সেপ্টেম্বর ০৮, ২০২১ ১৫:৩৬ Asia/Dhaka

শ্রোতা/পাঠক! ৮ সেপ্টেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • আফগানিস্তানে শরিয়াহ আইন বাস্তবায়নের নির্দেশ তালেবানের সর্বোচ্চ নেতার-প্রথম আলো
  • তালেবানের নতুন সরকার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র-যুগান্তর
  • আমলাতন্ত্র এখন আমলা লীগ হয়ে গেছে-মির্জা ফখরুল-ইত্তেফাক
  • আবরার হত্যা: ২৫ জনের বিরুদ্ধে পুনরায় অভিযোগ গঠন-কালের কণ্ঠ
  • বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্তির নির্দেশ-মানবজমিন

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • আফগানিস্তানে সরকার ঘোষণা হতেই দিল্লিতে সিআইএ প্রধানের সঙ্গে বৈঠক অজিত ডোভালের সঙ্গে -আনন্দবাজার
  • ‘পিএইচডি, মাস্টার্স ডিগ্রি মূল্যহীন! মোল্লারাই শ্রেষ্ঠ’, জানিয়ে দিল তালিবানের নতুন শিক্ষামন্ত্রী -আজকাল
  • হাই কোর্টে ধাক্কা বিশ্বভারতীর, সাসপেন্ড হওয়া ৩ পড়ুয়াকে ক্লাসে ফেরানোর নির্দেশ -সংবাদ প্রতিদিন

শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু’টি বিষয়ের বিশ্লেষণে যাব। 

কথাবার্তার বিশ্লেষণের বিষয়:

১) নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের হুমকি দিয়ে পাহাড় দখল করেন বিচ্ছু! এটি বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম। কি বলবেন আপনি?

২) আফগানিস্তানে তালেবান সরকার ঘোষণা করেছে। এ নিয়ে পশ্চিমা জগতে এক রকমের উদ্বেগ দেখা যাচ্ছে। এর কারণ কী?

জনাব সিরাজুল ইসলাম আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছিবিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর

তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা

আফগান ইস্যু: আফগানিস্তানের সদ্যঘোষিত অন্তর্বর্তীকালীন সরকারকে ‘শরিয়াহ আইন’ বাস্তবায়ন করতে বলেছেন ক্ষমতাসীন তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। কাবুল দখলের তিন সপ্তাহ পর গতকাল মঙ্গলবার কট্টরপন্থী হিসেবে পরিচিত ব্যক্তিদের নিয়ে আফগানিস্তানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করেছে তালেবান। সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে তালেবানের কয়েকজন বর্ষীয়ান নেতা ও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা হাক্কানি নেটওয়ার্কের নেতাদের। সরকারের প্রধান করা হয়েছে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে। উপপ্রধানমন্ত্রী আবদুল গনি বারাদার ও আবদুল সালাম হানাফি। স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানিকে।

তালেবানের নতুন সরকার নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে, ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার প্রায় তিন সপ্তাহ পর অন্তর্বর্তী সরকার গঠন করেছে তালেবান। মন্ত্রিসভায় স্থান পাওয়া সবাই পুরুষ এবং তাদের কারও কারও মার্কিন বাহিনীর ওপর হামলার সঙ্গে সম্পৃক্ততা থাকায় নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র।ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট তালেবানের মঙ্গলবারের (সরকার গঠন) ঘোষণার বিষয় মূল্যায়ন করে দেখছে বলে জানানো হয়।অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেবেন মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। যিনি জাতিসংঘের ব্ল্যাকলিস্টে রয়েছেন। একই সঙ্গে মন্ত্রিসভার সদস্য সিরাজুদ্দিন হাক্কানি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের মোস্ট ওয়ান্টেডদের একজন।এর আগে তালেবান বারবার বলেছিল— তারা অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করতে চায়। কিন্তু নতুন সরকারে তাদের এবং তাদের মিত্রদের প্রতিনিধিরা স্থান পেয়েছেন।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, আমরা তালেবানের ঘোষিত সরকারের নামগুলো দেখেছি, সেখানে কোনো নারী নেই। যারা পদ পেয়েছেন তারা হয় তালেবানের সদস্য নয়তো তাদের মিত্র গোষ্ঠীর। আমরা মন্ত্রিসভার কয়েকজনের পুরনো ইতিহাস নিয়ে উদ্বিগ্ন।

এতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র তালেবানকে তাদের কার্যক্রম দিয়ে বিচার করবে, কথা দিয়ে নয়।

