নিজেদের ইস্যু নিয়ে ভাবুন: পাশ্চাত্যকে রাশিয়া
(last modified Mon, 18 Jan 2021 13:02:46 GMT )
জানুয়ারি ১৮, ২০২১ ১৯:০২ Asia/Dhaka
  • মস্কো পৌঁছানোর পর আটক করা হয় নাভালনিকে
    মস্কো পৌঁছানোর পর আটক করা হয় নাভালনিকে

রাশিয়ার বিরোধী নেতা আলেক্সি নাভালনিকে আটকের ঘটনায় আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন কয়েকটি দেশ দ্রুত তার মুক্তির দাবি জানিয়েছে। এর প্রতিক্রিয়ায় মস্কো তার অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ করে পশ্চিমা দেশগুলোকে নিজেদের ইস্যু নিয়ে ভাবার পরামর্শ দিয়েছে।

গতকাল (রোববার) জার্মানি থেকে দেশে ফেরার পর মস্কোর শেরেমেতিয়েভো বিমানবন্দরে নাভালনিকে গতকাল আটক করে রাশিয়ার পুলিশ। কথিত নার্ব গ্যাস প্রয়োগের মাধ্যমে হত্যাপ্রচেষ্টার অভিযোগ তুলে তিনি গত পাঁচ মাস ধরে জার্মানিতে চিকিৎসা নিচ্ছিলেন। সেখান থেকে তিনি গতকাল দেশে ফিরেছেন। রাশিয়া ওই হামলার অভিযোগ অস্বীকার করেছে।

গতকাল নাভালনিকে আটকের পর দ্রুত তার মুক্তি দাবি করে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, আমেরিকা এই আটক সিদ্ধান্তের কঠোর নিন্দা জানাচ্ছে।

নাভালনিকে নার্ভ গ্যাস প্রয়োগের অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশ রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। এই পদক্ষেপকে উসকানি অভিহিত করে রাশিয়া ইউরোপীয় ইউনিয়নের কয়েকটি দেশের বিরুদ্ধে পাল্টা নিষেধাজ্ঞা আরোপ করে।#

পার্সটুডে/এসআইবি/১৮

ট্যাগ