সেপ্টেম্বর ১৭, ২০২১ ১৭:১৯ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ । আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ১৭ আগস্ট শুক্রবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • আফগান সংকট সমাধানে জাতিসংঘও অপাপরগ–যুগান্তর
  • কিছু পাউরুটিতে ব্যবহৃত হচ্ছে ক্যানসার সহায়ক উপাদান- প্রথম আলো
  • যুক্তরাষ্ট্র,  যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার চুক্তিকে দায়িত্ব জ্ঞানহীন-বললো চীন-ইত্তেফাক
  • রোহিঙ্গাদের ফেরাতে কমনওয়েলথের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ
  • জেনে শুনেই ব্যবসায়িক অপকৌশল বেছে নেন ইভ্যালির রাসেল দম্পতি-মানবজমিন

ভারতের শিরোনাম:

  • ১১ জন মিলে খুন করেছে বাবাকে, বিচার চাই, জন্মদিনের মুখে মোদীকে আর্জি চার বছরের খুদের-আনন্দবাজার
  • বাংলা’তৃণমূলের হাত ধরছে সিপিএম? বিমান বসুর মন্তব্যে বাড়ছে জল্পনা -আজকাল
  • মোদির বিকল্প মুখ মমতাই, জোটের রাস্তা খোলা রেখেও রাহুলকে বিঁধল ‘জাগো -সংবাদ প্রতিদিন

বাংলাদেশের গুরুত্বপূর্ণ কিছু খবরের বিস্তারিত:

কিশোর গ্যাংয়ের নেতা থেকে মাদক সিন্ডিকেটের প্রধান-প্রথম আলো

এই দফায় মো. আরিফের নাম পুলিশের খাতায় উঠেছে হেরোইন কারবারি মোছা. পারভীনকে গ্রেপ্তারের পর। পারভীন মসলার প্যাকেটে করে হেরোইন বিক্রির সময় ধরা পড়েন গোয়েন্দা বিভাগের হাতে। খোঁজখবর নিয়ে গোয়েন্দারা জানতে পারেন, এই আরিফই সেই আরিফ, মাত্র ২৪ বছর বয়সে যাঁর বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় মামলার সংখ্যা ২৭।

গত বুধবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা (লালবাগ) বিভাগ আরিফকে গ্রেপ্তারের খবর জানায়।গ্রেপ্তারের পর গণমাধ্যমে ছাপা হওয়া আরিফের ছবির সঙ্গে নাটক–সিনেমায় দেখা ‘ড্রাগ লর্ড’দের কোনো মিল পাওয়া যায়না। মাঝারি উচ্চতার রোগা চেহারার এক তরুণ তিনি। ভিড়ের মধ্যে মিশে থাকলে তাঁকে আলাদা করে চেনা যায় না। কিন্তু পুলিশের কাছে এই আরিফ ধূর্ত। যোগাযোগের ক্ষেত্রে খুব কুশলী হওয়ায় আরিফ বারবার গ্রেপ্তার এড়াতে পেরেছেন। এ নিয়ে ২৭টি মামলায় তিনি গ্রেপ্তার হলেন চারবার। জেলে থেকেছেন সর্বোচ্চ সাত মাস।

তবে একটা বিষয়ে সবাই একমত। তিনি কিশোর গ্যাংয়ের নেতা থেকে বড় মাদক কারবারিতে পরিণত হয়েছেন।

ইভ্যািলির চেয়ারম্যান শামিমা  ও  তারা স্বামী রাসেল

ইভ্যালির রাসেল ও শামীমা ৩ দিনের রিমান্ডে-প্রথম আলো, মানবজমিনসহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি ডটকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রাসেল ও তাঁর স্ত্রী শামীমা নাসরিনের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ইভ্যালি: রাসেল-শামীমা দম্পতি

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ এ আদেশ দেন। এমডির পাশাপাশি রাসেল ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদেও আছেন। আর তাঁর স্ত্রী শামীমা ইভ্যালির চেয়ারম্যান।রাসেল ও তাঁর স্ত্রী শামীমাকে গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে গ্রেপ্তার করে র‍্যাব।দৈনিকগুলো লিখেছে- ইভ্যালিকে দেউলিয়া ঘোষণা করতে চেয়েছিলেন রাসেল বলে জানিয়েছে র‍্যাব। জেনেশুনেই ব্যাবসায়িক অপকৌশল বেছে নেন ইভ্যালির রাসেল দম্পতি।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার চুক্তিকে দায়িত্বজ্ঞানহীন বললো চীন-ইত্তেফাক

