বাংলা নববর্ষ
স্বাস্থ্যবিধি ও নিরাপত্তা বেষ্টনীর মধ্যে বর্ষবরণের অনুষ্ঠান পালনের প্রস্তুতি
আগামীকাল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। নতুন বছরের শুভকামনায় ঘরে বাইরে নববর্ষের উৎসবের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশের মানুষ। করোনা মহামারির ভয়াল থাবায় গত দুই বছর বন্ধ ছিল বাংলা নববর্ষ বরণের উৎসব আর উচছ্বাস। এবার দেশের বিভিন্ন স্থানে বসেছে বৈশাখী মেলা। আয়োজন করা হয়েছে লোকজ উৎসবের।
রাজধানী কেন্দ্রিক বর্ষবরণের উৎসবে প্রাণ ফিরে এলেও রমজানের কারণে তা খানিইকটা সীমিত রাখা হচ্ছে। পুর্বের মত ঢাকা বিশ্ব বিদ্যালয়ের চারুকলা অনুষদের উদ্যোগে এবার মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে সীমিত আকারে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে টিএসসি থেকে উপাচার্য ভবন পর্যন্ত।
নববর্ষের এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে বিখ্যাত সংগীত পরিচালক রজনীকান্ত সেনের লেখা গানের ‘নির্মল কর, মঙ্গল কর মলিন মর্ম মুর্ছায়- অংশটুকু। করোনা মহামারি থেকে চিরতরে পরিত্রাণ ও অসাম্প্রদায়িক বার্তা সবার মাঝে পৌঁছে দিতেই এবারের প্রতিপাদ্য ঠিক করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান। দুই বছর বিরতির পর এবার পহেলা বৈশাখে রাজধানীর মুল অনুষ্ঠান স্থল রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানও থাকবে।

তবে রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ উৎসবে এবার স্বাস্থ্যবিধি নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই বর্ষবরণের অনুষ্ঠান পালন করার নির্দেশ দিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। এবারে রমজানের কারণে রমনায় থাকবেনা কোন পান্তা-ইলিশ বা খাবারের দোকান। অনুষ্ঠান শেষ করতে হবে দুপুর দু’টার মধ্যে। এদিকে, আগামীকাল বৃহস্পতিবার বাংলা বর্ষবরণের অনুষ্ঠান ঘিরে জঙ্গি হামলা বা নাশকতার কোনো আশঙ্কা নেই বলে আস্বস্ত করেছে র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।
আজ (বুধবার) দুপুরে রাজধানীর রমনার বটমূলে বর্ষবরণ অনুষ্ঠানের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, পয়লা বৈশাখকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য বছরের মতো এবারও র্যাব ফোর্সেস বিশেষ নিরাপত্তাব্যবস্থা নিয়েছে। নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পর্যাপ্তসংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে। অনুষ্ঠানস্থল ও গুরুত্বপূর্ণ স্থানে আগত নারীদের উত্ত্যক্ত ও যৌন হয়রানি রোধে পুলিশ এবং র্যাবের সাদা পোশাকের টীম এবং ভ্রাম্যমাণ আদালত কাজ করবে।#
পার্সটুডে/ আব্দুর রহমান খান/ বাবুল আখতার /১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।