ঢাকা ও কোলকাতার পত্রপত্রিকার সব গুরুত্বপূর্ণ খবর
ইউপি নির্বাচন এবং ৪০ জনের মৃত্যু-গুলিতে মারা গেছে ২০
সুপ্রিয় পাঠক/শ্রোতা: ১৩ নভেম্বর শনিবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।
বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম:
- জাতির মূল উদ্দেশ্যের পথে কাঁটা ‘রাষ্ট্রধর্ম ইসলাম’: পরিকল্পনামন্ত্রী-প্রথম আলো
- পাঁচ আসামি খালাস দিয়ে নারী জাতিকে অপমান করা হয়েছে: ফখরুল -মানবজমিন
- সহিসংসতা, নিরাপত্তাহীনতা ও জলবায়ু পরিবর্তনই দায়ী-ইউএনএইচসিআর’এর প্রতিবেদন-ইত্তেফাক
- বিদ্রোহীতে ধরাশায়ী আ.লীগ প্রার্থীরা-যুগান্তর
- ২৫৩ ইউপিতে বিনা ভোটে চেয়ারম্যান-কালের কণ্ঠ
- আগ্নেয়াস্ত্রের ব্যবহার বাড়ছে, গুলিতে মারা গেছে ২০-কালের কণ্ঠ
এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:
- উত্তরপ্রদেশ-সহ ৪ রাজ্যে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি! একাধিক রাজ্যে কঠিন লড়াই-সংবাদ প্রতিদিন
- মণিপুর-মায়ানমার সীমান্তে জঙ্গিহানা, স্ত্রী, পুত্র-সহ নিহত অসম রাইফেলসের কর্নেল-আনন্দবাজার পত্রিকা
- এবার কিন্নরেও চোখ রাঙাচ্ছে চীন! আরও অস্ত্র মজুতের অনুমতি পেল ভারতীয় সেনা -আজকাল
এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:
ইউপি নির্বাচন-আগ্নেয়াস্ত্রের ব্যবহার বাড়ছে, গুলিতে মারা গেছে ২০
মোট মৃত্যু ৪০, দুজনের মৃত্যু পুলিশের গুলিতে-কালের কণ্ঠ
চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আগ্নেয়াস্ত্রের ব্যবহার বাড়ছে। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নির্বাচনী সহিংসতায় প্রাণ হারিয়েছে ৪০ জন। তাদের মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে ২০ জনকে। তাদের দুজন নিহত হয়েছে পুলিশের গুলিতে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে রাজবাড়ীর বাণীবহ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীকে গুলি করে হত্যা করা হয়। এই নির্বাচনে আগ্নেয়াস্ত্রের ব্যবহার বেশি হয়েছে নরসিংদী ও কক্সবাজার জেলায়। অন্যান্য এলাকায়ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হচ্ছে বলে খবর পাওয়া যাচ্ছে।
নির্বাচিত হওয়ার পর দিন ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা-ইত্তেফাকসহ বেশ কয়েকটি দৈনিকে খবরে লেখা হয়েছে,
গাইবান্ধার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডে নির্বাচিত হওয়ার পর দিনই ইউপি সদস্য আব্দুর রউফকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে আব্দুর রউফ লক্ষ্মীপুর বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে তাকে হত্যা করা হয়।দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচন
যুগান্তরের খবর০ বিদ্রোহীতে ধরাশায়ী আ.লীগ প্রার্থীরা
প্রায় ২৫ শতাংশ ইউপিতে বিদ্রোহীরা চেয়ারম্যান নির্বাচিত * আওয়ামী লীগ ৪৮৬টি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ীসহ), স্বতন্ত্র ৩৩০, জাতীয় পার্টি ১০ ও অন্যান্য দল ৮টিতে জয়ী
রাজশাহীতে এখন ‘এমপি লীগ’ই শেষকথা। আদর্শের রাজনীতি বলতে কিছু নেই। যারা যতক্ষণ এমপির স্বার্থ হাসিলসহ মন জুগিয়ে চলতে পারবে, ততক্ষণ তারাই এমপির ডান হাত। তাদের হাতেই থাকে সবকিছু। যে কোনো বিষয়ে তারা যেটি বলে, সেটিই সিদ্ধান্ত। প্রশাসনও তাদের সমীহ করে চলে।
ধামরাইয়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় ২ জন নিহত হয়েছে।
