ভারত থেকে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত হয়নি: জয়
(last modified Wed, 07 Aug 2024 09:16:49 GMT )
আগস্ট ০৭, ২০২৪ ১৫:১৬ Asia/Dhaka
  • ভারত থেকে অন্য কোথাও যাওয়ার সিদ্ধান্ত হয়নি: জয়

বাংলাদেশের পদত্যাগী ও দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনও ভারতের দিল্লিতে গোপন স্থানে রয়েছেন। সোমবার ঢাকা ছাড়ার পর থেকে তিনি সেখানেই আছেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি আরও ৪৮ ঘন্টা দেশটিতে থাকবেন। তবে তার পরবর্তী গন্তব্য নিয়ে বিশ্ব কূটনৈতিকমহলে নানা জল্পনা চলছে। বিভিন্ন অসমর্থিত সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রতিদিন জানিয়েছে, শেখ হাসিনা ব্রিটেনের কাছে রাজনৈতিক আশ্রয় চাইলেও তারা রাজি হয়নি। আমেরিকাও শেখ হাসিনার ভিসা বাতিল করেছে। এ তালিকায় ফিনল্যান্ডসহ আরও কয়েকটি দেশের নাম রয়েছে। তো এ পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, ভারতে কি আশ্রয় চাইতে পারেন হাসিনা? কেন তাঁকে আশ্রয় দিতে রাজি নয় নয়াদিল্লি?

শেখ হাসিনা-নরেন্দ্র মোদি

যদিও এখনও পর্যন্ত শেখ হাসিনা নয়াদিল্লির কাছে আশ্রয় চেয়েছেন এমন তথ্য পাওয়া যায়নি। তবে যদি তিনি আশ্রয় চান, তাহলে মোদি সরকার তা দেবে না বলেই মনে করছে ওয়াকিবহালমহল।

সংবাদ প্রতিদিনের বিশ্লেষণে এর পিছনে প্রধান কারণ হিসেবে বলা হয়েছে,  এখনও পর্যন্ত বাংলাদেশের (Bangladesh Violence) সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে ‘ধীরে চলো’ নীতিতে এগোচ্ছে ভারত। শেখ হাসিনাকে আশ্রয় দিলে এই সংঘর্ষে কোনও একটি পক্ষ অবস্থান নিয়ে ফেলবে নয়াদিল্লি। কিন্তু বাংলাদেশের পরবর্তী সরকারের সঙ্গেও কূটনৈতিক সম্পর্ক রাখতে হলে এই পদক্ষেপ নিতে না চাওয়াই বোধহয় সঙ্গত হবে। শেখ হাসিনাকে আশ্রয় না দিলে ভারতের পক্ষ থেকে এই বার্তা দেওয়া সম্ভব হবে যে, কোনও নির্দিষ্ট নেতা নয় বাংলাদেশের প্রশাসনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখতে চায় নয়াদিল্লি।

হাসিনা পুত্র জয়

এদিকে, হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়ের দাবি, তার মা কোনও দেশেই আশ্রয় চাননি।সব জল্পনা নস্যাৎ করে করে সংবাদমাধ্যম এনডিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, ‘মায়ের আশ্রয়ের অনুরোধ সম্পর্কিত যে সব প্রতিবেদন ছাপা হচ্ছে, তা সম্পূর্ণ ভুল। তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি। তাই ব্রিটেন বা আমেরিকার কাছে আশ্রয়ের অনুরোধ প্রত্যাখ্যান করার বিষয়ও অসত্য। জয় আরও দাবি করেন, তাঁর মায়ের আশ্রয় নিয়ে আমেরিকার সঙ্গে কোনও রকম আলোচনাও হয়নি।

শেখ হাসিনা ও তার মেয়ে পুতুল

আপাতত তার মা দিল্লিতে থাকবেন বলে জানিয়েছেন জয়। তিনি আরও বলেন, আমার বোন ওনার কাছে আছেন। তিনি ভালো থাকলেও তার খুবই মন খারাপ।'

শেখ হাসিনা আর রাজনীতি করবেন না বলে জানালেন জয়। লাগাতার আন্দোলনের চাপে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা এবং তার পর দেশ ছাড়ার পর থেকেই হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা শুরু হয়েছিল। সেই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে জয় দাবি করেন, তার মা আর রাজনীতিতে ফিরবেন না। এত পরিশ্রম করার পরেও যে ভাবে তার বিরুদ্ধে আন্দোলন হল, তাতে তিনি (হাসিনা) অত্যন্ত হতাশ এবং বীতশ্রদ্ধ।

জয় আরও জানিয়েছিলেন, হাসিনা এখন পরিবারের সঙ্গেই সময় কাটানোর পরিকল্পনা করছেন। কিন্তু কোথায় বা কী ভাবে তা এখনও স্থির হয়নি।#

পার্সটুডে/জিএআর/৭

 

 

ট্যাগ