নভেম্বর ০২, ২০২১ ২৩:২২ Asia/Dhaka

শ্রোতাবন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চিঠিপত্রের আসর প্রিয়জন। আজকের অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশীদ, আমি আকতার জাহান এবং আমি আশরাফুর রহমান।

আশরাফুর রহমান: প্রত্যেক আসরের মতো আজও আমি একটি হাদিস শোনাতে চাই। রাসূলেখোদা হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “দু’টি কাজের চেয়ে উত্তম কোনো পুণ্যের কাজ নেই : আল্লাহর প্রতি বিশ্বাস এবং আল্লাহর বান্দাদের উপকার করা। আর দু’টি কাজের চেয়ে জঘন্য কোনো কাজ নেই : আল্লাহর প্রতি শির্ক করা আর আল্লাহর বান্দাদের ক্ষতি করা।”

আকতার জাহান: আমরা সবাই মনে-প্রাণে এই উত্তম কাজ দুটি করার চেষ্টা করব এবং মন্দ কাজ দুটি থেকে বিরত থাকব- এ প্রত্যাশা করে নজর দিচ্ছি চিঠিপত্রের দিকে।

১১ অক্টোবর প্রচারিত চিঠিপত্রের আসর প্রিয়জন সম্পর্কে বেশকিছু মেইল দেখতে পাচ্ছি। প্রথমটি পাঠিয়েছেন কুয়েত সিটি থেকে সিনিয়র শ্রোতা শাহজালাল হাজারী। তিনি লিখেছেন, ১১ অক্টোবর প্রচারিত রেডিও তেহরানের সমস্ত আয়োজন আমার মন কেড়েছে। বিশেষ ভালো লেগেছে শ্রোতাদের চিঠিপত্রের আসর প্রিয়জন। এক কথায় অনন্য ও অনবদ্য ছিল পূরো আয়োজন। শ্রোতাদের গঠনমূলক চিঠি শুনে নস্টালজিক হয়ে গেলাম। বিশেষ করে সাক্ষাৎকারপর্বে কিশোরগঞ্জের গিয়াস উদ্দিন ভাইয়ের সাক্ষৎকারটি আমার অসম্ভব ভালো লেগেছে।

গাজী আব্দুর রশীদ: ভারতের আসামের বড়পেটা জেলার কান্দুলিয়া থেকে আব্দুস সালাম সিদ্দিকও একই অনুষ্ঠান সম্পর্কে মতামত জানিয়েছেন। তিনি লিখেছেন,

১১ অক্টোবর তারিখে প্রচারিত শ্রোতানন্দিত, সবার কাঙ্ক্ষিত, ভালোবাসা ও সোহাগমাখা অনুষ্ঠান প্রিয়জন দারুণভাবে উপভোগ করে উদ্বেলিত, আনন্দিত ও অভিভূত হলাম। অনুষ্ঠানটি ছিল সত্যি এক কথায় চমৎকার ও অনবদ্য। রেডিও তেহরান-এর প্রতি  শ্রোতাদের গভীর ভালোবাসা, আন্তরিকতা ও শ্রদ্ধার স্বতঃস্ফূর্ত আবেগিক অনুভবের বহিঃপ্রকাশ প্রিয়জন অনুষ্ঠানটি। সুন্দর ও সফল একটি অনুষ্ঠান উপহার দেবার জন্য রেডিও তেহরানকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আশরাফুর রহমান: ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে বিধান চন্দ্র সান্যাল ওই দিনের প্রিয়জন সম্পর্কে লিখেছেন, “আজকের প্রিয়জনে বিভিন্ন শ্রোতার চিঠিপত্রের সাথে পরিচিত হবার সুযোগ যেমন ঘটল ঠিক তেমনি নিজের পত্র স্থান পাওয়ার আনন্দ অনুভব করলাম। পাশাপাশি বাংলাদেশ শ্রোতা বন্ধু গিয়াসউদ্দিন আহমেদের সাক্ষাৎকার এবং নাসির মাহমুদ-এর লেখা ‘যুদ্ধ জয়’ কবিতাটি তার স্বকণ্ঠে শুনে খুবই ভালো লাগল।”