Image Caption

অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন নির্মাণের প্রযুক্তি দেবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। এ নিয়ে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিটির তীব্র সমালোচনা করেছে চীন। তারা এটাকে 'চরম দায়িত্বজ্ঞানহীন' ও 'সংকীর্ণ মানসিকতা' হিসেবে আখ্যায়িত করেছে। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাঁও লিজিয়ান বলেছেন, এই জোট আঞ্চলিক শান্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করার ঝুঁকি তৈরি করেছে এবং অস্ত্র প্রতিযোগিতাকে জোরদার করছে। দেশ তিনটি তাদের নিজেদের স্বার্থেরও ক্ষতি করছে।এ সম্পর্কে আমেরিকা-ব্রিটেন ও আস্ট্রেলিয়অর এক চুক্তিতে ফ্রান্সের  বিশাল অংকের ক্ষতি হলো।যুগান্তর লিখেছে,  ৩ দেশের নয়া জোট নিয়ে ফ্রান্সের ক্ষোভম কী বলছে যুক্তরাষ্ট্র।

দেশে ৭০ শতাংশ মানুষের অ্যান্টিবডি তৈরি হয়েছে: ফেরদৌসী কাদরী-যুগান্তর

দেশে করোনার সংক্রমণের বিরুদ্ধে ৬০ থেকে ৭০ শতাংশ মানুষের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে বলে জানিয়েছেন ম্যাগসেসে পুরস্কারজয়ী বাংলাদেশের খ্যাতনামা বিজ্ঞানী ড. ফেরদৌসী কাদরী। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সকালে এক গণমাধ্যম সংলাপে এ কথা বলেন তিনি। র‍্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন তার সঙ্গে এ সংলাপের আয়োজন করে।

আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর-বি) ইমেরিটাস বিজ্ঞানী ফেরদৌসী কাদরী বলেন, ‘দেশে এখন করোনা সংক্রমণ কমে এসেছে। বিশ্বের প্রতিটি দেশেই এ সংক্রমণ বেড়ে গিয়ে আবারও কমছে। কমার পেছনে অন্যতম কারণ হলো অ্যান্টিবডি। ভাইরাসটির বিরুদ্ধে আমাদের দেশেই ৬০ থেকে ৭০ শতাংশ মানুষের দেহে অ্যান্টিবডি তৈরি হয়েছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে সম্প্রতি করোনার সংক্রমণ কিছুটা কম। তবুও এটা নিয়ে এখনই উপসংহারে আসার মতো কিছু বলা যাবে না। বাংলাদেশ সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। মানুষের মধ্যে মাস্ক পরার প্রবণতাও বেশি দেখা যাচ্ছে। পাশাপাশি টিকার চলমান উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। সামাজিক দূরত্ব, হাত ধোয়ার অভ্যাস অবশ্যই বজায় রাখতে হবে।’

রোহিঙ্গাদের ফেরাতে কমনওয়েলথের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী-কালের কণ্ঠ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন

জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের (রোহিঙ্গা) ফেরাতে কমনওয়েলথ নেতাদের সহায়তা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। একইসঙ্গে কমনওয়েলথের অভ্যন্তরীণ বাণিজ্য বৃদ্ধি, টিকা সহায়তা ও জলবায়ু প্রভাব মোকাবেলায় কমনওয়েলথের প্রতি আহ্বান জানান তিনি। আজ শুক্রবার (১৭ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে অংশ নেন ড. এ কে আব্দুল মোমেন। এতে কমনওয়েলথ নেতারা জোরপূর্বক বাস্তুচ্যুত বিপুল সংখ্যক মিয়ানমার নাগরিকদের আশ্রয় দেওয়ার সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক ভূমিকার প্রশংসা করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় প্রত্যাবাসন এবং ভাসানচরে তাদের আংশিক স্থানান্তরের বিষয়ে তুলে ধরেন। রোহিঙ্গাদের নিয়ে মিয়ানমার সরকারের প্রতিশ্রুতি পূরণের সহায়তায় কমনওয়েলথ নেতাদের প্রতি আহ্বান জানান তিনি।

আফগান সংকট সমাধানে জাতিসংঘও অপারগ-যুগান্তর

আফগানিস্তান সমস্যা জাতিসংঘ একাই সমাধান করতে পারবে বলে মনে করা একটি উদ্ভট কল্পনা। এমনটাই মন্তব্য করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি মনে করেন, আফগানিস্তানে একটি অংশগ্রহণমূলক সরকার প্রতিষ্ঠায় মধ্যস্থতা করার সুযোগও সীমিত। তবু আফগান জনগণের জন্য তিনি তালেবানদের সঙ্গে যোগাযোগ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। আফগানিস্তানে পশ্চিমা সমর্থিত সরকারকে উচ্ছেদ করে তালেবানের ক্ষমতা দখলের এক মাস পূর্ণ হওয়ার প্রেক্ষিতে রয়টার্সকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন গুতেরেস।

তালেবানকে স্বীকৃতি না দিতে সাবেক আফগান কূটনীতিকদের আহ্বান : তালেবান সরকাকে স্বীকৃতি না দিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে বিদেশে ক্ষমতাচ্যুত আফগান সরকারের সাবেক কূটনীতিকরা। চলতি সপ্তাহে বিশ্বনেতাদের উদ্দেশে এক যৌথ বিবৃতিতে কূটনীতিকরা

 এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

১১ জন মিলে খুন করেছে বাবাকে, বিচার চাই, জন্মদিনের মুখে মোদীকে আর্জি চার বছরের খুদের-আনন্দবাজার

রিজওয়ান তার বাবা হত্যার বিচার চাইলেন

অসমের কাছাড় জেলায় মায়ের সঙ্গে থাকে চার বছরের রিজওয়ান শাহিদ লস্কর। বছর চারেক আগে তাঁর বাবা শহিদুল আলম লস্করকে দুষ্কৃতীরা খুন করে বলে অভিযোগ। বাবার হত্যার ন্যায়বিচার চাইতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন জানিয়েছে চার বছরের ওই খুদে। প্রধানমন্ত্রী ছাড়াও দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার কাছে বাবার হত্যার ন্যায়বিচার চেয়েছে ওই খুদে।

নিজের টুইটার হ্যান্ডল থেকে সম্প্রতি একটি ভিডিয়ো আপলোড করেছে রিজওয়ান। সেখানে হাতে প্ল্যাকার্ড নিয়ে আর্জি জানাতে দেখা যাচ্ছে তাকে। তার হাতের প্ল্যাকার্ডে লেখা, ‘আমি ন্যায়বিচার চাইছি।’ ভিডিয়োয় সে বলছে, ‘‘প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং অসমের মুখ্যমন্ত্রীকে সুপ্রভাত। আমার নাম রিজওয়াল শাহিদ লস্কর। আমার বয়স যখন তিন মাস ছিল, তখন ১১ জন দুষ্কৃতী আমার বাবাকে খুন করে। এই বিষয়টি দেখার জন্য প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীকে অনুরোধ করছি এবং ন্যায়বিচার চাইছি।জানা গিয়েছে, রিজওয়ানের বাবা ব্যবসায়ী ছিলেন। ২০১৬ সালের ২৬ ডিসেম্বর বাড়ির ফেরার পথে খুন হন তিনি। এর পর রিজওয়ানের মা জান্নাতুল ফিরদৌস লস্করের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে পুলিশ। জান্নাতুল বলেছেন, ‘‘২০১৬ সালের ২৬ ডিসেম্বর আমার স্বামী সোনাবাড়িঘাটে টেন্ডারের সংক্রান্ত কাজে গিয়েছিলেন। ১১ জন মিলে নৃশংস ভাবে খুন করে তাঁকে। পুলিশ ন’জনকে গ্রেফতার করেছিল। কিন্তু দু’জনকে এখনও ধরেনি। অভিযুক্তেরা আমাদের বাড়ির আশপাশে ঘুরে বেড়াচ্ছে। আমরা নিরাপদে নেই। আমরা ন্যায়বিচার চাইছি।’

মোদির বিকল্প মুখ মমতাই, জোটের রাস্তা খোলা রেখেও রাহুলকে বিঁধল ‘জাগো বাংলা’-সংবাদ প্রতিদিন

জাতীয় রাজনীতিতে রাহুল গান্ধী নন, নরেন্দ্র মোদির (PM Modi) বিকল্প মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ই। কংগ্রেসের সঙ্গে জোট বাঁধার রাস্তা খুলে রেখেও তৃণমূল সুপ্রিমোকেই জাতীয় স্তরের মুখ বলে ব্যাখ্যা করল দলের মুখপত্র জাগো বাংলা।একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় মুখ থুবড়ে পড়েছিল বিজেপি সরকার। নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা নিয়ে তৃতীয়বার ক্ষমতায় আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার। বাংলার মসনদে বসার পর থেকে চব্বিশের লোকসভাকে পাখির চোখ করেছে তৃণমূল। জাতীয় স্তরে বিস্তৃতি ঘটাতে ত্রিপুরাকেও হাতিয়ার করা হয়েছে। তবে বিজেপিকে মাটি ধরাতে কংগ্রেসকে পাশে প্রয়োজন, তা তৃণমূলের কাছে যথেষ্ট পরিষ্কার। আর তাই নিজেদের মুখপত্রে ইতিমধ্যেই কংগ্রেসের সঙ্গে জোটের বার্তা দিয়েছে তারা। গত ১৪ আগস্ট জাগো বাংলার সম্পাদকীয়তে লেখা হয়েছিল, তৃতীয় বিকল্প নয়, কেন্দ্র থেকে বিজেপিকে গদিচ্যুত করতে জোট বিকল্পই কার্যকর করতে হবে। তবে হুটহাট কোনও সিদ্ধান্ত নয়, তার জন্য প্রয়োজন সঠিক ফর্মুলার।

আর এবার নিজেদের মুখপত্রে স্পষ্ট করে দেওয়া হল, জোটের পথ খোলা থাকলেও রাহুল গান্ধীকে মোদির বিকল্প মুখ বলে মনে করছে না তৃণমূল। বরং এক্ষেত্রে অনেকটাই এগিয়ে তৃণমূল সুপ্রিমোই।

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৭