জুলাই ২৫, ২০২৩ ২০:১৬
ইমাম হুসাইন (আ) জানতেন যে, হয় তাঁকে নিহত হতে হবে, নতুবা বাইআত করতে হবে; এই দু’টি ভিন্ন অন্য কোন পথ তাঁর সামনে খোলা ছিল না। যদি তিনি বাইআত না করতেন তবে ইয়াজিদের 'খিলাফত' অনিশ্চিত হয়ে যেত এবং তাঁকে হত্যা না করা পর্যন্ত ইয়াজিদের দলবল ক্ষান্ত হত না।