ইরাক উপকূলে ইরানি কার্গো জাহাজডুবি: ইরাকের কাছে ব্যাখ্যা চেয়ে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i80460-ইরাক_উপকূলে_ইরানি_কার্গো_জাহাজডুবি_ইরাকের_কাছে_ব্যাখ্যা_চেয়ে_ইরান
টাইলস বহনকারী ইরানের ছোট আকারের একটি কার্গো জাহাজ ইরাকের পানিসীমায় ডুবে গেছে এবং এ ঘট্নায় জাহাজের সাত ক্রুর মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।মঙ্গলবার টাইলস’সহ ভবন নির্মাণের অন্যান্য সামগ্রী নিয়ে ‘বেহ্‌বাহান’ নামের কার্গো জাহাজটি ইরাকের ‘উম্মুল কাস্‌র’ বন্দরের উদ্দেশ্যে ইরানের খোররামশাহর বন্দর ছেড়ে যায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জুন ০৬, ২০২০ ০৫:১০ Asia/Dhaka
  • ইরানের কারগো জাহাজ বেহবাহান এভাবেই অর্ধডুবন্ত অবস্থায় সাগরে ভাসতে থাকে
    ইরানের কারগো জাহাজ বেহবাহান এভাবেই অর্ধডুবন্ত অবস্থায় সাগরে ভাসতে থাকে

টাইলস বহনকারী ইরানের ছোট আকারের একটি কার্গো জাহাজ ইরাকের পানিসীমায় ডুবে গেছে এবং এ ঘট্নায় জাহাজের সাত ক্রুর মধ্যে চারজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।মঙ্গলবার টাইলস’সহ ভবন নির্মাণের অন্যান্য সামগ্রী নিয়ে ‘বেহ্‌বাহান’ নামের কার্গো জাহাজটি ইরাকের ‘উম্মুল কাস্‌র’ বন্দরের উদ্দেশ্যে ইরানের খোররামশাহর বন্দর ছেড়ে যায়।

বৃহস্পতিবার রাতে জাহাজটি ইরাকের পানিসীমার ‘খুরআব্দুল্লাহ’ এলাকায় ডুবে যায়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল (শুক্রবার) জানিয়েছে, প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রচণ্ড প্রতিকূল আবহাওয়া এবং সুউচ্চ ঢেউয়ের কারণে জাহাজটি প্রথমে কিছুটা কাত হয়ে যায় এবং তখন এতে থাকা টাইলসগুলো একদিকে সরে যায়। এ অবস্থায় ঝড়ের মধ্যে জাহাজটির পক্ষে আর ভারসাম্য রক্ষা করা সম্ভব হয়নি।   

ইরানের বন্দর ও জাহাজ চলাচল বিভাগের অন্যতম মহাপরিচালক নাদের পাসান্দে জানিয়েছেন, জাহাজটির সাত জন ক্রুর মধ্যে চারজনকে জীবিত ও একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জাহাজের দুই ক্রু’র নিখোঁজ থাকার কথা জানিয়ে তিনি বলেন, ওই দু’জনের একজন ইরানি ও অপর ভারতীয় নাগরিক।

ইরাকের দক্ষিণাঞ্চলীয় বসরা নগরীস্থ ইরানের কনস্যুলেট ইরাকের পানিসীমায় ইরানি জাহাজডুবির ব্যাপারে বাগদাদের ব্যাখ্যা চেয়েছে। এ ছাড়া, উদ্ধার হওয়া চার ক্রু ও নিহত একজন ইরানি ক্রুর লাশ যতদ্রুত সম্ভব ইরানে ফেরত আনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।