবহন, মার্কেটসহ সব খুলে দিচ্ছেন। কিন্তু স্কুল-কলেজগুলো খুলে দেবেন না। আমরা দেখতে পেলাম ইউরোপে স্কুল-কলেজ খুলে দিয়েছে শিক্ষার্থীদের নিরাপত্তা দিয়ে। তাদের জীবন ধ্বংস করেনি। অথচ আমাদের সরকার স্কুল-কলেজ খুলে দিচ্ছে না।' তিনি বলেন, 'সরকার লকডাউন তুলে দিয়েছে। যেখানে সরকারি হিসেবে গড়ে প্রতিদিন ২৫০ জনের বেশি লোক মারা যাচ্ছে। গ্রামগঞ্জে যারা মারা যাচ্ছেন তাঁদের হিসাব নেই। অথচ যখন ৫০ জন মারা যেত তখন লকডাউন দেওয়া হয়েছিল। জনগণের প্রতি শ্রদ্ধা ও দায়বদ্ধতা না থাকায় সরকার যখন যা খুশি তাই করছে।'

এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

কেমন কাজ করছে BJP সরকার? নির্বাচনের আগে জনতার মন বুঝতে সমীক্ষা NaMo App-এ-সংবাদ প্রতিদিন

আগামী বছরই উত্তরপ্রদেশ-সহ পাঁচ রাজ্যে ভোট। আর তার আগে ভোটারদের মন বুঝতে অভিনব পদক্ষেপ করল বিজেপি সরকার। অনলাইন সমীক্ষার মাধ্যমেই এবার কেন্দ্র জেনে নেবে, গেরুয়া শিবিরের কাজে আমজনতা কতটা খুশি কিংবা আদৌ খুশি কি না। আর এই লক্ষ্যপূরণের হাতিয়ার NaMo App।

ইতিহাস বলে উত্তরপ্রদেশে (Uttar Pradesh) যে সরকার গড়ে, কেন্দ্রে আসিন হয় সেই রাজনৈতিক দলই। তাই উত্তরপ্রদেশে নিজেদের ক্ষমতা বাঁচিয়ে রাখতে মরিয়া যোগী সরকার। সেই মতো শুরু হয়ে গিয়েছে প্রস্তুতিও। যোগী রাজ্যের পাশাপাশি ২০২২ সালে নির্বাচন রয়েছে গোয়া, মণিপুর, পাঞ্জাব ও উত্তরাখণ্ডেও। তার আগে অনলাইন সমীক্ষাতেই আমজনতার কাছে নিজেদের অবস্থানের বিষয়টি জেনে নিতে আগ্রহী বিজেপি। আর সেই উদ্দেশ্যেই শুরু এই নয়া সমীক্ষা।NaMo অ্যাপে মোট ১৩টি টেমপ্লেটের মাধ্যমে সমীক্ষা করা হচ্ছে। যেখানে সরাসরি নিজেদের মনের কথা জানাতে পারবেন ভোটাররা। আর সমীক্ষার ফলাফল অনুযায়ী নিজেদের মতো করে ঘুঁটি সাজাতে পারবে বিজেপি। অন্দরের খবর, এতে নির্বাচনী প্রচার এবং লড়াইয়ের ভিত মজবুত হবে বলেই মনে করা হচ্ছে।

রাজ্যসভায় কেঁদে ফেললেন বেঙ্কাইয়া, লোকসভার অধিবেশন শেষ দু’দিন আগেই-আনন্দবাজার পত্রিকার এ শিরোনামের খবরে লেখা হয়েছে, নির্ধারিত সময়ের আগেই লোকসভায় শেষ হচ্ছে বাদল অধিবেশন। ১৩ আগস্ট সংসদের বাদল অধিবেশন শেষ হওযার কথা ছিল। কিন্তু বিরোধীদের বিক্ষোভ, হইহট্টগোলের কারণে প্রত্যাশা মতো কাজ হয়নি বলেই আজ লোকসভার বাদল অধিবেশন শেষ করার সিদ্ধান্ত নিলেন স্পিকার ওম বিড়লা।অন্যদিকে রাজ্যসভায় বিরোধীদের আচরণে ক্ষুব্ধ হয়ে কেঁদেই ফেললেন রাজ্যসভার চেয়ারম্যান বেঙ্কাইয়া নাইডু। কেন্দ্রের আনা তিনটি কৃষি আইন খারিজ করার দাবিতে গতকাল চেয়ারম্যানের সামনে রিপোটার্স টেবিল এ বসে পড়েছিলেন বিরোধীরা। ঐ ঘটনা সামনে এনে বেঙ্কাইয়া নাইডু বলেন, বিরোধীদের আচরণে সংসদের পবিত্রতা নষ্ট হয়েছে।

ফের বাজিমাত ভারতের, এবার দেশীয় ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ করল ডিআরডু-আজকাল

প্রতিরক্ষা ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে গেল ভারত। এবার সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইলের সফল পরীক্ষামূল উৎক্ষেপণ করল প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা ডিআরডু।সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বুধবার ওড়িশা উপকূলে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্রুজ মিসাইলের সফল পরীক্ষামূলক উৎক্ষেপণ করে ডিআরডিও। দেশেই তৈরি ক্রুজ ইঞ্জিনের মদতে প্রায় ১৫০ কিলোমিটার দূরে নির্দিষ্ট লক্ষ্যে আছড়ে পড়ে ক্ষেপণাস্ত্রটি। ভবিষ্যতে এমন আরও বেশ কয়েকটি পরীক্ষানিরীক্ষা চালানো হবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, আজকের এই মিসাইল উৎক্ষেপণের অত্যন্ত তাৎপর্যপূর্ণ।#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১১

ট্যাগ