জুন ২৮, ২০২১ ১২:৫১ Asia/Dhaka

সুপ্রিয় পাঠক/শ্রোতা: ২৮ জুন সোমবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি গাজী আবদুর রশীদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কোলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি।

বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম:

  • সুন্দরবন নিয়ে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের সম্মান ধরে রাখতে মানতে হবে শ-প্রথম আলো
  • সীমিত পরিসরে ‌‘লকডাউন' শুরু, বেড়েছে ব্যক্তিগত যানবাহনের চাপ-ইত্তেফাক
  • মগবাজারে বিস্ফোরণের কারণ সম্পর্কে যা জানা যাচ্ছে -যুগান্তর
  • বিদেশি শিক্ষার্থীদের মাধ্যমে আসছে ভয়ঙ্কর মাদক –মানবজমিন
  • ভয়ংকর মাদক ডিএমটিও বিক্রি হচ্ছে অনলাইনে,র‌্যাবের হাতে গ্রেপ্তার ৪ -কালের কণ্ঠ

এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম:

  • ড্রোন হামলার পর ফের জঙ্গি হামলা, কাশ্মীরে গুলিতে নিহত সস্ত্রীক পুলিশকর্মী-আনন্দবাজার
  • টানা ৩১ দিন ধরে লাগাতার দাম বৃদ্ধি, কলকাতয় পেট্রোলের দাম পেরল ৯৮ টাকা-আজকাল
  • রাজেশ বিন্দলের অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি রাজ্য বার কাউন্সিলের -সংবাদ প্রতিদিন
  • টিকা নিয়ে অসত্য প্রচারে ক্ষোভ ইয়েচুরির-গণশক্তি

এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত:

সুন্দরবন নিয়ে ইউনেসকো বিশ্ব ঐতিহ্যের সম্মান ধরে রাখতে মানতে হবে শর্ত-প্রথম আলো

বিস্তারিত খবরে লেখা হয়েছে, বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কাজ বন্ধ রাখতে হবে। সেখানে আর কোনো ভারী শিল্পকারখানার অনুমোদন দেওয়া যাবে না। ইতিমধ্যে গড়ে ওঠা শিল্পকারখানাগুলোর প্রভাব মূল্যায়ন করতে একটি সমীক্ষা করতে হবে। এরপর সেখানে কোন ধরনের স্থাপনা নির্মাণ করা যাবে ও কোন ধরনের স্থাপনা করা যাবে না, সেই সিদ্ধান্ত নিতে হবে। ১৬ জুন জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকোর ‘রিয়েকটিভ মনিটরিং মিশনের’ এক প্রতিবেদনে এমন সব শর্ত দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, এসব শর্ত বাংলাদেশ কতটুকু পালন করল, তার ওপর নির্ভর করবে সুন্দরবনের বিশ্ব ঐতিহ্যের সম্মান থাকবে কি না। ১৯৯৭ সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের সম্মান দেয় ইউনেসকো। এ ব্যাপারে জ্বালানি, বিদ্যুৎ ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ প্রথম আলোকে বলেন, তিনি প্রতিবেদনটি পড়েননি। এটি পড়ার পর প্রতিবেদনটি সম্পর্কে মূল্যায়ন করবেন।

সীমিত পরিসরে ‌‘লকডাউন' শুরু, বেড়েছে ব্যক্তিগত যানবাহনের চাপ-ইত্তেফাক

বেড়েছে ব্যক্তিগত যানবাহনের চাপ

রবিবার (২৭ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে লকডাউন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়, সারাদেশে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সব গণপরিবহন বন্ধ থাকবে। আইনশৃঙ্গলা রক্ষাকারী বাহিনী কর্তৃক নিয়মিত টহলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করতে হবে। সব শপিংমল, মার্কেট, পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খাবার বিক্রয় (শুধুমাত্র অনলাইন/টেকওয়ে) করতে পারবে।

মাঠে নামবে সেনাবাহিনী

মানবজমিন লিখেছে, আজ থেকে গণপরিবহন বন্ধ, বৃহষ্পতিবার থেকে মাঠে থাকবে সেনা-বিজিবি। দৈনিকটি আরও লিখেছে, করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকলের সহযোগিতা চেয়েছেন।

বিদেশি শিক্ষার্থীদের মাধ্যমে আসছে ভয়ংকর মাদক-মানবজমিন/ও কালের কণ্ঠের এ খবরে লেখা হয়েছে,বিভিন্ন দেশে লেখাপড়া করতে গিয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের কেউ কেউ মাদকাসক্ত হচ্ছে। তারা নিত্যনতুন সব মাদকের সঙ্গে জড়াচ্ছে। পরে এসব শিক্ষার্থীরা বিভিন্ন কৌশলে ভয়ংকর সব মাদক দেশে এনে তাদের সহপাঠী, বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনদের মধ্যে ছড়িয়ে দিচ্ছে। চাহিদা থাকায় বিভিন্ন মাধ্যমে দেশে এনে অনেকে ব্যবসাও করছে। ব্যয়বহুল এসব মাদক সেবন করে আসক্ত হয়ে পড়ছে সমাজের এক শ্রেণির যুবক ও তরুণরা। ক্ষতিকারক এসব মাদকের নেতিবাচক প্রভাবে সেবনকারীরা বেপরোয়া আচরণ করছে। ঘটাচ্ছে নানা অঘটন। সম্প্রতি দেশে পুলিশ ও ডিবির অভিযানে এলএসডি এবং ডিএমটি’র চালান আটকের পর গোয়েন্দারা এসব তথ্য জানতে পেয়েছেন। 