যুগান্তরের একটি খবরে লেখা হয়েছে, নরসিংদীর শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সাবেক প্রেসিডিয়াস সদস্য সিরাজুল ইসলাম মোল্লা বলেছেন, সামনে নির্বাচন আসবে, যদি সেই নির্বাচনে ১০টি মার্ডারও হয় আমি সিরাজুল ইসলাম মোল্লা মাঠ থেকে সরব না। ইউপি নির্বাচনে যে কোনো মূল্যে প্রধানমন্ত্রীর দেওয়া নৌকার প্রার্থীদের বিজয়ী করতে হবে।
মানবজমিনের খবরে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন,নির্বাচনে হতাহতের ঘটনা অত্যন্ত দুঃখজনক
২৫৩ ইউপিতে বিনা ভোটে চেয়ারম্যান-কালের কণ্ঠের খবর
জাতির মূল উদ্দেশ্যের পথে কাঁটা ‘রাষ্ট্রধর্ম ইসলাম’: পরিকল্পনামন্ত্রী-প্রথম আলো
সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদের রাষ্ট্রধর্ম ইসলাম করার পদক্ষেপকে বাঙালি জাতির মূল উদ্দেশ্যের পথে ‘কাঁটা’ বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
‘ঘৃণ্য আইন ইনডেমনিটি’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এ মন্তব্য করেন। আজ শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে প্রগতিশীল সাংবাদিক মঞ্চ। ‘বঙ্গবন্ধু আমাদের অস্তিত্বে, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থায়, প্রগতিশীলতার পক্ষে আর সকল সাম্প্রদায়িকতার বিপক্ষে আমাদের অবস্থান’ স্লোগানকে সামনে রেখে সংগঠনটি আজই আত্মপ্রকাশ করেছে।
দুজন সামরিক শাসক ও তাঁদের সঙ্গীসাথিরা অনেক মাইন পুঁতে রেখে গেছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলার পথে এখনো অনেক মাইন পোঁতা আছে উল্লেখ করে আলোচনা সভায় দেওয়া বক্তব্যে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দায়মুক্তির পরম্পরা হিসেবে পরবর্তী পর্যায়ে দ্বিতীয় সামরিক শাসক (হুসেইন মুহাম্মদ এরশাদ) আরেকটি পেরেক মেরে রেখেছে। কীসের ওপরে? আমাদের জাতিসত্তার ওপরে। আমাদের রাষ্ট্রধর্ম ইসলামকে পুনরায় প্রবর্তন করে। সংবিধানের মূলবাণী অসাম্প্রদায়িকতা, সেটাকে সে ঘা দিয়ে চলে গেল এবং সেটা আমাদের পদে পদে বিভ্রান্ত করছে। জাতির মূল উদ্দেশ্যের পথে কাঁটা গেড়ে রেখে গেছে। এ ধরনের আরও অসংখ্য মাইন প্রধানমন্ত্রীর পথে আছে।’
ইত্তেফাকের খবরে লেখা হয়েছে,সহিংসতা, নিরাপত্তাহীনতা ও জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বব্যাপী জোরপূর্বক বাস্তুচ্যুত লোকের সংখ্যা আট কোটি ৪০ লাখ ছাড়িয়েছে। ইউএনএইচসিআর’এর প্রতিবেদনে একথা বলা হয়েছে। ইউএনএইচসিআর চলতি বছরের প্রথম ছয় মাসের তথ্য-উপাত্ত সংগ্রহ করে সমসাময়িক এ প্রতিবেদন প্রকাশ করেছে। সহিংসতা, কোভিড-১৯, দারিদ্র্য, খাদ্য নিরাপত্তাহীনতা ও জলবায়ুর দ্রুত পরিবর্তন বাস্তুচ্যুতদের মানবিক দুর্দশাকে আরও জটিল করে তুলেছে। শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায় সহিংসতা, নিপীড়ন এবং মানবাধিকার লঙ্ঘন ঠেকাতে পারেনি। ফলে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার মানুষের সংখ্যা বেড়েই চলেছে। বছরের প্রথমার্ধে বিশ্বজুড়ে চলমান সংঘাত ও সহিংসতার কারণে প্রায় পাঁচ কোটি ১০ লাখ লোককে তাদের নিজের দেশের বিভিন্ন স্থানে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এগুলোর মধ্যে বেশিরভাগ নতুন বাস্তুচ্যুতি ঘটেছে আফ্রিকায়। আফ্রিকার কঙ্গোতে ১৩ লাখ ও ইথিওপিয়ায় ১২ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। আফগানিস্তান ও মিয়ানমারেও সহিংসতার কারণে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন।
একই সঙ্গে বছরের ছয় মাসেই দুই কোটি ১০ লাখের কাছাকাছি মানুষ শরণার্থী হয়েছে।
