আমেরিকার যুদ্ধ প্রস্তুতি-তালেবানের বিরুদ্ধে
ভবানীপুরে জিতছে মমতা’, দাবি জয়ের!: তালেবানের বিরুদ্ধে ফের যুদ্ধের প্রস্তুতি আমেরিকার!
সুপ্রিয় পাঠক/শ্রোতা! ১ অক্টোবর শুক্রবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাবো। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম।
বাংলাদেশের শিরোনাম:
- মৃত্যুর দায় অবশ্যই সিটি করপোরেশন ও সিডিএর’-প্রথম আলো
- বাংলাদেশে ভারতীয় সব চ্যানেল বন্ধ-মানবজমিন
- জালিয়াতি চক্রের ফাঁদে পা না দিতে ঢাবি ভিসির আহ্বান -ইত্তেফাক
- রাজধানীতে টাকা-স্বর্ণালঙ্কার নিয়ে একসঙ্গে ৩ বান্ধবী উধাও-যুগান্তর
- ১৪ শিক্ষার্থীর চুল কাটা বরখাস্ত হলেন সেই শিক্ষিকা, ক্যাম্পাস বন্ধ ঘোষণা-কালের কণ্ঠ
ভারতের শিরোনাম:
- ভোটদানের হার ৫৭.০৯ শতাংশ, এক দশকে অনেকটাই এগিয়েছে মমতার ভবানীপুর-আনন্দবাজার পত্রিকা
- তালিবানের বিরুদ্ধে ফের যুদ্ধের প্রস্তুতি আমেরিকার! পেন্টাগনের ইঙ্গিত ঘিরে বাড়ছে গুঞ্জন-সংবাদ প্রতিদিন
- ভবানীপুরে জিতছে মমতা’, দাবি জয়ের! ‘জয়-বিজয়ের কথায় বিজেপি চলে না’, বিস্ফোরক দিলীপ–আজকাল
শ্রোতাবন্ধুরা! শিরোনামের পর এবার দু'টি খবরের বিশ্লেষণে যাচ্ছি-
কথাবার্তার বিশ্লেষণের বিষয়:
১. মাদ্রাসার মাঠ দখল করে চেয়ারম্যানের বালুব্যবসা- এটি দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি শিরেনাম। কী বলবেন আপনি?
২. বাহরাইনে গুপ্তচরের আস্তানা খুলতে চায় তেল আবিব- এমন বক্তব্য দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলো। আপনার পর্যবেক্ষণ কী?কথাবার্তার প্রশ্ন
১. মাদ্রাসার মাঠ দখল করে চেয়ারম্যানের বালুব্যবসা- এটি দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি শিরেনাম। কী বলবেন আপনি?
২. বাহরাইনে গুপ্তচরের আস্তানা খুলতে চায় তেল আবিব- এমন বক্তব্য দিয়েছে মধ্যপ্রাচ্যের প্রতিরোধকামী সংগঠনগুলো। আপনার পর্যবেক্ষণ কী?
বিশ্লেষণের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর:
জালিয়াতি চক্রের ফাঁদে পা না দিতে ঢাবি ভিসির আহ্বান-ইত্তেফাক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভর্তি পরীক্ষায় কোনো জালিয়াতি চক্রের ফাঁদে পা না দিতে পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
শুক্রবার (১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ঢাবিতে ২০২০-২১ সেশনের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের দুটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এসময় ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘আমরা বরাবরই অনিয়ম-জালিয়াতির বিরুদ্ধে সোচ্চার। বিভিন্ন সময় জালিয়াতি করা ৮৯ জন শিক্ষার্থীকে আমরা ভর্তি বাতিল করে আইনের আওতায় নিয়ে এসেছি।’
এদিন বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভাগীয় সাতটি বিশ্ববিদ্যালয়ে ঢাবি ২০২০-২১ সেশনের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
রাজধানীতে টাকা-স্বর্ণালঙ্কার নিয়ে একসঙ্গে ৩ বান্ধবী উধাও-যুগান্তর
রাজধানীর পল্লবীতে কলেজ পড়ুয়া তিন বান্ধবী বাসা থেকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, স্কুল সার্টিফিকেট ও মূল্যবান সামগ্রী নিয়ে উধাও হয়ে গেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল থেকে পরিবারের সদস্যরা তাদের খুঁজে পাচ্ছেন না। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পরিবারের দাবি— বিদেশে নেওয়ার প্রলোভনে তাদেরকে নিয়ে গেছে একটি নারী পাচারকারী চক্র। এ জন্য তারা বাসা থেকে অর্থ ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে।
নিখোঁজ তিন শিক্ষার্থী হলেন— কাজী দিলখুশ জান্নাত নিসা, কানিজ ফাতেমা ও স্নেহা আক্তার। তারা সবাই দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।
এর মধ্যে নিসা মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট, স্নেহা পল্লবী ডিগ্রি কলেজ ও কানিজ দুয়ারিপাড়া কলেজের শিক্ষার্থী।
