ফেব্রুয়ারি ১০, ২০২২ ১৭:২৯ Asia/Dhaka
  • বাংলাদেশে করোনাকে বিদায় দেবার সময় এখনো আসেনি: বমেবি উপাচার্য

বাংলাদেশে করোনা আক্রান্তদের মধ্যে ৮২ শতাংশ ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত আর বাকি ১৮ শতাংশ ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত। কোভিড-১৯ জিনোম সিকোয়েন্সিং গবেষণার ফলাফলে এমন  তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

অধ্যাপক শারফুদ্দিন বলেন, ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ দ্রুত হয়। তবে এই ভ্যারিয়েন্টে মৃত্যুহার কম। গত একমাসে করোনায় আক্রান্ত হয়ে যারা মারা গেছেন তাদের মধ্যে ৮০ শতাংশই ডেল্টায় আক্রান্ত ছিলেন। বাকি ২০ শতাংশ ওমিক্রনে আক্রান্ত। তবে ভ্যাকসিন গ্রহীতাদের মৃত্যুর হার কম বলেও জানিয়েছেন উপাচার্য। 
 
ডায়াবেটিস, ক্যান্সার আক্রান্ত রোগী, বেশি বয়সী রোগী এবং  যারা ভ্যাকসিন নেয়নি তাদের মৃত্যুর সংখ্যা বেশি। তাই সবাইকে ভ্যাকসিন নিতে হবে। পাশাপাশি করোনাকে বিদায় দেয়ার সময় এখনো আসেনি তাই সবাইকে স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান উপাচার্য শারফুদ্দিন আহমেদ।

গবেষণায় দেখা যায়, ওমিক্রন আক্রান্তদের দুই ডোজ ভ্যাকসিন দেওয়া ছিল। যা প্রমাণ করে টিকার জন্য রোগের প্রখরতা কম হয়েছে। তৃতীয়বারের মতো আক্রান্ত হয়েছে, এমন ওমিক্রন রোগীও পাওয়া গেছে গবেষণায়। 

এছাড়া ওমিক্রন ভ্যারিয়েন্টে ডেল্টা ভ্যারিয়েন্ট থেকে কম মাথাব্যথা ও সর্দির মতো উপসর্গ হয়। তবে এ ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তির সম্ভাবনা কম।

২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু

এদিকে, দেশে করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৪১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে রোগী শনাক্ত হয়েছে ৭ হাজার ২৬৪ জন।  শনাক্তের হার ১৬ দশমিক ৯৫ শতাংশ।
আগের দিন করোনায় ৩৩ জনের মৃত্যু ও ৮ হাজার ১৬ জনের করোনা শনাক্তের তথ্য দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

এ নিয়ে মোট করোনায় মোট ২৮ হাজার ৭৪৪ জনের মৃত্যু হল। মোট রোগী শনাক্ত দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৪ হাজার ৫৩৫ জনে।#

পার্সটুডে/এআরকে/১০

ট্যাগ