ভয়ংকর মাদক এলএসডি

প্রতিবেদনে আরো লেখা হয়েছে, গোয়েন্দারা অনুসন্ধানে জানতে পেরেছেন, দেশে সম্পূর্ণ নতুন, ব্যয়বহুল ও ভয়ংকর চারটি মাদকের অস্তিত্ব রয়েছে। এসবের মধ্যে এলএসডি, ডিএমটি, ম্যাজিক মাশরুম এবং এমডিএমএ নামের মাদক রয়েছে। এই চারটি মাদকই অন্যান্য মাদকের চেয়ে ব্যয়বহুল। মূলত উন্নত দেশগুলোতে এসব মাদকের ব্যবহার রয়েছে। কিছুদিন আগেও বাংলাদেশ এসব মাদকের সঙ্গে পরিচিত ছিল না। এখন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এনে নিজেরাও সেবন করছে, পাশাপাশি বিক্রি করছে। দেশে নতুন কিসিমের এসব মাদক নিয়ে কাজ করছেন এমন কর্মকর্তারা বলেছেন, এখন পর্যন্ত যে কয়টি নতুন মাদকের অস্তিত্ব দেশে পাওয়া গেছে তার প্রত্যকটির প্রভাব ভয়ঙ্কর।

মগবাজারে বিস্ফোরণের কারণ সম্পর্কে যা জানা যাচ্ছে-যুগান্তরের এ শিরোনামের খবরে লেখা হয়েছে,

রাজধানী মগবাজারে গ্যাস জমে ভবনে বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করছে পুলিশ ও ফায়ার সার্ভিস। রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভয়াবহ ওই বিস্ফোরণে সাতজন মারা যান। বিস্ফোরণের পর রাতে  ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম বলেন, ফায়ার সার্ভিস কর্মীদের সঙ্গে কথা বলে বুঝেছি এখানে কিছু গ্যাস জমে ছিল। এই গ্যাস বিস্ফোরণের কারণে আশপাশের সাতটা ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, দুইটা বাস বিধ্বস্ত হয়েছে। ৫০ জনের ওপর আহত হয়েছে। এদিকে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সও ধারণা করছে মগবাজারে গ্যাস থেকেই বিস্ফোরণের সূত্রপাত হতে পারে।

ভারতের কয়েকটি খবরের বিস্তারিত

কাশ্মীর

ড্রোন হামলার পর ফের জঙ্গি হামলা, কাশ্মীরে গুলিতে নিহত সস্ত্রীক পুলিশকর্মী-দৈনিক আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে,স্পেশাল পুলিশ কর্মকর্তা ফায়াজ আহমেদ এবং তাঁর স্ত্রী রাজা বেগমকে বাড়িতে ঢুকে গুলি করে মারল জঙ্গিরা। গুলিতে আহত হয়ে শ্রীনগরের হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মুত্যু হয়েছে তাঁদের মেয়েরও। রোববার রাতে ঘটনাটি ঘটেছে জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার অবন্তীপোরায়। এ ঘটনার পর থেকেই  সেখানে সেনাবাহিনীর  তল্লাশি শুরু হয়েছে। তার আগে জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় জইশ জড়িত বলে সন্দেহ তদন্তকারীদের বলে দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে।
 

রাজেশ বিন্দলের অপসারণের দাবিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি রাজ্য বার কাউন্সিলের-সংবাদ প্রতিদিন

কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির অপসারণ চেয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য বার কাউন্সিলের। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি এনভি রামান্নাকে চিঠি লিখলেন বার কাউন্সিলের সদস্যরা। তাঁদের আবেদন, একাধিক মামলার ক্ষেত্রে প্রধান বিচারপতির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষত রাজ্য সরকারের মামলাগুলির ক্ষেত্রে তা বেশি দেখা গিয়েছে বলে অভিযোগ। এই অবস্থায় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি বদলের আবেদন রাজ্য বার কাউন্সিলের। চিঠিতে একের পর এক পয়েন্ট উল্লেখ করে বার কাউন্সিলের সদস্যরা বলেছেন, একের পর এক নারদ, নন্দীগ্রামের মতো রাজ্য সরকারের মামলাগুলিতে হাই কোর্টের প্রধান বিচারপতির ভূমিকা খুব একটা সন্তোষজনক নয়। #

পার্সটুডে/গাজী আবদুর রশীদ/২৮

ট্যাগ