এ ঘটনায় নিসার মা মাহমুদা আক্তার শুক্রবার পল্লবী থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে যাদের বিবাদী করা হয়েছে, তারা হলেন— তরিকুল, রকিবুল ও জিনিয়া। এর মধ্যে জিনিয়া টিকটকের পরিচিত মুখ। আর তরিকুল ও রকিবুল সহোদর।
মৃত্যুর দায় অবশ্যই সিটি করপোরেশন ও সিডিএর’-প্রথম আলো
চট্টগ্রাম নগরে উন্মুক্ত নালা ও খালে পড়ে গত তিন মাসে চারজনের মৃত্যু হয়েছে। সর্বশেষ গত সোমবার রাতে মারা যান আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-এর ছাত্রী শেহেরীন মাহমুদ সাদিয়া। এই মৃত্যুর দায় নিতে চায় না সেবা সংস্থা—চট্টগ্রাম সিটি করপোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এসব ঘটনায় দায়ী ব্যক্তিদের চিহ্নিত করারও উদ্যোগ নেওয়া হয়নি। উন্নয়নকাজ চলার সময় মানুষের নিরাপত্তাসহ সার্বিক বিষয় নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের প্রধান মুহাম্মদ রাশিদুল হাসান।
মুহিবুল্লাহ হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র মর্মাহত: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী-প্রথম আলো
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন কক্সবাজারে রোহিঙ্গা নেতা মো. মুহিবুল্লাহ হত্যার পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। জঘন্য ওই অপরাধে জড়িত ব্যক্তিদের বিচার নিশ্চিত করতে তিনি ওই হত্যাকাণ্ডের তদন্ত চেয়েছেন।
আজ শুক্রবার এক বিবৃতিতে মুহিবুল্লাহ হত্যার বিষয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে অ্যান্থনি ব্লিঙ্কেনের ওই বিবৃতিটি প্রচার করা হয়েছে।
অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, ‘গত ২৯ সেপ্টেম্বর বাংলাদেশে রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর হত্যার খবর আমাদের গভীরভাবে মর্মাহত ও পর্যুদস্ত করেছে। সারা বিশ্বে রোহিঙ্গাদের মানবাধিকার সুরক্ষায় তিনি ছিলেন এক সাহসী এবং শক্তিশালী প্রচারক। তিনি জেনেভায় জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের পাশাপাশি ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ধর্মীয় স্বাধীনতাবিষয়ক মন্ত্রীপর্যায়ের সভায় বক্তৃতা দিয়েছিলেন।
এদিকে মুহিবুল্লাহ হত্যার ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশে ভারতীয় সব চ্যানেল বন্ধ-মানবজমিন
বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে এমন সব বিদেশি চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ রয়েছে। এতে করে আজ থেকে ভারতীয় সব চ্যানেলের সম্প্রচার বাংলাদেশে বন্ধ হয়ে গেছে। দর্শকদের উদ্দেশে কেবল অপারেটরদের দেওয়া একটি জরুরি বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে, সরকারের তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, ২০২১ সালের ৩০ সেপ্টেম্বরের পর বিজ্ঞাপনযুক্ত কোনো বিদেশি চ্যানেলের সম্প্রচার করা যাবে না। সরকারের নির্দেশনা মোতাবেক কেবল অপারেটররা বিজ্ঞাপন থাকা বিদেশি চ্যানেলের সম্প্রচার বন্ধ রেখেছে। এর ফলে সৃষ্ট অসুবিধার জন্য তাঁরা দুঃখিত।
কেবল অপারেটররা জানিয়েছেন, বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে এমন বিদেশি চ্যানেলগুলো থেকে বিজ্ঞাপন কেটে বাদ দিয়ে সম্প্রচার করা সম্ভব নয়। এ কারণে তাঁরা চ্যানেলগুলো দেখানোই বাদ দিয়ে দিয়েছেন।
কেবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ গণমাধ্যমকে জানান, অনেকে মনে করছেন, কেবল অপারেটররা বুঝি কোনো কারণে বিদেশি চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ রেখেছেন। কিন্তু বিষয়টি হলো, সরকারি নির্দেশনা অনুযায়ী বিজ্ঞাপনসহ অনুষ্ঠান প্রচার করে- এমন বিদেশি চ্যানেল বাংলাদেশে দেখানো যাবে না। তাই তা তাঁরা দেখানো বন্ধ রেখেছেন।
