দেশ এখন সর্বগ্রাসী সংকটে নিমজ্জিত- ড. কামাল
গণতন্ত্র পুরোপুরি নির্বাসিত- ফখরুল : দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে- কাদের
বিএনপি মহাচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে কিন্তু সব সময় গণতন্ত্রকে ধ্বংস করার কাজ করে। যতবার তারা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছে অথবা জোর করে দখল করেছে, ততবার তারা গণতন্ত্রের সমস্ত স্তম্ভগুলোকে-প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে।
ওদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সরকারের সড়ক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে। এর বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, নিজেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোনো রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না।
শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, ১৯৭১ সালে যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে, যে চেতনা নিয়ে দেশের জনগণ সংগ্রামরত হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের চেতনা সম্পূর্ণভাবে ভূলুণ্ঠিত হয়ে গেছে।
মির্জা ফখরুল আরো বলেন, ১৯৭১ সালে আমরা একটি স্বাধীন, সমৃদ্ধ, গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম। সেই গণতন্ত্রকে পুরোপুরি নির্বাসিত করা হয়েছে। এই আওয়ামী লীগ গণতন্ত্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের মানুষ যে অধিকারের জন্য লড়াই করেছিল, মানুষের ন্যূনতম সেই ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে।
তিনি আরও বলেন, এ দেশে দুর্নীতি এখন ভয়াবহভাবে ছড়িয়ে পড়েছে এবং সেটা সম্পূর্ণভাবে নেতৃত্ব দিচ্ছে এই সরকার।
এমন একটি জায়গা নেই যেখানে দুর্নীতি না হচ্ছে- এ কথা কথা উল্লেখ করে ফখরুল বলেন, একজন মন্ত্রী ও উপদেষ্টার ফোনালাপের দুর্নীতির কথা বেরিয়ে এসেছে। এর সঙ্গে সম্পৃক্ত প্রধানমন্ত্রীর পুত্র এবং সরকারের আইটি বিষয়ক উপদেষ্টার নাম এসেছে। এর মধ্যে বিচার বিভাগের লোকদের নামও চলে এসেছে। আমরা জানি না ঘটনাগুলো কী। এটুকু বুঝতে পারি, কথপোকথনে যে ঘটনাগুলো এসেছে তাতে দুর্নীতির সুস্পষ্ট আভাস পাওয়া গেছে। বোঝা যাচ্ছে যে সরকারের উচ্চ মহল থেকেই এসব নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এদিকে, দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বং সরকারের সড়ক-সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার সকালে পাবনা জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের বিরুদ্ধে দেশ-বিদেশে ষড়যন্ত্র চলছে। তাই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। ওবায়দুল কাদের দৃঢ়তার সাথে বলেছেন নিজেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশের কোন রাজনৈতিক প্রতিপক্ষই আওয়ামী লীগের বিজয় ঠেকাতে পারবে না।
আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগকে কেউ পরাজিত করতে পারবে না, যদি না নিজেরা নিজেদের পরাজিত করে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
দলের নেতাকর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, আগামী নির্বাচনে নতুন চ্যালেঞ্জ নিয়ে এগিয়ে যেতে হবে; দলকে আরও আধুনিক ও শক্তিশালী করে গড়ে তুলতে হবে।
ওদিকে, গণফোরামের সভাপতি প্রবীণ রাজনীতিবিদ ড. কামাল হোসেন আজ রাজধানীতে এক সেমিনারে বলেছেন, মানুষকে ভোটাধিকারের পাহারাদার হতে হবে। এ জন্য মানুষকে সচেতন করতে হবে, পাড়া–মহল্লায় ঐক্য গড়ে তুলতে হবে।
শনিবার জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত ‘বর্তমান জাতীয় সংকট এবং সমাধানে নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, জনগণ এ দেশের মালিক। ভোটাধিকার মানুষের সবচেয়ে মূল্যবান অধিকার। এটি রক্ষা করার জন্য সক্রিয় ভূমিকা রাখতে হবে। না হলে যারা এই অধিকার থেকে জনগণকে বঞ্চিত করতে চায়, তারা সফল হয়ে যাবে।
সেমিনারে উত্থাপিত লিখিত বক্তব্যে ড. কামাল হোসেন বলেন, দেশ এখন সর্বগ্রাসী সংকটে নিমজ্জিত। রাষ্ট্রের সর্বক্ষেত্রে আজ ভগ্নদশা। তিনি বলেন, ‘জনগণের দাবি যখন নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা, তখন সরকার দেশের জাতির বিবেককে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তড়িঘড়ি করে আইন প্রণয়ন করেছে একটি সার্চ কমিটি গঠনের জন্য, যা নির্বাচন কমিশন গঠনের আইন বলে প্রচার করা জাতির সঙ্গে তামাশা ও এক মহা প্রহসনমাত্র।’#
পার্সটুডে/আবদুর রহমান খান/আশরাফুর রহমান/১৯