ইউএনএইচসিআরের প্রধান সতর্কবার্তা দিয়ে শান্তি প্রতিষ্ঠার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্বিগুণ প্রচেষ্টা চালানো ও বাস্তুচ্যুত মানুষের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।
বৈশ্বিক সহযোগিতায় উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর-ইত্তেফাক
বৈশ্বিক উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে উন্নত দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে কোভিড সংকটে থাকা দরিদ্র দেশগুলোকে দেওয়া প্রতিশ্রুতি পূরণেও ধনী দেশগুলোর প্রতি আহ্বান জানান তিনি।
শুক্রবার (১২ নভেম্বর) প্যারিস পিস ফোরামে (পিপিএফ) ‘সাউথ-সাউথ অ্যান্ড ট্রায়াঙ্গুলার কো-অপারেশন’ শীর্ষক উচ্চ পর্যায়ের প্যানেল আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
পাঁচ আসামি খালাস দিয়ে নারী জাতিকে অপমান করা হয়েছে: ফখরুল-মানবজমিন
রেইনট্রি ধর্ষণ মামলার রায়ে সমগ্র নারী জাতিকে অপমান করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার দুপুরে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র একাংশের উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ‘দেশের স্বাধীনতা সুরক্ষা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় বীর মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান’ শীর্ষক এই আলোচনা সভা হয়।
মির্জা ফখরুল বলেন, গতকাল (বৃহস্পতিবার) একটা মামলার রায় হয়েছে। রেইনট্রি হোটেলে দুইজন শিক্ষার্থী রেইপড হওয়ার অভিযোগে এ মামলা হয়েছে। মামলাতে যেটা দেখা যাচ্ছে, আমরা যেটুকু দেখছি পত্রিকাতে.. ঘটনা ঘটেছে স্বীকার করা হচ্ছে, আদালতও স্বীকার করেছে। কিন্তু রায় হচ্ছে কী? বেকসুর খালাস। কেনো? কারণটা কী? কারণটা হচ্ছে যে, যারা যারা গ্রেপ্তার হয়েছে, যাদেরকে একুইজড করা হয়েছে- দে আর সো পাওয়ারফুল। তাদের এতো টাকা! জুলেলারি, এমপি.. এই সমস্ত। যার ফলে কী হয়েছে? আজকে সমস্ত নারী জাতিকে অপমান করে এদেরকে খালাস দেয়া হয়েছে।
আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, হতাশ হয়েছি, ক্ষুব্ধ হয়েছি। এই ধরনের রায় আমরা মেনে নিতে পারি না।
বৃহস্পতিবার ঢাকার ৭ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল বনানীর রেইনট্রি হোটেলে চার আগে দুই তরুনীকে ধষর্ণের আলোচিত মামলার রায়ে আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ আসামির সবাইকে খালাস দেয়। ওই রায়ে বিচারক বেগম মোছা. কামরুন্নাহার পুলিশের উদ্দেশ্যে বলেছেন, ধর্ষণের ঘটনার ৭২ ঘন্টা পর মামলা না নিতে।
বিএসএফকে অবশ্যই সীমান্ত হত্যা বন্ধ করতে হবে-মানবজমিন
এক সপ্তাহের ব্যবধানে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে আরও দু’জন বাংলাদেশি নিহত হয়েছে। উত্তরাঞ্চলের জেলা লালমনিরহাটে বৃহস্পতিবার মধ্যরাতে ওই হত্যার ঘটনা ঘটে। নিহত দুই বাংলাদেশির বিরুদ্ধে ‘গরু চোরাচালানে সম্পৃক্ততা’র অভিযোগ ছিল। বলাবলি আছে এরা ভারতীয় গরু চোরাকারবারিদের সহযোগী হিসেবে কাজ করতো। চোরাচালান বা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধে ‘প্রাণঘাতী নয় এমন অস্ত্র’ ব্যবহারের সিদ্ধান্ত রয়েছে বাংলাদেশ-ভারত শীর্ষ পর্যায়ে বৈঠকে। কিন্তু এতদসত্ত্বেও বিএসএফ মারণাস্ত্র ব্যবহার করে চলেছে। সর্বশেষ গত ২রা নভেম্বর বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেটের কানাইঘাট সীমান্তে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করে বিএসএফ জোয়ানরা। সিলেটের ঘটনার ৯ দিনের মাথায় লালমনিরহাটে একই কায়দায় গুলি করে হত্যার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত
উত্তরপ্রদেশ-সহ ৪ রাজ্যে ক্ষমতায় ফিরতে পারে বিজেপি! একাধিক রাজ্যে কঠিন লড়াই-সংবাদ প্রতিদিন
করোনা, অর্থনীতি, কৃষক অসন্তোষ (Farmers Protest), লখিমপুর। বিরোধীদের হাতে হাজারো ইস্যু থাকা সত্ত্বেও বিজেপির জনপ্রিয়তায় আঁচ আসেনি। অন্তত এবিপি-সি-ভোটার সমীক্ষায় এমনটাই ইঙ্গিত মিলছে। আগামী বছর দেশের যে পাঁচ রাজ্যে নির্বাচন হওয়ার কথা তার মধ্যে অন্তত চারটিতে ক্ষমতায় ফিরতে পারে গেরুয়া শিবির। অন্যদিকে কংগ্রেসকে (Congress) ফিরতে হতে পারে শূন্য হাতে। এমনটাই দাবি করা হয়েছে ওই সমীক্ষায়। তবে নভেম্বরের সমীক্ষা বলছে, ক্ষমতায় ফিরলেও একাধিক রাজ্যে বেশ চাপে পড়তে হাতে পারে গেরুয়া শিবিরকে। আগের কয়েকটি সমীক্ষার তুলনায় একাধিক রাজ্যে আসন কমছে গেরুয়া শিবিরের। অন্যদিকে কংগ্রেস আগের তুলনায় একাধিক রাজ্যে আসন বাড়াতে পারে।২৪-এর লোকসভার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন উত্তরপ্রদেশে।
এবার কিন্নরেও চোখ রাঙাচ্ছে চীন! আরও অস্ত্র মজুতের অনুমতি পেল ভারতীয় সেনা-আজকাল
ক্রমশ ঘাড়ে চেপে বসছে চীন। লাদাখ, অরুণাচল সীমান্তের পর এবার হিমাচলেও মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াল চীনের পিপলস লিবারেশন আর্মি। কিন্নর, স্পিতি এবং লাহুল জেলায় সীমান্তরেখার ঠিক ওপারেই জমায়েত বাড়াচ্ছে তারা। অরুণাচল সীমান্তের ওপারে নতুন গ্রামপত্তন নিয়ে এমনিতেই বিরক্তি প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। লাদাখে তো বরাবরই উত্তপ্ত পরিস্থিতি। এবার পর্যটকদের আকর্ষণ কিন্নর প্রদেশ এবং তার লাগোয়া এলাকাতেও অশান্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে চীন।
গোয়েন্দা সংস্থার তথ্য বলছে, হিমাচলের তিন জেলার সীমান্তের ওপরে রাস্তা তৈরি চলছে, চলছে হেলিপ্যাড নির্মাণের কাজও। আরও আশঙ্কার, সেনাবাহিনীও আকারে বাড়ছে। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হিমাচল পুলিশের জিডিপি সঞ্জয় কুণ্ডু। এ সংক্রান্ত একটি রিপোর্ট রাজ্যপাল রাজেন্দ্র আরেলকরের কাছে জমা দিয়েছে রাজ্য পুলিশ।এদিকে থেমে নেই ভারতীয় সেনা এবং কেন্দ্র সরকারও।
মণিপুর-মায়ানমার সীমান্তে জঙ্গিহানা, স্ত্রী, পুত্র-সহ নিহত অসম রাইফেলসের কর্নেল-আনন্দবাজার পত্রিকা
মণিপুরের হামলার শিকার অসম রাইফেলস। শনিবার সকালে মায়ানমার সীমান্তবর্তী চূড়াচাঁদপুর জেলায় জঙ্গিহানায় অসম রাইফেলসের এক কমান্ডিং অফিসার-সহ ছ’জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ওই অফিসারের স্ত্রী এবং সন্তান রয়েছেন বলে পুলিশ সূত্রের খবর। নিহতদের মধ্যে রয়েছেন ওই অফিসারের গাড়ির চালক এবং অসম রাইফেলসের দুই কর্মী।
পুলিশ সূত্রের খবর, নিহত কর্নেল বিপ্লব ত্রিপাঠী অসম রাইফেলসের ৪৬ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। বেহিয়াং থানার অন্তর্গত সিংঘাটের কাছে সায়লসি এবং সেকেন গ্রামের মধ্যবর্তী জঙ্গল ঘেরা এলাকায় তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। কনভয়ের অন্য গাড়ি থেকে জওয়ানেরা পাল্টা গুলি চালালে জঙ্গিরা গা ঢাকা দেয়।
জঙ্গিদের গুলিতে কয়েক জন জওয়ান জখম হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরেই মায়ানমার সীমান্তবর্তী মণিপুরের ওই এলাকায় অভিযানে নেমেছে সেনা এবং অসম রাইফেলস।
পার্সটুডে/গাজী আবদুর রশীদ/১৩