আফগানিস্তানে নতুন গৃহহীনদের ৮০ শতাংশ নারী-শিশু-ইত্তেফাক
আফগানিস্তানে নতুন করে গৃহহীন হয়ে পড়াদের মধ্যে প্রায় ৮০ শতাংশ নারী এবং শিশু। এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএনআই।
প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যটি এমন সময়ে প্রকাশ্যে এলো যখন আফগানিস্তানে মানবিক সংকট মোকাবিলায় বিশ্ববাসীর কাছে সহায়তা চাচ্ছে আন্তর্জাতিক সংস্থাগুলো। জাতিসংঘের সংস্থার মতে, সহিংসতার প্রভাব নারী এবং শিশুদের ওপর সবচেয়ে বেশি বিধ্বংসী ছিল। তালেবানকে নিষিদ্ধ করতে আইন প্রবর্তন করলেন মার্কিন সিনেটররা
পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে ইউএনএইচসিআরের কার্যক্রম মূলত সরকারকে সহায়তা করা। যারা বিগত কয়েক বছর ধরে আফগান শরণার্থীদের আশ্রয় দিচ্ছে।
ইউএনএইচসিআর আসন্ন তীব্র শীত মৌসুমের জন্য ৩ হাজারের বেশি বাস্তুচ্যুত ব্যক্তি, আশ্রিত এবং মূল ত্রাণ সামগ্রী প্রদান করতে অনুদান তহবিল ব্যবহার করবে।
বিএনপির ভিশন ডিপ ফ্রিজে: কাদের-প্রথম আলো
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘ভিশন’ আর বিএনপির ‘ভিশন’ এক নয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির ভিশন ডিপ ফ্রিজে আছে। তা আর আলোর মুখ দেখবে না।
আজ শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী।
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটি ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা, শেখ হাসিনার উন্নয়নের সংগ্রাম, নিরবচ্ছিন্ন স্বপ্নের মহাসড়কে খুলনা থেকে চট্টগ্রাম’ শীর্ষক এই সেমিনার আয়োজন করে।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ ভিশন ২০২১ ও ২০৪১ দেওয়ার কারণেই বিএনপি কাউন্টার হিসেবে ভিশন ২০৩০ দিয়েছে।’
বিএনপির মহাসচিবের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ফখরুল সাহেব (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) বড় বড় কথা বলেন। বড় চার প্রকল্প (পদ্মা সেতু, মেট্রোরেল, বিআরটি, কর্ণফুলী টানেল) চালু হলে বিএনপি চোখে শর্ষে ফুল দেখবে।’
১৪ শিক্ষার্থীর চুল কাটা বরখাস্ত হলেন সেই শিক্ষিকা, ক্যাম্পাস বন্ধ ঘোষণা-কালের কণ্ঠ
সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) রাত ৮টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থগিত করা হয়েছে সব পরীক্ষাও।
বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্র্রার মো. সোহরাব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত কমিটির সুপারিশে বিশ্ববিদ্যালয়ের আইনে সাময়িক বরখাস্তকৃত শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।চুল কাটার ঘটনা ঘটে গত রবিবার দুপুরে। সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের প্রথম বর্ষের রাষ্ট্রবিজ্ঞান পরিচিতি বিষয়ের চূড়ান্ত পরীক্ষার হলে প্রবেশের সময় চুল কাটেন শিক্ষক। এ ঘটনায় ছাত্র নাজমুল হাসান তুহিন অপমানে আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে এনায়েতপুর খাজা ইউনুছ আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে রবির রবীন্দ্র অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান লায়লা ফেরদৌস হিমেলকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
এরপর শিক্ষার্থীদের আন্দোলনের চাপে মঙ্গলবার রাতে রবি পরিচালনা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তিনি সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যায়ন বিভাগের চেয়ারম্যান পদ, সহকারী প্রক্টর পদ ও প্রক্টরিয়াল বোর্ডের সদস্য পদ থেকে লিখিতভাবে পদত্যাগ করেন।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি:
তালিবানের বিরুদ্ধে ফের যুদ্ধের প্রস্তুতি আমেরিকার! পেন্টাগনের ইঙ্গিত ঘিরে বাড়ছে গুঞ্জন-সংবাদ প্রতিদিন
