• বিমান আটকে দেয়ার ঘটনা ‘জঘন্য, নজিরবিহীন ও অকল্পনীয়’: ল্যাভরভ

    বিমান আটকে দেয়ার ঘটনা ‘জঘন্য, নজিরবিহীন ও অকল্পনীয়’: ল্যাভরভ

    জুন ০৭, ২০২২ ০৯:৩১

    তিন ইউরোপীয় দেশ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভকে বহনকারী বিমান আটকে দেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে ‘জঘন্য’, ‘নজিরবিহীন’ ও ‘অকল্পনীয়’ বলে মন্তব্য করেছেন ল্যাভরভ। রুশ পররাষ্ট্রমন্ত্রী গতকাল (সোমবার) যখন মস্কো থেকে সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে যাচ্ছিলেন তখন পূর্ব ইউরোপের তিন দেশ বুলগেরিয়া, নর্থ মেসিডোনিয়া ও মন্টেনেগ্রো তাকে বহনকারী বিমানকে তাদের আকাশসীমায় ঢুকতে দেয়নি। ফলে বেলগ্রেড না গিয়ে মস্কোয় ফিরে যেতে বাধ্য হন ল্যাভরভ।