স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে দেশকে নরকে পরিণত করেছে আওয়ামী লীগ: ফখরুল
(last modified Sat, 26 Mar 2022 10:35:32 GMT )
মার্চ ২৬, ২০২২ ১৬:৩৫ Asia/Dhaka
  • জিয়ার সমাধিতে মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতা-কর্মীরা
    জিয়ার সমাধিতে মির্জা ফখরুল ইসলামসহ বিএনপি নেতা-কর্মীরা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশকে নরকে পরিণত করেছে আওয়ামী লীগ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আজ (শনিবার) সকালে চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, "১৯৭১ সালের এই দিনে স্বাধীনতার ঘোষক শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চট্টগ্রাম কালুরঘাট বেতারকেন্দ্র থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে সমস্ত জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনুপ্রাণিত করেছিলেন এবং দীর্ঘ ৯ মাস মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। লাখ লাখ মানুষ, সৈনিক সেদিন যুদ্ধ করেছে শহিদ হয়েছে। আমাদের কয়েক লক্ষ মা-বোন সেদিন সম্ভ্রম দিয়েছেন। বহু ত্যাগ তিতীক্ষার বিনিময়ে আমরা এই স্বাধীনতা অর্জন করেছিলাম ৫০ বছর আগে। কিন্তু দুর্ভাগ্য আমাদের। আজকে ৫০ বছর পরে এই দিনে আপনাদের সামনে দাঁড়িয়ে আমাকে এ কথা খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে, যে স্বপ্ন, যে লক্ষ্য, যে আশা-আকাঙ্ক্ষা নিয়ে আমরা দেশ স্বাধীন করেছিলাম, সেই স্বপ্ন, সেই লক্ষ্য, সেই আশা-আকাঙ্ক্ষা ধূলিসাৎ করে দিয়েছে আজকের এই বেআইনিভাবে ক্ষমতা দখল করে থাকা আওয়ামী লীগের সরকার।"

এর আগে সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব বলেছেন, ‘লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। কী দুর্ভাগ্য আমাদের, আজকে স্বাধীনতার ৫০ বছর পর যখন আমরা এ দেশের স্বাধীনতা দিবস পালন করছি, সুবর্ণজয়ন্তী পালন করছি, সেই সময়ে বাংলাদেশ থেকে গণতন্ত্র নির্বাসিত হয়েছে। যে লক্ষ্য নিয়ে, আশা-আকাঙ্ক্ষা নিয়ে, স্বপ্ন নিয়ে ১৯৭১ সালে আমরা যুদ্ধ করেছিলাম; সেই স্বপ্ন, সেই আকাঙ্ক্ষা সম্পূর্ণভাবে ধুলিসাৎ হয়ে গেছে।

জাতীয় স্মৃতিসৌধে বিএনপি নেতারা

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে এই ৫০ বছর পরে আমাদের জনগণের ভোটের অধিকার নেই, স্বাধীনতা নেই, সংগঠনের অধিকার নেই। বাংলাদেশ সম্পূর্ণভাবে একটা কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের কবলে পড়েছে। মিথ্যা মামলায় দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারারুদ্ধ অবস্থায় আছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মিথ্যা মামলায় নির্বাসিত অবস্থায় আছেন।’

দলের নেতা-কর্মীদের গুম করা হচ্ছে ও মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে দাবি করে তিনি বলেন, ৩৫ লাখ গণতন্ত্রকামী নেতা–কর্মীর নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। ছয় শতাধিক নেতা–কর্মী গুম হয়েছেন এবং সহস্রাধিক নিহত হয়েছেন।

বাংলাদেশ ভয়াবহ দুর্বিষহ এক স্বৈরাচারের কবলে শৃঙ্খলিত অবস্থায় আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘৫০ বছর পরে আমরা যেমন শহীদদের শ্রদ্ধা জানাচ্ছি, সেই সঙ্গে আজকে আমরা এখানে শপথ নিয়েছি, ৫০ বছর আগে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশকে স্বাধীন করেছিলাম, এখন আবারও আমরা গণতন্ত্রকে মুক্ত করব। দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করব। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনব।’

দেশের জনগণকে নিয়ে নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করা হবে বলেও উল্লেখ করে বিএনপি মহাসচিব।#

পার্সটুডে/আশরাফুর রহমান/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।

 

ট্যাগ