-
ইরাক উপকূলে ইরানি কার্গো জাহাজডুবি: ইরাকের কাছে ব্যাখ্যা চেয়ে ইরান
জুন ০৬, ২০২০ ০৫:১০টাইলস বহনকারী ইরানের ছোট আকারের একটি কার্গো জাহাজ ইরাকের পানিসীমায় ডুবে গেছে এবং এ ঘট্নায় জাহাজের সাত ক্রুর মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।মঙ্গলবার টাইলস’সহ ভবন নির্মাণের অন্যান্য সামগ্রী নিয়ে ‘বেহ্বাহান’ নামের কার্গো জাহাজটি ইরাকের ‘উম্মুল কাস্র’ বন্দরের উদ্দেশ্যে ইরানের খোররামশাহর বন্দর ছেড়ে যায়।