দীর্ঘ ২০ বছর পর যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নেয়। সেনা প্রত্যাহার প্রক্রিয়ার মধ্যেই ১৫ আগস্ট কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এর প্রায় তিন সপ্তাহ পর মঙ্গলবার গোষ্ঠীটি অন্তর্বর্তী সরকার গঠন করে।

উড়ে এসে জুড়ে বসারা ক্ষমতাকে ভোগের জায়গা বানায়: প্রধানমন্ত্রী/মানবজমিন

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয় জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ যখন দেশের ক্ষমতায় আসে তখন উন্নতি হয়।  উড়ে এসে জুড়ে বসারা ক্ষমতাটাকে ভোগের জায়গা বানায়।  অর্থ-সম্পদ বানানোর একটা মেশিন হিসাবে পায়।  

বুধবার ভূমি মন্ত্রণালয়ের ভূমি ভবন, উপজেলা ও ইউনিয়নের ভূমি অফিস ভবন, অনলাইন ভূমি উন্নয়ন কর পরিশোধ কার্যক্রম এবং ভূমি ডাটা ব্যাংকের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।  ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন।  অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ।

শেখ হাসিনা বলেন, আমরা ক্ষমতায় থাকলে দেশের মানুষ সেবা পায়, দেশের উন্নতি ও ভাবমূর্তি উজ্জ্বল হয়। 

‘আমরা যখন সরকারে আসি তখন আন্তরিকতা, আদর্শ, নীতি ও সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়ে কাজ করি।  কারণ এদেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছে আওয়ামী লীগের কর্মীরা, পাশে থেকেছে জনগণ।  কিন্তু উড়ে এসে জুড়ে যারা ক্ষমতায় বসে, তাদের সেই দায়বদ্ধতা থাকে না।  দেশের মানুষের প্রতি তাদের কোনো খেয়ালই থাকে না।  এটা হলো বাস্তবতা।

দুর্নীতি তাদের শিরায় শিরায়, রীতিমতো শিল্পে পরিণত করেছিল: কাদের-যুগান্তর

‘দুর্নীতি দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে’—বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তাদের কথা শুনলে জনগণ নীরবে হাসে।কারা কী বলছেন!  

তিনি বলেন, দুর্নীতি ছিল তাদের শিরায় শিরায়, যা থেকে এখনও তারা বেরিয়ে আসতে পারেনি।

‘দুর্নীতিকে যারা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, লুটপাট আর অনিয়মের কন্ট্রোল রুম হিসেবে যারা হাওয়া ভবন তৈরি করেছিল, পর পর পাঁচবার দুর্নীতিতে দেশকে বিশ্বচ্যাম্পিয়নের কলঙ্কতিলক পরিয়েছিল, তারাই এখন দুর্নীতির কথা বলেন!  এসব বিষয়ে ওবায়দুল কাদের বলেন, চোখে পর্দা না থাকলে, নির্লজ্জ হলেই কেবল এমন কথা বলা যায়।’

দুর্নীতিবাজ নেতৃত্ব তোষণকে বিএনপি রীতিমতো শিল্পে পরিণত করেছে বলেও মন্তব্য ওবায়দুল কাদের। 

তিনি বুধবার সকালে তার রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংকালে এ কথা বলেন।

অপরাজনীতি বিএনপিকে গভীর খাদের কিনারে পৌঁছে দিয়েছে, তাই তারা এ বাস্তবতা এখনও উপলব্ধি করতে পারছে না দাবি করে ওবায়দুল কাদের বলেন, কর্মীদের চাঙ্গা রাখতে নানা মুখরোচক বক্তব্য দেন, যা অন্তঃসারশূন্য। 

ওবায়দুল কাদের প্রশ্ন রেখে বলেন, বিএনপি কি একটি নজির দেখাতে পারবে? তাদের সময়কালে কোনো একজন দুর্নীতিবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে?

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আমলাতন্ত্র এখন ‘আমলা লীগ’ হয়ে গেছে: মির্জা ফখরুল-ইত্তেফাক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমলাতন্ত্র এখন আমলালীগ হয়ে গেছে। আমি অনেক আগেই বলেছি, আওয়ামী লীগ এখন আর আওয়ামী লীগ নেই। রাজনৈতিক ভাবে আওয়ামী লীগ দেউলিয়া হয়ে গেছে। আমলারা আওয়ামী লীগকে সরকারের থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে।রাজনৈতিক কোনো দৃষ্টিভঙ্গি আওয়ামী লীগের নেই। ক্ষমতায় টিকে থাকার জন্য তারা এখন আমলাতন্ত্রকে ব্যবহার করছে।’