গত আগস্টে আফগানিস্তান (Afghanistan) দখল করেছিল তালিবান (Taliban)। সেদেশ ছেড়ে চলে গিয়েছে ন্যাটো ও মার্কিন সেনা। শুরু হয়েছে এক অন্ধকার যুগ। কিন্তু এবার কি ফের তালিবানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে চাইছে ওয়াশিংটন? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, তেমনই ইঙ্গিত দিয়েছে পেন্টাগন।আমেরিকার তরফে এমন বিবৃতির আগেই তাদের উদ্দেশে হুমকি দিতে দেখা গিয়েছে জেহাদিদের। তালিবানের দাবি, আফগান আকাশে নিয়মিতই ড্রোন ওড়াচ্ছে আমেরিকা। যা দোহা চুক্তির পরিপন্থী। এই পরিস্থিতিতেই এবার আমেরিকা ইঙ্গিত দিল, চুপ করে থাকতে রাজি নয় তারাও।
এদিকে পেন্টাগনের নিশানায় পাকিস্তানও। পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তবর্তী অঞ্চল জঙ্গিদের মুক্তাঞ্চল হয়ে উঠেছে বলে তোপ দেগে এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে আমেরিকা। পাশাপাশি তালিব যোদ্ধাদের পাকিস্তানে আশ্রয় দেওয়ার জন্য়ও ইসলামাবাদকে কাঠগড়ায় তুলেছে ওয়াশিংটন।
ভবানীপুরে জিতছে মমতা’, দাবি জয়ের! ‘জয়-বিজয়ের কথায় বিজেপি চলে না’, বিস্ফোরক দিলীপ-আজকাল
রাজ্য বিজেপিতে গোষ্ঠীদ্বন্দ্ব পের প্রকাশ্যে চলে এল। বিজেপি নেতা জয় ব্যানার্জি এবং বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের তরজা এবার প্রকাশ্যে চলে এল।
বিজেপি নেতা জয় ব্যানার্জির দাবি, ‘ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ৫০ হাজারের বেশি ভোটে জিতবে। ভবানীপুর উপনির্বাচনে প্রিয়াঙ্কা টিবরেওয়ালকে প্রার্থী করা উচিত হয়নি বিজেপির। বাংলায় বিজেপিকে ক্ষমতায় আসতে হলে বাঙালি প্রার্থী দিয়েই মানুষের মন জয় করতে হবে। ভবানীপুরে অবাঙালি প্রার্থী দেওয়া একেবারেই সঠিক সিদ্ধান্ত নয়। কিন্তু ভবানীপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে অবাঙালিকে প্রার্থী করে সেই ভুল করল বিজেপি।’
জয় ব্যানার্জিকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মতো লড়াকু প্রার্থী পেয়ে খুশি ভবানীপুরের মানুষ। ঘরে বসে কে কী টুইট করল, ফেসবুক করল তাতে কিছু যায় আসে না। যাঁরা মার খাচ্ছে, লড়াই করছে তাঁরাই আমাদের প্রার্থীকে নিয়ে ভবানীপুরে বাড়ি বাড়ি গিয়েছেন। জয়-বিজয় অনেক কথা বলে, তাতে পার্টি চলে না।’
দিলীপ ঘোষ আরও বলেন, ‘প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তো দায়িত্ব নিয়েছে মমতা ব্যানার্জিকে জেতানোর। কংগ্রেস পার্টিটা তৃণমূলের হাতে দিয়ে দিক অধীর চৌধুরী। নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল মমতাকে জেতানো, বিজেপিকে আটকানো। কমিশন যদি মমতাকে জেতানোর জন্য ভোট করে, তাহলে স্বাভাবিক অন্যদের অভিযোগ নেবে কেন? আমার উপর আক্রমণ হয়েছে। অর্জুন সিংয়ের ওপর আক্রমণ হয়েছে। কিন্তু কোনও কেস নেওয়া হচ্ছে না।’
ভোটদানের হার ৫৭.০৯ শতাংশ, এক দশকে অনেকটাই এগিয়েছে মমতার ভবানীপুর-আনন্দবাজার পত্রিকা
বিপুল ভোট পড়ছে মুর্শিদাবাদ জেলার শমসেরগঞ্জ এবং জঙ্গিপুরে। সেই তুলনায় ভোটদানের হারে পিছিয়ে দক্ষিণ কলকাতার ভবানীপুর। শুক্রবার নির্বাচন কমিশনের তরফে ভবানীপুরে উপনির্বাচন এবং জঙ্গিপুর এবং শমসেরগঞ্জের বকেয়া থাকা সাধারণ নির্বাচনে ভোটদানের হার প্রকাশ করা হয়েছে। তা থেকেই উঠে এসেছে এই তথ্য। তবে পুরনো ভোটের হিসেব বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, গত এক দশকে ভবানীপুরের ‘উপনির্বাচনী চিত্র’ বদলেছে অনেকটাই।২০১১ সালে ভবানীপুরে উপনির্বাচনের ভোট পড়েছিল মাত্র ৪৪.৬৭ শতাংশ। মুখ্যমন্ত্রী হওয়ার পরে সেই উপনির্বাচনে জিতেই প্রথম বার রাজ্য বিধানসভায় গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চলতি বছর নীলবাড়ির লড়াইয়ে ভবানীপুর বিধানসভা কেন্দ্রে ভোটদানের হার ছিল ৬১.৭২ শতাংশ। অর্থাৎ, সাধারণ ভাবে উপনির্বাচনে ভোটদানের হারের ‘উল্লেখযোগ্য অধোগতি’ দেখা গেলেও এ বার ভবানীপুরে তা হয়নি।#
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১