আকতার জাহান: একই অনুষ্ঠান সম্পর্কে ভালোলাগার অনুভূতি প্রকাশ করে পরের মেইলটি এসেছে বাংলাদেশের সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বুড়দেও গ্রাম থেকে। আর পাঠিয়েছেন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) সিলেট জেলা শাখার সভাপতি মোঃ চাঁন মিয়া।

তিনি লিখেছেন, “গত ১১ সেপ্টেম্বর ২০২১ আমাদের প্রিয় রেডিও তেহরানে প্রচারিত চিঠিপত্রের আসর প্রিয়জনের আয়োজন ছিল অতি চমৎকার। চিঠিপত্রের জবাবের পাশাপাশি ছিল সাক্ষাৎকার ও কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার।”

গাজী আব্দুর রশীদ: প্রিয়জন অনুষ্ঠানের প্রতি শ্রোতাদের ভালোবাসা কত যে গভীর তা আঁচ করা যায় চমৎকার শব্দ ও বাক্যে সাজানো চিঠিগুলো পড়লে। প্রিয়জন সম্পর্কে শাহজালাল হাজারী, আব্দুস সালাম সিদ্দিক, বিধান চন্দ্র সান্যাল ও চাঁন মিয়া ভাইয়ের অনুভূতি জেনে আমাদের সবার ভালো লেগেছে। চমৎকার চিঠির জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।  

আকতার জাহান: বাংলাদেশের কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ শাহাদত হোসেন পাঠিয়েছেন এবারের মেইলটি। নরওয়ের রাজধানী অসলোতে কুস্তি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ইরানি কুস্তিগীরদের সাফল্যের খবরে প্রতিক্রিয়া জানাতে তিনি এই চিঠিটি লিখেছেন। আমি বরং তার চিঠি থেকে কিছু অংশ হুবহু পড়ে শোনাচ্ছি। শাহাদত ভাই লিখেছেন,

আশরাফুর রহমান: “রেডিও তেহরানের অনুষ্ঠানগুলোর মধ্যে বিশ্বসংবাদ শ্রোতানন্দিত একটি অনুষ্ঠান। বাংলা ভাষার হাজার হাজার শ্রোতা রেডিও তেহরানের বিশ্বসংবাদ শোনার জন্য অধীর আগ্রহে থাকেন। আমিও তার ব্যতিক্রম নই। তবে বিশ্বসংবাদের সব খবরই হৃদয়ে দাগ কাটে না। কোনো কোনো খবর মনের গভীরে গেঁথে যায়। তেমনি একটি খবর হল- ইরানের কুস্তিগীরদের সাফল্য। এ প্রতিযোগিতায় ইরান বিশ্বের মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে। এ খবরে আমরা যারপরনাই আনন্দিত হয়েছি, খুশি হয়েছি। এমন সাফল্যে আমরা গর্বিত, আনন্দিত, মুগ্ধ।”

বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থান অর্জন করায় ইরানি কুস্তিগীরদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে তিনি চিঠিটি শেষ করেছেন।

গাজী আব্দুর রশীদ: আন্তর্জাতিক কুস্তি প্রতিযোগিতায় ইরান একটি পরিচিত নাম। তবে এবারের সাফল্যটা নিৎসন্দেহে অতীতের যেকোনো সময়ের চেয়ে বড়। এমন সাফল্য অব্যাহত থাকুক- আমাদের সবার প্রত্যাশা এটাই।

আসরের এ পর্যায়ে আমরা কথা বলব বাংলাদেশি শ্রোতা খন্দকার এইচ আর হাবিবের সঙ্গে। প্রথমেই তার পরিচয় জানা যাক।  