আজ বুধবার (৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁও শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা বিএনপি আয়োজিত এক বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বিচার বিভাগ থেকে শুরু করে পুলিশ, প্রশাসন, নির্বাচন কমিশন সবকিছু তারা (আওয়ামী লীগ) দলীয় দৃষ্টিকোণ থেকে নিয়ন্ত্রণ করেছে এবং তারা তাদের নিজের অস্তিত্বের স্বার্থে তথাকথিত নির্বাচন নির্বাচন খেলা করে গণতন্ত্রের একটা মুখোশ দিয়েছে। কেড়ে নিয়েছে জনগণের সমস্ত অধিকার।’ 

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

আফগানিস্তানে সরকার ঘোষণা হতেই দিল্লিতে সিআইএ প্রধানের সঙ্গে বৈঠক অজিত ডোভালের সঙ্গে-আনন্দবাজার পত্রিকা

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল

মঙ্গলবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের (Ajit Doval) সঙ্গে দেখা করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থার (ISI) প্রধান উইলিয়াম বার্নস। এরপরই বুধবার রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর নিকোলাই পেত্রোশেভের সঙ্গে সাক্ষাৎ হল ডোভালের। মঙ্গলবারই তালিবান (Taliban) তাদের নতুন সরকারের ঘোষণা করেছে। প্রধানমন্ত্রী হয়েছে মহম্মদ হাসান আখুন্দ। যে রাষ্ট্রসংঘের ঘোষিত জঙ্গি। এই পরিস্থিতিতে ভারতের সঙ্গে মার্কিন ও রাশিয়ার এই বৈঠকের আলাদা তাৎপর্য রয়েছে বলেই মনে করা হচ্ছে।

বুধবারই দু’দিনের সফরে ভারতে এসেছেন রাশিয়ার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজর নিকোলাই পেত্রোশেভ। বুধবার তাঁর সঙ্গে বৈঠকে বসেছেন অজিত ডোভাল। জানা গিয়েছে, ডোভালের সঙ্গে বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিদেশমন্ত্রী এস জয়শংকরের সঙ্গেও ফোনে কথা বলবেন তিনি।

হাই কোর্টে ধাক্কা বিশ্বভারতীর, সাসপেন্ড হওয়া ৩ পড়ুয়াকে ক্লাসে ফেরানোর নির্দেশ-সংবাদ প্রতিদিন

কলকাতা হাই কোর্টে বড়সড় ধাক্কা খেল বিশ্বভারতী (Visva Bharati) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সাসপেন্ড হওয়া ৩ পড়ুয়ার শাস্তি প্রত্যাহার করে অবিলম্বে তাঁদের ক্লাসে ফেরাতে হবে। বৃহস্পতিবার থেকেই তাঁরা যেন ক্লাস করতে পারে, তা দেখতে হবে। বুধবার কলকাতা হাই কোর্টের (Calcutta HC) বিচারপতি রাজশেখর মান্থা অন্তর্বর্তীকালীন নির্দেশে এসবই জানিয়েছেন। আরও বেশ কিছু নির্দেশ দিয়েছেন বিচারপতি। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিচারপতি।  হাই কোর্টের এই নির্দেশে স্বভাবতই খুশি সাসপেন্ড হওয়া পড়ুয়ারা। তাঁরা ফলের রস খেয়ে অনশন ভেঙেছেন।

‘পিএইচডি, মাস্টার্স ডিগ্রি মূল্যহীন! মোল্লারাই শ্রেষ্ঠ’, জানিয়ে দিল তালিবানের নতুন শিক্ষামন্ত্রী-আ্জকাল/সংবাদ প্রতিদিন/আনন্দবাজার

মঙ্গলবার রাতে ঘোষিত হয়েছে তালিবান (Taliban) সরকার। আর তারপরই আফগানিস্তানের (Afghanistan) নতুন শিক্ষামন্ত্রী, জানিয়ে দিলেন, এখনকার দিনে পিএইচডি কিংবা মাস্টার্স ডিগ্রির আর মূল্য নেই। কেননা মোল্লাদের কারওরই তা নেই। তবু তারাই শ্রেষ্ঠ। আফগানিস্তানের নতুন শিক্ষামন্ত্রী হয়েছেন শেখ মৌলবি নুরুল্লা মুনির। আর তারপরই তিনি কার্যত বোমা ফাটালেন। সটান জানিয়ে দিলেন, ”আজকের দিনে পিএইচডি, মাস্টার ডিগ্রি মূল্যহীন। আপনারা জানেন মোল্লারা ও তালিবানই এখন ক্ষমতায়। তাদের কোনও পিইচডি কিংবা এমএ ডিগ্রি তো নেই-ই, এমনকী, হাইস্কুলের ডিগ্রিও নেই। তবুও তারাই সেরা।”#

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/৮