সাফাদির সঙ্গে সাক্ষাত হয়নি, বিবিসির বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ: জয়
(last modified Sun, 29 May 2016 04:05:27 GMT )
মে ২৯, ২০১৬ ১০:০৫ Asia/Dhaka
  • সজীব ওয়াজেদ জয়
    সজীব ওয়াজেদ জয়

ইহুদিবাদি ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে কোনোসময়ই সাক্ষাত হয়নি বলে দাবি করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়।

বাংলাদেশে সরকার উৎখাত ষড়যন্ত্রের কথিত অভিযোগের কেন্দ্রবিন্দুতে থাকা মেন্দি এন সাফাদি বিবিসি বাংলা'র সঙ্গে দাবি করেছেন, রাষ্ট্রদ্রোহিতার মামলায় অভিযুক্ত বিএনপি নেতা আসলাম চৌধুরীর সঙ্গে দিল্লিতে তার দেখা হওয়ার আগেই গত বছর যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সজীব ওয়াজেদের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল এবং তার দফতরে দুজনের কথাবার্তা হয়।

 

মেন্দি এন সাফাদির এই দাবির ব্যাপারে সজীব ওয়াজেদ তার ফেসবুক পেইজে দেয়া এক স্ট্যাটাসে লিখেছেন, “বিএনপি এমনই এক বোকার দল, এমনকি তারা যখন মিথ্যা বলে তখনও বোকামিপূর্ণ ভুল করে। আমি চাই বিএনপি এবং সাফাদি একটা প্রশ্নের জবাব দিক। ওয়াশিংটনের ঠিক কোথায় সে আমার সাক্ষাত পেয়েছে? কোন অনুষ্ঠানে? অন্য কার অফিসে?”

 

জয় দাবি করেন, “প্রথম বোকামিপূর্ণ ভুল তারা করেছে কারণ, আমি গত ৩-৪ বছরে ওয়াশিংটনে কোন অনুষ্ঠান বা কারও অফিসে যাইনি। যে মিটিংগুলো আমার হয়েছে সেগুলো সবই সরকারি কর্মকর্তাদের সাথে এবং একান্ত ব্যক্তিগত। তাহলে, কোথায় তার সাথে আমার সাক্ষাত হতে পারে? আমার সাথে সাফাদির কোনোসময়ই সাক্ষাত হয়নি, এটা ওয়াশিংটনেও না বা অন্যকোনো জায়গায়ও না। সে মিথ্যা বলছে। সে যে বিএনপির জন্য মিথ্যা বলতে সম্মত হয়েছে সেটা দিয়ে এও প্রমাণ হচ্ছে, সে বিএনপির সাথে ষড়যন্ত্রে জড়িত। নাহলে আর কী কারণে সে বিএনপির হয়ে মিথ্যা বলবে?”

 

বিবিসি বাংলা’র সমালোচনা করে জয় বলেন, “এটাও খুবই লজ্জাজনক যে বিবিসি বাংলা আসলেই সেই ভুয়া ইন্টারভিউটি ঘটনার সত্যতা যাচাই ছাড়াই প্রচার করেছে। এ ঘটনা সংবাদের উৎস হিসেবে তাদের বিশ্বাসযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করেছে।”

 

সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ইসরাইলের ক্ষমতাসীন লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির চার/পাঁচ মাস আগে ওয়াশিংটনে একটি বৈঠক হয়েছে, দাবি করে ২৭ মে শুক্রবার সংবাদ প্রকাশ করে বিবিসি বাংলা। সেখানে সাফাদির সাক্ষাৎকারও প্রকাশ করা হয়। এই বৈঠকের পটভূমি ব্যাখ্যা করে মেন্দি এন সাফাদি জানান, ৪/৫ মাস আগে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সাফাদি তার এক বন্ধুর মাধ্যমে জয়ের সঙ্গে সাক্ষৎ করেন। তিনি যখন শেষবার ওয়াশিংটন ডিসিতে যান, সে সময় একজন মার্কিন বন্ধু দুজনের মধ্যে এই বৈঠকের আয়োজন করেন। ওই বন্ধু তাকে জানায় যার সঙ্গে দেখা হবে তিনি বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। এরপর তিনি ওয়াশিংটন ডিসিতে সজীব ওয়াজেদের অফিসে যান। সাক্ষাতের শুরুতে ওয়াজেদ তাকে বলেন যে তিনি বাংলাদেশের একজন উচ্চপদস্থ ব্যক্তি। কিন্তু সজীব ওয়াজেদ যে প্রধানমন্ত্রীর পুত্র সাফাদি তখনও তা জানতেন না বলে উল্লেখ করেন।

 

সাজানো নাটক: হানিফ

বিবিসি বাংলা’র এ খবরের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গতকাল বলেছেন, 'বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জয়-সাফাদি বৈঠকের খবরটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। বিএনপির নেতারা লন্ডনে বসে সাফাদির সঙ্গে জয়ের বৈঠক হয়েছে, এমন নাটক সাজাচ্ছেন।'

হানিফ বলেন, 'বিএনপি নেতা আসলাম চৌধুরী আটক হওয়ার পর তারা যে সরকার উৎখাতের গভীর ষড়যন্ত্র করছিল, তার বিভিন্ন তথ্য ফাঁস হওয়ায় জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে নিতে এ নাটক সাজানো হয়েছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে বিএনপি ইসরাইলকে নিয়ে গভীর ষড়যন্ত্র করছে।'

 

তিনি বলেন, 'বিবিসির সাক্ষাৎকারটি আমি দেখেছি। এ সাক্ষাৎকারটি নিয়েছে বিএনপির লন্ডন প্রবাসী এক নেতা জ্যাকব মিল্টন। সাক্ষাৎকারটিতে মিল্টন অনেকটা ইচ্ছা করেই সাফাদিকে প্রশ্ন করেন- এর আগে আপনার সঙ্গে বাংলাদেশের কারও সাক্ষাৎ হয়েছে কি না? সাফাদি জবাবে বলেছে- হয়েছে। তার এ ধরনের প্রশ্নে বোঝা যায় এটি সাজানো।'

 

উল্লেখ্য, ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে হাত মিলিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরীকে ১৫ মে সন্ধ্যায় খিলক্ষেত থানা এলাকা থেকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে। ২৬ মে বৃহস্পতিবার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে।

 

বিএনপির প্রতিক্রিয়া

আসলাম চৌধুরীকে গ্রেফতারের সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির যে ঘটনা ঘটেছে এবং জয়ের অ্যাকাউন্টে যে আড়াই হাজার কোটি টাকা ‍পাওয়া গেছে তা ঢাকতেই সরকার আসলাম চৌধুরীকে গ্রেফতার করে এমন নাটক বানিয়েছে।

অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর গ্রেফতার সম্পর্কে গয়েশ্বর চন্দ্র বলেন, মুসলিম বিশ্বের সমর্থন পেতে মিথ্যা ষড়যন্ত্রের নাটক সাজিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে গ্রেফতার করেছে সরকার।#

 

পার্সটুডে/আশরাফুর রহমান/২৯

 

ট্যাগ