Image Caption

গাজী আব্দুর রশীদ: ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ি থেকে মুন্সি দরুদ পাঠিয়েছেন দুটি মেইল। তিনি লিখেছেন, “আন্তর্জাতিক গণমাধ্যম হিসেবে রেডিও তেহরানের গুরুত্ব অপরিসীম। এ বেতারের ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ ও ‘রংধনু আসর’ আমার খুব ভালো লাগে। দুটি অনুষ্ঠান‌ই চমৎকার‌ই। ‘আদর্শ মানুষ গড়ার কৌশল’ ধারাবাহিকের লেখাগুলো পড়ে অনেক কিছু শেখা যায়। ‌‌‌‌‌‌তেমন‌‌ই জানা যায় রংধনু থেকেও।‌‌‌‌‌‌ সুন্দর তথ্য পরিবেশন করার জন্য রেডিও তেহরানকে ধন্যবাদ জানাই।”

আশরাফুর রহমান: ভাই মুন্সি দরুদ, আমাদের দুটি সাপ্তাহিক অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জেনে ভালো লাগল। আশা করি চিঠি লিখা অব্যাহত রাখবেন।

বগুড়ার আদমদীঘি উপজেলার নিমাইদীঘি থেকে এম. আব্দুর রাজ্জাক পাঠিয়েছেন পরের মেইলটি। তিনি মূলত ক্লাব কার্যক্রম সম্পর্কে একটি খবর দিতেই এই মেইলটি পাঠিয়েছেন।
আব্দুর রাজ্জাক ভাই জানিয়েছেন, গত ৩ অক্টোবর ছাতিয়ানগ্রাম ইউনিয়ন বেডো অফিসের উদ্যোগ ও সারাক ইন্টারন‍্যাশনাল লিসনার্স ক্লাবের সহযোগিতায় যথাযথ ভাবে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন করা হয়দিনটিতে বেডো অফিস থেকে সুন্দর পরিবেশে একটি র‍্যালি বের হয়, র‍্যালিতে অংশ নেন প্রবীণ ব‍্যক্তিবর্গ। র‍্যালি শেষে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদে হল রুমে দিবসটির উপর আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা শেষে সবার মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

আকতার জাহান: ক্লাব কার্যক্রমের খবর পাঠানোয় আব্দুর রাজ্জাক ভাইকে ধন্যবাদ। আশা করি আমাদের অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা রেডিও তেহরানের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 'আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ' আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এক শ্রোতাবন্ধুর লেখার কিছু অংশ তুলে ধরব। আজকের লেখাটি   ভারতের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার শ্রোতাবন্ধু মহম্মদ ঘোরী শাহ্'র।

তিনি লিখেছেন, “আমরা দেখেছি বিগত দিন থেকেই বসনিয়ায়, নাগরনো ছিট মহলে, রক্তাক্ত বাগদাদে, ভূলুণ্ঠিত ইলদিবে, চীনের উইঘুরে, ক্ষুধার্ত ইয়েমেনে এবং ভষ্মীভূত আরাকানে- মানবতা ও শান্তির বার্তা নিয়ে রেডিও তেহরানের বলিষ্ঠ উপস্থিতি। আমরা দেখেছি রেডিও তেহরানকে মুসলিম বিশ্বের বিরুদ্ধে সাম্রাজ্যবাদীদের চক্রান্তকে জনমানসে তুলে ধরতে। আমরা দেখেছি রেডিও তেহরানকে আন্তর্জাতিক শান্তি, সমৃদ্ধি ও সাম্যের পক্ষে দৃঢ় সওয়াল করতে। একমাত্র রেডিও তেহরানের উদাত্তকণ্ঠে আমরা শুনতে পাই আন্তঃসামাজিক মেলবন্ধনের বাণী, গোষ্ঠী সমন্বয়ের ঐকতান এবং সাংস্কৃতিক ও দার্শনিক ভাবাদর্শ বিনিময়ের আহ্বান। শিক্ষা, সংস্কৃতি ও ধর্মীয় ক্ষেত্রেও রেডিও তেহরানের উপস্থিতি মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে। প্রত্যেকটি উপস্থাপনার একটাই লক্ষ্য- শান্তি ও মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত করা এবং সবার উপরে মানবিক মূল্যবোধকে স্থান দেওয়া।”

