অক্টোবর ২৭, ২০২১ ২১:৫৮ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ ২৭ অক্টোবর বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের শিরোনাম:

  • সেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান প্রধানমন্ত্রীর -মানবজমিন
  • বাংলাদেশে আগামী নির্বাচনে সব দলই অংশ নেবে: ব্রিটিশ হাইকমিশনার-ইত্তেফাক
  • আগামী বছরের এসএসসি ফেব্রুয়ারির শুরুতে হচ্ছে না: শিক্ষামন্ত্রী- প্রথম আলো
  • ফের মামলা ও গ্রেফতার জালে বিএনপি–যুগান্তর
  • ইকবাল মন্দিরে কোরআন রেখেছে এটা বিশ্বাসযোগ্য নয় : ফখরুল-কালের কণ্ঠ

ভারতের শিরোনাম:

  • আমেরিকায় ছ’মাসের মধ্যে হামলা চালাতে পারে আফগান আইএস! সতর্ক করল পেন্টাগন-আনন্দবাজার
  • ফের উইকেট পতন বিজেপির, তৃণমূলে যোগ দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী -আজকাল
  • ‘চলুন সমস্যা মিটিয়ে নিই’, বিহারে জোট বাঁচাতে লালুকে ফোন সোনিয়ার -সংবাদ প্রতিদিন

এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

মানবজমিনের খবরে লেখা হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলাসহ আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ অবদানের কথা স্মরণ করে দেশের সার্বভৌমত্ব রক্ষাসহ যে কোন জাতীয় প্রয়োজনে এই বাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আমি বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষাসহ জাতীয় যে কোন প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকবে।

ইত্তেফাকের খবরে লেখা হয়েছে, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন আশা প্রকাশ করে বলেছেন, বাংলাদেশে আগামী নির্বাচনে সবগুলো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। তিনি বলেন, গণতন্ত্রের মসৃণ পথচলা নিশ্চিত করতে ভোট স্বচ্ছ এবং নিরপেক্ষ হতে হবে। নির্বাচনে বন্ধু হিসেবে যুক্তরাজ্য বাংলাদেশের পাশে থাকবে তিনি আরও বলেন, ‘নির্বাচন কীভাবে হবে সেটি বাংলাদেশের সংবিধানে আছে। সংবিধানের নিয়ম মেনে বাংলাদেশ নির্বাচন করবে। বিদেশি কেউ এ ব্যাপারে কিছু বলতে পারবে না। আমরা কেবল বন্ধু হিসেবে পাশে থাকতে পারি। বন্ধু হিসেবে আমরা চাই নির্বাচন সুষ্ঠু ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হোক।’

বিএনপি নির্বাচন নিয়ে চিন্তাই করছে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে হিন্দুদের ওপর হামলা ও উপাসনালয়ে আক্রমণের পরিপ্রেক্ষিতে বিএনপি নেতাদের অভিযুক্ত করার প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা নির্বাচন নিয়ে চিন্তাই করছি না। আমরা আগে চাই সরকারের পতন। ক্ষমতা থেকে যাওয়ার পর নির্বাচন কমিশন গঠনের পর নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যেতে হবে। দ্যাটস অল, ফাইনাল।

ফখরুল আরও বলেন, দুর্গাপূজার উৎসবকে কেন্দ্র করে সারা দেশে যে কিছু সহিংস ঘটনা ঘটেছে, অনেকগুলো পূজামণ্ডপ ভাঙচুর করা হয়েছে। পুলিশ গুলি করেছে কয়েকজন মারা গেছে। এই ঘটনাগুলোর ফলে বরাবর যেভাবে সরকার বেআইনি ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য নীল নকশার মাধ্যমে প্রতিপক্ষ বিরোধীদলকে ঘায়েল করতে চায়। তিনি বলেন, কুমিল্লায় পাগল ইকবাল বলে একজনকে সাজিয়েছে। বলা হচ্ছে সে নাকি কোরআন শরীফ নিয়ে মণ্ডপে রেখেছে। যেগুলো কোনোমতে বিশ্বাসযোগ্য নয়।

আগামী বছরের এসএসসি ফেব্রুয়ারির শুরুতে হচ্ছে না: শিক্ষামন্ত্রী-প্রথম আলো

করোনাভাইরাস সংক্রমণের উদ্ভূত পরিস্থিতির কারণে আগামী বছরের এসএসসি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়, অর্থাৎ ফেব্রুয়ারির শুরুতে হচ্ছে না। আরেকটু সময় দিয়ে এই পরীক্ষা শুরু করা হবে। অর্থনৈতিক খবরে প্রথম আলো লিখেছে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ‘ডলারের দাম তো আমরা নির্দিষ্ট করে রাখিনি, এটা নির্দিষ্ট নয়। এটা চাহিদা ও সরবরাহের ওপর নির্ভর করে। অর্থমন্ত্রী আরও বলেন, ‘আইএমএফ পরামর্শ দিতে পারে। কারণ, তারা আমাদের ডেভেলপমেন্ট পার্টনার। কিন্তু তারা আমাদের সিদ্ধান্ত নিতে বলতে পারে না।’

এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

আমেরিকায় ছ’মাসের মধ্যে হামলা চালাতে পারে আফগান আইএস! সতর্ক করল পেন্টাগন-আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, আফগানিস্তান নিয়ে আমেরিকার মাথাব্যথা কমার লক্ষণ নেই। সে দেশের কংগ্রেসকে সতর্ক করে পেন্টাগনের হুঁশিয়ারি, আগামী ছ’মাসের মধ্যে আমেরিকায় বড়সড় হামলা করতে সক্ষম হয়ে উঠেছে আফগানিস্তানের আইএস। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর জোড়া বিমান হানায় কেঁপে উঠেছিল আমেরিকা। হামলার মূল হোতা ওসামা বিন লাদেনকে আশ্রয় দিয়েছেন আফগানিস্তানের তালিবান নেতৃত্ব, এই অভিযোগে আফগানিস্তানে হামলা চালায় আমেরিকা। তার পর কেটে গিয়েছে দু’দশকের বেশি সময়। লক্ষ লক্ষ কোটি ডলার খরচ করে, বহু প্রাণের বিনিময়ে আফগানিস্তানে আমেরিকার জঙ্গি দমন অভিযান চলেছে। শেষপর্যন্ত ২০২১ সালের অগস্ট মাসে পাকাপাকি ভাবে আফগানিস্তানের মাটি ছাড়ে আমেরিকা। কিন্তু যে উদ্দেশে আফগানিস্তানে এত বিপুল সময় ও অর্থ খরচ করল জো বাইডেনের দেশ, তা পূরণ হয়েছে কি? এই প্রশ্নের উত্তর খোঁজার আগেই, আফগান আইএস হামলা করতে পারে এমন খবরে তোলপাড় ওয়াশিংটন। 

ফের উইকেট পতন বিজেপির, তৃণমূলে যোগ দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী-আজকাল

৭৭ থেকে কমে ৭০! সব জল্পনা-কল্পনার অবসান। তৃণমূলে যোগ দিলেন রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী। গত ১ অক্টোবর বিজেপি ত্যাগ করেছিলেন তিনি। তার আগে দীর্ঘদিন ধরে বেসুরো ছিলেন। একের পর এক দলবিরোধী মন্তব্য করতে দেখা গিয়েছিল তাঁকে। অবশেষে আজ তৃণমূল মহাসচিব পার্থ চ্যাটার্জির উপস্থিতিতে দলীয় পতাকা হাতে নিয়ে ঘাসফুল শিবিরে যোগ দিলেন তিনি। যোগ দিয়েই এদিন কৃষ্ণ কল্যাণী বলেন, ‘বিজেপিতে ভাল কাজের মূল্যায়ন নেই, পরিবেশ নেই। ওখানে শুধু ষড়যন্ত্র রয়েছে। ষড়যন্ত্রের হাতিয়ার দিয়ে রাজনৈতিক যুদ্ধ জেতা যায় না। জিততে গেলে উন্নয়ন দরকার, মানুষকে পরিষেবা দিতে হবে। সেটা মা-মাটি-মানুষের সরকার, নেত্রী মমতা ব্যানার্জি দিচ্ছেন।

 ‘চলুন সমস্যা মিটিয়ে নিই’, বিহারে জোট বাঁচাতে লালুকে ফোন সোনিয়ার-সংবাদ প্রতিদিন

রাজ্য নেতারা চাইছেন না। কিন্তু লালুপ্রসাদ যাদবের দল আরজেডির সঙ্গে জোট বাঁচাতে একপ্রকার মরিয়া কংগ্রেস  হাইকম্যান্ড। কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী নিজে ফোন করলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবকে। প্রস্তাব দিলেন, যা যা সমস্যা সব মিটিয়ে ফেলে এবার একসঙ্গে পথ চলা যাক। আরজেডি এবং কংগ্রেসের বিবাদের মূল কারণ কুশেশ্বরস্থানের উপনির্বাচন। ওই কেন্দ্রে জোটের সূত্র অনুযায়ী কংগ্রেসের লড়াই করার কথা। কিন্তু এবারে আরজেডি ওই কেন্দ্রে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছে।# 

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৭

ট্যাগ