গাজী আব্দুর রশীদ: রেডিও তেহরান সম্পর্কে চমৎকার মূল্যায়নের জন্য মহম্মদ ঘোরী শাহ‌ ভাইকে অসংখ্য ধন্যবাদ।

আইআরআইবি ফ্যান ক্লাব, কিশোরগঞ্জের অর্থ-সম্পাদক শরিফা আক্তার পান্না পাঠিয়েছেন পরের মেইলটি।

প্রীতি ও শুভেচ্ছা জানানোর পর তিনি লিখেছেন, রেডিও তেহরানের বাংলা বিভাগ থেকে ৫ অক্টোবর প্রচারিত সবগুলো অনুষ্ঠান ভালো লাগলেও ‘গল্প ও প্রবাদের গল্প’ আমাদের মনকে ছুঁয়ে গেছে। ওইদিন শিয়ালের লেজ ফাঁদে পড়ে, চালাকির জেরে’ শীর্ষক যে গল্পটি প্রচার হয়েছে তার সার-সংক্ষেপও তুলে ধরেছেন এ শ্রোতাবোন।

আশরাফুর রহমান: ‘গল্প ও প্রবাদের গল্প’ সম্পর্কে মতামতের জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আমাদের অন্যান্য অনুষ্ঠান সম্পর্কেও লিখবেন।

আজকের আসরের শেষ চিঠিটি এসেছে বাংলাদেশের গোপালগঞ্জ  জেলার ঘোড়াদাইড় গ্রামের মধুমতি বেতার শ্রোতা সংঘ থেকে আর পাঠিয়েছেন আফিয়া খানম জুলী। তিনি লিখেছেন, “করোনার আঘাতে মানুষের আয় রোজগারে যখন সীমিত, তখনই  হু হু করে বাড়ছে নিত্য পণ্যের বাজার মূল্য। বাজার নিয়ন্ত্রণের কার্যকরী কোনো ব্যবস্থা আছে বলে মনে হয় না। যেটুকু যা আছে তা নিতান্তই প্রচারসর্বস্ব ও লোক দেখানো।”

আকতার জাহান: বোন আফিয়া খানম জুলী, আপনার মতামতটি তুলে ধরা হলো। আশা করি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের সাথে জড়িতরা কার্যকরী পদক্ষেপ নেবেন।

শ্রোতাবন্ধুরা, এবারে কয়েকজন ডিএক্সার বন্ধুর নাম-ঠিকানা জানিয়ে দিচ্ছি যারা আমাদের অনুষ্ঠান শুনে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন।

  • ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ থেকে এসএম নাজিমউদ্দিন
  • দক্ষিণ দিনাজপুর থেকে বিধান চন্দ্র সান্যাল।
  • উত্তর ২৪ পরগনা থেকে ভাস্কর পাল
  • বাংলাদেশের কিশোরগঞ্জ থেকে মো. শাহাদত হোসেন
  • এবং টাঙ্গাইল থেকে আবু তাহের

গাজী আব্দুর রশীদ: যারা অনুষ্ঠান শোনার পাশাপাশি কষ্ট করে শ্রবণমান রিপোর্ট পাঠিয়েছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, অনুষ্ঠান থেকে বিদায় নেয়ার আগে আজও রয়েছে একটি গান। ‘আল্লাহ তোমার মধুর নামে গান বাধি অনায়াসে’ শিরোনামের গানটি গেয়েছেন রেডিও তেহরানের সাবেক কর্মী হাসিনুর রব মানু। 

আশরাফুর রহমান: তো বন্ধুরা, আপনারা গানটি শুনতে থাকুন আর আমরা বিদায় নিই প্রিয়জনের আজকের আসর থেকে। 

পার্সটুডে/আশরাফুর রহমান/২